Tale's of An Tu

Tale's of An Tu “🖤 “Soft-spoken. Steel-hearted. Nature-bound. Unshakable.”
(2)

বৃষ্টি তে সবার বাগানের কি খবর?অবশ্যই ফাংিসাইড আর মাকড় নাশক স্প্রে করবেন। এখন পোকা মাকড় ;পিপড়া বাড়ার সম্ভাবনা বেশি। বাগান...
28/07/2025

বৃষ্টি তে সবার বাগানের কি খবর?
অবশ্যই ফাংিসাইড আর মাকড় নাশক স্প্রে করবেন।

এখন পোকা মাকড় ;পিপড়া বাড়ার সম্ভাবনা বেশি।
বাগান পরিস্কার রাখার চেষ্টা করবেন।

সমস্ত ধরনীতে যেন এক ধরনের নিস্তব্ধ যুদ্ধ চলছে।কেউ কোথাও ভালো নেই। যাকে দেখি সে-ই অসুখী;রোগাক্রান্ত;হতাশ;কষ্টে জর্জরিত। ই...
26/07/2025

সমস্ত ধরনীতে যেন এক ধরনের নিস্তব্ধ যুদ্ধ চলছে।
কেউ কোথাও ভালো নেই।
যাকে দেখি সে-ই অসুখী;রোগাক্রান্ত;হতাশ;কষ্টে জর্জরিত।

ইয়া আল্লাহ সকলের মন কে শান্ত করুন।
আপনার রহমত হতে বঞ্চিত করবেন নাহ🌻

Love feels like lavender—soft, slow, and unforgettable.
25/07/2025

Love feels like lavender—soft, slow, and unforgettable.

আমি ভাই ভীষণ অধৈর্য্যে শীল ব্যাক্তি।সবাই যেখানে গরম আর বর্ষায় আইস প্লান্ট নিয়ে যুদ্ধ করে সেখানে আমি ঘ্যাচাং ঘ্যাচাং করে ...
25/07/2025

আমি ভাই ভীষণ অধৈর্য্যে শীল ব্যাক্তি।
সবাই যেখানে গরম আর বর্ষায় আইস প্লান্ট নিয়ে যুদ্ধ করে সেখানে আমি ঘ্যাচাং ঘ্যাচাং করে কাটি।
হোক অতি বৃষ্টি বা গরম।
চারা করার ক্যাড়া উঠলে যেকোন সময় করে ফেলি।

আইস প্লান্ট হলো সাকুলেন্ট জগতে সবার প্রিয় মনে হয়।
এর ফুলের রুপে যে মুগ্ধ হয় নি সে এর সৌন্দর্য ই দেখে নি।

While everyone’s chasing unique shades, I find my joy in pink.♥️
24/07/2025

While everyone’s chasing unique shades, I find my joy in pink.♥️

খুব শখের হাওয়ার্থিয়া সেটাপ🥰একটা সময় ভীষণ মনে ধরেছিল কিন্তু এত দাম ছিল তাই কমন গুলো দিয়েই করেছিলাম। হাওয়ার্থিয়া দাম এখনো ...
24/07/2025

খুব শখের হাওয়ার্থিয়া সেটাপ🥰
একটা সময় ভীষণ মনে ধরেছিল কিন্তু এত দাম ছিল তাই কমন গুলো দিয়েই করেছিলাম।

হাওয়ার্থিয়া দাম এখনো ভালোই আছে। তবে এগুলোই এক সময় বেশ দাম ছিল এখন তো ৫০ টাকায় ও দেয় দেখি😪

কিছু কিছু দিন ঝড় হয়, কিন্তু কোনো শব্দ হয় না।না কড়কড় শব্দ, না বজ্রপাত —শুধু একরাশ চেপে রাখা নিঃশব্দ বিষণ্ণতা।মুখে হাসি থ...
23/07/2025

কিছু কিছু দিন ঝড় হয়, কিন্তু কোনো শব্দ হয় না।
না কড়কড় শব্দ, না বজ্রপাত —
শুধু একরাশ চেপে রাখা নিঃশব্দ বিষণ্ণতা।

