রাইয়ানের ছেলেবেলা

রাইয়ানের ছেলেবেলা I am cute baby boy.
❤️follow back ❤️

12/08/2025
পুকুরে নয়। বাথরুমের বালতির পানিতে ডুবে শিশুর মৃত্যু। কী হৃদয়বিদারক ঘটনা। গতকাল রাতে -মা রাত ১১টায় চা বানাচ্ছিলো। শিশুটি ...
11/08/2025

পুকুরে নয়। বাথরুমের বালতির পানিতে ডুবে শিশুর মৃত্যু। কী হৃদয়বিদারক ঘটনা।

গতকাল রাতে -
মা রাত ১১টায় চা বানাচ্ছিলো। শিশুটি বাবার সাথেই খেলছিলো। এক ফাঁকে রুম থেকে বেরিয়ে অন্য রুমে গেলে বাবা অতটা পাত্তা দেয়নি। কিন্তু এই ফাঁকে শিশুটি গিয়ে ঢুকে বাথরুমে। কেউ টের পায়নি।

যখন বাচ্চাটিকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিলো না।

তখন বাথরুমে প্রবেশ করে দেখা যায় বাচ্চাটি বাতলির পানিতে ডুবে উল্টে আছে। অচেতন।

দ্রুত ঢাকা মেডিকেলে নিলে তাকে মৃত ঘোষণা করেন।

মাত্র আঠারো মাস বয়স 💔

বাচ্চা মুখে কিছু দেওয়া শিখলে আমরা গিলে ফেলতে পারে এমন জিনিস সরিয়ে রাখি।

হামাগুড়ি দেওয়া শিখলে খাট থেকে পড়ে যেন না যায়। সেদিকে খেয়াল রাখি।

হাঁটা শিখলে রান্নাঘরে যেন না ঢুকে। গরম পাতিল, ধারালো বটি যেন না ধরতে পারে। রান্নাঘর বন্ধ রাখি।

বিদ্যুৎতের লাইন যেন ধরতে না পারে। টেবিল চেয়ারের উপরে যেন উঠে না পড়ে যায়। সেদিকে খেয়াল রাখি।

বাথরুমের দরজা বন্ধ রাখি যাতে ভেতরে ঢুকে পিছলে না পড়ে মাথা ফাঁটে। কমোডে না ঢুকে যায়। বালতির পানি এই ভয়েই রাখি না।

কত কিছু একটা বাচ্চাকে সুস্থ ও নিরাপদ রাখতে হয়? ঘুম থেকে উঠার পর থেকে ঘুমানোর আগ পর্যন্ত।

যুদ্ধটা যেন কীভাবে সন্তানকে লালন পালনের চেয়ে নিরাপদ রাখার লড়াই বেশী!

তারপরেও ব্যথা পায়। এত সাবধানতার পরেও ভুল হয়। ব্যথাটা ওর চেয়ে আমাদের কলিজাতেই দাগ দেয় বেশী।

এই যে শিশুটি মারা গেলো। সে ছিলো বাবা মায়ের ৫ম সন্তান। চার চারটা বাচ্চাকে তারা বড় করেছে। অনেক এক্সপেরিয়েন্সড তাই না?

কিন্তু দেখেন। এই এক্সপেরিয়েন্স কাজেই দিলো না। একটু অন্যমনস্ক। একটু অসাবধানতায়। বাথরুম লক না করার মতো ভুল সিদ্ধান্তের জন্য শিশুটির প্রাণ হারাতে হলো।

অন্যের এই মারাত্মক ভুলগুলো থেকে একটু শিক্ষা নেই। সবাই একটু সাবধান হই।

কে কে বাচ্চাকে Pedia sure খাওয়ান? দাম মাত্র ৩৪০০+ টাকা মাত্র।যাদের সামর্থ্য আছে খাওয়াতে পারেন। তবে জেনে শুনে খাওয়াবেন...
10/08/2025

কে কে বাচ্চাকে Pedia sure খাওয়ান? দাম মাত্র ৩৪০০+ টাকা মাত্র।
যাদের সামর্থ্য আছে খাওয়াতে পারেন। তবে জেনে শুনে খাওয়াবেন।

