Nusrat Hossain

Nusrat Hossain Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Nusrat Hossain, Digital creator, Fulbaria.
(4)

জীবন অনেক সুন্দর যদি একা চলতে পারো।
যত কম আশা করবে তত বেশি সুখী হতে পারবে।

এই পেজে ইসলামিক ভিডিও এবং মোটিভেশনাল বক্তব্য
দেখতে পাবেন। 😱
সুন্দর সুন্দর ভিডিও পেতে ফলো দিয়ে পাশে থাকবেন। ✅

শখ করে পেজটি খোলা সুন্দর সুন্দর মুহুর্ত ধরে রাখার জন্য 💜🌸

26/07/2025

যখন আপনি পিছনে ফিরে তাকাবেন দেখবেন কেউ নেই

জুনায়েদের বলা শেষ কথাগুলো 😔😭"আম্মু আমি আজ স্কুলে যাবো না।”৭ বছরের বয়সী জুনায়েদের কথা শুনে মা ধ'ম'কে বললেন,“একদম না যাওয়...
23/07/2025

জুনায়েদের বলা শেষ কথাগুলো 😔😭

"আম্মু আমি আজ স্কুলে যাবো না।”

৭ বছরের বয়সী জুনায়েদের কথা শুনে মা ধ'ম'কে বললেন,

“একদম না যাওয়ার বায়না ধরবে না জুনায়েদ। যেতে হবে, চলো রেডি হও।”

“মা, ভালো লাগছে না আমার। কাল থেকে যাই?”

“না, বাবা এখনি যেতে হবে। স্কুল থেকে আসার পর, তোমাকে নিয়ে ঘুরতে যাব। কেমন?”

জুনায়েদের চোখ চকচক করে উঠল। বলল,

“সত্যি!”

“হ্যাঁ, সত্যি।”

জুনায়েদকে স্কুলের জন্য রেডি করে মা, আর ছেলে বেরিয়ে পড়লো। স্কুল গেইটে জুনায়েদকে নামিয়ে মা হেসে বললেন,

“আম্মু, বাসায় গিয়ে চিকেন রান্না করব, তোমার জন্য। ঠিক আছে?”

“ওকে, আম্মু।”

জুনায়েদের মা, রান্না করছিল। হঠাৎ নিউজ পেল, জুনায়েদের স্কুলে বিমান ক্র্যাশ করেছে। হাত থেকে চিকেনের পাতিলটা পড়ে গেল। কাঁ'পা কাঁ'পা হাতে জুনায়েদের বাবাকে কল দিলো। তারপর, ছুটে বেরুলো ছেলেকে খুঁজতে। “জুনায়েদ, ঠিক আছেতো?”
তারপর? তারপর, ২ ঘন্টা খোঁজার পর, হঠাৎ দেখতে পেলো, “পো/ড়া দে'হ নিয়ে জুনায়েদ তার আম্মুর দিকেই এগিয়ে আসছে। মুহুর্তেই পড়ে গেল মা'টিতে। শেষ নি’শ্বা’স ত্যাগ করলো জুনায়েদ। কলিজা কাঁ/পি/য়ে দেওয়ার মত চিৎ’কা’র করে উঠল জুনায়েদের বাবা-মা। মা কান্না করতে করতে বললেন,

“আমার বাজান, আমার বাজানে, না করছিল আম্মু আজ আমি স্কুলে যাব না। আমি জো'র করে পাঠিয়েছি। আমার বাজানে আজকে বিকেলে ঘুরতে যাওয়ার কথা ছিল আমার সাথে। ওহ বাজান, চিকেন খাইবা না তুমি? আব্বা, আমারে নিঃস্ব করে তুমি কই চইলা গেলা আব্বা?”

জুনায়েদের আর বাসায় ফেরা হলো না, চিকেন খাওয়া হলো না, তার আম্মুর সাথে ঘুরা হলো না, আর, হোমওয়ার্কও করা হলো না।

©মারশিয়া জাহান মেঘ

মাইলস্টোন কলেজ, ঢাকা উত্তরা।
২১ জুলাই ২০২৫ ( ইতিহাসের কালো অধ্যায়)

22/07/2025

নবিজি ﷺ বলেছেন, ❛যে আগুনে পুড়ে মারা যায়, সে শহিদ।❜ [আবু দাউদ, হা. ৩১১১, বর্ণনার মান : সহিহ]

হে আমাদের রব, বিমান-দুর্ঘটনায় নিহতদেরকে শহিদি মর্যাদা দিন এবং বাকিদেরকে হেফাজত করুন। আমিন।

১১ বছর ধরে কেবল একটি সন্তানের জন্য পৃথিবীর কোথায় যাননি হাসান! শুধু একটি সন্তানের জন্য স্ত্রী রাবেয়াকে নিয়ে দুনিয়ার সবচেয়...
22/07/2025

১১ বছর ধরে কেবল একটি সন্তানের জন্য পৃথিবীর কোথায় যাননি হাসান! শুধু একটি সন্তানের জন্য স্ত্রী রাবেয়াকে নিয়ে দুনিয়ার সবচেয়ে উন্নত হাসপাতালগুলোতে দৌড়েছেন। শত চেষ্টার পর অবশেষে টেস্টটিউবের মাধ্যমে রাবেয়ার গর্ভে আসে সন্তান। সেই আনন্দে আত্মহারা হাসান।

