Islamic Letter

Islamic Letter Like & Share for regular update

“পুরুষের হৃদয় যদি কোনো নারীর সাথে এঁটে যায়, যদিও সে নারী তার জন্য বৈধ হয়, তাহলেও তার হৃদয় থাকে ওই নারীর কাছে বন্দী। ...
01/07/2025

“পুরুষের হৃদয় যদি কোনো নারীর সাথে এঁটে যায়, যদিও সে নারী তার জন্য বৈধ হয়, তাহলেও তার হৃদয় থাকে ওই নারীর কাছে বন্দী। নারী তার অধিপতি হয়ে বসে, পুরুষ সেই নারীর খেলার পুতুলে পরিণত হয়, যদিও প্রকাশ্যভাবে সে তার অভিভাবক; কেননা সে তার স্বামী। তবে বাস্তবে সেই নারীর কাছে বন্দী, তার দাস। বিশেষত নারী যদি বুঝতে পারে যে, পুরুষ তার প্রেমে মুগ্ধ। এমতাবস্থায় নারী তার উপর আধিপত্য চালায়, জালেম ও স্বৈরাচারী শাসক যেমন তার মজলুম, নিষ্কৃতি পেতে অপারগ দাসের উপর শাসন চালায়, ঠিক সেইভাবেই নারী তার প্রেমে হাবুডুবু-খাওয়া পুরুষের উপর শাসন চালায়। বরং এর চাইতেও বেশি চালায়। আর হৃদয়ের বন্দীদশা শরীরের বন্দীদশা থেকে মারাত্মক। হৃদয়ের দাসত্ব শরীরে দাসত্বের চেয়েও কঠিনতর।”

~ ইবনে তাইমিয়্যা (রাহিঃ)
[মাজমাউল ফাতওয়াঃ ১০/১৮৫]

01/07/2025

আল্লাহর কাছে সেই মানুষ সবচেয়ে প্রিয়, যে অন্যের উপকার করে। (মুজামুল আওসাত, ৬১৯৬)

27/06/2025
ব্যাংকে চাকুরী করা কি জায়েজ?শাইখ মুহাম্মাদ নাসিরুদ্দীন আল-আলবানী (রাহিমাহুল্লাহ) বলেন — ‘কোনো মুসলিমের জন্য (সুদী)‏ ব্যা...
27/06/2025

ব্যাংকে চাকুরী করা কি জায়েজ?

শাইখ মুহাম্মাদ নাসিরুদ্দীন আল-আলবানী (রাহিমাহুল্লাহ) বলেন —

‘কোনো মুসলিমের জন্য (সুদী)‏ ব্যাংকে চাকুরী করা জায়েয নেই। এমনকি ঝাড়ুদার হিসাবেও না।’

[আল-হুদা ওয়াল নূর, ৭৩৩]

27/06/2025

“বিয়েতে হোক বা অন্য সময়ে হোক পুরুষদের জন্য হাতে-পায়ে মেহেদী ব্যবহার করা হারাম। এটি কবীরা গুনাহের শামিল। কেননা এতে নারীদের সাদৃশ্য অবলম্বন করা হয়।”

~ মুহাম্মাদ ইবনে সালেহ আল-উসাইমিন
[ফাতাওয়া নূরুন আলাদ দারব, ১১/৪১৫-১৬]

ঈদের দিন সাহাবায়ে কেরাম যখন একে অপরের সাথে সাক্ষাত করতেন তখন বলতেন:تَقَبَّلَ اللهُ مِنَّا وَ مِنْكُمْ“তাকাব্বালাল্লাহু ম...
30/03/2025

ঈদের দিন সাহাবায়ে কেরাম যখন একে অপরের সাথে সাক্ষাত করতেন তখন বলতেন:

تَقَبَّلَ اللهُ مِنَّا وَ مِنْكُمْ

“তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম।”

অনুবাদ: আল্লাহ্‌ আমাদের ও আপনাদের নেক আমলগুলো কবুল করে নিন। [বায়হাকী ২/৩১৯]

“ঈদে আনন্দ প্রকাশ করা দ্বীনের শিআর।” (ফতহুল বারী ২/৪৪৩)।

21/02/2025

"তোমরা অতিমাত্রায় পানাহার করা থেকে বেঁচে থাকো। কেননা তা শরীরকে খারাপ করে, রোগ-ব্যাধি ও সালাত আদায়ে অলসতার কারণ হয়। তোমাদের কর্তব্য হচ্ছে পানাহারের ক্ষেত্রে সংযত আচরণ করা, কেননা তা স্বাস্থ্যের জন্য অধিক উপকারী এবং অপচয় থেকে অধিক দূরবর্তী। নিশ্চয় আল্লাহ তাআলা মেদবহুল জ্ঞানী ব্যক্তিকে ঘৃণা করেন। যখন ব্যক্তির প্রবৃত্তি তার দ্বীনের ওপর প্রভাব বিস্তার করে ফেলে তখন সে ধ্বংস হয়ে যায়"।

~ উমার ইবনুল খাত্তাব [রা.]
[ইমাম আবু নুআইম (রাহ.), আত তিব্বুন নাওয়াউই, হা: ১২৭]

ইবনু কুদামাহ (রহিমাহুল্লহ) বলেন,"কেউ আমার স্ত্রীর মুখ দেখার চেয়ে মৃত্যু আমার নিকট অধিকতর সহজ।"[আল মুগনী: ৭/৩০১]
18/12/2024

ইবনু কুদামাহ (রহিমাহুল্লহ) বলেন,

"কেউ আমার স্ত্রীর মুখ দেখার চেয়ে মৃত্যু আমার নিকট অধিকতর সহজ।"

[আল মুগনী: ৭/৩০১]

Address

Fulbaria

Website

Alerts

Be the first to know and let us send you an email when Islamic Letter posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share