মুখে হাসি থাকে, কথা হয়, চলাফেরা হয়…
তবু ভেতরে কোথাও একটা শুন্যতা জমে থাকে।
যেন মনটাই হারিয়ে গেছে কোথায় যেন।

সবসময় দুঃখ নয়,
কখনও কখনও শুধু এক ধরনের ক্লান্তি —
সবকিছু অনুভব করেও কিছু না অনুভব করার ক্লান্তি।

তুমি যদি এমনটা অনুভব করো,
জেনে রেখো — তুমি একা নও।
এই ভার আমাদের অনেকেরই বুকের ভিতরে বাস করে।

চারদিকের যে আর্তনাদ আর বিষন্নতা মনে হয় যে কবে আবার আলোর দেখা পাব❤️‍🩹

তোমাকে স্বাধীন করাই ছিল সবচেয়ে বড় পরাধীনতা 💔এদেশে স্বপ্ন জন্মায়, কিন্তু পূর্ণতা পায় না।বাচ্চারা বই হাতে বেরোয়, আর ফিরে আ...
22/07/2025

তোমাকে স্বাধীন করাই ছিল সবচেয়ে বড় পরাধীনতা 💔

এদেশে স্বপ্ন জন্মায়, কিন্তু পূর্ণতা পায় না।
বাচ্চারা বই হাতে বেরোয়, আর ফিরে আসে কফিনে❤️‍🩹

এদেশে বাঁচতে গেলে, মরে থাকতে হয়।
এই দেশে সন্তান জন্ম দেয়া মানে—একটা জীবনকে অনিশ্চয়তার মুখে ঠেলে দেওয়া।
এই দেশে স্বপ্ন দেখা মানে—হতাশার ছুরি গলায় চাপা দিয়ে বাঁচা।
এই দেশে মায়ের বুক খালি হয়, প্রশ্নহীন।
এই দেশে প্রতিবাদ হলে, লাশ বাড়ে।

যাদের সামর্থ্য আছে,
তাদের হয়তো উচিত চলে যাওয়া…
কারণ এই দেশে বেঁচে থাকাটাই আজ সবচেয়ে বড় বিপদ।

আমরা কেবল বেঁচে আছি—ভয়ে, আতঙ্কে আর অসহায়তায়।

কোথায় কিভাবে এদেশে শান্তি পাব?কোথায় গেলে নিজের জীবনের নিরাপত্তা পাব?শুধু জানি এদেশে জন্ম যেন পাপ।এদেশে ছেলে হোক মেয়ে হোক...
21/07/2025

কোথায় কিভাবে এদেশে শান্তি পাব?
কোথায় গেলে নিজের জীবনের নিরাপত্তা পাব?

শুধু জানি এদেশে জন্ম যেন পাপ।
এদেশে ছেলে হোক মেয়ে হোক ইজ্জতের নিরাপত্তা নেই।
এদেশে নিজ সন্তান চুরির মিথ্যা অভিযোগে মা বাবা হত্যা হয়।
এদেশে ৬ মাসের শিশুকে দেখেও যৌন ক্ষুধা জাগে।
এদেশে স্কুলে পাঠিয়ে সন্তান কে হারাতে হয়।
এদেশে চাদাার দায়ে মৃতু হয়।
এদেশে রাগের বশে আপনজন খু**ন হয়।
এদেশে জমি ভাগ নিয়ে রক্ত রক্তকে রক্তাক্ত করে।
এদেশে জন্মালে হারাতে হবেই হবে।

এটা দেশ নয়।এটা মৃত্যপুরী।
যারা দেশ ত্যাগ করেছেন তারাই ধন্য। অগত্য আমরা সত্যিই অভাগা। ঘুমালেও মনে হবে ছাদের উপর না জানি কখন বিমান পতিত হয়। রাস্তায় হাটলে না জানি কখন গাড়ি ফুটপাতে উঠিয়ে দেয়। ধংস হোক এদেশ ;সব শেষ হয়ে যাক।।বাচার মত কিছুই নেই এখাানে।।।

Address

Fulbaria

Website

Alerts

Be the first to know and let us send you an email when Tale's of An Tu posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category