
01/07/2025
“পুরুষের হৃদয় যদি কোনো নারীর সাথে এঁটে যায়, যদিও সে নারী তার জন্য বৈধ হয়, তাহলেও তার হৃদয় থাকে ওই নারীর কাছে বন্দী। নারী তার অধিপতি হয়ে বসে, পুরুষ সেই নারীর খেলার পুতুলে পরিণত হয়, যদিও প্রকাশ্যভাবে সে তার অভিভাবক; কেননা সে তার স্বামী। তবে বাস্তবে সেই নারীর কাছে বন্দী, তার দাস। বিশেষত নারী যদি বুঝতে পারে যে, পুরুষ তার প্রেমে মুগ্ধ। এমতাবস্থায় নারী তার উপর আধিপত্য চালায়, জালেম ও স্বৈরাচারী শাসক যেমন তার মজলুম, নিষ্কৃতি পেতে অপারগ দাসের উপর শাসন চালায়, ঠিক সেইভাবেই নারী তার প্রেমে হাবুডুবু-খাওয়া পুরুষের উপর শাসন চালায়। বরং এর চাইতেও বেশি চালায়। আর হৃদয়ের বন্দীদশা শরীরের বন্দীদশা থেকে মারাত্মক। হৃদয়ের দাসত্ব শরীরে দাসত্বের চেয়েও কঠিনতর।”
~ ইবনে তাইমিয়্যা (রাহিঃ)
[মাজমাউল ফাতওয়াঃ ১০/১৮৫]