বাংলার খবর Banglarkhobor

বাংলার খবর Banglarkhobor Banglarkhobor is one of the popular Bangla news portals. Banglarkhobor is one of Bangladesh's most popular Bangla news portals.

This online portal has started to provide real-time news updates with maximum use of modern technology from January 2021. The online news portal has started its operations with a commitment to fearless, investigative, informative, and neutral journalism. The portal provides real-time news updates, using leading modern technology since 2021. It also provides an archive of previous news and a printi

ng facility of specific news items. One can easily find the latest news and top-breaking headlines from Bangladesh and around the world within a short span of time from the online news portal. Bangladesh’s leading online news portal is updating 24/7 days with news of entertainment, lifestyle, special reports, politics, economics, culture, education, information technology, health, sports, columns, and features. The news-based site is enriched with all the elements of the country’s traditional newspapers. A group of youngster journalists is working for the online news portal

বাংলাদেশে পর্তুগালের দূতাবাস চায় বাংলাদেশি প্রবাসীরা। ড.মুহাম্মদ ইউনুসের দৃষ্টি আকর্ষণ করছেন পর্তুগালে বসবাসরত বাংলাদেশি...
10/09/2024

বাংলাদেশে পর্তুগালের দূতাবাস চায় বাংলাদেশি প্রবাসীরা। ড.মুহাম্মদ ইউনুসের দৃষ্টি আকর্ষণ করছেন পর্তুগালে বসবাসরত বাংলাদেশি কমিউনিটি।
বাংলাদেশের পর্তুগাল প্রবাসীরা ড. মুহাম্মদ ইউনুসের দৃষ্টি আকর্ষণ করে বলেন, বর্তমানে বাংলাদেশিরা পর্তুগাল দূতাবাস ফেস করার জন্য যেতে হয়, পার্শ্ববর্তী দেশ ভারতে। তাতে অনেক ভোগান্তিতে পরতে হয় বাংলাদেশিদের। ইন্ডিয়ান ভিসা নেওয়া, এপয়েন্টমেন্ট নেওয়া, ভারতে যাওয়া আসা থেকে শুরু করে অনেক ভোগান্তি পোহাতে হয়। পর্তুগাল প্রবাসী বাংলাদেশিদের। অনেকদিন ধরে বাংলাদেশে পর্তুগাল দূতাবাসের জন্য আন্দোলন করলেও কোন সমাধান পাননি। পর্তুগালে বসবাসরত বাংলাদেশিরা। বর্তমানে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুসের কাছে প্রতাশা করেন পর্তুগাল প্রবাসীরা যেন বাংলাদেশে পর্তুগাল দূতাবাস স্থাপনের উদ্যোগ নিয়ে বাংলাদেশের পর্তুগাল প্রবাসীদের অনেকদিনের আশা পূরণ করেন।

সবুজ ও ন্যায্য রুপান্তরের দাবীতে কক্সবাজারে র‍্যালি ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছেএম এ হান্নান মহেশখালী কক্সবাজারের মহেশখালী...
18/10/2023

সবুজ ও ন্যায্য রুপান্তরের দাবীতে কক্সবাজারে র‍্যালি ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে

