খেলাঘর

খেলাঘর আজকের খেলার খবর দেখুন এখানে !! Satisfying and Relaxing Metal Sand ASMR
(1)

03/07/2025

Pubg Mobile Live Gameplay Today Noob Squad 2025 WOW

লিটনের শেষ ৮ ম্যাচ  ৬, ১, ০, ০ , ২, ৪,০, ০  !! এখানে এনামুল হক বিজয় বা ইমরুল কায়েস যাকেই ভাবুন , এমনকি তামিম ইকবাল যদি হ...
02/07/2025

লিটনের শেষ ৮ ম্যাচ ৬, ১, ০, ০ , ২, ৪,০, ০ !! এখানে এনামুল হক বিজয় বা ইমরুল কায়েস যাকেই ভাবুন , এমনকি তামিম ইকবাল যদি হতো তাহলে চাচার জোরের কথাও চলে আসতো । কিন্ত যেহেতু কোটায় খেলে লিটন তাই এখানে ক্যারিয়ার শেষ হবেনা । প্রায় ১০০ ম্যাচ খেলা লিটন ওয়ানডেতে কবেই ধারাবাহিক ছিলো ??

টেস্ট সিরিজ শেষে এবার ৫০ ওভারের ক্রিকেটে মুখোমুখি বাংলাদেশ ও শ্রীলঙ্কা। আগামীকাল (২ জুলাই) কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়...
01/07/2025

টেস্ট সিরিজ শেষে এবার ৫০ ওভারের ক্রিকেটে মুখোমুখি বাংলাদেশ ও শ্রীলঙ্কা। আগামীকাল (২ জুলাই) কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে মাঠে গড়াবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ। সিরিজ শুরুর আগে বাংলাদেশ দলকে যথেষ্ট সমীহ করছেন লঙ্কান অধিনায়ক চারিথ আসালাঙ্কা।

টেস্ট ও টি-টোয়েন্টির মতো ওয়ানডেতেও সাম্প্রতিক সময়টা ভালো কাটেনি বাংলাদেশের। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভরাডুবি, পাকিস্তানের মাটিতে টি-টোয়েন্টিতে হোয়াইটওয়াশ এবং শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজে ইনিংস ব্যবধানে হার—সব মিলিয়ে আত্মবিশ্বাসে ঘাটতি থাকতেই পারে টাইগারদের।

তবে সর্বশেষ ওয়ানডে সিরিজের ফল বলছে ভিন্ন কথা। ২০২৩ সালে বাংলাদেশে অনুষ্ঠিত সিরিজে ২-১ ব্যবধানে শ্রীলঙ্কাকে হারিয়েছিল মেহেদী হাসান মিরাজের দল। সে অভিজ্ঞতা থেকেই এবার আরও সতর্ক লঙ্কানরা।

ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে আসালাঙ্কা বলেন, ‘বাংলাদেশ অনেক টাফ দল। তারা ভালো ক্রিকেট খেলে। আমাদের জন্য প্রতিটি দলই চ্যালেঞ্জ, আর বাংলাদেশ তো বিশেষ করে। সর্বশেষ সিরিজে ওরা আমাদের হারিয়েছে, এবার হোম কন্ডিশনে আমাদের জন্য বড় চ্যালেঞ্জ।’

বাংলাদেশের নতুন ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ সম্পর্কে লঙ্কান অধিনায়ক বলেন, ‘অধিনায়ক হিসেবে কিছু বলতে পারব না। তবে একজন খেলোয়াড় হিসেবে মিরাজ দারুণ। ভালো অলরাউন্ডার—চমৎকার বোলার, ভালো ব্যাটার।’

বাংলাদেশ সময় বিকাল ৩টায় শুরু হবে সিরিজের প্রথম ম্যাচ।

30/06/2025

পাবজি খেলা লাইভ আর সাথে খেলা নিয়ে আড্ডা !!

