22/07/2025
৪৯তম বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের ৬৮৩ জনকে নিয়োগ দেওয়া হবে।
➤ স্পেশাল বিসিএসের বিশেষত্ব হচ্ছে প্রিলিমিনারি পরীক্ষায় পাশ করার পর ডিরেক্ট মৌখিক পরীক্ষা।
➤ সাধারণ সরকারি কলেজের জন্য নিয়োগ দিবে ৬৫৩ জন এবং প্রশিক্ষণ কলেজের জন্য নিয়োগ দিবে ৩০ জন। একজন প্রার্থী তার নিজ সাবজেক্ট অনুযায়ী দুটোতেই আবেদন করতে পারবে। তবে শর্ত হলো যে, প্রশিক্ষণ কলেজে আবেদন করতে হলে তার অবশ্যই বি.এড ডিগ্রি থাকা লাগবে।
➤ সাধারণ সরকারি কলেজ হলো সেটি যেখানে ইন্টারমিডিয়েট, অনার্স-মাস্টার্স পড়ানো হয়। আর প্রশিক্ষণ কলেজ হলো সেটি যেখানে মাধ্যমিক স্তরের শিক্ষকদের প্রশিক্ষণ দেওয়া হয়।
➤ আবেদনের সময়: ২২ জুলাই থেকে ২২ আগস্ট।
➤ আবেদন ফি: ২০০ টাকা।
➤ মোট মার্কস ৩০০। প্রিলিমিনারি ২০০ এবং ভাইবা ১০০। ভাইবায় পাশ মার্কস ৫০!
➤ এমসিকিউ হবে ২০০ মার্কসের। ১০০ মার্কস জেনারেল এবং ১০০ মার্কস সাবজেক্টিভ।
➤ ২০০ মার্কসের সকল সাবজেক্টের প্রিলিমিনারি পরীক্ষা একই দিনে অনুষ্ঠিত হবে।
➤ ২০০ মার্কসের মধ্যে জেনারেল ১০০ মার্কস হলো বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান, গণিত ও মানসিক দক্ষতা।
➤ সাবজেক্টিভ ১০০ মার্কস হলো আপনি যে বিষয়ে অনার্স সম্পন্ন করেছে সে বিষয় থেকে আসবে।
➤ জেনারেল ১০০ মার্কসের মানবন্টন: বাংলা ২০ মার্কস, ইংরেজি ২০ মার্কস, বাংলাদেশ বিষয়াবলি ২০ মার্কস, আন্তর্জাতিক বিষয়াবলি ২০ মার্কস, সাধারণ গণিত ১০ মার্কস ও মানসিক দক্ষতা ১০ মার্কস।
Copy.