PediaSure ফর্মুলা দুধের বিকল্প নয়।

ফর্মুলা দুধ তৈরি করা হয় মূলত শিশুর (০–১২ মাস) জন্য, যাতে মায়ের দুধ না পাওয়া বা পর্যাপ্ত না হলে প্রয়োজনীয় সব পুষ্টি ও উপাদান পাওয়া যায়। এটা মায়ের দুধের কাছাকাছি পুষ্টিমান দেওয়ার চেষ্টা করে।

PediaSure হচ্ছে একটি পুষ্টি সম্পূরক (nutritional supplement), যা সাধারণত ১ বছর বা তার বেশি বয়সী বাচ্চাদের জন্য, বিশেষ করে খাওয়াদাওয়ায় অনীহা বা ওজন কম থাকলে অতিরিক্ত ভিটামিন, খনিজ, প্রোটিন ও ক্যালরি দেওয়ার উদ্দেশ্যে ব্যবহার হয়।

📌 তাই— শিশুর প্রথম ১ বছরে PediaSure দেওয়া উচিত নয়।

এটা ফর্মুলা মিল্কের বিকল্প নয়, বরং বড় বাচ্চার ডায়েটের ঘাটতি পূরণের জন্য সহায়ক।

© ডাঃ মেহেদী হাসান

একই মাসে দুইবার মা! বিরল শারীরিক অবস্থার কারণেই অসম্ভবকে সম্ভব করেছিলেন আরিফা সুলতানা!ঘটনাটি ২০১৯ সালের। যশোরের ২০ বছর ব...
08/08/2025

একই মাসে দুইবার মা! বিরল শারীরিক অবস্থার কারণেই অসম্ভবকে সম্ভব করেছিলেন আরিফা সুলতানা!

ঘটনাটি ২০১৯ সালের। যশোরের ২০ বছর বয়সী তরুণী আরিফা সুলতানা এমন এক বিরল চিকিৎসাজনিত ঘটনায় পড়েন, যা শুধু দেশ নয়, আন্তর্জাতিক গণমাধ্যমেও ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করে।

সবকিছু স্বাভাবিকভাবে শুরু হয়েছিল। ফেব্রুয়ারি মাসে তিনি জন্ম দেন একটি পুত্রসন্তানের। সন্তান জন্মের পর সবাই ভেবেছিল মা ও নবজাতক এখন বিশ্রামে যাবেন এক প্রশান্ত সময়ে। কিন্তু ২৬ দিন পেরোতেই আচমকা শুরু হয় তীব্র পেটব্যথা—আরও একবার প্রসববেদনা। পরিবারের সদস্যরা হতবাক হয়ে যান। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা পরীক্ষা করে এমন এক সত্য জানতে পারেন, যা কেউ কল্পনাও করতে পারেননি—আরিফা আবারও মা হতে যাচ্ছেন! এবং এবার যমজ সন্তান—একটি ছেলে ও একটি মেয়ে।

চিকিৎসকরা জানান, আরিফার শরীরে ছিল একটি 'দ্বৈত জরায়ু', যাকে চিকিৎসাবিজ্ঞানে বলা হয় "Uterus Didelphys"—একটি অত্যন্ত বিরল শারীরবৃত্তিক অবস্থা। এই অবস্থায় নারীর শরীরে দুটি আলাদা জরায়ু গঠিত হয়। পরিসংখ্যান বলছে, প্রতি ২,০০০ জন নারীর মধ্যে একজনের এমন জরায়ু থাকতে পারে। কিন্তু উভয় জরায়ুতে একই সময়ে গর্ভধারণের ঘটনা ঘটে প্রায় ২৫,০০০ জনে একজনের ক্ষেত্রে।

আরিফা কখনো গর্ভাবস্থায় আল্ট্রাসনোগ্রাফি করাননি, ফলে প্রথম সন্তানের জন্মের সময় দ্বিতীয় গর্ভের অস্তিত্ব জানা সম্ভব হয়নি। যখন দ্বিতীয়বার প্রসবব্যথা শুরু হয়, তখনই ধরা পড়ে দ্বিতীয় জরায়ুতে গর্ভধারণের বিষয়টি। এরপর সফল সিজারিয়ানের মাধ্যমে যমজ সন্তানের জন্ম হয়—কোনো জটিলতা ছাড়াই।

