Nishad Ali Bin Fazlul Haque

Nishad Ali Bin Fazlul Haque আল্লাহর গোলাম! এটাই আমার সবচেয়ে বড় এবং সবচেয়ে প্রিয় পরিচয়

06/06/2024

رَّبِّ ارْحَــمْــهُـمَا كَـمَا رَبَّـيَـانِـي صَـغِـيـرًا
“রব্বির হাম-হুমা কামা রব্বা ইয়ানি ছগিরা”

"হে আমার প্রতিপালক! আমার পিতা-মাতার প্রতি দয়া করো, যেমন তারা দয়া, মায়া, মমতা সহকারে শৈশবে আমাকে প্রতিপালন করেছিলেন।”( সুরা বনি ইসরাইল - ২৪)

06/06/2024

রসুলﷺবলেছেন:-
তোমাদের কেউ মাসজিদে প্রবেশ করলে,সে যেন বসার পূর্বে দু'রাকাত সালাত আদায় করে।
নাসাঈ-৭৩১

06/06/2024

রাসুল (সোঃ) বলেনঃ
আনাস ইবনে মালিক(রাঃ) বর্ণনা করেন, এক বেদুঈন লোক রাসুলুল্লাহ(সাঃ) কে জিজ্ঞেস করলেনঃ কিয়ামত কখন হবে? নবী (সাঃ) তাকে জিজ্ঞেস করলেন, তুমি কিয়ামতের জন্য কি সম্বল সংগ্রহ করেছো? সে বললো, আল্লাহ এবং তাঁর রাসুলের ভালবাসা। নবী (সাঃ) বললেন, তুমি যাকে ভালবাসো তার সাথেই তোমার হাশর হবে।(মুসলিম,৮ষ্ঠম খন্ড, হা/৬৫২১, বা, ই, সে)।

06/06/2024

আয়িশা (রাঃ) থেকে বর্ণিতঃ
তিনি বলেন,রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) নিজের ঘরের এমন কিছুই না ভেঙ্গে ছাড়তেন না,যাতে কোন (প্রাণীর) ছবি থাকত।
সহিহ বুখারী হাদিস:৫৯৫২
হাদিসের মান:সহিহ হাদিস

06/06/2024

হে মুমিনগণ!
আল্লাহকে ভয় কর এবং সঠিক কথা বল।

(সূরা আল আহযাবঃ-৭০)

06/06/2024

অন্তরের অন্যতম বড় অপবিত্রতা হলো উত্তম ঈমানদারদের প্রতি (হৃদয়ে) বিদ্বেষ পোষণ করা।
- ইবনু তাইমিয়্যা (রাহিমাহুল্লাহ)
[মিনহাজুস সুন্নাহ: ১/২২]

06/06/2024

ইমাম ইবনুল কাইয়্যেম বলেন,
১- মানুষ যখন দুনিয়া নিয়ে ধনী হতে চায়, তুমি তখন আল্লাহকে নিয়ে ধনী হও।
২- মানুষ যখন দুনিয়া নিয়ে খুশি হতে চায় তুমি তখন আল্লাহকে নিয়ে খুশি হও।
৩- মানুষ যখন তাদের বন্ধুদের সঙ্গ নিতে চায় তুমি তখন তোমার সঙ্গকে আল্লাহর সাথে করো।
৪- মানুষ যখন তাদের রাজা-বাদশাদের, পদপদবীধারীদের সাথে পরিচিত হয়, তাদের নৈকট্য তালাশ করে, যার মাধ্যমে তারা ইয্যত-সম্মান, মান-মর্যাদা পেতে চায়, তখন তুমি আল্লাহর সাথে পরিচিত হও, তাঁর ভালোবাসার ভিখারী হও, তুমি তখন সর্বোচ্চ সম্মান ও মর্যাদার অধিকারী হতে পারবে।
- আলফাওয়ায়িদ, পৃ. ১১৮।

06/06/2024

বৃষ্টির সময় দোয়া কবুল হয়।
(মুস্তাদরাকে হাকেম, ২৫৩৪)

31/12/2023

স্মরণকালের সবচেয়ে ভয়াবহ আতশবাজিতে কাঁপতে বাংলাদেশ। হয়তো অনিশ্চিত কোনো গন্তব্যে এগিয়ে যাচ্ছে স্বদেশ। অবস্থাদৃষ্টে মনে হয়, কোথাও দেখার কেউ নেই, উপলব্ধি করাও কেউ নেউ।
দেশকে তুমি বাঁচাও হে মহান রব!

