FIT HoBo

FIT HoBo ¨If it doesn’t challenge you, it won’t change you.¨

09/02/2023

দিনে ময়লা-আবর্জনা কুড়িয়ে রাতে বডিবিল্ডিং

খুব সহজ। সকাল থেকে ময়লা-আবর্জনা কুড়িয়ে সেসব বিক্রি করে যে টাকা পাওয়া যায়, তা দিয়ে বডিবিল্ডার হওয়ার স্বপ্নে তা দিয়েছেন। সে স্বপ্ন ডালপালা মেলে বড় হতে হতে আলী এল-শারকাউয়ি এখন বডিবিল্ডার। অনুশীলন করেন সন্ধ্যা থেকে।
মিসরে বডিবিল্ডারদের জাতীয় র‌্যাঙ্কিংয়ে তিনি আছেন। সেটি খুব যে বড় কোনো সাফল্য, তা নয়। কিন্তু আলী এল-শারকাউয়ি যেভাবে উঠে এসেছেন, সেটার জন্যই তিনি সংবাদপত্রের শিরোনাম। কীভাবে?

সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, মিসরে ব্যক্তিগত ক্রীড়ায় পায়ের তলে ভিত শক্ত করা কঠিন। আর্থিক সমস্যাই বড় কারণ। জাতীয় চ্যাম্পিয়নশিপে দুটি ব্রোঞ্জ পদকজয়ী এল-শারকাউয়ি এখানে ব্যতিক্রম। হোক না ময়লা-আবর্জনা কুড়ানো, কাজ তো কাজই! আর এই কাজ করেই বডিবিল্ডার হয়ে উঠেছেন এই অ্যাথলেট।
ময়লা-আবর্জনা কুড়ানোর জন্য ঘোড়ার গাড়ি ব্যবহার করেন এল-শারকাউয়ি। ঘোড়ার গাড়িতে আবর্জনা টেনে সেগুলো গারবিয়া অঞ্চলে নিয়ে যান বিক্রি করতে। এই কাজ করে দিনে ৬.৫৯ ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৭০৩ টাকা) আয় করেন এল-শারকাউয়ি। কাজটি করতে শারকাউয়ির যে খুব ভালো লাগে তা নয়। রয়টার্সকে বলেছেন, ‘যদি এর চেয়ে ভালো কোনো কাজ পেতাম!’

এল-শারকাউয়ির কোচ মোস্তফা এল-তামিমি জানিয়েছেন, অনুশীলন শুরুর পর ধীরে ধীরে সাফল্য পেতে শুরু করেন তাঁর ছাত্র, ‘সে এখন আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নিতে চায়। কিন্তু বডিবিল্ডিং ক্যারিয়ার গড়তে প্রয়োজনীয় পুষ্টির জন্য তহবিলের দরকার হয়।’

News credit :- প্রথম আলো

. “Jobs fill your pockets, adventures fill your soul.”❤️❤️❤️
09/01/2023

. “Jobs fill your pockets, adventures fill your soul.”❤️❤️❤️

09/01/2023


Address

Fulbaria

Telephone

+8801717287247

Website

Alerts

Be the first to know and let us send you an email when FIT HoBo posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to FIT HoBo:

Share