এই ঘটনা শুধু চিকিৎসাবিদ্যার চোখে বিস্ময়কর নয়, বরং এক প্রাকৃতিক অলৌকিকতার নিদর্শনও বটে। একই নারীর শরীরে, মাত্র কয়েক সপ্তাহের ব্যবধানে, দুটি আলাদা জরায়ু থেকে জন্ম নেয় তিনটি শিশু—এমন ঘটনা বিশ্বজুড়েই হাতে গোনা কয়েকটির মধ্যে একটি।

চিকিৎসকদের মতে, সময়মতো চিকিৎসা না পেলে পরিস্থিতি ভয়াবহ হতে পারত। কিন্তু ভাগ্যক্রমে মা ও তিন শিশুই সম্পূর্ণ সুস্থ ছিলেন।

এই ঘটনার মাধ্যমে আবারও প্রমাণ হলো, নারীর শরীর এক অভাবনীয় জটিলতা ও সম্ভাবনার আধার। আরিফা সুলতানার ঘটনাটি আজও চিকিৎসাশাস্ত্রে এক ব্যতিক্রমী উদাহরণ হয়ে রয়েছে।

যে মায়ের বুকে পর্যাপ্ত দুধ আসে, তিনি শুধু সন্তানের পুষ্টির উৎসই নন বরং পরিবারের খরচও অনেকটা বাঁচান। এর ফলে বাড়তি দুধ, ...
07/08/2025

যে মায়ের বুকে পর্যাপ্ত দুধ আসে, তিনি শুধু সন্তানের পুষ্টির উৎসই নন বরং পরিবারের খরচও অনেকটা বাঁচান। এর ফলে বাড়তি দুধ, বোতল বা ফর্মুলা কেনার প্রয়োজন হয় না। এটি সত্যিই অনেক বড় আশীর্বাদ।
কমেন্ট করেন
রাইয়ানের ছেলেবেলা

 #এপিসিওটমি(সাইড_কাটা)_ভার্সেস_সিজারঃআজ এক মা এসেছিলেন লেবার পেইন নিয়ে। পরীক্ষা করে দেখলাম আর্লি লেবারে রয়েছে। প্রথমবা...
04/08/2025

#এপিসিওটমি(সাইড_কাটা)_ভার্সেস_সিজারঃ

আজ এক মা এসেছিলেন লেবার পেইন নিয়ে। পরীক্ষা করে দেখলাম আর্লি লেবারে রয়েছে। প্রথমবার মা হবেন তাই দুশ্চিন্তা অনেক বেশি, বারবার সিজার করার বিষয়ে জানতে চাইলো। ভালোভাবে কথা বলে বুঝতে পারলাম নরমাল ডেলিভারির সময় যে সাইড কাটা বা ইপিসিওটমি হয় তা নিয়ে তিনি দুশ্চিন্তায় রয়েছেন। অনেক মায়েরা এটাকে সিজারের সাথে তুলনা করেন। তাই ইপিসিওটমি নিয়ে এই লেখাটি শেয়ার করলাম।

#আসুন আজ জেনে নেই আসলে ইপিসিওটমি টা কি?

* নরমাল ডেলিভারির সময় যদি মায়ের যোনিপথের স্পেসের চেয়ে বাচ্চার মাথা বড় হয় তখন জায়গা বাড়ানোর জন্য যোনিপথে একটু কাটাই হচ্ছে ইপিসিওটমি বা সাইড কাটা।

#সব নরমাল ডেলিভারির সময় কি সাইড কাটা লাগে??

* না সবনরমাল ডেলিভারির সময় সাইড কাটা লাগেনা।

#কেন সাইড কাটা হয় আর কখন লাগে??

** ডেলিভারির সময় যখন বাচ্চার মাথা বের হয়ে আসে তখন আমরা প্রথমে খেয়াল করি কোন রকম ছেড়া,ক্ষতবিক্ষত হওয়া ছাড়াই বাচ্চার মাথা বের হয়ে আসবে কিনা। যখন আমরা দেখি না বাচ্চার মাথা মায়ের যোনিপথের স্পেসের চেয়ে বড়। আর সাইড না কেটে যদি আমরা ডেলিভারী করাই তাহলে চারপাশ ছিড়ে যাবে ক্ষতবিক্ষত হবে ঠিক তখনি আমরা একটু করে সাইড কেটে জায়গাটা বড় করে দেই ৷

#সাইড কাটার পরে কি সেলাই করা হয় নাকি এমনিতেই ভালো হয়ে যায়??

