17/05/2024
নিজের সম্পর্কে একটা বিষয় উপলব্ধি করলাম। আমার মাঝে কোনো হিংসা নাই। আমি খেয়াল করলাম কারো ভালো হতে দেখলে, উন্নতি হতে দেখলে আমার ভালো লাগে। ভার্চুয়ালে কারো স্ট্যাটাসে কোনো সফলতার পোস্ট দেখলাম, চিনিও না তাকে তবুও আমার আনন্দ অনুভব হয়।
এমনকি যে আমাকে যেকোনো কারণেই হোক অপছন্দ করে, তার সম্পর্কেও যদি ভালো কিছু শুনি আমার ভালো লাগে। এই যে হিংসা না থাকার ব্যাপার টা আমার নিজের চোখে নিজেকে বড় করে তুলে। নিজের এই দিক টা দেখে আমার গর্বে বুক উঁচু হয়ে যায়।
বর্তমান সময়ে হিংসা জিনিস টা নিজেদের মধ্যেই বেশি। আমি এমনও দেখেছি একে অপরকে ফ্রেন্ড পরিচয় দেয় কিন্তু কোনো একজন তার ফ্রেন্ড কে দেখেও হিংসা করে কিছু বিষয়ে। রক্তের সম্পর্ক অথচ একে ওপরের উন্নতি তে জ্বলেপুড়ে যায়। এসবের ভীড়ে নিজের এমন মনমানসিকতা দেখে আমি মুগ্ধ।😌