
28/07/2025
পাতা নেই, সবুজ নেই…☘️🌱
তবু দাঁড়িয়ে আছে গাছটা।
চারপাশে নেই কোনো ছায়া, নেই ডালের দোল,
তবু সে মাটির সাথে লড়ে যাচ্ছে নিঃশব্দে।
অনেকে ভাবে সব শেষ,
কিন্তু গাছটা বলে –
শেষ মানেই পতন না…
থেকে যাওয়াটাও এক ধরনের সাহস।
এটাই হয়তো জীবনের আসল নাম –
‘হাল না ছাড়া’
নিঃশব্দে দাঁড়িয়ে থাকা,
যেনো এক নিঃশ্বাসে অনেক কষ্ট বয়ে চলা।
--- Say It, Sharif