13/12/2023
বছর টি শেষ হয়ে ডিসেম্বর মাস। মনে হয় কীভাবে বছরটা শেষ হয়ে গেল, তাই না? প্রতিটা বছরই কি এভাবে যাচ্ছে না? এই যে এত ব্যাস্ততা, এত কাজ, পড়াশোনা, চাকরি, সংসার, এত শত চিন্তা দুশ্চিন্তার ভীরে কিভাবে যেন সময় চলে যায়। যেমন টা চলে গিয়েছে আমাদের বাবা দাদা দের। কোথায় এখন তারা? ক্ষনিকের ব্যাস্ততা ছাপিয়ে চিরকালীন আল্লাহর কাছে।
চিন্তা করে দেখুন, শেষ কবে একটু সময় নিয়ে নিজে কে নিয়ে ভেবেছেন। শেষ কবে একটু চুপ করে, মনে মনে, সাবার অন্তরালে চোখ টা বন্ধ করে বুক ভরে একটা দম নিয়ে আল্লাহ এর সাথে কথা বলেছেন।
''আপনি আপনার রব কে স্মরন করুন মনে মনে, মিনতি ও ভয় সহকারে, অনুচ্চস্বরে; সকালে অর সন্ধ্যায়।
আপনি উদাসীন দের অন্তর্ভুক্ত হবেন না। '' (আল আরাফ :২০৫)
#সংগৃহীত