HMC Daily Update

HMC Daily Update ইসলামিক ও জনকল্যাণমূলক প্রচার মাধ্যম

02/09/2025

রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যে যুলুম করে কিয়ামতের দিন অনেক অন্ধকারের রূপ ধারণ করবে।

[সহীহ বুখারী-২৪৪৭]

01/09/2025

স্বামীর ভালোবাসা পেতে স্বামীর মা’কে ভালোবাসুন ❤️

🌸 বিয়ে শুধু দুজন মানুষের নয়, বরং দুই পরিবারের সম্পর্কের বন্ধন। স্বামী-স্ত্রীর ভালোবাসা গভীর ও স্থায়ী করতে হলে পারিবারিক সমন্বয় অপরিহার্য। বিশেষ করে, স্বামীর মায়ের সঙ্গে সুন্দর সম্পর্ক গড়ে তোলা একজন স্ত্রীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ, মা হলেন ছেলের জীবনের প্রথম ভালোবাসা ও স্নেহের প্রতীক। তাই মাকে সম্মান দিলে, ভালোবাসলে স্বামীর হৃদয়ও জিতে নেওয়া অনেক সহজ হয়।

কেন শাশুড়িকে ভালোবাসা জরুরি 💐
স্বামী ও তার মায়ের সম্পর্ক অনেক গভীর। শাশুড়ির প্রতি ভালোবাসা ও যত্ন দেখালে স্বামী মনে করে, তার জীবনের সবচেয়ে প্রিয় দুই নারী একে অপরকে সম্মান করছে। এতে স্বামী আপনার প্রতি আরও কৃতজ্ঞ ও ভালোবাসায় আবদ্ধ হবে।
শাশুড়ির সাথে বন্ধুত্বপূর্ণ ও আন্তরিক আচরণ করলে ঘরের পরিবেশও থাকে শান্ত ও সুখময়। আর এই শান্তি সরাসরি স্বামী-স্ত্রীর সম্পর্কে ইতিবাচক প্রভাব ফেলে।

কীভাবে শাশুড়িকে ভালোবাসা দেখাবেন 💞
সম্মান দিন – কথা বলার ধরনে, আচরণে ও সিদ্ধান্তে তাকে সম্মান জানান।

সময় দিন – মাঝে মাঝে তার সঙ্গে বসে গল্প করুন বা তার প্রিয় কোনো কাজে অংশ নিন।

সহায়তা করুন – ঘরের কাজে সাহায্য করা বা প্রয়োজনের সময় পাশে থাকা সম্পর্ককে দৃঢ় করে।

ভালোবাসা প্রকাশ করুন – জন্মদিন, ঈদ বা বিশেষ দিনে তাকে উপহার দিন বা শুভেচ্ছা জানান।

সহানুভূতি দেখান – তার অনুভূতি বোঝার চেষ্টা করুন এবং ভুল বোঝাবুঝি হলে তা মিটিয়ে ফেলুন।

🌺 একজন বুদ্ধিমতী স্ত্রী জানেন, স্বামীকে খুশি করতে হলে শুধু স্বামীকেই নয়, তার পরিবারকেও ভালোবাসতে হয়। বিশেষ করে, স্বামীর মায়ের সঙ্গে আন্তরিক সম্পর্ক গড়ে তুললে স্বামী নিজেকে আরও নিরাপদ ও সুখী মনে করে। তাই মনে রাখুন—স্বামীর ভালোবাসা পেতে স্বামীর মা’কে ভালোবাসুন, এতে আপনার দাম্পত্য জীবন হবে আরও সুন্দর, শান্তিপূর্ণ ও ভালোবাসায় ভরপুর

শরীরে যে কোন তাবিজ লুকানো শির্ক।
19/08/2025

শরীরে যে কোন তাবিজ লুকানো শির্ক।

থানকুনি পাতার উপকারিতা(Centella Asiatica Benefits):1. হজম শক্তি বাড়ায় ও অ্যাসিডিটির সমস্যা দূর করে2. লিভার পরিষ্কার করে3...
30/07/2025

