Taj World

Taj World -Thanks for visiting-

দুই শত পঞ্চাশ টাকার নোটে তাজ ফারাজুল ইসলাম চৌধুরীর ছবি সংযুক্ত করলে কেমন হবে।
18/07/2025

দুই শত পঞ্চাশ টাকার নোটে তাজ ফারাজুল ইসলাম চৌধুরীর ছবি সংযুক্ত করলে কেমন হবে।

স্বামী আর স্ত্রী
13/07/2025

স্বামী আর স্ত্রী

08/07/2025

আমি আর একবার আসিয়া যাও মোরে কান্দায়া

১৯১০ সালের দিকে কলকাতার রাস্তায় মানুষে টানা রিকশা
07/07/2025

১৯১০ সালের দিকে কলকাতার রাস্তায় মানুষে টানা রিকশা

আমি আর আমার পিতা
04/07/2025

আমি আর আমার পিতা

🎬 অভিনেতা খলিলুর রহমান  #বাবর: খলনায়ক চরিত্রে অমর এক নাম🌹🌹তাজ ফারাজুল ইসলাম চৌধুরী বাংলাদেশের চলচ্চিত্র জগতে খলনায়ক চরি...
04/07/2025

🎬 অভিনেতা খলিলুর রহমান #বাবর: খলনায়ক চরিত্রে অমর এক নাম🌹🌹
তাজ ফারাজুল ইসলাম চৌধুরী

বাংলাদেশের চলচ্চিত্র জগতে খলনায়ক চরিত্রের কথা উঠলে যে কয়টি নাম প্রথমেই উচ্চারিত হয়, তাদের মধ্যে অন্যতম হলেন খলিলুর রহমান বাবর। একাধারে তিনি ছিলেন অভিনেতা, পরিচালক ও প্রযোজক। খলনায়কের ভূমিকায় তার অভিনয় ছিল এতটাই প্রাণবন্ত যে দর্শক আজও তাকে ভুলতে পারেনি।

🧒 শৈশব ও প্রারম্ভিক জীবনঃ

খলিলুর রহমান বাবর জন্মগ্রহণ করেন ১৯৫২ সালের ৩ ফেব্রুয়ারি, ঢাকার গেন্ডারিয়ায়। ছোটবেলা থেকেই তার মধ্যে শিল্পীসত্তার উন্মেষ ঘটে। শিশুশিল্পী হিসেবে তিনি রেডিওতে কাজ শুরু করেন এবং অল্প বয়সেই টেলিভিশনে অভিনয় করেন।

🎭 অভিনয়জীবনের সূচনাঃ

চলচ্চিত্রে বাবরের যাত্রা শুরু হয় ‘বাংলার মুখ’ নামক এক ছবির মাধ্যমে, যেখানে তিনি নায়ক চরিত্রে ছিলেন। যদিও ছবিটি মুক্তি পায়নি। পরে “রংবাজ” ছবির মাধ্যমে খলনায়ক হিসেবে অভিষেক ঘটে, যেখানে তার বিপরীতে ছিলেন মহানায়ক রাজ্জাক। এখান থেকেই শুরু হয় তার এক দীর্ঘ ও বর্ণাঢ্য চলচ্চিত্র যাত্রা।

🎞️ ক্যারিয়ারের উজ্জ্বলতাঃ

বাবর প্রায় ৩০০টিরও বেশি সিনেমায় অভিনয় করেছেন। তার উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলোর মধ্যে রয়েছে—
দাগী, দয়াবান, দাদাভাই, গাদ্দার, দুরন্ত দূর্বার, তের গুণ্ডা এক পাণ্ডা, শ্লোগান, আপনজন ইত্যাদি।

তিনি শুধু অভিনয়েই সীমাবদ্ধ ছিলেন না। পরিচালক ও প্রযোজক হিসেবেও তিনি সুনাম কুড়িয়েছেন।

পরিচালিত চলচ্চিত্র: দয়াবান, দাগী, দাদাভাই

প্রযোজিত চলচ্চিত্র: দাগী

📺 নাটক ও পুরস্কারঃ

চলচ্চিত্রের পাশাপাশি মঞ্চ ও টিভি নাটকেও তিনি ছিলেন সমান দক্ষ। জনপ্রিয় নাটক "ঘর জামাই"-এ অভিনয়ের জন্য তিনি বাচসাস পুরস্কার লাভ করেন।

🏥 অসুস্থতা ও মৃ'ত্যুবরণ

জীবনের শেষদিকে বাবর দীর্ঘদিন ধরে উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, হৃদরোগ ও ফুসফুসের জটিলতায় ভুগছিলেন। পায়ের গ্যাংগ্রিনের কারণে অস্ত্রোপচারও করতে হয়।
২০১৯ সালের ২২ আগস্ট তিনি গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন এবং ২৬ আগস্ট সকালে স্কয়ার হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃ'ত্যুকালে তার বয়স হয়েছিল ৬৭ বছর। তাঁকে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হয়

28/06/2025

এই তো জীবন

দারাশিকোর জীবন থেকে নেওয়াতাজ ফারাজুল ইসলাম চৌধুরী। অভিনেতা দারাশিকো জীবন  বৃত্তান্ত-দারাশিকো (লুৎফে আজম) ১৯৩৯ সালের ৯ জা...
28/06/2025

দারাশিকোর জীবন থেকে নেওয়া
তাজ ফারাজুল ইসলাম চৌধুরী।

অভিনেতা দারাশিকো জীবন বৃত্তান্ত-দারাশিকো (লুৎফে আজম) ১৯৩৯ সালের ৯ জানুয়ারি, পাবনা জেলায় জন্মগ্রহণ করেন। এফডিসি'র সাবেক ব্যাবস্থাপনা পরিচালক, গ্রুপ ক্যাপ্টেন সাইফুল আজম তাঁর ভাই। আরেক ভাই বদরুল আজম ছিলেন, অভিনেতা ও চিত্রপরিচালক। তাঁর ছেলে সুস্ময়ও চলচ্চিত্রে নায়ক হিসেবে অভিনয় করেছেন।

