Varieties Store by Mukul

Varieties Store by Mukul আমার এই পেজ থেকে যদি কখনো আয় হয়
সেই অর্থ দিয়ে গরীব দুখিদের সহোযোগিতা করবো ইনশা আল্লাহ
star sender দের কে অনুরোধ করবো star send করার জন্য
❣️❣️❣️

ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগর।কী হয়েছিল বিধ্বস্ত হওয়ার শেষ মুহূর্তে। ফ্ল্যাইট লেফট্যানেন্ট তৌকির ইসলাম সাগর কী ধর...
23/07/2025

ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগর।

কী হয়েছিল বিধ্বস্ত হওয়ার শেষ মুহূর্তে। ফ্ল্যাইট লেফট্যানেন্ট তৌকির ইসলাম সাগর কী ধরনের পরিস্থিতির সম্মুখীন হয়েছিলেন? বিমানবাহিনীর এক কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে জানিয়েছেন, ‘তৌকিরের আজ প্রথম একক মিশন ছিল, একটু আগে তিনি ডুয়াল ফ্লাইট পরিচালনা করেছেন। এয়ারক্রাফট টেকঅফ করার একটুখানি যাওয়ার পর এয়ারক্রাফট কোন রিঅ্যাক্ট করছিল না। তারপরে এয়ারক্রাফট স্টল করে, তখন তার কন্ট্রোলে ছিল না। মোবাইল টাওয়ার থেকে তাকে ইজেক্ট করতে বলা হচ্ছিল, কিন্তু এত লোয়ার ফ্লাইয়িং হচ্ছিল যে, ওই সময়ে ইজেক্ট করা আসলে পসিবলও ছিল না। তিনি চেষ্টা করছিলেন যে, অন্যভাবে কিছু করা যায় কি না। কিন্তু দুর্ভাগ্য।’

ওই সদস্য আরও বলেন, ফ্ল্যাইটটি দিয়াবাড়ির ফাঁকা স্থানে ফেলতে চেয়েছিলেন তৌকির ইসলাম। এজন্য বেশ কিছু সময় ধরে চেষ্টাও চালাচ্ছিলেন। কিন্তু শেষ পর্যন্ত পারেননি; জেটটি বাউন্স করে মাইলস্টোন এলাকায় গিয়ে আছড়ে পড়ে।
Source: the daily campus

F-7 মডেলে এই সমস্যা আগেও হয়েছে। ২০১৫ সালে যেই বিমান‌টা বঙ্গোপসাগরে দুর্ঘটনায় পড়ে সেটা। কোনো এক সূত্রের মাধ্যমে জেনেছিলাম টেক অফ এর পর বিমান আর পাইলটের নিয়ন্ত্রণে ছিলো না কোনো রিয়েক্ট রেসপন্স কিছু করছিলো না। এরকম অবস্থায় সাধারণত পাইলটের কিছুই করার থাকে না। সে জানতো যে এটা একটা স্কুল, সে জানতো যে আশেপাশে বাচ্চারা আছে। এই জন্যই তিনি বের করেন নি। সে শেষ সেকেন্ড পর্যন্ত থেকে গেছে, জেটটিকে দূরে সরাতে চেষ্টা করছে। সে সব দিয়ে দিয়েছে। সে এটা নিয়ে নিচে নেমে গিয়েছিল।
দয়া করে পাইলটকে দোষারোপ করবেন না। সে চেষ্টা করেছে! সে সত্যিই করেছে।
সংগৃহীত

জুলাই বুঝি মায়েদের কোল খালি হওয়ার মাস! 😭😭😭😭😭😭
22/07/2025

জুলাই বুঝি মায়েদের কোল খালি হওয়ার মাস!
😭😭😭😭😭😭

🥲কাল থেকে সকাল বেলা আর কাউকে ডাকতে হবেনা, ওঠো স্কুলে দেরি হচ্ছে ", " হোমওয়ার্ক নিয়ে আর কোনো বায়না থাকবেনা", "মিসের কাছে...
22/07/2025

🥲কাল থেকে সকাল বেলা আর কাউকে ডাকতে হবেনা, ওঠো স্কুলে দেরি হচ্ছে ",

" হোমওয়ার্ক নিয়ে আর কোনো বায়না থাকবেনা", "মিসের কাছে ছুটে আসবেনা আর টিফিন বক্স নিয়ে",

" বাবা আর অফিস যাবার পথে সত গল্পে ভুলিয়ে ভালিয়ে স্কুলে নিয়ে আসবে না", "মা যত্ন করে আর টিফিন গুছিয়ে দিয়ে কপালে চুমু খেয়ে স্কুলে পাঠাবেনা"💔😓

