Bangladesh Jatiota Badi dol BNP Officeyal

Bangladesh Jatiota Badi dol BNP Officeyal বিএনপিকে ভালবাসলে ফলো করুন

ডা. জোবাইদা রহমানের ৫৩তম জন্মদিনসহধর্মিণী: তারেক রহমানভারপ্রাপ্ত চেয়ারম্যান, বিএনপি
25/06/2025

ডা. জোবাইদা রহমানের ৫৩তম জন্মদিন
সহধর্মিণী: তারেক রহমান
ভারপ্রাপ্ত চেয়ারম্যান, বিএনপি




21/06/2025
জনাব আসিফ মাহমুদ আপনি শপথ নিয়েছেন, "সংবিধান রক্ষা করবেন, মেনে চলবেন"। কিন্তু আপনি কি এই ঘটনায় শপথ ভঙ্গ করেননি?  কেন এই...
20/06/2025

জনাব আসিফ মাহমুদ আপনি শপথ নিয়েছেন, "সংবিধান রক্ষা করবেন, মেনে চলবেন"। কিন্তু আপনি কি এই ঘটনায় শপথ ভঙ্গ করেননি?

কেন এই প্রশ্ন আসলো, দেখুন....
আপনি এই সাক্ষাৎকার ও ১৬ জুন বিবৃতি দিয়েছেন,- "'বিচারাধীন বিষয় ছিল' বলে শপথ গ্রহণের ব্যবস্থা করতে পারেননি।"
আর, বিচারাধীন বিষয় বলতে, "শপথ না পড়ানোর জন্য একটি রিট আবেদন করা হয়েছিল" সেই বিষয় বোঝাতে চেয়েছেন।

এর আগেও, ১৯ মে আপনি আরেকবার একই বক্তব্য দিয়েছেন। তখন উল্লেখিত রিটটির শুনানি পর্যন্ত শুরু হয়নি। আদেশ না দেয়া বা শুনানি ই যখন শুরু হয়নি, তখন কিভাবে এটি বিচারাধীন বিষয় হয়?
এরপর ২১ ও ২২ মে শুনানি হয় এবং রিট খারিজ করেন হাইকোর্ট।
এরপর, ২৩ ও ২৪ মে ছুটি ছিল বলে হয়তো শপথের আয়োজন করতে পারেননি। কিন্তু ২৫ মে তো অফিস ছিল। সেদিন কেন শপথ আয়োজন করেনি?
আবার রিট খারিজের বিষয়ে আপিল করা হয় মাঝে একদিন বাদ দিয়ে, অর্থাৎ ২৬ মে।

আর নির্বাচন কমিশনের জারি করা প্রজ্ঞাপন এক মাস মেয়াদ যেহেতু ২৬ মে শেষ হওয়ার কথা, তাই রিট খারিজের বিষয়ে আপিল দায়ের করা হয়েছিল ২৬ মে।
যদিও শেষ পর্যন্ত সুপ্রিম কোর্ট আপিল নিষ্পত্তি করে দেন। এতে আইনগতভাবে প্রমাণিত হয়, নির্বাচন কমিশনের প্রজ্ঞাপন সঠিক। ফলে, নির্বাচনী ট্রাইব্যুনাল, আপিল ট্রাইব্যুনাল, হাইকোর্ট ও সুপ্রিম কোর্টের আপিল বিভাগ - সবগুলো আদালত ইশরাক হোসেনের পক্ষে রায় ও আদেশ দিয়েছেন। তাহলে আইন ও সংবিধান অনুযায়ী ইশরাক হোসেন ই বৈধ মেয়র এতে আপনার বা সরকারের কোনো আপত্তি থাকার কথা না?

আপিল বিভাগ নির্বাচন কমিশনের ওপর দায়িত্ব দিয়েছেন, এবং নির্বাচন কমিশন পরে ব্রিফিং- এ জানিয়েছে, "তাদের আগের সিদ্ধান্ত অপরিবর্তিত"। তার মানে পরিস্কার, নির্বাচন কমিশনের প্রজ্ঞাপন জারি সঠিক।

এবার আসুন মূল প্রশ্নে, নির্বাচন কমিশন ২৭ এপ্রিল ২০২৫ প্রজ্ঞাপন জারি করেছে। ৩০ দিনের মধ্যে শপথ গ্রহণের ব্যবস্থা করবে মন্ত্রণালয়। এটা মন্ত্রণালয়ের দায়িত্ব বা কাজ। এর বাইরে কোন ব্যাখ্যা চাওয়ার এখতিয়ার মন্ত্রণালয়ের নেই। নির্বাচন কমিশনের প্রজ্ঞাপন জারি করার অর্থ হচ্ছে, তারা এই মামলার বিষয়ে চুড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে বলেই, গেজেট প্রকাশ করেছে।

তাহলে,
২৮ এপ্রিল ২০২৫ থেকে ২০ মে ২০২৫ এই তারিখ পর্যন্ত কেন শপথ গ্রহণের ব্যবস্থা করেননি?

যদি আপনার একমাত্র জোরালো যুক্তি হলো, "বিচারাধীন বিষয় ছিল" তাই নাকি শপথ গ্রহণের ব্যবস্থা করতে পারেননি। কিন্তু আপনার যুক্তি মেনে যদি নেই, তাহলে আপনার ঐ বিচারাধীন বিষয় বলতে " ২১ মে থেকে ২২ মে পর্যন্ত, এই ২ দিন বিচারাধীন বিষয় ছিল"।

বাকি দিনগুলোতে শপথ গ্রহণের ব্যবস্থা না করে, আপনি আদালতের রায় অমান্য করেছেন। সংবিধান লঙ্ঘন করেছেন, আপনি উপদেষ্টা হিসেবে শপথ ভঙ্গ করেছেন।
এটা আপনি কোন ভাবে পারেন কি না??

