হৃদপিণ্ড

হৃদপিণ্ড Love can do everything..

'HELL SCENE' এভাবেই শিরোনাম হয়ে উঠেছিলো বিশ্ব মিডিয়ায় গতরাত ইসরায়েলে ইরানের হামলার দৃশ্য। ট্রাম্পের হুশিয়ারীর পর ইরান যে...
17/06/2025

'HELL SCENE' এভাবেই শিরোনাম হয়ে উঠেছিলো বিশ্ব মিডিয়ায় গতরাত ইসরায়েলে ইরানের হামলার দৃশ্য। ট্রাম্পের হুশিয়ারীর পর ইরান যেনো উন্মাদ হয়ে এই 'নরকের দৃশ্য' বানিয়েছে ইসরায়েলে। হামলার ধরন দেখে মিডিয়া 'হেল সীন' শিরোনাম দিতে বাধ্য হয়েছে। এটা বিনা সাহসে ইরান করেনি। নিশ্চয় কলকাটি আছে দুই পরাশক্তির। বিশ্বের অন্যতম অর্থনৈতিক ধনী দেশের G7 সামিটে ট্রাম্পের এমন বক্তব্য ও বাকি ছয় দেশের সমর্থনে নড়েচড়ে বসার কথা ছিলো ইরান অথছ হয়েছে তার উল্টো।

এই যুদ্ধ আমেরিকার জন্য মরা বাঁচার লড়াই। এখানে ইরান জিতলে মার্কিন বিশ্বমোড়লগীরি হারাবে। চীন নতুন মোড়ল হবে। কারন ভারত-পাকিস্থান ইরান ও ইসরায়েল এই চারটি পরমানু দেশের যুদ্ধে চীন বিজয়ী হওয়া মানেই চীনকে বিশ্বমোড়লের দ্বার খুলে দেওয়া। এখানেই শেষ নয়‚ বরং আজ ভোরে খোমায়নি দ্ব্যর্থ কণ্ঠে বলেছেন তেলআবিবের বাসিন্দা যেনো অন্যত্র সরে যায় আজকের মধ্যেই।

আইআরজিসিসি কমাণ্ডার বলেছেন‚ গেলো চারদিন ইরানের হামলা ছিলো স্বাভাবিক ও আত্মরক্ষামুলক। তবে আজ থেকে হবে প্রতিশোধমুলক। হামলা হবে এমন সব অস্ত্র দিয়ে যা ইসরায়েল কল্পনাও করেনি। ইরানের হামলার তাণ্ডব দেখবে বিশ্ববাসী। বুঝতে পেরেছেন অবস্থা? যে গুঞ্জন উঠেছিলো চীন রাশিয়া কার্গো জাহাজে অস্ত্র পাঠিয়েছে সেদিকেই হয়তো ইঙ্গিত। তবে এটাও সত্য ইরান নিজেও প্রযুক্তিতে ইসরায়েলের চেয়েও এগিয়ে। গতরাতে হামলার আগে পুরো আয়রনডোম হ্যাক করে ফেলে যাতে ছোট ছোট ড্রোনটা পর্যন্ত তাণ্ডব চালিয়েছে।
©

এই গেমে হাসনাত ভাই হাইরা যাবেন, আমি জানি। কাল থেকেই হাওয়া থেকে, আসমান থেকে দুর্নীতি বা নারী কেলেঙ্কারির নিউজ আসতে থাকবে...
21/03/2025

এই গেমে হাসনাত ভাই হাইরা যাবেন, আমি জানি।

কাল থেকেই হাওয়া থেকে, আসমান থেকে দুর্নীতি বা নারী কেলেঙ্কারির নিউজ আসতে থাকবে। ফরম্যাট এক থাকবে। নিউজ এক থাকবে। খালি মিডিয়া আলাদা।

বাট ফ্যাক্ট কী জানেন?

যেই মিটিং থেকে উঠে আসছে, ঐটা এক্সেপ্ট করলেই ৫০০০ কোটির ফান্ড পাইয়া যাইতো।

বোকা মানুষ।

টাকাও ছাইড়া আসছে। এখন আবার ঐ দুর্নীতির নিউজেই ফাঁসবে।

বাংলাদেশে এমনই হয় সাধারণত। আজ পর্যন্ত ঐ প্রেসক্রিপশনের বাইরে গিয়ে কেউ রাজনীতি করতে পারে নাই।

হাসনাত পারলে ভালো। না পারলে ছেলেমেয়েদের আজকের এই গল্পটা শোনাবো আমি। শোনাবো আমাদের এক জার্সি পরা ক্যাপ্টেন ছিলো.....

হ্যা, কাপ্তানই তো। যখন হাজার কোটির ডিলিংসে ক্যাশপ্রেমিকরা দেশপ্রেমিকের সার্টিফিকেট বিক্রি করেছে, তখন এই ছেলেটা একটা জার্সি পরে সেইটা সবাইকে বলে দিয়েছে।

স্যালুট, ক্যাপ্টেন বাংলাদেশ!!

-Sadiqur Rahman Khan

20/03/2025
এমন দিন আমার শত্রুরও না আসুক!🖤
20/03/2025

এমন দিন আমার শত্রুরও না আসুক!🖤

14/03/2025

আমার নাম ধরে কেউ ডাকুক এই ব্যাপার টা সুন্দর লাগে আমার কাছে, ভীষণ সুন্দর লাগে!🤍

Address

Fulbaria

Telephone

+8801791699991

Website

Alerts

Be the first to know and let us send you an email when হৃদপিণ্ড posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to হৃদপিণ্ড:

Share