সমসাময়িক বিষয়

সমসাময়িক বিষয় yes
(1)

06/07/2025

সবাই ভালো মানুষ চায়-
কিন্তু মানুষের ভালো কেউ চায় না |

02/07/2025

রবের প্রিয় হতে গিয়ে, দ্বীনের পথে ফিরতে গিয়ে যদি আপনার কাছ থেকে আপনার প্রিয়জনরা চলে যায়, তাহলে যেতে দিন! মনে রাখবেন আপনি এমন এক সৃষ্টিকর্তার প্রিয় হতে যাচ্ছেন, যিনি চাইলে তার চেয়ে উত্তম প্রিয়জন আপনাকে দান করতে পারেন।

30/06/2025
23/06/2025

১| বিশ্বাস আর নিশ্বাস... হারিয়ে গেলে ফিরে আসে না।
২| লুঙ্গি আর কপাল... যে কোনো সময়ে খুলতে পারে।
৩| সম্মান আর ভালোবাসা... অর্জন করে নিতে হয়।
৪| মেঘ আর কুকুর... দুটোই আপন মনে ডাকে।
৫| বাচ্চা আর দুশ্চিন্তা... দুটোই সময়ের সঙ্গে বাড়ে।
৬| জিরাফ আর অসুখের রাত... দুটোই বেশ লম্বা হয়।
৭| হাঁস আর প্রতিবেশী... দুটোই অকারণে প্যাঁক দেয়।
৮| আয়না আর ডিম... ভাঙলে আর জোড়া লাগে না।
৯| সুন্দর মন আর সুন্দরবন... দুটোই বিলুপ্তির পথে।
১০| মানুষ আর সমুদ্র... দুজনের জীবনেই জোয়ার ভাঁটা আছে।
১১| অফিসের বস আর কর্মচারী... দু'জনই দুজনের উপরে নির্ভরশীল।
১২| জ্যোতিষী আর রাজনৈতিক নেতা... একজন ঠকায় হাত দেখে আর একজন বোকা বানায় আঙ্গুল নাড়িয়ে।
শুনতে_হাস্যকর_মনে_হলেও_বাস্তবে_এটাই_সঠিক।

16/03/2025

আবূ হুরায়রা (রা:) থেকে বর্ণিত :

নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ যে ব্যক্তি লাইলাতুল ক্বদ্‌রে ঈমানের সাথে সাওয়াবের আশায় রাত জেগে ‘ইবাদাত করে, তার পিছনের সমস্ত গোনাহ ক্ষমা করা হবে। আর যে ব্যক্তি ঈমানসহ সওয়াবের আশায় রমযানে সিয়াম পালন করবে, তারও অতীতের সমস্ত গোনাহ মাফ করা হবে।

11/03/2025

ধৈর্য ধরতে হবে কিছুটা সেভাবে, যেভাবে রোজা রাখি এবং জানি যে মাগরিবের আযান হবেই।

08/03/2025

চট্টগ্রাম পতেঙ্গা সি বিচে রাতে তাকে তার কিছু বন্ধুরা মিলে ধর্ষন করে তারপর জিব্বাহ কেটে দেয় কি দোষ ছিল আপুটার ফ্রেন্ড এই তো ভাবতো কেমনে পারলো আসলে ছেলেরা কখনও বন্ধু হতে পারেনা তার দৃষ্টান্ত প্রমাণ সুযোগ পেলেই সর্বনাশ হে তুমি আমাকে এবং আমার দ্বিনি বোনদের কে হেফাজত করো..🥲🥲🥲পুরুষ কখনোই বন্ধু হতে পারে না এটাই বাস্তবতা💔🥹

ধ*র্ষনের স্বীকার মাগুরার সেই ৮ বছরের মেয়েটি নাকি আজ মারা গিয়েছে অথবা আইসিইউ তে আছে। সময়মতো বাচ্চাটিকে হাসপাতালে নিয়ে যেত...
07/03/2025

ধ*র্ষনের স্বীকার মাগুরার সেই ৮ বছরের মেয়েটি নাকি আজ মারা গিয়েছে অথবা আইসিইউ তে আছে।