থানকুনি পাতার উপকারিতা(Centella Asiatica Benefits):
1. হজম শক্তি বাড়ায় ও অ্যাসিডিটির সমস্যা দূর করে

2. লিভার পরিষ্কার করে

3. ত্বক উজ্জ্বল করে ও ব্রণ কমায়

4. মানসিক চাপ ও দুশ্চিন্তা হ্রাস করে

5. স্মৃতিশক্তি বাড়াতে সহায়ক

6. রক্ত পরিষ্কার করে

7. শরীর ঠান্ডা রাখে

8. ইনফ্লামেশন কমায়

9. পেটের গ্যাস কমাতে সাহায্য করে

10. রক্তে সুগার নিয়ন্ত্রণে রাখে

✅ থানকুনি পাতার ৩০টি চমৎকার টিপস 🍃

🥗 স্বাস্থ্য ও খাবার:

1. প্রতিদিন সকালে খালি পেটে ৫টি পাতা খেলে হজমশক্তি ভালো থাকে

2. থানকুনি পাতার রস খেলে পাইলসের উপকারে আসে

3. পাতার রস ১ চামচ মধুর সঙ্গে মিশিয়ে খেলে লিভার পরিষ্কার হয়

4. থানকুনি পাতা ভর্তা করে ভাতের সঙ্গে খেলে গ্যাস্ট্রিক দূর হয়

5. পাতার রস পান করলে ত্বকের ফুসকুড়ি কমে

6. পাতার রস নারকেল পানির সঙ্গে মিশিয়ে পান করলে শরীর ঠান্ডা থাকে

7. পাতার সঙ্গে কালোজিরা বাটা খেলে পেটের ব্যথা উপশম হয়

8. থানকুনি পাতার রস গরম পানিতে মিশিয়ে খেলে ইউরিন ইনফেকশন কমে

9. ডায়াবেটিস নিয়ন্ত্রণে দিনে একবার থানকুনি পাতার রস উপকারী

10. মুখের দুর্গন্ধ কমাতে পাতার রস দিয়ে গার্গল করুন

💆‍♀️ রূপচর্চা ও ত্বক পরিচর্যা:

11. থানকুনি পাতা বেটে মধু মিশিয়ে ফেসপ্যাক হিসেবে ব্যবহার করুন

12. ব্রণর ওপর পাতার রস দিলে ব্রণ শুকিয়ে যায়

13. থানকুনি গুঁড়ো ও বেসনের মিশ্রণে স্ক্রাব তৈরি করুন

14. মাথার ত্বকে থানকুনি রস দিয়ে ম্যাসাজ করলে খুশকি কমে

15. চোখের নিচে কালো দাগে পাতার রস তুলো দিয়ে লাগান

16. পিগমেন্টেশন কমাতে সপ্তাহে ২ দিন পেস্ট ব্যবহার করুন

17. লিপ ডার্কনেস কমাতে পাতার রস লাগান রাতে

18. পা ফাটার উপরে পাতার বাটা দিয়ে রাখলে ফাটল সারে

19. চুল পড়া রোধে পাতার রস নারকেল তেলের সঙ্গে মিশিয়ে ব্যবহার করুন

20. ত্বক টানটান করতে পাতার পেস্ট নিয়মিত লাগান

🏡 ঘরোয়া ব্যবহার ও প্রাকৃতিক চিকিৎসা:

21. পাতার গুঁড়ো শুকিয়ে সংরক্ষণ করে সবজিতে মিশিয়ে খান

22. শরবতে পাতার রস মিশিয়ে শরীর ঠান্ডা রাখুন

23. শরীরে ঘা হলে পাতা বেটে লাগান

24. পাতার রস দিয়ে ললিপ্যাচ বানিয়ে মাথাব্যথা কমান

25. ছোট শিশুদের পেট ব্যথায় পাতার রস এক চামচ করে দিন

26. পাতার পেস্ট লাগালে মশার কামড়ের জ্বালা কমে

27. পেটের কৃমি দূর করতে রস খাওয়া উপকারী

28. হালকা জ্বর হলে পাতার রস খেলে উপশম হয়

29. গরমকালে ঘামাচি কমাতে পাতার পেস্ট লাগান

30. ত্বকে র‍্যাশ হলে পাতার রস তুলায় নিয়ে লাগান

📌 টিপস সংরক্ষণের আইডিয়া:

থানকুনি পাতা শুকিয়ে গুঁড়ো করে বয়ামে রাখুন

ফ্রিজে পাতার রস বরফ বানিয়ে সংরক্ষণ করতে পারেন

স্কিন প্যাক তৈরির জন্য পেস্ট করে আইস কিউব করে রাখুন

👉 "একটি পাতায় হাজারো গুণ — থানকুনি পাতাকে রাখুন প্রতিদিনের রুটিনে!"

29/07/2025

আব্দুর রাযযাক বিন ইউসুফ হাফিয্বাহুল্লাহ'র বক্তব্যের গতিই এমন বহু যুবকের চলার পথ বদলে গেছে! আমার ক্ষেত্রে ও এমনটি হয়েছে।
আলহামদুলিল্লাহ!

23/07/2025

রাসূল ﷺ বলেছেন -
“আগু'নে পু'ড়ে মা'রা যাওয়া শহী'দ।”
—( সুনান আবু দাউদ, হাদীস: ৩১১১)

ধীরে ধীরে রাসুল (‎ﷺ) এর অনেক হাদিস আমরা ভুলেই যাচ্ছি... ১। মাঝে মাঝে বৃষ্টিতে ভিজা।📖(সহীহ মুসলিম- ৮৯৮)২। রাতে স্ত্রীকে স...
29/06/2025

ধীরে ধীরে রাসুল (‎ﷺ) এর অনেক হাদিস আমরা ভুলেই যাচ্ছি...

১। মাঝে মাঝে বৃষ্টিতে ভিজা।
📖(সহীহ মুসলিম- ৮৯৮)

২। রাতে স্ত্রীকে সাথে নিয়ে নির্জনে হাঁটা।
📖(বুখারী- ৫২১১)

৩। বৃষ্টি আসলে দোয়া করা।
📖(সহীহ বুখারী- ১০৩২)

৪। স্ত্রীর রান্না করা হালাল খাবারের দোষ না ধরা।
খেতে মন না চাইলে চুপ থাকা।
📖(মুসলিম- ২০৬৪)

৫। কোনো কিছু জানা না থাকলে স্বীকার করা যে, আমি জানি না।
📖(বায়হাকী- ১৭৫৯৫)

৬। মাঝে মাঝে বিপদে আকাশের দিকে মাথা তোলা।
আকাশের দিকে তাকিয়ে নিজের কষ্টগুলো আল্লাহকে বলা।
📖(মুসলিম- ২৫৩১)

৭। খুব খুশি হলে সিজদায় লুটিয়ে পড়া।
📖(মুখতাসার যাদুল মা' আদ- ১/২৭)।

৮। ধোঁয়া ওঠা গরম খাবার ঠান্ডা না হওয়া পর্যন্ত না খাওয়া।
📖(বায়হাকি-৪২৮)।

৯। নফল ও সুন্নাহ সালাতগুলো নিজের ঘরে পড়া।
📖(বুখারী- ৭৩১)।

১০। বাসা থেকে বের হওয়ার সময় এবং বাসা ফিরে দুই রাকাআত সালাত আদায় করা।
📖(মুসনাদে বাযযার- ৮৫৬৭)।

১১। দাঁড়িয়ে দাঁড়িয়ে জুতা না পরা।
বিশেষ করে শু জুতা ( স্যান্ডেল না)।
📖(আবু দাউদ- ৪১৩৫)।

১২। যতই ভালো খাবার হোক ভরা পেটে না খাওয়া।
📖(তিরমিযী- ২৪৭৮)।

১৩। ফজরের সালাতের পর সালাতের স্থানে বসে তসবি পড়া।
অতঃপর সূর্য উঠার পর দুই রাকাআত সালাত আদায় করা।
📖(আরশিফু মুলতাকা- ৪৫৬৯)।