এম এ হান্নান মহেশখালী

কক্সবাজারের মহেশখালীতে বেল্ট অ্যান্ড রোড ফোরাম এর সম্মেলনকে সামনে রেখে সবুজ ও ন্যায্য রূপান্তরের দাবিতে ১৭ অক্টোবর (মঙ্গলবার) বিকাল ৪টার সময় ইউনুছখালী বাজার সংলগ্ন এলাকায় র‍্যালি ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে । বৈদেশিক দেনা বিষয়ক কর্মজোট (বিডব্লিউজিইডি), উপ্কূলীয় জীবনযাত্রা ও পরিবেশ কর্মজোট (ক্লিন) সংশপ্তক এবং মহেশখালী সুরক্ষা কমিটির যৌথ আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে ।
এতে উপস্থিত ছিলেন কোহেলিয়া মৎস্যজীবী সমবায় সমিতির সভাপতি ও মহেশখালী সুরক্ষা কমিটির সদস্য নুরুল কাদের , কোহেলিয়া মৎস্যজীবী সমবায় সমিতির সাংগঠনিক সম্পাদক ছফুর আলম , জয়নাল আবেদীন জনু , আব্দুল কাদের , মোঃ করিম , সাংবাদিক ইমরান নাজির , লবন ব্যবসায়ী করিম সহ স্থানীয় মৎস্যজীবী , পরিবেশকর্মী , মানবাধিকার কর্মী , পান ব্যবসায়ী এবং বিভিন্ন পেশার লোকজন এতে অংশগ্রহণ করেন ।
এ মানববন্ধনে বক্তারা বলেন , চীনা ঋণের সকল চুক্তি জনসম্মুখে প্রকাশ করতে হবে। চীনা ঋণের আওতায় জীবাশ্ম জ্বালানিতে সকল বিনিয়োগ বন্ধ করতে হবে। বাস্তবায়িত প্রকল্পে পরিবেশ প্রতিবেশ মানবাধিকার শ্রমাধিকার রক্ষায় যথাযথ পদক্ষেপ নিতে হবে। বিভিন্ন বিদ্যুৎকেন্দ্রে ক্ষতিগ্রস্ত, নিহত ও আহতদের পরিবারকে যথাযথ ক্ষতিপূরণ দিতে হবে। জীবাশ্ম জ্বালানি খাতে বিনিয়োগ বন্ধ করতে হবে। বাংলাদেশে ২০৫০ সাল নাগাদ শতভাগ নবায়ণযোগ্য জ্বালানি ব্যবহার নিশ্চিত করার লক্ষ্যে বিনিয়োগ করতে হবে । তারা আরো বলেন, ১৭ অক্টোবর থেকে চীনের বেইজিংয়ে তৃতীয় সম্মেলন শুরু হবে। ১৯০টিরও বেশি দেশকে আমন্ত্রন জানানো হয়েছে এই সম্মেলনে। ২০১৬ সালে চিনের ‘বেল্ট অ্যান্ড রোড’ প্রকল্পে যোগ দেয় বাংলাদেশ। অনেকের ধারণা চীন এই প্রকল্পের মাধ্যমে স্বল্পোন্নত এবং দরিদ্র দেশগুলোতে বিশাল অর্থ বিনিয়োগ করে দেশগুলোকে ঋণের ফাঁদে ফেলতে চায়। এর জ্বলজ্যান্ত উদাহরণ শ্রীলঙ্কার হামবানটোটা বন্দর। এছাড়াও লাওস, অ্যাংগোলা, জিবুতি, কেনিয়া, মালদ্বীপ, পাকিস্তান ইতোমধ্যে চীনের ঋণের ফাঁদে পড়ে গিয়েছে। এই প্রকল্পের অর্থায়নে যাতে বাংলাদেশকে কোনও ঋণের জালে জড়িয়ে না ফেলে সে দিকেও বাংলাদেশকে সতর্ক থাকতে হবে। এইআইয়ের চায়না গ্লোবাল ইনভেস্টমেন্ট ট্র্যাকারের পরিসংখ্যান অনুযায়ী বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতে চীনা ঠিকাদারদের কাজের ব্যাপ্তি ৯০২ কোটি ডলার। পরিবহন ও যোগাযোগ খাতে ৮১১ কোটি ডলারের কাজ পেয়েছে চীনা প্রতিষ্ঠানগুলো। আবাসন, কৃষি , প্রযুক্তি ও ইউটিলিটি খাতে এর পরিমাণ যথাক্রমে ২৩৬, ১২৮, ১১৩ ও ১০৪ কোটি ডলার। এরমধ্যে সবচেয়ে বেশি বিদ্যুৎ ও জ্বালানি খাতে, যার পরিমাণ ৩২৭ কোটি ডলার। বিআরআই (বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ) উন্নয়নের নামে বিশ্বব্যাপী অর্থনৈতিক কর্তৃত্ত প্রতিষ্ঠা ও চীনের নিজস্ব বাণিজ্য সুসংহত করার পরিকল্পনায় মত্ত। উন্নয়নের নামে বাংলাদেশকে প্রকাশ্য ও গোপন ঋণের ফাঁদে ফেলে সুদ বাণিজ্য হাতিয়ে নিতে ব্যস্ত। জ্বালানী স্বয়ংসম্পূর্ণ করার নামে জীবাশ্ম জ্বালানিতে তার বিনিয়োগের মাধ্যমে বাংলাদেশকে পরনির্ভরশীল করে তোলার পাশাপাশি দেউলিয়করণের দিকে ধাবিত করানো। বিনিয়োগকৃত প্রকল্পে পরিবেশ প্রতিবেশ মানবাধিকার শ্রমাধিকারের দিকে তোয়াক্কা না করে প্রকল্প বাস্তবায়ন করা। প্রায় ২০০০ বছর আগে হান রাজবংশের সময় প্রতিষ্ঠিত ‘সিল্ক রোড’ এর ধারণা থেকে অনুপ্রেরণা নিয়ে ২০১৩ সালে চীন বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ (বিআরআই) নামে একটি মেগা প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেয়। এই প্রকল্পের আওতায় বিশ্বজুড়ে দরিদ্র দেশগুলোর অবকাঠামো খাতে ব্যাপক বিনিয়োগের মাধ্যমে চীন আধিপত্য বিস্তার করে চলছে ।

আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে মহেশখালী-কুতুবদিয়া (কক্সবাজার-২) আসনে প্রার্থী হিসেবে ওসমান গণিকে দেখতে চায় সাধারণ জনসাধারণ।
01/08/2023

আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে মহেশখালী-কুতুবদিয়া (কক্সবাজার-২) আসনে প্রার্থী হিসেবে ওসমান গণিকে দেখতে চায় সাধারণ জনসাধারণ।

কুতুবদিয়ায় গণসংযোগ করছেন আগামী সংসদ নির্বাচনে কক্সবাজার-২ ( মহেশখালী-কুতুবদিয়া ) আসনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন প্রত্...
15/06/2023

কুতুবদিয়ায় গণসংযোগ করছেন আগামী সংসদ নির্বাচনে কক্সবাজার-২
( মহেশখালী-কুতুবদিয়া ) আসনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ওসমান গণি ওসমান।

19/04/2023

Cricket Live

18/04/2023

CRICKET Live

18/04/2023

Cricket Live

কক্সবাজার জেলার মহেশখালী উপজেলার কালারমারছড়া মধুপুর দরবার শরিফের বর্তমান শাহজাদা বীর মুক্তিযোদ্ধা মাওলানা সৈয়দ আহমদুল্লা...
17/12/2022

কক্সবাজার জেলার মহেশখালী উপজেলার কালারমারছড়া মধুপুর দরবার শরিফের বর্তমান শাহজাদা বীর মুক্তিযোদ্ধা মাওলানা সৈয়দ আহমদুল্লাহ মধুপুরীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি।

মহান বিজয় দিবসের শুভেচ্ছা।
15/12/2022

মহান বিজয় দিবসের শুভেচ্ছা।

07/12/2022
07/12/2022
26/11/2022

সারাদেশে সংবাদকর্মী নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা ইনবক্সে যোগাযোগ করুন। অবশ্যই স্মার্টফোন থাকতে হবে প্রর্থীদের। শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে বিএ পাস।।

Address

Fulbaria

Alerts

Be the first to know and let us send you an email when বাংলার খবর Banglarkhobor posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to বাংলার খবর Banglarkhobor:

Share