Mis Mahi 143

Mis Mahi 143 ভদ্রতা বজায় রেখে পেজে লাইক কমেন্ট ও শেয়ার করবেন।
আর এমন কোন কমেন্ট করবেন না যাতে ব্লক মারতে বাদ্য হই।

আমারে সাপে কামরালে   সেই সাপের গলায় পারা দিয়ে হলেও ১ সেকেন্ডের  ভিতরে সেই সাপেরে দিয়ে  বিষ টা তুলে নিতাম।কিন্তু আমারে কো...
26/05/2025

আমারে সাপে কামরালে সেই সাপের গলায় পারা দিয়ে হলেও ১ সেকেন্ডের ভিতরে সেই সাপেরে দিয়ে বিষ টা তুলে নিতাম।কিন্তু আমারে কোন সাপে কামরায় না। কামরায় তো আপন মানুষ। তাদের ভালোবাসার বিষ দাঁত দিয়ে,তাই ক্ষমতা থাকলেও তাদের কিছু বলতে পারি না। তাদের প্রতি খোভ না এসে আসে ভালোবাসা। বুকে জরিয়ে ধরতে ইচ্ছে করলেও তাদের জরায় ধরতে পারি না,,কারন তারা তো মানুষ-ই না। মানুষ নামের সর্বনাশা।

হঠাৎ দাম বেড়ে গেলে তা এরিয়ে চলুন,হোক সেটা পেঁয়াজ অথবা মানুষ। পচে গেলে আবার আগের জায়গায় ফিরে আসবে।।আগের মতো আর নেই, আপডেট...
25/05/2025

হঠাৎ দাম বেড়ে গেলে তা এরিয়ে চলুন,
হোক সেটা পেঁয়াজ অথবা মানুষ।
পচে গেলে আবার আগের জায়গায় ফিরে আসবে।।
আগের মতো আর নেই, আপডেট হয়েছি,,,।
এখন বাঁশ দিতে আসলে তালগাছ ভড়ে দিবো।
""Mind it"",,,,😡

নিজের মতো করে বাঁচতে শিখো🙂কারো কাছে তুমি নগণ্য,,,কারো কাছে তুমি জঘন্য।।আবার কারো কাছে তার সবটাই তুমি❤️সত্যিটা কি জানো ??...
21/05/2025

নিজের মতো করে বাঁচতে শিখো🙂কারো কাছে তুমি নগণ্য,,,কারো কাছে তুমি জঘন্য।।আবার কারো কাছে তার সবটাই তুমি❤️সত্যিটা কি জানো ???গাধাকে যদি ঘোড়া বলে ডাকা হয় তাহলেই কিন্তু সে ঘোড়া হয়ে যায় না,গাধাই থাকে😀😀কারো জাজমেন্টে তোমার এতটুকু মূল্যও কমবেনা,,,আরে আলুর ব্যাপারী তো আর স্বর্ণ চিনবেনা তাইনা?😄তুমি ন্যাকা,তুমি বোকা,তুমি রাগী, তুমি জেদী,তুমি অহংকারী😄😄আসলে এর কোনোটাই তুমি নও।।।তুমি তাদের কাছে ঠিক তেমনি,যেমনটা তারা ডিজার্ভ করে👍দিন শেষে তুমি তুমিই থাকবে,একটু ভালো একটু মন্দ🙂আর যদি পুরোটা ভালো হতে যাও বা পুরোটা ভালো রাখতে যাও তাহলে দেখবে দিন শেষে সবাই ভালো থাকবে শুধু তুমি ছাড়া ❤️তাই তুমি যেমনটা আছো তেমনি থাকো👍
এখন কে কী বললো আর কে কী ভাবলো কিচ্ছু যায় আসে না আমার। 🤧

এই দেশের সমস্যা কী বুঝি না,,এই দেশ জাদুর দেশ,,,,বিমান চাকা ছাড়া উড়ে চলে যায়!ট্রেন বগি রেখে চলে যায়!জনগনকে রেখে সরকার চলে...
20/05/2025

এই দেশের সমস্যা কী বুঝি না,,এই দেশ জাদুর দেশ,,,,
বিমান চাকা ছাড়া উড়ে চলে যায়!ট্রেন বগি রেখে চলে যায়!
জনগনকে রেখে সরকার চলে যায়!লায়লার থোবরা মামুন ভচকিয়ে চলে যায়!
পুরাই সার্কাস চলছে এদেশে।

কিছু মানুষ আছে যাদের নজরে আমি খারাপ হয়ে গেছি,,😃 সোনা যখন ভালো ছিলাম তখন কী নোবেল দিছিলা।🤧সোনা তোমার সাথে আমি কারন ছাড়া খ...
18/05/2025

কিছু মানুষ আছে যাদের নজরে আমি খারাপ হয়ে গেছি,,😃 সোনা যখন ভালো ছিলাম তখন কী নোবেল দিছিলা।🤧
সোনা তোমার সাথে আমি কারন ছাড়া খারাপ ব্যবহার করি বিষয় টা এমন না,,, বিষয় টা হলো তুমি তো ভালো ব্যবহার পাওয়ার যোগ্যই না।
আমি এমনই আমি তাকে বেশি সম্মান করি, যার চেহারার থেকে ব্যবহার বেশি সুন্দর,,,

কী খুঁজছেন?? ভালোবাসা🤭🤭সেটাও আজ কাল Wi-Fi এর মতো হয়ে গেছে। যতক্ষণ পাসে থাকবেন ততক্ষণ Connected. দূরে গেলে Searching Netw...
14/05/2025

কী খুঁজছেন?? ভালোবাসা🤭🤭
সেটাও আজ কাল Wi-Fi এর মতো হয়ে গেছে।
যতক্ষণ পাসে থাকবেন ততক্ষণ Connected.
দূরে গেলে Searching Network,,,,,!! 😃💔
হতে চাইলাম ভালো,ভদ্র হাসি খুশি, একটা মেয়ে কিন্তু,,,!!! হয়ে গেছি খারাপ, রাগী, জেদি, সাইকো একটা মেয়ে,,,,।

জীবনে একা মরে যায়েন, কিন্তু এরকম মানুষের সাথে থাকবেন না।যারা ভুল নিজেই করবে প্রবলেম ক্রিয়েট ও নিজেরাই করবে,আবার ভিকটিমও ...
12/05/2025

জীবনে একা মরে যায়েন, কিন্তু এরকম মানুষের সাথে থাকবেন না।
যারা ভুল নিজেই করবে প্রবলেম ক্রিয়েট ও নিজেরাই করবে,
আবার ভিকটিমও নিজেকেই বানাবে,যারা মিসটেক করবে,,কিন্তু কখনও স্বীকার করবে না।
আপনি তাদের যতোই বুঝান কোন লাভ নাই।
তারা উল্টো তাদের প্রবলেম, তাদের দোষ টা, তাদের ভুল টা,আপনার মাথার উপরে রেখে দিবে।
ঘী দিয়ে নীম পাতা ভাজলে যেমন মিঠা হয় না, তেমনি কিছু লোকের স্বভাব ও কখনও পরিবর্তন হয় না।
নিজেকে চালাক ভাবেন সমস্যা নাই, কিন্তু অন্যদের বলদ ভাবলেই তো সমস্যা।

Address

Savar
Fulbaria

Alerts

Be the first to know and let us send you an email when Mis Mahi 143 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Mis Mahi 143:

Share

Category