Haider Riaz Khan " Bike Lover "

Haider Riaz Khan " Bike Lover " bike lover

চার চাকা আপনাকে হয়ত সম্মান দিবে
🏍️🏍️🏍️🏍️
কিন্তু দুই চাকা দেবে ভালবাসা
(1)

14/08/2025

কুরআন ও হাদিসে স্পষ্টভাবে এসেছে
সালাত (নামাজ) হলো ঈমানের পর
সবচেয়ে বড় ফরজ আমল, এবং
কোনো পরিস্থিতিতেই তা ছেড়ে
দেওয়ার অনুমতি নেই।

13/08/2025

"তুই নিজে ঠকে যাবি, তবুও কাউকে ঠকাবি না" - এটি মায়ের দেওয়া প্রথম শিক্ষা।

ভিডিওতে যা দেখায়, বাস্তবে তার অর্ধেকও না… 🤦‍♂️FOODIES' POND RESTAURANT – শুধু টাকাটাই লস 💸
12/08/2025

ভিডিওতে যা দেখায়, বাস্তবে তার অর্ধেকও না… 🤦‍♂️
FOODIES' POND RESTAURANT – শুধু টাকাটাই লস 💸

11/08/2025

ভাইরাল বলতে কিছুই নাই সবই ভিউ কামানের ধান্দা। যখন কোন ব্লগার ভিডিও করতে যায় তখন এভাবেই মানুষ জড়ো হয়ে যায়। আর এই ভিডিও দেখেই মানুষ মনে করে এটা ভাইরাল খাবার। আমি যখন খাবারটা খেতে গিয়েছি তখন কোন মানুষই ছিল না। ১৩০ টাকার এক পিস মুরগি ভাজা, এক পিস চিলি, সাথে ফ্রাইড রাইস — দাম শুনেই মনে হয়েছিল “এই দামে কী আর হবে?”

08/08/2025

শুক্রবার মানেই একটাই কথা –
ছুটি, বন্ধুত্ব আর একটু স্বাদবদল!

একটা বাইক কেনার স্বপ্ন এক সময়আমাকে ঘুমাতে দিতো না🏍️আর এখন বাইক কিনার পর বাইক🏍️ আমাকে ঘুমাতে দেয় না🙈ইচ্ছা করে কখন তারে 😍ন...
06/08/2025

একটা বাইক কেনার স্বপ্ন এক সময়
আমাকে ঘুমাতে দিতো না🏍️
আর এখন বাইক কিনার পর বাইক
🏍️ আমাকে ঘুমাতে দেয় না🙈
ইচ্ছা করে কখন তারে 😍নিয়ে রাইডে বের হবো।

05/08/2025

ব্যস্ত শহরের কোলাহল পেরিয়ে আমরা চলে এলাম মিরপুরের এক দারুণ রেস্টুরেন্টে।

04/08/2025

বহাল রাখবে কিনা?’
চিঠি পাঠ করে খলিফা উমর (রা) কোন প্রতি উত্তর তো করলেনই না, বরং এত কেঁদেছেন যে তাঁর চোখের পানিতে দাঁড়ি ভিজে গেলো। আর হাত তুলে আবু উবাইদার (রা) জন্য দোয়া করলেন- একজন যোগ্য অর্থমন্ত্রী নির্বাচিত করতে পেরেছেন ভেবে।

03/08/2025

একজন আলেম বলেছিলেন যখন তুমি
তোমার বাবা কে দাফন করে ফিরে আসবে
তখন জানবে যে তুমি এমন সর্বশেষ মানুষ
টিকে দাফন করে আসলে যার চিন্তা-চেতনায়
সর্বদা এটাই থাকত, যেন তোমাকে তার
চেয়েও ভালো অবস্থায় দেখে।”পিতার
জন্য দোআ, মৃত কিংবা জীবিত।
“রাব্বির হাম-হুমা কামা রাব্বা ইয়ানি ছাগিরা।

31/07/2025

চিন্তা করা যায় বাংলাদেশের মধ্যে জ্ঞানী লোকের কি পরিমান অভাব,,।

সত্যিকারের সুন্দর পুরুষ কাকে বলে সেটা এখন বের করতে পারে না,,।
এরা হলো সমকামী এজেন্ট,,

এরা এমন এক ব্যক্তিকে নোবেল দিছে যাকে দেখে সকলের হাসি পায়,ঐ নাকি পুরুষ ..?
🤣🤣🤣

29/07/2025

গ্রিলড অক্টোপাস, সি ফুড ভর্তা আর সাথে গরম গরম পরোটা।
আর খেতে খেতে মনে হচ্ছিল—
এইটুকুই জীবন। বাইক, রাস্তা আর টাটকা সি ফুড!
তোমরা যদি এখনো ৩০০ ফিটে গিয়ে সি ফুড না খেয়ে থাকো,
তাহলে বলবো—একবার গিয়ে দেখে আসো।
স্বাদ, পরিবেশ আর বাইকের সঙ্গে সেই ফিলিং—অসাধারণ!

27/07/2025

সবার আগে ওদের রিকশাওয়ালা সিএনজি ওয়ালা গরীব ভাবা বন্ধ করেন, আর নিজেদেরও বড়লোক দেখানো বন্ধ করেন। তাহলেই দেখবেন অর্ধেক সমস্যার সমাধান হয়ে গেছে।

Address

Fulbaria

Alerts

Be the first to know and let us send you an email when Haider Riaz Khan " Bike Lover " posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Haider Riaz Khan " Bike Lover ":

Share