30/06/2025

পাবজি খেলা লাইভ আর প্রবাসীদের সাথে আড্ডা

বাংলাদেশ টেস্ট দলের ২৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত বিশেষ অনুষ্ঠানের শেষ দিন বরিশালে গিয়েছিলেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম ব...
30/06/2025

বাংলাদেশ টেস্ট দলের ২৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত বিশেষ অনুষ্ঠানের শেষ দিন বরিশালে গিয়েছিলেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। স্থানীয় ক্রিকেটারদের সঙ্গে মতবিনিময়ের সময় উঠে আসে গুরুত্বপূর্ণ এক অভিযোগ—বরিশালে নিয়মিত লিগ না হওয়া নিয়ে হতাশা।

ক্রিকেটারদের চোখের পানিতে তিনি বিব্রত বোধ করেন এবং স্বীকার করেন, এটা বিসিবির জন্য লজ্জার। তবে আশ্বাস দিয়েছেন, ভবিষ্যতে এমন ভুল আর হবে না। লিগ চালু করতে কিছুটা সময় লাগবে হলেও, বরিশালসহ দেশের প্রত্যন্ত অঞ্চলগুলোতে নিয়মিত ক্রিকেট লিগ আয়োজনের পরিকল্পনার কথা জানান তিনি।

জেলা ক্রীড়া সংস্থা ও বিসিবির যৌথ উদ্যোগে লিগ আয়োজন করে সেখান থেকেই নতুন প্রতিভা তুলে আনার লক্ষ্যে কাজ করবে বোর্ড। স্টেডিয়ামের সংস্কার কাজ শেষ হলে কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন তিনি।

টেস্ট ক্রিকেটে এনামুল হক বিজয়ের ধারাবাহিক ব্যর্থতা আজ আর নতুন কিছু নয়। কিন্তু এই ব্যর্থতার আঁচ আগে থেকেই টের পাওয়া গিয়েছ...
27/06/2025

টেস্ট ক্রিকেটে এনামুল হক বিজয়ের ধারাবাহিক ব্যর্থতা আজ আর নতুন কিছু নয়। কিন্তু এই ব্যর্থতার আঁচ আগে থেকেই টের পাওয়া গিয়েছিল। কারণ ‘এ’ দলের হয়েও ব্যাট হাতে তিনি ছিলেন রীতিমতো নিষ্প্রভ।

১০টি ম্যাচে ১৬ ইনিংসে মাত্র ৪০৯ রান—বাংলাদেশ ‘এ’ দলে তার গড় মাত্র ২৭.২৬। অথচ ঘরোয়া ক্রিকেট আর আন্তর্জাতিক ক্রিকেটের মাঝখানে সেতুবন্ধ হিসেবে কাজ করা এই ‘এ’ দলই তো বোঝার জায়গা, কে কতটা প্রস্তুত বড় মঞ্চের জন্য।

টেস্টে এনামুল হক বিজয় খেলেছেন ৮ ম্যাচে ১৫ ইনিংস। রান মাত্র ১৬২, ব্যাটিং গড় ১০.৮০। অবাক করা নয়—এক থেকে চার নম্বরে অন্তত ১৫ ইনিংস ব্যাটিং করা ব্যাটারদের মধ্যে ১৪৮ বছরের টেস্ট ইতিহাসে এতটা বাজে গড় আর কারও নেই!

তালিকার দ্বিতীয় স্থানে মেহরাব হোসেন অপি, যিনি ১৮ ইনিংসে করেছিলেন ১৩.৩৮ গড়ে রান। তবে তার একটি ৭১ রানের ইনিংস ছিল হারারে টেস্টে হিথ স্ট্রিকদের বিপক্ষে। অথচ বিজয়ের ব্যাট থেকে এখনও পর্যন্ত ৪০ রানের ইনিংসও আসেনি!

গত মাসেই নিউ জিল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে চার ইনিংসে কোনো ফিফটি পাননি বিজয়। এর আগে পাকিস্তান ‘এ’ দলের বিপক্ষেও তিন ইনিংসে করেছিলেন মাত্র ১৮ রান। তবু জায়গা পেয়েছেন শ্রীলঙ্কা সফরের মতো গুরুত্বপূর্ণ সিরিজে!