" কখন স্কুল শেষে বাড়ি ফিরবে!, আর সেই উৎসুক মনে কোনো অপেক্ষা থাকবে না"💫

"স্কুল থেকে ফিরে কেউ আর খেলতে যাবার বায়না ধরবে না",সকল আদর, আবদারের আজ অবসান ঘটেছে।
" আহা কতগুলো ঘর আজ নিশ্বব্দ ও নিস্তব্ধ হয়ে গেলো জানিনা"🥺
সংগৃহীত

গতকাল  ছিল ফ্লাইট লেফটেন্যান্ট তৌকিরের সলো ফ্লাইট ট্রেনিং (Solo Flight Training) সলো ফ্লাইট ট্রেনিং হলো একজন পাইলটের ট্র...
22/07/2025

গতকাল ছিল ফ্লাইট লেফটেন্যান্ট তৌকিরের সলো ফ্লাইট ট্রেনিং (Solo Flight Training)

সলো ফ্লাইট ট্রেনিং হলো একজন পাইলটের ট্রেনিংয়ের সর্বশেষ ধাপ। ফাইটার জেট অপারেট করার জন্য একজন পাইলট যে হাই স্কিল্ড, সেটি'ই প্রমাণিত হয় সোলো ফ্লাইটের মাধ্যমে। ট্রেনিং-এর এপর্যায়ে পাইলটকে নেভিগেটর বা কো-পাইলট বা কোনো প্রকার ইন্সট্রাক্টর ব্যতীত একাই ফ্লাইট অপারেট করতে হয়। ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির আজ সেরকমই একটি ট্রেনিং ফ্লাইট অপারেট করছিলেন।

যেকোনো প্রকার ট্রেনিং ফ্লাইট সিভিলিয়ান এরিয়া থেকে দূরেই হয়ে থাকে, তবে সলো ফ্লাইট সাধারণত আর্বান এরিয়াতেই হয়ে থাকে৷ আর আর্বান এরিয়াতে এধরণের সেন্সিটিভ ফ্লাইট অপারেট করার জন্য পাইলটকে যথেষ্ট কোয়ালিফাইড হতে হয়। ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির তেমনই একজন পাইলট। তো ট্রেনিংয়ের লক্ষ্যে তৌকির তার এফ-৭ বিমান নিয়ে কুর্মিটোলা পুরাতন এয়ারফোর্স বেস থেকে টেক অফ করেন। এরপর উত্তরা, দিয়াবাড়ি, বাড্ডা, হাতিরঝিল, রামপুরা'র আকাশজুড়ে তিনি উড়তে থাকেন। তবে কিছুক্ষণের মধ্যেই তিনি বিমানে কিছু সমস্যা আঁচ করেন। কন্ট্রোল রুমে রিপোর্ট করে জানান যে তার বিমান আকাশে ভাসছে না, মনে হচ্ছে বিমান নিচের দিকে পড়ে যাচ্ছে। কন্ট্রোল রুম থেকে ইন্সট্যান্ট রেসপন্স করে ইজেক্ট করার জন্য জানানো হয়। কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে কথা বলে যতটুকু জানা সম্ভব হয়েছে: ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির শেষ মুহূর্ত অব্দি চেষ্টা করেছেন বিমান বাচানোর জন্য। তিনি বিমানটির সর্বোচ্চ ম্যাক স্পিড তুলে বেসের দিকে ছুটতে থাকেন। এর মধ্যেই কন্ট্রোল রুমের সাথে পাইলটের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। তার ঠিক এক থেকে দেড় মিনিটের মধ্যেই বিমানটি নিয়ন্ত্রণ হারিয়ে উত্তরা মাইলস্টোন স্কুলে বিধ্বস্ত হয়।

এখন পর্যন্ত এতটুকুই জানা গেছে। তবে বিমানের ঠিক কি ধরণের টেকনিক্যাল ফেইলিওরের জন্য এই দুর্ঘটনা ঘটলো, তা কেবলমাত্র ম্যাসিভ ইনভেস্টিগেশন হলেই জানা সম্ভব।
সংগৃহীত

তিনি চাইলে বাঁচতে পারতেন।একটা বোতাম টিপলেই ফিরতে পারতেন বাড়ি,কিন্তু ফিরলেন না Flight Lieutenant Towkir 💔থেকে গেলেন…শেষ ম...
22/07/2025

তিনি চাইলে বাঁচতে পারতেন।
একটা বোতাম টিপলেই ফিরতে পারতেন বাড়ি,
কিন্তু ফিরলেন না Flight Lieutenant Towkir 💔
থেকে গেলেন…
শেষ মুহূর্ত পর্যন্ত লড়লেন-
জীবনের চেয়েও বড় কিছু রক্ষা করতে।