আপনি উদাহরণ সৃষ্টি করলেন যে, ভবিষ্যতে নির্বাচন কমিশন যে কোন জন প্রতিনিধির নামে প্রজ্ঞাপন জারি করলেও, সরকার বা মন্ত্রণালয়ের পছন্দ হলে বা ইচ্ছা হলে শপথ পড়াবে, ইচ্ছা না হলে পড়াবে না!!

©

তারুন্যের প্রথম ভোট, ধানের শীষ মার্কায় হোক।সবাই শেয়ার করে দিন।
20/06/2025

তারুন্যের প্রথম ভোট, ধানের শীষ মার্কায় হোক।
সবাই শেয়ার করে দিন।

রুমিন ফারহানারা এগিয়ে যাবে, লুৎফুজ্জামান বাবররা হেরে যাবে। যেভাবে হেরে গেয়েছিল জিয়াউর রহমান। কারণ রুমিন ফারহানারাদের গত ...
30/05/2025

রুমিন ফারহানারা এগিয়ে যাবে, লুৎফুজ্জামান বাবররা হেরে যাবে। যেভাবে হেরে গেয়েছিল জিয়াউর রহমান। কারণ রুমিন ফারহানারাদের গত ১৫ বছর যত্ন করে বড় করেছে। টাকা ঢেলেছে।

তরুণ প্রজন্ম জানে না দক্ষিণ তালপট্টি কী, কেন পাহাড়ে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছিল, কীভাবে ভারত বাংলাদেশের রাজনীতিতে হস্তক্ষেপ করে আসছে। এ কথাগুলো না বললে ইতিহাস অন্ধকারে হারিয়ে যাবে।

আজকের প্রজন্মকে জানতে হবে, জিয়া সাহেব কেবল একজন প্রেসিডেন্ট ছিলেন না। তিনি ছিলেন জাতির নিরাপত্তাবলয়। তাঁকে সরিয়ে দিয়ে সেই বলয় ভেঙে দেওয়া হয়েছিল।

28/05/2025

দিল্লি নয়,
পিন্ডি নয় ,
সবার আগে বাংলাদেশ

আজকে এই দিনে জিয়া তোমায় মনে পড়ে                শহীদ জিয়া অমর হোক জনতার জিয়া অমর হোক           জামাল ভাইয়ের পক্ষ থে...
28/05/2025

আজকে এই দিনে জিয়া তোমায় মনে পড়ে
শহীদ জিয়া অমর হোক
জনতার জিয়া অমর হোক
জামাল ভাইয়ের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি।

এই মুহুর্তের কথা কখনো ভুলবো না। এর প্রতিদান আজ হোক কাল হোক একদিন দিতে হবে। জামাল ভাই আমাদের হাজার মানুষের হৃদয়ের ভিতরে ...
27/05/2025

এই মুহুর্তের কথা কখনো ভুলবো না। এর প্রতিদান আজ হোক কাল হোক একদিন দিতে হবে। জামাল ভাই আমাদের হাজার মানুষের হৃদয়ের ভিতরে আছেন।

রফিকুল ইসলাম জামাল,  বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক,দক্ষিণ অঞ্চলের একজন আদর্শবান নেতা। দক্ষিণ অঞ্চলে তিনি বেশ পরিচিত একজন ম...
27/05/2025

রফিকুল ইসলাম জামাল, বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক,
দক্ষিণ অঞ্চলের একজন আদর্শবান নেতা। দক্ষিণ অঞ্চলে তিনি বেশ পরিচিত একজন মানুষ। তিনি তার দলের জন্য দীর্ঘ ১৭ বছর জীবন দিয়ে লড়ে গিয়েছেন , তার যে ত্যাগ তিতিক্ষা তা ঝালকাঠি জেলার মানুষ কখনো ভুলবেনা।রাজাপুর কাঠালিয়া দুই আসনে এমপি হিসেবে দক্ষিণ অঞ্চলের মানুষ তাকে দেখতে চায়ে।

ঝালকাঠি জেলা অধিনস্থ বিভিন্ন কলেজ ছাত্রদলের কমিটি অনুমোদন-
27/05/2025

ঝালকাঠি জেলা অধিনস্থ বিভিন্ন কলেজ ছাত্রদলের কমিটি অনুমোদন-

রাজাপুর, ঝালকাঠি, বড়ইয়া ডিগ্রী কলেজে বি এন পি ছাত্রদলের সভাপতি পোস্ট পেলেন, সাফওয়ান কাবিরা
26/05/2025

রাজাপুর, ঝালকাঠি, বড়ইয়া ডিগ্রী কলেজে বি এন পি ছাত্রদলের সভাপতি পোস্ট পেলেন, সাফওয়ান কাবিরা

নতুন করে করোনা ভাইরাস দেখা দিয়েছে ভারতে। দেশজুড়ে এই ভাইরাসে এক হাজারেরও বেশি মানুষ আক্রান্ত হয়েছেনবিস্তারিত: https://www...
26/05/2025

নতুন করে করোনা ভাইরাস দেখা দিয়েছে ভারতে। দেশজুড়ে এই ভাইরাসে এক হাজারেরও বেশি মানুষ আক্রান্ত হয়েছেন

বিস্তারিত: https://www.somoynews.tv/news/2025-05-26/ZxRF5GxX

Address

Fulbaria

Website

Alerts

Be the first to know and let us send you an email when Bangladesh Jatiota Badi dol BNP Officeyal posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share