তাকে বারবার দলে রাখার অন্যতম কারণ—জাতীয় লিগে ৭০০ রানের ইনিংস, আর উপযুক্ত টপ অর্ডার বিকল্প না থাকা। কিন্তু তা দিয়ে কি টানা ব্যর্থতা ঢেকে রাখা যায়?

টেস্টে তিনটি সুযোগ পেয়েছেন ব্যাটিং সহায়ক উইকেটে, তবুও নিজেকে প্রমাণ করতে পারেননি। এরপরও যদি দাবি তোলা হয়—"পর্যাপ্ত সুযোগ পেলে লেজেন্ড হতাম", তাহলে প্রশ্ন জাগে, এই ‘পর্যাপ্ত সুযোগ’ আর কাকে বলে?

এই দেশের বাস্তবতায় ‘এ’ দলের হয়ে ১০টি প্রথম শ্রেণির ম্যাচ খেলার সুযোগ পাওয়া খুবই দুর্লভ। বিজয় সেই সৌভাগ্যবানদের একজন, যিনি বারবার সুযোগ পেয়েছেন—এমনকি কখনো কখনো যোগ্যতার চেয়েও বেশি।

তাই এই মুহূর্তে আত্মবিশ্লেষণের সময় বিজয়ের জন্য। কৃতজ্ঞতা প্রকাশই যেখানে স্বাভাবিক, সেখানে ‘লেজেন্ড’ প্রসঙ্গ তোলা—শুধু হাস্যকরই নয়, অপমানজনকও।

হেডিংলিতে ভারতের বিপক্ষে রেকর্ডগড়া টেস্টেও জয়ের দেখা মেলেনি রোহিত শর্মার দলের। ৩৭১ রানের লক্ষ্য তাড়া করে ৫ উইকেটে ম্যাচ ...
25/06/2025

হেডিংলিতে ভারতের বিপক্ষে রেকর্ডগড়া টেস্টেও জয়ের দেখা মেলেনি রোহিত শর্মার দলের। ৩৭১ রানের লক্ষ্য তাড়া করে ৫ উইকেটে ম্যাচ জিতে নিয়েছে ইংল্যান্ড। ম্যাচের নায়ক ওপেনার বেন ডাকেট, যিনি করেছেন ৬২ ও ১৪৯ রানের দুটি ঝলমলে ইনিংস।

চলতি বছর তিন ফরম্যাটেই দুর্দান্ত ফর্মে আছেন ৩০ বছর বয়সী এই ইংলিশ ব্যাটার। ২০ ইনিংসে করেছেন ১০৩৯ রান; আছে ৩ সেঞ্চুরি ও ৬ ফিফটি। ভারতের বিপক্ষে চতুর্থ ইনিংসে জ্যাক ক্রাউলির সঙ্গে ১৮৮ রানের রেকর্ড উদ্বোধনী জুটি গড়ে ভেঙেছেন ৪৮ বছরের পুরোনো রেকর্ড, যেটি ইংল্যান্ডকে জয়ের পথ দেখায়।

ওয়ানডেতে ৯ ম্যাচে তার ব্যাট থেকে এসেছে ৫২.৮৮ গড়ে ১১৭৬ রান, যার মধ্যে রয়েছে একটি সেঞ্চুরি ও তিনটি হাফসেঞ্চুরি। টি-টোয়েন্টিতে ৮ ম্যাচ খেলে করেছেন দুটি ফিফটি, স্ট্রাইকরেট ১৬৮.২৫—যা বর্তমান সময়ে ব্যাটারদের মধ্যে অন্যতম দ্রুতগতির। আর সাদা পোশাকের টেস্ট ফরম্যাটে আরও ভয়ংকর রূপে ধরা দিয়েছেন তিনি। ৩ ইনিংসেই করেছেন ২টি সেঞ্চুরি ও ১টি ফিফটি, গড় ১১৭!

