Abir Mahamud Robin

Abir Mahamud Robin সবাই সবাইকে সাহায্য করার মাধ্যমে আমাদের জীবনটাকে সুন্দর করে গড়ে তুলি🥰🥰

22/07/2025

৪৯তম বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের ৬৮৩ জনকে নিয়োগ দেওয়া হবে।

➤ স্পেশাল বিসিএসের বিশেষত্ব হচ্ছে প্রিলিমিনারি পরীক্ষায় পাশ করার পর ডিরেক্ট মৌখিক পরীক্ষা।
➤ সাধারণ সরকারি কলেজের জন্য নিয়োগ দিবে ৬৫৩ জন এবং প্রশিক্ষণ কলেজের জন্য নিয়োগ দিবে ৩০ জন। একজন প্রার্থী তার নিজ সাবজেক্ট অনুযায়ী দুটোতেই আবেদন করতে পারবে। তবে শর্ত হলো যে, প্রশিক্ষণ কলেজে আবেদন করতে হলে তার অবশ্যই বি.এড ডিগ্রি থাকা লাগবে।
➤ সাধারণ সরকারি কলেজ হলো সেটি যেখানে ইন্টারমিডিয়েট, অনার্স-মাস্টার্স পড়ানো হয়। আর প্রশিক্ষণ কলেজ হলো সেটি যেখানে মাধ্যমিক স্তরের শিক্ষকদের প্রশিক্ষণ দেওয়া হয়।
➤ আবেদনের সময়: ২২ জুলাই থেকে ২২ আগস্ট।
➤ আবেদন ফি: ২০০ টাকা।
➤ মোট মার্কস ৩০০। প্রিলিমিনারি ২০০ এবং ভাইবা ১০০। ভাইবায় পাশ মার্কস ৫০!
➤ এমসিকিউ হবে ২০০ মার্কসের। ১০০ মার্কস জেনারেল এবং ১০০ মার্কস সাবজেক্টিভ।
➤ ২০০ মার্কসের সকল সাবজেক্টের প্রিলিমিনারি পরীক্ষা একই দিনে অনুষ্ঠিত হবে।
➤ ২০০ মার্কসের মধ্যে জেনারেল ১০০ মার্কস হলো বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান, গণিত ও মানসিক দক্ষতা।
➤ সাবজেক্টিভ ১০০ মার্কস হলো আপনি যে বিষয়ে অনার্স সম্পন্ন করেছে সে বিষয় থেকে আসবে।
➤ জেনারেল ১০০ মার্কসের মানবন্টন: বাংলা ২০ মার্কস, ইংরেজি ২০ মার্কস, বাংলাদেশ বিষয়াবলি ২০ মার্কস, আন্তর্জাতিক বিষয়াবলি ২০ মার্কস, সাধারণ গণিত ১০ মার্কস ও মানসিক দক্ষতা ১০ মার্কস।
Copy.

22/07/2025

আগে মানুষ পোস্ট ডিলিট করতো, এখন সরকার পোস্ট ডিলিট করে। দেশে ক্ষমা চাওয়া,পদত্যাগের রীতি চালু হোক।দায়িত্বে আসার আগে দশবার ভাবুক।

21/07/2025

খাদ্যে ভেজাল,রানা প্লাজা বেইলি রোডে আগুনে মৃত্যু,দলীয় কোন্দলে,ধর্ষনে মৃত্যু,সড়ক, বিমান,দুর্ঘটনা,ছিনতাই বাঁচার কোনো উপায় আছে দেশে?

যারা ব্লাড দিতে পারবেন অতিদ্রুত নিম্নোক্ত হাসপাতালগুলোতে চলে যান-১. ঢাকা মেডিক্যাল বার্ন ইউনিট২. কুর্মিটোলা জেনারেল হাসপ...
21/07/2025

যারা ব্লাড দিতে পারবেন অতিদ্রুত নিম্নোক্ত হাসপাতালগুলোতে চলে যান-
১. ঢাকা মেডিক্যাল বার্ন ইউনিট
২. কুর্মিটোলা জেনারেল হাসপাতাল
৩. উত্তরা আধুনিক মেডিকেল কলেজ
৪. কুয়েত মৈত্রী হাসপাতাল
৫. উত্তরা উইমেন্স মেডিক্যাল কলেজ
৭. মনসুরআলী মেডিকেল কলেজ
৮. উত্তরা বাংলাদেশ মেডিক্যাল
৯. ক্রিসেন্ট হাসপাতাল