**সন্তান প্রসবের পরপরই এই সাইডটা এতো সুন্দর করে সেলাই দেওয়া হয়, দেড়মাস বা ৪৫ দিন পর মা খুঁজেও পাবেনা কোথায় সাইড কাটা হয়েছিল। তাই এটা নিয়ে ভয়ের কিছুই নেই ৷

#অনেকই বলে আগে তো ডেলিভারির সময় মানুষ সাইড কাটতো না তাহলে এখন কেন কাটতে হবে??

* * আসলে আগের মানুষ ঘরে অশিক্ষিত, অদক্ষ দাই দিয়ে ডেলিনারি করাতো আর তারা জানতোনা কিভাবে সাইড কাটতে হয় কখন কাটতে হয়,আর কিভাবে সেলাই দিতে হয়। আর তাদের এই না জানার জন্যই ডেলিভারির সময় এবড়োথেবড়ো হয়ে ছিরে যেত যার ফলে পরবর্তীতে মায়ের প্রসাব,পায়খানা সহ নানা রকমের সমস্যা দেখা দিত। আর ডেলিভারির পরে মায়ের অনেক বেশি রক্তক্ষরণ হতো যার ফলে অনেক মা ডেলিভারির পরেই মারা যেত।

#সাইড কাটলে পরবর্তী করণীয় কি??

** কাটা যায়গা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন ও শুকনা রাখতে হবে।মা বেশিবেশি লেবু খাবে, ভিটামিন জাতীয় খাবার খাবে,পানি বেশিবেশি খাবে যেন পায়খানা ক্লিয়ার হয়। কারণ এসময় পায়খানা কষা হলে সেলাই খুলে যাওয়ার সম্ভবনা থাকে

** অনেকেই মনে করে সাইড কাটলে কাটার দাগ থেকে যায়, সহবাস করতে সমস্যা হয় কিন্তু না কাজ করতে গিয়ে হাতের কোথাও একটু কেটে গেলে যেমন দাগ থাকেনা ঠিক তেমন এটারো কোন দাগ থাকেনা। আর সহবাস করতেও কোন সমস্যা হয়না।

অনেকে বলে থাকেন, সাইড কাটার চেয়ে সিজার ভাল। এটা সম্পূর্ণ ভুল ধারণা। কেননা, সিজার মানে পেটের ভিতর পর্যন্ত কেটে ফেলা। এর ফলে পেটের ভিতর স্কার টিস্যু তৈরি হয় এবং পরবর্তী প্রেগনেন্সিতে প্লাসেন্টা প্রিভিয়া সহ অন্যান্য কম্প্লিকেশনস হবার চান্স বাড়িয়ে দেয়। সেটার ভোগান্তি সারাজীবন ভুগতে হয়। সাইড কাটা এতোটাই সামান্য ব্যাপার যে পরে আর সেই কাটা বা কাটার দাগ বা সেলাইয়ের দাগ কিছুই খুঁজে পাওয়া যায় না। শুধু তাই নয়, পরবর্তীতে প্রসাব- পায়খানা বা স্বামীর সাথে মেলামেশা সহ যে কোন কাজে এই সাইড কাটা নিয়ে কোন ধরনের অস্বস্তিতে পড়তে হয় না।


01/08/2025

সন্তানকে যে কোনো দুর্ঘটনা ও বিপদ থেকে রক্ষা করার ৩টি আমল

সন্তানের জন্য প্রতিদিন মাত্র কয়েক মিনিট সময় বের করে নিচের ৩টি কুরআনিক আমল করুন। ইনশাআল্লাহ, আপনার সন্তান থাকবেন আল্লাহর রক্ষণাবেক্ষণে।

---
★১. সূরা ফালাক ও সূরা নাস – ‘দুই রক্ষাকবচ’

রাসূল ﷺ নিজ হাতে হাসান ও হুসাইন রা.-কে এই দুই সূরা পড়ে ফুঁ দিয়ে হেফাজতের দোয়া করতেন।

➡️ নিয়ম:

সকালে ও সন্ধ্যায় ৩ বার করে সূরা ফালাক ও সূরা নাস পড়ে সন্তানের উপর ফুঁ দিন।

না থাকলে দূর থেকেও পড়ে তাঁর জন্য নিয়ত করুন।

★২. আয়াতুল কুরসি – ২৪ ঘণ্টার পাহারা

হাদীসে আছে, কেউ আয়াতুল কুরসি পড়লে আল্লাহ তার জন্য একজন ফিরিশতা পাহারায় নিযুক্ত করেন।