সন্তানের সুস্থ ডেলিভারির জন্যে স্ত্রীকে বাংলাদেশ থেকে বিশ্বের সবচেয়ে উন্নত দেশ যুক্তরাষ্ট্রে পাঠিয়ে দেন তিনি। শুধু তা-ই নয়, পৃথিবীর সব খ্যাতিমান ডাক্তারদের তত্বাবধানে রাখেন রাবেয়াকে। শুধুমাত্র একটি সন্তানের জন্য কতো চেষ্টা তাদের! কতো রকমের চেষ্টা!

হঠাৎ একদিন রাবেয়ার গর্ভের শিশুর হার্টবিট বেড়ে যায় এবং জরুরি সিজারের প্রয়োজন হয়। রাত ১১টার দিকে আকষ্মিক তাপমাত্রা বৃদ্ধি পায় রাবেয়ার, প্রায় অজ্ঞান হয়ে যান। ডাক্তাররা সিজারের প্রস্তুতি নিতে নির্দেশ দেন, কারণ শিশুর হার্টবিট অনিয়মিত হয়ে পড়েছে।

হাসান কাতারে কর্মরত, টেলিফোনে জানতে পারেন অবস্থার গুরুতরতা—সে মানসিকভাবে বিধ্বস্ত হয়ে পড়েন, রাবেয়ার জীবনের নিরাপত্তায় গভীর উদ্বেগ কাজ করে। এমন সময় হাসান শুনছেন, অজ্ঞানপ্রায় গর্ভবতী রাবেয়া চিৎকার করে বলছেন, “প্লিজ, বাঁচাও আমার বাচ্চাটিকে…”।

অবশেষে ১১ বছরের অপেক্ষার অবসান ঘটে তাদের। হাসান-রাবেয়া দেখতে পান এক নবজাত কন্যার মুখ। নাম রাখেন— রোজাবেল।

কিন্তু ভাগ্যের লিখন ক'জনই বা পাল্টাতে পারে? পৃথিবীর সকল হাসপাতাল জয় করে জন্ম নেওয়া রোজাবেল হার মানল মাইলস্টোন কলেজের কাছে। তখন সে মেহরিন ম্যামের ক্লাস করছিল মনোযোগ দিয়ে। হঠাৎ বিকট শব্দে থমকে গেলো পৃথিবী। বিমান এসে আছড়ে পড়লো স্কুলের উপর।

না, রোজাবেল নেই। হাসান-রাবেয়ার একমাত্র সন্তান পুড়ে অঙ্গার হয়ে গেছে। ঢাকা মেডিকেল হাসপাতালের বার্ন ইউনিটের সামনে দাঁড়িয়ে আছেন হাসান—কোলের ভিতর রোজাবেলের পোড়া দেহ।

'জন্মজয়' অবলম্বনে...

বিদ্র: এই গল্পে আংশিক সত্য আছে।

#রেদ্ওয়ান_আহমদ

11/07/2025

পৃথিবীতে আল্লাহ ছাড়া আপনার আমার আপন বলতে কেউ নেই

08/07/2025

দৌড় শুরু করার পরও ইউসুফ (আঃ) জানতেন না দরজা খুলে যাবে। মুসা(আঃ) জানতেন না সাগর চি 'রে পথ তৈরি হবে। কিন্তু নিশ্চিত জানতেন আল্লাহ বাঁচাবেন, তাই হয়েছিল।
Keep faith on Allah Swt.♥️

08/07/2025

আল্লাহ তায়ালা বলেন তোমাদের মধ্যে সর্ব উত্তম ঐ ব্যাক্তি যে ক্ষমা করতে জানে

07/07/2025

এই দুনিয়ার কোন মানুষের কাছে কোন কিছু পাওয়া আশা করবেন একটু না,
মানুষের আসল রুপ তখন দেখবেন যখন আপনি তার কাছে কিছু আশা করবেন ।
আল্লাহ ছাড়া কারো কাছে কিছু আশা করবেন না 🙂

04/07/2025

এই দুনিয়ায় একটা সত্য কথা কি জানেন ,,
মানুষ যখন সহজে কিছু পেয়ে যায় তখন হিরাকেও কয়লা ভাবতে শুরু করে

Thanks for being a top engager and making it on to my weekly engagement list! 🎉 Lifenix Nilpori
04/07/2025

Thanks for being a top engager and making it on to my weekly engagement list! 🎉 Lifenix Nilpori

04/07/2025

Celebrating my 2nd year on Facebook. Thank you for your continuing support. I could never have made it without you. 🙏🤗🎉

25/06/2025

শুকরিয়া, ঐ 'রবের' প্রতি, যিনি অন্ধকার রাত কাটিয়ে,আবার সকাল দেখান।
-আলহামদুলিল্লাহ্‌।🖤🤲

Address

Fulbaria

Website

Alerts

Be the first to know and let us send you an email when Nusrat Hossain posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share