সময়মতো বাচ্চাটিকে হাসপাতালে নিয়ে যেতে পারলে হয়তো বাচ্চাটিকে বাচানো যেতো। কিন্তু কি হয়েছে জানেন? মায়ের মতো শাশুড়ি পরিবারের বদনাম হবে, মান সন্মান নষ্ট হবে এই কথা বলে বাচ্চাটির বড় বোন কে আটকে রাখে। নিদারুন কষ্টে বাচ্চা মেয়েটি যখন ছটফট করছিলো তখনো মন গলেনি সেই শাশুড়ি আর বাচ্চাটির বোন জামাইয়ের।

ধ*র্ষককে জানেন? বাচ্চাটির দুলাভাইয়ের বাপ (বোনের শ্বশুর)!

অবশেষে বড় বোন হাত পা ধরে কান্না কাটি করে শাশুড়িসহ বাচ্চাটিকে হাসপাতালে নিয়ে আসার পর গেটে রেখেই পালিয়ে যায় সেই শাশুড়ি। কোথায় যেনো পড়েছিলাম মেয়েদের সব থেকে বড় শত্রু হলো মেয়েরাই। কাকের মাংশ কাক খায় না কিন্তু আমরা মানুষ মানুষের মাংশ খাই। খুউব আনন্দ নিয়ে ছিড়েখুড়েই খাই।

এই দেশে বিচার চেয়ে আসলে কোন লাভ নাই। যদি পারেন ব্যাক্তিগত ভাবে প্রতিশোধ নিন। ধ*র্ষকের বিচি দুটি কেটে নিন। ইট দিয়ে থেতলে দিন ধ*র্ষক নামক শু*ওর গুলোর মাথা। গলায় পারা দিয়ে ধরে জিভ টেনে ছি*ড়ে ফেলুন। যদি না পারের তাহলে উপড়ে যিনি আছেন তার কাছে বিচার দিয়ে অক্ষমতায় চোখ মুছে নিজেকে ধিক্কার দিয়ে কীটের মতো বেচে থাকুন।

আমার আর কিছু লিখতে ইচ্ছে করছে না। উপড়ে যিনি আছেন তার কাছে একটাই ফরিয়াদ, মাবুদ এই পবিত্র রমজান মাসে মাসুম বাচ্চাটি যে যে জানোয়ারের কারনে আজ অকালে এই দুনিয়া ছেড়ে চলে যেতে বসেছে তাদের জন্য তুমি পরকালের দোযখ না, এই কালেই দুনিয়াটা দোযখ বানিয়ে দিও। সর্বনিন্ম স্তরের দোযখ।
©

02/03/2025

জরুরী পোস্ট।
রমজান মাসে সারাদেশে গণ-ডা'কা'তি'র পরিকল্পনা করতে পারে দূ'র্বৃ'ত্ত'রা। তারাবির নামাজের সময় রাত ৮টা থেকে ১০ টার মধ্যে ডা'কা'তি'র প্রস্তুতি নিতে পারে তারা। এই সময়ে পুরুষরা মসজিদে তারাবির নামাজে ব্যস্ত থাকবে-তখন বাসা বাড়ী পুরুষ শূন্য থাকবে,। বাসা বাড়ীতে ডা'কা'তির ফাঁকে একাধিক হ'ত্যা'কা'ন্ড এবং নারী ধ'র্ষ'নে'র ঘটনা ঘটানোর চেষ্টা করতে পাড়ে দূ'র্বৃ'ত্ত'রা।

তারাবির নামাজের সময় মসজিদে মোবাইল ফোন সাথে রাখুন। বাসা বাড়ীতে মহিলাদের কে সতর্ক থাকতে বলুন,।

সবাই সতর্ক থাকুন- নিরাপদে থাকুন।

---- কপি পোস্ট

01/03/2025

রমাদান মুবারাক 🌙

Address

Fulbaria

Website

Alerts

Be the first to know and let us send you an email when সমসাময়িক বিষয় posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to সমসাময়িক বিষয়:

Share