১৪। দ্বীনের দাওয়াত সহজ করার উদ্দেশ্যে নতুন একটি ভাষা শিখা।
📖(মুসনাদে আহমাদ- ২১৬১৮)।

১৫। বাড়িতে অজু করে রুমাল দিয়ে হাতপা মুছে মসজিদে জামায়াতে যাওয়া।
📖(তাবরানী- ৬১৩৯)।

১৬। মানুষের মাঝে বিবাদ মিটিয়ে দেয়া।
📖(মুসনাদে আহমাদ- ২৭৫০৮)।

১৭। রাতে অজু অবস্থায় ঘুমানো।
📖(ফাতহুল বারি- ১১/১১০)।

১৮। মাঝে মাঝে খালি পায়ে হাঁটা।
📖(আবু দাউদ- ৪১৬০)।

১৯। যদি কারো উপর কোনো কষ্ট আসে, আল্লাহ তাআলা এর কারণে তার গুনাহসমূহ ঝরিয়ে দেন; যেমনভাবে গাছ থেকে পাতা ঝরে পড়ে।
📖(বুখারি, হাদিস নং: ৫৬৮৪)।

২০। রাসুলুল্লাহ(‎ﷺ) বলেনঃ
আমি টেক(হেলান) লাগানো অবস্থায় কোনো কিছু ভক্ষণ করি না।
📖 (বুখারি, হাদিস নং: ৫১৯০)।

✅ উটের গোশত খেলে অজু ভেঙে যায় — ইসলামে স্পষ্ট নির্দেশনা,উটের গোশত খেলে অজু ভেঙে যায়। তাই সালাত আদায় বা কুরআন স্পর্শ করতে...
10/06/2025

✅ উটের গোশত খেলে অজু ভেঙে যায় — ইসলামে স্পষ্ট নির্দেশনা,

উটের গোশত খেলে অজু ভেঙে যায়। তাই সালাত আদায় বা কুরআন স্পর্শ করতে চাইলে নতুন করে ওযু করা আবশ্যক।

📖 হাদীস দ্বারা প্রমাণিত
জাবের বিন সামুরা (রাঃ) বলেন:
“রাসূলুল্লাহ (সা.)-কে জিজ্ঞেস করা হলো —
‘ছাগলের গোশত খেলে কি অজু করতে হবে?’
তিনি বললেন: ‘ইচ্ছা করলে করো।’
পরে জিজ্ঞেস করা হলো —
‘উটের গোশত খেলে কি অজু করতে হবে?’
তিনি বললেন: ‘হ্যাঁ, করো।’
📚 (সহীহ মুসলিম)

🔍 অতএব, উটের যেকোনো অংশ—মাংস, নাড়িভুঁড়ি, কলিজা, চর্বি ইত্যাদি খেলে ওযু ভেঙে যাবে। কারণ রাসূল (সা.) এতে কোনো ব্যতিক্রম করেননি।

📚 এ বিষয়ে মত প্রদান করেছেন বহু ইমাম ও সাহাবাগণ:
ইমাম আহমাদ ইবনে হাম্বল, ইমাম ইসহাক, ইমাম বায়হাকী, ইবনে খুজাইমা, আবু বকর ইবনে মুনজির এবং আরও অনেক মুহাদ্দিসগণ।
[সহীহ মুসলিম, ইমাম নববীর ব্যাখ্যা ৪/৪৮-৪৯]

📝 উটের গোশত খাওয়ার পর ওযুর কারণ কী?
রাসূলুল্লাহ (সাঃ) বলেন:

🗣️ “উট শয়তান থেকে সৃষ্টি হয়েছে।”
📚 [ইবনু মাজাহ: ৭৬৯]

🗣️ “প্রত্যেক উটের পৃষ্ঠে শয়তান থাকে। তাই তাতে আরোহণের সময় বিসমিল্লাহ বল।”
📚 [আহমাদ: হাদীস ২২৭১]

