
26/05/2025
আমারে সাপে কামরালে সেই সাপের গলায় পারা দিয়ে হলেও ১ সেকেন্ডের ভিতরে সেই সাপেরে দিয়ে বিষ টা তুলে নিতাম।কিন্তু আমারে কোন সাপে কামরায় না। কামরায় তো আপন মানুষ। তাদের ভালোবাসার বিষ দাঁত দিয়ে,তাই ক্ষমতা থাকলেও তাদের কিছু বলতে পারি না। তাদের প্রতি খোভ না এসে আসে ভালোবাসা। বুকে জরিয়ে ধরতে ইচ্ছে করলেও তাদের জরায় ধরতে পারি না,,কারন তারা তো মানুষ-ই না। মানুষ নামের সর্বনাশা।