18/07/2025

সবজির ল্যাব টেস্ট করেছেন,সবজিতে (কী)টনাশক রেসিডিউ'র আন্তর্জাতিক সহনীয় মাত্রা হচ্ছে ১০ পিপিবি। পাওয়া গেছে ৭০০ পিপিবি। ৭০ গুন বেশি।

10/07/2025

আজকে এসএসসি
রেজাল্ট প্রকাশ হবে।স্টুডেন্ট লাইফে প্রথম বড় বোর্ড পরীক্ষা এটা হয়। সৃষ্টিকর্তা যেন সবার মনের আশা পূরণ করে।।
আমিন...

09/07/2025

হিসাববিজ্ঞান ক্লাসের এই ভাইরাল মেয়ে সামিরা যদি ইডেনের হতো, তাহলে কি যে হইতো।সব দোষ মনে হয় ইডেনের ঘাড়ে পড়তো।

09/07/2025

হিসাব বিজ্ঞান ক্লাস করার মতো ওয়েদার🫣🫣🥰

✍️মানুষ তার স্বপ্নের সমান বড়ো৪৪তম বিসিএস (প্রশাসন)  পেয়েছেন উল্লাস পালতিনি ৪৩ তম থেকে  শিক্ষা  ক্যাডারে আছেন। শুভকামনা ও...
30/06/2025

✍️মানুষ তার স্বপ্নের সমান বড়ো
৪৪তম বিসিএস (প্রশাসন) পেয়েছেন উল্লাস পাল
তিনি ৪৩ তম থেকে শিক্ষা ক্যাডারে আছেন।
শুভকামনা ও অভিনন্দন!
সত্যি এক বিশাল অনুপ্রেরণা!

অভিনন্দন শাকিল আহমেদ প্রশাসন ক্যাডার, জাতীয় বিশ্ববিদ্যালয়বৃন্দাবন সরকারি কলেজ, হবিগঞ্জ ৪৪তম বিসিএস©Shakil Al-Amin
30/06/2025

অভিনন্দন
শাকিল আহমেদ
প্রশাসন ক্যাডার,
জাতীয় বিশ্ববিদ্যালয়
বৃন্দাবন সরকারি কলেজ, হবিগঞ্জ
৪৪তম বিসিএস

©Shakil Al-Amin

✍️অনেকেই জানে না HSC পাশ দিয়েই নিবন্ধনে শিক্ষক হওয়া যায়😊 (জুনিয়র শিক্ষক) তাদের প্রাথমিক বাছাই (প্রিলিমিনারি) অন্যদের মত...
22/06/2025

✍️অনেকেই জানে না HSC পাশ দিয়েই নিবন্ধনে শিক্ষক হওয়া যায়😊 (জুনিয়র শিক্ষক) তাদের প্রাথমিক বাছাই (প্রিলিমিনারি) অন্যদের মত বাংলা, ইংরেজি, গণিত, জিকে ২৫ টি করে ১০০ এমসিকিউ থাকে (সিলেবাস প্রথম ছবিতে)

তবে লিখিত পরীক্ষায় শুধু বাংলা ও ইংরেজি থাকে, অন্য কিছু থাকে না (সিলেবাস & বিগত প্রশ্ন বাকি ছবিগুলোতে)

[জুনিয়র শিক্ষক হতে HSC, আর সহকারী শিক্ষক/প্রভাষক হতে অনার্স/ডিগ্রী পাশ লাগে] পরবর্তী ১৯তম নিবন্ধনের সার্কুলার জুলাই মাসে আসতে পারে!

08/06/2025

🙋‍♀️🙋‍♀️গরুর নল্লি খাইতে যাইয়া আম্মুর সিরামিকের প্লেট ভাইগ্গা ফেলছি দোয়া করবেন আমার জন্য;😷

Address

Fulbaria

Telephone

+8801518992308

Website

Alerts

Be the first to know and let us send you an email when Abir Mahamud Robin posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share