
17/06/2025
'HELL SCENE' এভাবেই শিরোনাম হয়ে উঠেছিলো বিশ্ব মিডিয়ায় গতরাত ইসরায়েলে ইরানের হামলার দৃশ্য। ট্রাম্পের হুশিয়ারীর পর ইরান যেনো উন্মাদ হয়ে এই 'নরকের দৃশ্য' বানিয়েছে ইসরায়েলে। হামলার ধরন দেখে মিডিয়া 'হেল সীন' শিরোনাম দিতে বাধ্য হয়েছে। এটা বিনা সাহসে ইরান করেনি। নিশ্চয় কলকাটি আছে দুই পরাশক্তির। বিশ্বের অন্যতম অর্থনৈতিক ধনী দেশের G7 সামিটে ট্রাম্পের এমন বক্তব্য ও বাকি ছয় দেশের সমর্থনে নড়েচড়ে বসার কথা ছিলো ইরান অথছ হয়েছে তার উল্টো।
এই যুদ্ধ আমেরিকার জন্য মরা বাঁচার লড়াই। এখানে ইরান জিতলে মার্কিন বিশ্বমোড়লগীরি হারাবে। চীন নতুন মোড়ল হবে। কারন ভারত-পাকিস্থান ইরান ও ইসরায়েল এই চারটি পরমানু দেশের যুদ্ধে চীন বিজয়ী হওয়া মানেই চীনকে বিশ্বমোড়লের দ্বার খুলে দেওয়া। এখানেই শেষ নয়‚ বরং আজ ভোরে খোমায়নি দ্ব্যর্থ কণ্ঠে বলেছেন তেলআবিবের বাসিন্দা যেনো অন্যত্র সরে যায় আজকের মধ্যেই।
আইআরজিসিসি কমাণ্ডার বলেছেন‚ গেলো চারদিন ইরানের হামলা ছিলো স্বাভাবিক ও আত্মরক্ষামুলক। তবে আজ থেকে হবে প্রতিশোধমুলক। হামলা হবে এমন সব অস্ত্র দিয়ে যা ইসরায়েল কল্পনাও করেনি। ইরানের হামলার তাণ্ডব দেখবে বিশ্ববাসী। বুঝতে পেরেছেন অবস্থা? যে গুঞ্জন উঠেছিলো চীন রাশিয়া কার্গো জাহাজে অস্ত্র পাঠিয়েছে সেদিকেই হয়তো ইঙ্গিত। তবে এটাও সত্য ইরান নিজেও প্রযুক্তিতে ইসরায়েলের চেয়েও এগিয়ে। গতরাতে হামলার আগে পুরো আয়রনডোম হ্যাক করে ফেলে যাতে ছোট ছোট ড্রোনটা পর্যন্ত তাণ্ডব চালিয়েছে।
©