➡️ নিয়ম:

সন্তান ঘর থেকে বের হওয়ার আগে আয়াতুল কুরসি পড়ে মাথায় হাত রেখে ফুঁ দিন।

ঘুমানোর সময়ও এই আয়াত পড়ে দিন।

★৩. ৬ দিক থেকে হেফাজতের দোয়া

এই দোয়াটি সন্তানের চারপাশের অজানা সব বিপদ থেকে হেফাজতের জন্য অনেক উলামা নিয়মিত পড়ার পরামর্শ দেন।

📖 দোয়া:
اللَّهُمَّ احْفَظْهُ مِنْ بَيْنِ يَدَيْهِ، وَمِنْ خَلْفِهِ، وَعَنْ يَمِينِهِ، وَعَنْ شِمَالِهِ، وَمِنْ فَوْقِهِ، وَأَعُوذُ بِعَظَمَتِكَ أَنْ يُغْتَالَ مِنْ تَحْتِهِ
উচ্চারণ:
আল্লাহুম্মা ইহফাযহু মিম্বাইনি ইয়াদাইহি, ওয়া মিন খলফিহি, ওয়া আন ইয়ামিনিহি, ওয়া আন শিমালিহি, ওয়া মিন ফাওকিহি, ওয়া আ’উযু বি‘আজমাতিকা আন ইউঘতাালা মিন তাহতিহি।
অর্থ: হে আল্লাহ! আমার সন্তানকে সামনের, পেছনের, ডান, বাঁ, উপর ও নিচ থেকে সব বিপদ থেকে হেফাজত করুন।

➡️ নিয়ম:

সকালে বা রাতে সন্তানের জন্য এই দোয়াটি অন্তত একবার হলেও পড়ুন।

©

মায়ের একটি সাধারণ চুমু কেবল আদরের প্রকাশ নয়, এটি মা ও শিশুর মধ্যে এক গভীর বৈজ্ঞানিক এবং বিস্ময়কর সংযোগ তৈরি করে।মায়ের মস...
29/07/2025

মায়ের একটি সাধারণ চুমু কেবল আদরের প্রকাশ নয়, এটি মা ও শিশুর মধ্যে এক গভীর বৈজ্ঞানিক এবং বিস্ময়কর সংযোগ তৈরি করে।

মায়ের মস্তিষ্কে যা ঘটে:
যখন একজন মা তার সন্তানকে চুমু খান, তখন তার মস্তিষ্কের প্লেজার সার্কিট (ডোপামিনার্জিক সিস্টেম) সক্রিয় হয়, যা তাকে আনন্দ এবং পুরস্কার পাওয়ার অনুভূতি দেয়। একই সাথে অক্সিটোসিন, যা “ভালোবাসার হরমোন” নামে পরিচিত, নিঃসৃত হতে থাকে। এই হরমোন মায়ের মনে সন্তানের প্রতি সুরক্ষা এবং মানসিক বন্ধনকে আরও শক্তিশালী করে তোলে।

শিশুর মস্তিষ্কে যা ঘটে:
মায়ের স্পর্শ ও চুমু শিশুর কর্টিসল (Cortisol) নামক স্ট্রেস বা মানসিক চাপের হরমোনকে কমিয়ে দেয়। ফলে শিশু শান্ত, নিরাপদ এবং সুরক্ষিত বোধ করে।

এই ছোট ছোট স্নেহের মুহূর্তগুলো কেবল অনুভূতি নয়; এগুলো আক্ষরিক অর্থেই শিশুর মস্তিষ্ককে নতুন করে গঠন করে এবং তার মানসিক বিকাশের ভিত্তি তৈরি করে দেয়। ভবিষ্যতে তার বিশ্বাস, আত্মবিশ্বাস এবং ভালোবাসা প্রকাশ করার ক্ষমতা এই মুহূর্তগুলোতেই জন্মায়।

সুতরাং, একটি আন্তরিক চুমু শুধু একটি সাধারণ ভঙ্গি নয়। এটি একই সাথে জীববিজ্ঞান, স্নেহ এবং মানসিক ওষুধ যা আমাদের অস্তিত্বের গভীরে খোদাই হয়ে থাকে।
রাইয়ানের ছেলেবেলা

