02/06/2024
এই যে তুমি বৃষ্টি বৃষ্টি করে
বর্ষা মনে বন্যা আনো প্রার্থনায়,
অঝোর ধারায় বৃষ্টি যখন এলো
স্মৃতির জলে ভাসো মনের আঙিনায়,
তখন ডুবে নাকি তোমার বুকের পাঁজর,
আমার বুকে লাগে যেমন ব্যথার আঁচড়?
তাপদাহে ঘামে ভেজা শরীরে
প্রণয় বৃক্ষে শীতল বাতাস চাও তুমি,
যার ছোঁয়ায় তৃপ্ত হয়ে মন জুড়িয়ে
জলোচ্ছ্বাসে ভাসিয়ে দিলে তার ভূমি?
ভাবো নাকি সেদিনের সেই দেয়া-নেয়ার দিনলিপি?
আজও আমি হাসি মুখে তোমার দেয়া দুঃখ লিখি!