22/07/2025
জান্নাতের পাখিরা তোরা আমাদের ক্ষমা করিস না .. কতই না কষ্ট হয়েছে তোদের ! যখন গায়ে আগুন ধরে গেল তখন মা বাবা কে কতই না ডেকেছিলি সোনারা ? কিন্তু কেও তো যেতে পারে নি বাঁচাতে… জানালার দিকে তাকিয়ে ছিলি কেও যদি বাঁচায় , যদি মা আসে … আমি চোখ দুটা বন্ধ করলেই ভেসে উঠে ওদের চিৎকারের চেহারা .. ক্লাস এর সেকশন গুলোর নামও ছিলো মৃত্যুর সাথে যেন ছন্দ মিলানো … স্কাই , ক্লাউড !! যেখানে কিনা প্লেন উড়ে বেড়ায়…