২০১৬ সালে আন্তর্জাতিক ক্রিকেটে পথচলা শুরু করা ডাকেট এখন পর্যন্ত খেলেছেন মোট ৭৯টি আন্তর্জাতিক ম্যাচ। এর মধ্যে ৩৪টি টেস্টে করেছেন ২৬২১ রান, গড় ৪৩.৬৮—আছে ৬টি শতক ও ১৪টি অর্ধশতক। ওয়ানডেতে ২৫ ম্যাচে তার রান ১১৭৬, গড় ৪৯, যেখানে রয়েছে ৩টি সেঞ্চুরি ও ৮টি ফিফটি। আর ২০টি টি-টোয়েন্টি ম্যাচে করেছেন ৫২৭ রান, গড় ২৯.২৭, স্ট্রাইকরেট প্রায় ১৫৪।

তবে এত অর্জনের পরও ‘ফ্যাব ফোর’-এ তার নাম নেই, আইপিএলেও এখনও অভিষেক হয়নি। কিন্তু ধারাবাহিক পারফরম্যান্সে বেন ডাকেট নিজেকে দুনিয়ার অন্যতম সেরা ফর্মে থাকা ব্যাটার হিসেবেই প্রতিষ্ঠা করছেন।

পাঁচ সেঞ্চুরি করেও হার এড়াতে পারল না ভারত, ইংল্যান্ডের দারুণ জয়পাঁচ ব্যাটারের সেঞ্চুরির পরও প্রথম টেস্টে ইংল্যান্ডের কাছ...
24/06/2025

পাঁচ সেঞ্চুরি করেও হার এড়াতে পারল না ভারত, ইংল্যান্ডের দারুণ জয়

পাঁচ ব্যাটারের সেঞ্চুরির পরও প্রথম টেস্টে ইংল্যান্ডের কাছে হেরে গেল ভারত। রোমাঞ্চকর লড়াই শেষে পাঁচ উইকেটে জয় তুলে নিয়েছে স্বাগতিক ইংল্যান্ড, সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল তারা।

ম্যাচ জুড়ে দুই দলই দেখিয়েছে দুর্দান্ত পারফরম্যান্স। তবে শেষ পর্যন্ত ইংলিশদের অভিজ্ঞতা, ধৈর্য আর চাপ সামাল দেওয়ার ক্ষমতাই পার্থক্য গড়ে দেয়। সিরিজের শুরুটা তাই ইংল্যান্ডের জন্য হলো সোনায় মোড়ানো।

জ্বরের কারণে গল টেস্ট খেলতে পারেননি মেহেদী হাসান মিরাজ। তবে কলম্বো টেস্টে ফিরছেন এই অলরাউন্ডার। আর তাকে ঘিরে বাংলাদেশ ক্...
24/06/2025

জ্বরের কারণে গল টেস্ট খেলতে পারেননি মেহেদী হাসান মিরাজ। তবে কলম্বো টেস্টে ফিরছেন এই অলরাউন্ডার। আর তাকে ঘিরে বাংলাদেশ ক্রিকেট অঙ্গনে বাড়তি কৌতূহল ও উত্তেজনা। ফর্মের তুঙ্গে থাকা মিরাজ সম্প্রতি পেয়েছেন ওয়ানডে দলের অধিনায়কত্বও। সব মিলিয়ে এখন তিনি টাইগারদের ‘হট টপিক’।

সাকিব আল হাসানের অনুপস্থিতিতে টেস্ট দলে অলরাউন্ডার হিসেবে মিরাজই যেন একমাত্র ভরসা। ব্যাটে-বলে সমান পারদর্শী এই ক্রিকেটার যে কোনো মুহূর্তে ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন।

তবে লঙ্কান অধিনায়ক ধনঞ্জয়া ডি সিলভার চোখে তেমন বড় হুমকি নন মিরাজ। সংবাদ সম্মেলনে প্রশ্ন উঠেছিল, মিরাজকে কি হুমকি ভাবছে শ্রীলঙ্কা? জবাবে ধনঞ্জয়া বলেন, ‘মিরাজকে সেভাবে থ্রেট হিসেবে ভাবছি না। সে আমাদের বিপক্ষে বাংলাদেশের মাটিতে নিজেদের হোম কন্ডিশনে সর্বশেষ কিছু টেস্টেও খেলেছে। সে দেশের হয়ে দারুণ খেলছে। খুব বড় হুমকি হিসেবে দেখছি না। তবে লড়াইটা ভালো হবে।’