আজ আমরা শুধু একজন পাইলট হারাইনি,
হারিয়েছি এক সাহসী যোদ্ধা।

এটা গাজা বাসী নই,,এটা আমাদের বাংলাদেশ😭হে আল্লাহ অসুস্থদের শেফা দান করুন আর মৃতদেরকে জান্নাতুল ফেরদৌস দান করেন আমিন🤲
22/07/2025

এটা গাজা বাসী নই,,এটা আমাদের বাংলাদেশ😭
হে আল্লাহ অসুস্থদের শেফা দান করুন আর মৃতদেরকে জান্নাতুল ফেরদৌস দান করেন আমিন🤲

20/07/2025

- এত ঘুমিয়ে থাকার পরও আমার..! 🥴
- আরো ঘুমাতে মন চাই..😴

20/07/2025

- আজকাল বিয়ের জন্য ফ্যামিলির চেয়ে বন্ধুবান্ধবরা বেশি প্রেসার দেয়.!

20/07/2025

- পরীক্ষার প্রস্তুতি না নিয়ে,পরীক্ষার পরে টুরে যাওয়ার প্রস্তুতি নেওয়া, আমি এবং আমার বন্ধুরা.!😊

19/07/2025

🧪 কোন রোগের জন্য কোন টেস্ট করাবেন? জেনে নিন, ভুল চিকিৎসা হতে নিরাপদে থাকুন!! 🧬

🔹 জ্বর বা ইনফেকশন হলে:
✅ CBC (Complete Blood Count)
✅ ESR
✅ Dengue, Malaria বা Typhoid Test (উপসর্গ অনুযায়ী)

🔹 ডায়াবেটিস সন্দেহ হলে:
✅ Fasting Blood Sugar (খালি পেটে)
✅ 2 Hours After Breakfast (2HABF)
✅ HbA1c (গত ৩ মাসের গ্লুকোজের গড়)

🔹 থাইরয়েড সমস্যা হলে:
✅ TSH
✅ T3, T4

🔹 লিভারের সমস্যা বা হেপাটাইটিস সন্দেহ হলে:
✅ LFT (Liver Function Test)
✅ HBsAg
✅ Anti-HCV

🔹 কিডনির সমস্যা হলে:
✅ Creatinine
✅ Urea
✅ Urine R/E (Urine Routine and Microscopy)

🔹 হার্টের সমস্যা বা বুক ধড়ফড় করলে:
✅ ECG
✅ Troponin I
✅ Lipid Profile
✅ Echocardiogram (ডাক্তারের পরামর্শে)

🔹 পেট ব্যথা, গ্যাস্ট্রিক বা হজমে সমস্যা হলে:
✅ USG Whole Abdomen
✅ Endoscopy (প্রয়োজনে)
✅ H. Pylori Test

🔹 মেয়েদের PCOS বা অনিয়মিত পিরিয়ড হলে:
✅ USG Lower Abdomen
✅ LH, FSH
✅ Prolactin
✅ TSH
✅ AMH (বাচ্চা নেওয়ার পরিকল্পনা থাকলে)।

🔹 প্রেগন্যান্সি টেস্ট:
✅ Urine β-hCG
✅ USG Pregnancy Profile

🔹 আর্থ্রাইটিস বা হাড়ের ব্যথা হলে:
✅ RA Factor
✅ CRP
✅ Uric Acid
✅ X-ray (প্রয়োজনে)।

🔹 রক্তস্বল্পতা (অ্যানিমিয়া) সন্দেহে:
✅ CBC
✅ Serum Iron
✅ Ferritin
✅ Vitamin B12

💡 মনে রাখবেন:
বিনা কারণে টেস্ট করানো যেমন ঠিক নয়, তেমনি দেরি করাও বিপজ্জনক। আপনার শরীরের সংকেতকে অবহেলা করবেন না। ভালো চিকিৎসার শুরু হয় সঠিক টেস্টের মাধ্যমে। তাই উপসর্গ দেখলেই দেরি না করে একজন রেজিস্টার্ড ডাক্তারের পরামর্শ নিন এবং প্রয়োজনীয় টেস্ট করান।

🩺 সচেতন থাকুন, সুস্থ থাকুন!..
সংগৃহীত

19/07/2025

আমি ক্যালকুলেটর ছাড়াই
বাংলা পরীক্ষা দিছি।😇
আর তুমি আমারে
গণিতের ভয় দেখাও 😪😪

Address

Fulbaria

Website

Alerts

Be the first to know and let us send you an email when Varieties Store by Mukul posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Varieties Store by Mukul:

Share