31/12/2023

থার্টি ফার্স্ট নাইট এখন এক আতঙ্কের নাম হয়ে গেছে নগরবাসীর জীবনে।

যে আগুন এক মুহূর্তে ছাই করে দিতে পারে আমাদের সম্পদ, জীবন এবং সাজানো সংসার; সেই আগুন হয়ে উঠেছে আমাদের বর্ষবরণের প্রধান উপকরণ।

একটা প্রজন্ম কতটা উন্মাদ, অবিবেচক, উচ্ছৃঙ্খল হলে আগুন আর পটকা নিয়ে উৎসব করতে পারে!

গত দুই বছরে থার্টি ফার্স্ট নাইটের উন্মত্ততা যেন লাগামছাড়া হয়ে গেছে। উল্লাসকারীদের পটকার আওয়াজে একটি নিষ্পাপ শিশুর জীবন প্রদীপ নিভে যাওয়ার ঘটনা এখনো আমাদের হৃদয় রক্তাক্ত করে। সর্বস্ব দিয়ে গড়ে তোলা সেই দরিদ্র নারী উদ্যোক্তা, ফানুসের আগুনে যার প্লাস্টিক কারখানা সম্পূর্ণ ভস্ম হয়ে গিয়েছিল, তার কথা ভেবে এখনো আমরা বিষণ্ন হই।

একটু ভাবুন, নিহত ওই শিশুটি যদি আপনার সন্তান হতো! নিংস্ব ওই নারীটি যদি হতো আপনার বোন! বিগত দিনের এইসব ভয়াবহ দুর্ঘটনাগুলোর কথা চিন্তা করে হলেও আমাদের ‘আগুন নিয়ে খেলা’ বন্ধ করা উচিত।

যে শহরে জালের মতো ছড়িয়ে আছে বৈদ্যুতিক তার, সেই শহরের যুবকেরা যখন ফানুসের নামে টাকা পোড়ায়, তাদের বুক কি একটুও কেঁপে ওঠে না দুর্ঘটনার শঙ্কায়!

আমরা জীববৈচিত্র্যের কথা বলি। প্রকৃতির শোভা বর্ধনে পাখিদের অবদানের কথা বলি৷ অথচ উৎসবের নামে অযৌক্তিক এই উন্মাদনার কারণে যে আমাদের পরিবেশ ও প্রাণীবৈচিত্র্য ধ্বংস হচ্ছে, তার বেলায় আমরা কেন চুপ!

নতুন বছরের আগমন যদি আনন্দের কারণ হয়, তবে পুরনো বছরের বিদায় বেদনার কারণ হওয়া উচিত। নববর্ষে যারা আনন্দ উদযাপন করে, হারিয়ে ফেলা বছরটির জন্য তারা কি কখনো বেদনা অনুভব করে?

মানুষকে আল্লাহ বিবেক দিয়ে সৃষ্টি করেছেন। বিবেকসম্পন্ন মানুষের পাশবিক উন্মাদনায় পাখিরা যদি আতঙ্কে ডানা ঝাপটায়, রাস্তার কুকুর যদি দিগ্বিদিক ছোটাছুটি করে ভয়ে, গরিবের মাথাগোঁজার আশ্রয় যদি ছাই হয় ফানুসের আগুনে, পটকার বিকট শব্দ যদি খালি করে মায়ের কোল, তবে মানুষ তোমার শ্রেষ্ঠত্ব রইল কোথায়!

31/12/2023

হে যুবক,
তুমি লাইলাতুল কদর ঘুমিয়ে কাটাও,
প্রতিদিন ঘুমে বিভোর থেকে ফজর ক্বাজা করো,
অথচ থার্টি-ফাস্ট-নাইট জেগে সারারাত
হৈ হুল্লোড় এবং অশ্লীলতায় মেতে থাকো।
তোমার তো পরাজয় হবেই,
তুমি তো ডিপ্রেশনে ভোগবেই,
তোমার চারিপাশ তো অন্ধকারে আচ্ছন্ন থাকবেই,
তুমি তো অপ্রাপ্তি ও অশান্তিতে বছরের পর বছর কাটাবেই,
এবং তোমার কোনো প্রত্যাশাই সময় মত পূর্ণ হবেনা।
মনে রেখো,
ফেতনার এই ভয়াবহ স্রোতে নিজেকে বাঁচিয়ে চলা,
এমনকি থার্টি-ফাস্ট-নাইটকে 'না' বলতে পারাটাও
বর্তমান প্রেক্ষাপটে এক ধরনের জি. হাদ ফি সাবীলিল্লাহ।

I have reached 500 followers! Thank you for your continued support. I could not have done it without each of you. 🙏🤗🎉
11/12/2023

I have reached 500 followers! Thank you for your continued support. I could not have done it without each of you. 🙏🤗🎉

Address

Fulbaria

Website

Alerts

Be the first to know and let us send you an email when Nishad Ali Bin Fazlul Haque posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category