সব ঠিক থাকলে আগামীকাল (২৫ জুন) শুরু হতে যাওয়া কলম্বো টেস্টে একাদশে ফিরছেন মিরাজ। লঙ্কানদের জন্য হুমকি হোক বা না হোক, বাংলাদেশের জন্য মিরাজ যে বড় সম্পদ, তা নিয়ে কোনও সংশয় নেই।

ফিফা ক্লাব বিশ্বকাপের গ্রুপপর্বে জমজমাট এক লড়াই উপহার দিল ইন্টার মায়ামি ও ব্রাজিলিয়ান ক্লাব পালমেইরাস। বাংলাদেশ সময় মঙ্গ...
24/06/2025

ফিফা ক্লাব বিশ্বকাপের গ্রুপপর্বে জমজমাট এক লড়াই উপহার দিল ইন্টার মায়ামি ও ব্রাজিলিয়ান ক্লাব পালমেইরাস। বাংলাদেশ সময় মঙ্গলবার (২৪ জুন) সকালে ‘গ্রুপ এ’-এর শেষ ম্যাচে মুখোমুখি হয় দুই দল। হার্ড রক স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটি ২-২ গোলে ড্র হলেও, দুই দলই জায়গা করে নেয় টুর্নামেন্টের শেষ ষোলোয়।

ম্যাচের শুরু থেকেই গোলের খেলার আভাস মিলছিল। তবে বল দখল ও আক্রমণে এগিয়ে থেকেও প্রথমার্ধে গোল হজম করে পালমেইরাস। ১৬তম মিনিটে প্রতিপক্ষের কর্নার থেকে দ্রুত পাল্টা আক্রমণে যায় ইন্টার মায়ামি। বল নিয়ে এগিয়ে যান লুইস সুয়ারেজ, বক্সে ঢুকে চমৎকার পাস বাড়ান তাদেও অ্যালেন্ডের উদ্দেশে। উরুগুইয়ান তারকার সেই অ্যাসিস্ট থেকে গোল করে দলকে এগিয়ে দেন অ্যালেন্ডে।

প্রথমার্ধে ১-০ ব্যবধানে এগিয়ে থেকে মাঠ ছাড়ে মায়ামি। দ্বিতীয়ার্ধে ৬৫তম মিনিটে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন সুয়ারেজ নিজেই। ম্যাচের এই সময়ে মায়ামি প্রায় নিশ্চিত মনে করছিল জয়। কিন্তু সেখানেই শুরু হয় নাটক।

শেষ ১০ মিনিটে দৃশ্যপট পাল্টে দেন পালমেইরাসের দুই ব্রাজিলিয়ান তারকা। ৮০তম মিনিটে গোল করেন পাউলিনহো, আর ঠিক সাত মিনিট পর সমতা ফেরান মাউরিসিও। একের পর এক আক্রমণে শেষ দিকে গোলের জন্য মরিয়া হয়ে ওঠে ব্রাজিলিয়ান ক্লাবটি, তবে মায়ামির গোলরক্ষক ও রক্ষণভাগ প্রতিরোধ গড়ে তোলে।

শেষ পর্যন্ত ২-২ গোলের ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হয় দুই দলকে। তবে এই ড্র-ই যথেষ্ট ছিল পরবর্তী পর্বে যাওয়ার জন্য। তিন ম্যাচে সমান ৫ পয়েন্ট করে অর্জন করলেও গোল ব্যবধানে এগিয়ে থেকে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে পালমেইরাস। আর ডেভিড বেকহ্যামের মালিকানাধীন ইন্টার মায়ামি রানার্সআপ হয়ে পৌঁছেছে শেষ ষোলোয়।

অন্যদিকে গ্রুপের আরেক ম্যাচে পর্তুগিজ ক্লাব পোর্তো ৪-৪ গোলে ড্র করেছে মিশরীয় ক্লাব আল আহলির বিপক্ষে। তবে দুই দলেরই টুর্নামেন্ট থেকে বিদায় নিশ্চিত হয়েছে আগেই।

Address

Fulbaria

Alerts

Be the first to know and let us send you an email when খেলাঘর posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share