মঞ্চনাটক থেকে চলচ্চিত্রে আসেন দারাশিকো।
তিনি প্রথম 'লাইলী মজনু' নামে একটি চলচ্চিত্র পরিচালনা করেন, কিন্তু মুক্তি পায়নি । তাঁর পরিচালিত মুক্তিপ্রাপ্ত প্রথম চলচ্চিত্র 'রাঙা বউ', মুক্তিপায় ১৯৭২ সালে । প্রযোজিত ও পরিচালিত অন্যান্য চলচ্চিত্রসমূহ- ফকির মজনু শাহ, আপন ভাই, মাটির পুতুল, অন্ধ বধূ, প্রেম কাহিনী, বোনের মত বোন, ডাকু ও দরবেশ, জিপসি সর্দার, ভাই বন্ধু, স্বর্পরাণী, মশাল, কালাখুন, বাদশা ভাই, অঞ্জলী, আজকের বাদশা, অন্যতম।

দারাশিকো অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলো হল- পান্ছি বাওড়া, ঝড়ের পাখি, জীবন তৃষ্ণা, পায়ে চলার পথ, সংগ্রাম, হাসি কান্না, অনেক প্রেম অনেক জ্বালা, ডাক পিওন, অপরাধ, উপহার, চলো ঘর বাঁধি, ভুল যখন ভাঙ্গলো, কি যে করি, সূর্যগ্রহণ, জ্বালা, বাদি থেকে বেগম, জানোয়ার, রং বেরং, কুয়াশা, দম মারো দম, অপবাদ, জালিয়াত, দোস্ত দুশমন, বাজিমাত, আঁধার পেরিয়ে, ফরিয়াদ, ফান্দে পড়িয়া বগা, কি যে করি, ফেরারী, সারেং বউ, এখনই সময়, সাক্ষী, খোকন সোনা, বোনের মত বোন, লাভ ইন সিঙ্গাপুর, বানজারান, চন্দ্রনাথ, নসীব, উসিলা, আঁখি মিলন, রসের বাইদানী, মালাবদল, অগ্নিপুরুষ, রাজিয়া সুলতানা, নসীব, মীমাংসা, জিপসি সর্দার, সম্রাট, প্রেম কাহিনী, সারেন্ডার, মশাল, বিজয়, অবুঝ হৃদয়, কালাখুন, শেষ উপহার, ভয়ংকর সাতদিন, গোলাগুলি, অঞ্জলী, আম্মাজান, প্রভৃতি।

তিনি ‘সংগ্রাম’ (১৯৭৪) চলচ্চিত্রে অভিনয় করে শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে, বাচসাস চলচ্চিত্র পুরস্কার লাভ করেন।

একজন প্রখ্যাত অভিনেতা, চলচ্চিত্র পরিচালক, প্রযোজক, পরিবেশক ও কাহিনীকার ছিলেন দারাশিকো।
বিভিন্ন চলচ্চিত্রে খলচরিত্রসহ নানা ধরণের চরিত্রে অভিনয় করেছেন, এই গুণি অভিনেতা।
১৯৯৮ সালে ২৬ ডিসেম্বর শক্তিমান এ অভিনেতা ইহলোক ত্যাগ করেন।

মনে যদি চায়রে বন্ধু
22/06/2025

মনে যদি চায়রে বন্ধু

21/06/2025

মরছে ইসরাইলী ইহুদীরা

দুজন প্রিয় মুখতাজ ফারাজুল ইসলাম চৌধুরী সোনালী দিনের স্বর্ন কমল নায়িকা ছিলেন = দুজনই আমার দুজনকেই ভালো লাগতো - দিলারা = ত...
20/06/2025

দুজন প্রিয় মুখ
তাজ ফারাজুল ইসলাম চৌধুরী

সোনালী দিনের স্বর্ন কমল নায়িকা ছিলেন = দুজনই
আমার দুজনকেই ভালো লাগতো -
দিলারা = তাকে বেশীর ভাগ ফোক ফ্যান্টাসী ছবিতে দেখা গেছে, ধরতে গেলে তার সব ছবিই সুপারহিট - তবে দুটি ছবি আমার মনে দাগ কেটেছে -
১. সওদাগর
২. পদ্নগোখরা
আর নুতন = তার জীবনে যতো ছবিতে অভিনয় করেছেন, তার বেশির ভাগ ছবিই সুপারহিট - তার মধ্যে-
১. ওরা১১জন
২. দুই পয়সার আলতা
৩. সত্যমিথ্যা
৪. অবিচার
৫. স্ত্রীর পাওনা
৬. ধর্ম আমার মা
৭. নাচে নাগিন
সহ অসংখ্য সুপারহিট ছবিতে তিনি অভিনয় করেছেন -
দুজনের জীবনের মঙ্গল কামনা করছি -

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রুগির সেবা দেওয়া হচ্ছে ছাতা ধরা সাগর কলা দিয়ে। ডাল তো হারিয়ে গেছে।যেখানে মালভোগ কলা থাকার কথ...
19/06/2025

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রুগির সেবা দেওয়া হচ্ছে ছাতা ধরা সাগর কলা দিয়ে। ডাল তো হারিয়ে গেছে।
যেখানে মালভোগ কলা থাকার কথা ছিলো।

Address

Fulbaria

Alerts

Be the first to know and let us send you an email when Taj World posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Taj World:

Share

Category