🔎 ইমাম ইবনে তাইমিয়্যাহ (রঃ) বলেন:
“উটের গোশত খাওয়ার ফলে দেহে শয়তানী প্রভাব সৃষ্টি হয়। আর ওযু সেই প্রভাব দূর করে।”

🔎 শাইখ উছাইমীন (রঃ) বলেন:
“উটের গোশত দেহে স্নায়ুবিক উত্তেজনা তৈরি করে। ওযু করলে তা হ্রাস পায়।”
📚 [শারহুল মুমতেঃ ১/৩০৮]



❗ তাই, এ বিষয়ে কোনো মুসলিমের প্রশ্ন তোলার সুযোগ নেই। কারণ, রাসূলুল্লাহ (সাঃ)-এর স্পষ্ট নির্দেশনা রয়েছে।
📚 [সহীহ মুসলিম, মিশকাত: ৩০৫]



🔁 আপনি যদি মনে করেন এই বিষয়টি গুরুত্বপূর্ণ, তাহলে দয়া করে শেয়ার করুন।
হয়তো আপনার একটি শেয়ার কারো ইলম বৃদ্ধি করবে।
📢 আসুন সুন্নাহ অনুযায়ী জীবন গড়ি, রাসূল (সাঃ)-এর নির্দেশ মেনে চলি।

06/06/2025

تَقَبَّلَ اللَّهُ مِنَّا وَمِنْكُمْ
"তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম"

(আল্লাহ আপনাদের এবং আমাদের নেক আমলগুলো কবুল করুন)

রাসূল (সা:) বলেছেন তোমাদের মধ্যে কেউ জুম" আর সালাতে আসলে সে যেন গোসল করে।                                  সহিহ বুখারী ৮...
06/06/2025

রাসূল (সা:) বলেছেন তোমাদের মধ্যে কেউ
জুম" আর সালাতে আসলে সে যেন গোসল করে।
সহিহ বুখারী ৮৭৭

06/06/2025

কোরবানি ব্যক্তির উপরে ফরজ হয় ফ্যামিলির উপরে নয়, যে ইনকাম করে শুধু তার উপরে নয়, যেই নেসাব পরিমাণ মালের মালিক হবে তার উপরেই ফরজ।

05/06/2025

***মেয়েদের কি ঈদের সালাতে যাওয়া জায়েয আছে?

*** হ্যা, অবশ্যই।
উলামায়ে কিরাম এটাকে জরুরী বলেছেন। তারা যাবে।

পাঁচওয়াক্ত সালাত ও জুমু‘আর জামাতে শরীক হওয়ার জন্য মেয়েদেরকে নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি দিয়েছেন। আর ঈদের সালাতের যাওয়ার জন্য তাদের নির্দেশ দিয়েছেন। হাদীসে আছে যে,

عَنْ أُمِّ عَطِيَّةَ رَضِيَ اللهُ عَنْهَا قَالَتْ أَمَرَنَا رَسُوْلُ اللهِ -صلى الله عليه وسلم- أَنْ نُخْرِجَ فِي الْفِطْرِ وَالأَضْحَى الْعَوَائِقَ وَالْحَيْضَ وَذَوَاتِ الْخُدُرِ فَأَمَّا الْحَيْض فَيَعْتَزِلن الصَّلاَةَ وَيَشْهَدْنَ الْخَيْرَ وَدَعْوَةِ الْمُسْلِمِيْنَু قَالَتْ يَارَسُوْلَ اللهِ إِحْدَانَا لاَ يَكُوْنُ لَهَا حِلْبَابَ قَالَ لتلبسَهَا أُخْتِهَا