**এটাই হওয়া উচিত একটি নাভিরজ্জুর আসল চেহারা।**সাদা। নরম। স্বচ্ছ।কারণ এর কাজ শেষ।নাভিরজ্জুর রক্তের শেষ বিন্দুটিও শিশুর শ...
27/07/2025

**এটাই হওয়া উচিত একটি নাভিরজ্জুর আসল চেহারা।**

সাদা। নরম। স্বচ্ছ।
কারণ এর কাজ শেষ।
নাভিরজ্জুর রক্তের শেষ বিন্দুটিও শিশুর শরীরে পৌঁছে গেছে — যেমনটা প্রকৃতির পরিকল্পনা ছিল।

**কিন্তু সাধারণত তা হয় না।**

বেশিরভাগ হাসপাতালে নাভিরজ্জু জন্মের কয়েক সেকেন্ডের মধ্যেই চেপে কেটে ফেলা হয়।
শিশু কাঁদে, টিম দ্রুত কাজ করে, আর বাবা-মাকে বলা হয়, "এটাই রুটিন।"
কেউ থেমে প্রশ্ন করে না...
**ওই নাভিরজ্জুতে কী ছিল?
আর সেটা কোথায় গেল?**

**চলুন একটু বিশ্লেষণ করি:**

নাভির রক্ত অতিরিক্ত কিছু নয়।
এটি বোঝাই থাকে:

🩸 আপনার শিশুর মোট রক্তের এক-তৃতীয়াংশ পর্যন্ত
🧠 মস্তিষ্ক সুরক্ষার জন্য প্রয়োজনীয় অক্সিজেন
🛡️ সংক্রমণ প্রতিরোধে রোগপ্রতিরোধক কোষ
💪 রক্তাল্পতা প্রতিরোধে লৌহ
💉 কলা, অঙ্গ এবং রোগপ্রতিরোধ ব্যবস্থা গঠনে স্টেম সেল

**এটা কোনো আবর্জনা নয়।
এটা এক ধরনের জৈবিক ধনভাণ্ডার।**

তাহলে নিজেকে জিজ্ঞেস করুন…
**কেন এত তাড়াতাড়ি এটি কাটা হয়?
কেন আমাদের বলা হয় জন্মের পর এই রজ্জুটির আর কোনো মূল্য নেই — যখন শিশু এখনো পুরোপুরি তার প্রাপ্যটা পায়নি?**

এবং সত্যটা আরও গভীর:

💰 এই নাভির রক্ত বাজারে হাজার হাজার টাকার মূল্যবান
💰 প্ল্যাসেন্টা বিক্রি হয় স্টেম সেল গবেষণা, ভ্যাকসিন তৈরি, ত্বকের যত্ন, প্রসাধনী এবং বড় ফার্মাসিউটিক্যাল কোম্পানির জন্য
💰 পুরো বায়োটেক শিল্প গড়ে উঠেছে এই মিথ্যার উপর যে আপনার শিশুর "বর্জ্য" নাকি অপ্রয়োজনীয়

**কিন্তু বাবা-মা?**
তারা থাকে অন্ধকারে।

তাদের বলা হয়, "কোনো ব্যাপার না।"
বলা হয়, "ফেলে দেওয়া হয়।"
আর পর্দার আড়ালে কেউ একজন সেই রক্ত থেকে লাভবান হয়।

**এই ব্যবস্থা নষ্ট নয়।
এটি এমনভাবেই গড়ে তোলা হয়েছে।**

**কিন্তু এই ছবিটি দেখায় কী হয়, যখন আপনি ‘না’ বলেন।
যখন আপনি অপেক্ষা করেন।
যখন জন্ম হতে দেন প্রকৃতির নিয়মে।
যখন শিশু পায় তার পূর্ণ রক্ত। তার সুরক্ষা। তার শক্তি।**

**এই ধরনের ছবি অনেককে অস্বস্তিতে ফেলে —
কারণ এটা তুলে ধরে এমন কিছু, যা বেশিরভাগ মানুষ কখনো প্রশ্নই করেনি।**

**কিন্তু একবার আপনি এটা দেখে ফেললে…
আর না দেখার ভান করতে পারবেন না।**

**দেখুন। বুঝুন। জানুন ।**

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when রাইয়ানের ছেলেবেলা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to রাইয়ানের ছেলেবেলা:

Share