‘‘উম্মে আতীয়াহ থেকে বর্ণিত হয়েছে, তিনি বলেন যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের এ মর্মে নির্দেশ দিয়েছেন যে, আমরা যেন পরিণত বয়স্কা, ঋতুবতী ও গৃহিনীসহ সকল মহিলাকে ঈদুল ফিতর ও ঈদুল আযহার সালাতে শরীক হওয়ার জন্য ঘর থেকে বের করে নিয়ে যাই। এমনকি মাসিক হায়েয চলাকালীন মেয়েরাও (ঈদগাহে হাজির হবে। তবে তারা) সালাত আদায় থেকে বিরত থাকবে। কিন্তু ঈদের কল্যাণকর অবস্থা তারা প্রত্যক্ষ করবে এবং মুসলিমদের সাথে দু‘আয় ঋতুবতী মহিলারাও শরীক হবে।

উম্মে আতীয়াহ  বললেন, হে আল্লাহর রাসূল, আমাদের মধ্যে কারো কারো উড়না নেই (বড় চাদর নাই যা পরিধান করে ঈদগাহে যেতে পারে)। উত্তরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যার ওড়না নেই সে তার অন্য বোন থেকে (ধার করে) ওড়না নিয়ে তা পরিধান করে ঈদগাহে যাবে। (মুসলিম: ৮৯০)

বিশেষভাবে উল্লেখ্য যে, বর্ণিত এ হাদীসে যে ঋতুবতী মহিলার উপর সালাত আদায় ফরজ নয় তাকেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদগাহে যেতে নির্দেশ দিয়েছেন এবং যার উড়না নেই তাকেও একটা উড়না ধার করে নিয়ে ঈদের সালাতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন।

এ হাদীস দ্বারা অনেক বিজ্ঞ উলামায়ে কিরাম মেয়েদের ঈদের সালাতে যাওয়া ওয়াজিব বলেছেন।

যেসব লোক একথা বলেন যে, বর্তমান যুগ ফিতনার যুগ, মেয়েদের নিরাপত্তা নেই এসব কথা বলে মেয়েদেরকে ঈদের সালাত থেকে বঞ্চিত রাখছেন। তাদের এ অজুহাত গ্রহণযোগ্য নয়।

তারা যেন প্রকারান্তরে এ হাদীসের বিরুদ্ধে কথা বলছেন। শেষ যামানার ফিতনা বাড়বে একথা নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের চেয়ে বেশি অবগত থাকার পরও মহিলাদেরকে ঈদের সালাতে যেতে হুকুম দিয়েছেন। আর এ হুকুম সুন্নাত নয়, বরং ওয়াজিব।

প্রসঙ্গত মেয়েরা তবলিক জামাত করলে কোনো ফিতনা হয় না ! যেখানে কোনো নবী/সাহাবাদের স্ত্রীরা কোনো দিন তবলিক জামাত করে বেড়াতো না।😢
রমজান মাসে মেয়েরা রাতের অন্ধকারে একটা নির্দিষ্ট জায়গার গিয়ে খতম তারাবি পড়লে ফিতনা হয় না। i. e. No Fitnah কিন্তু ঈদের দিন সকালে বাড়ি থেকে বেরুলেই যত ফিতনা ।😢

মেয়েরা ঈদের সালাতে গেলে পথিমধ্যে তাকবীর বলা, সালাতে শরীক হওয়া, বয়ান ও ওয়াজ নসীহত শোনার সৌভাগ্য তাদের হয়ে থাকে। কাজেই ক্ষতির যে আশংকা করা হয় এর চেয়ে তাদের উপকারের দিকই বেশি।

তাই সম্মানিত ঈদগাহ কর্তৃপক্ষের উচিৎ তারা যেন মেয়েদের জন্য পৃথক প্যান্ডেল তৈরীকরে দেন আর মেয়েরাও যেন সম্পূর্ণ শরয়ী পর্দা করে অত্যন্ত শালীনভাবে পথ চলেন, ঈদগাহে যাওয়া আসা করেন। কাউকে ডিস্টার্ব না করেন। আল্লাহ আমাদের সকলকে সহীহ হাদীস আমল করার ও হক পথে থাকার তাওফীক দান করুন- আমীন!

Address

Fulbaria

Alerts

Be the first to know and let us send you an email when HMC Daily Update posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to HMC Daily Update:

Share