Shippy Khan Vlog

Shippy Khan Vlog L I F E S T Y E L
(3)

চিড়িয়াখানায় খাঁচা থেকে একটি সিংহী বেরিয়ে গেছে... এটা নিয়ে আপনারা অনেক হাসি তামাশা কৌতুক করছেন।  কিন্তু এ ব্যাপারটা ...
06/12/2025

চিড়িয়াখানায় খাঁচা থেকে একটি সিংহী বেরিয়ে গেছে... এটা নিয়ে আপনারা অনেক হাসি তামাশা কৌতুক করছেন।

কিন্তু এ ব্যাপারটা আসলে হাসি তামাশার না!

একটা বন্য প্রাণীকে বছরের পর বছর একটা ছোট্ট নোংরা খাঁচায় আটকে রাখা হয়, এর চাইতে ভয়াবহ অমানবিক আর কিছুই হতে পারে না। ওদের জন্য বরাদ্দ থাকে ১৫-২০ কেজি করে মাংস, ওদেরকে দেওয়া হয় ৩-৪ কেজি পচা গলা মাংস। দিনের পর দিন বছরের পর বছর ওরা কোন অপরাধ না করেও বিনা অপরাধে জেল খাটে...

আর ভাবছেন সিংহকে খুব আদর করে ধরা হবে??? জ্বি না! বেচারি একটু স্বাধীনতার জন্য না জানি কত অসংখ্য মাস চেষ্টা করে আজকে বের হতে পেরেছে... পুনরায় ওকে খাঁচার ভরা সময় ব্যথা দেওয়া হবে, আঘাত করা হবে, নির্যাতন করা হবে, হয়তো না খাইয়েও রাখা হবে.... "চিড়িয়াখানা" নামক টর্চার সেলের ভেতরে ওদের সাথে কি কি হয় আমরা জানতেও পারি না। পুনরায় বন্দী হবার পর ওর মানসিক অবস্থা কি ভয়াবহ হবে... আপনাদের কোন ধারনাই নাই। আমার আছে, আমি পশুপাখিদের সাথে থাকি।

বিষয়টা হাসাহাসির না।
কেবলমাত্র একবার কিছুক্ষণের জন্য চিন্তা করুন যে কোন একটা জঙ্গলে আপনি হারিয়ে গেছেন, চারপাশে হিংস্র শ্বাপদের দল। আপনি প্রাণ বাঁচানোর জন্য ছুটছেন, কেবলমাত্র নিজের ঘরে ফিরে যেতে চান... কিন্তু কোনভাবেই পথ খুঁজে পাচ্ছেন না...

চিড়িয়াখানার এই অসহায় প্রাণীদের জন্য এই শহর হচ্ছে জঙ্গল আর মানুষ হচ্ছে হিংস্র শ্বাপদ। (অবশ্য মানুষ যে সৃষ্টির সেরা হিংস্র জীব সে ব্যাপারে আমার কোন সন্দেহ নাই 💔)

বিষয়টা নিজের বিবেক কে প্রশ্ন করার... "চিড়িয়াখানা" নামক আয়নাঘরের আসলেও কি কোন প্রয়োজনীয়তা আছে এই একবিংশ শতাব্দীতে এসে??? না, নাই! এই ইন্টারনেটের যুগে পশুপাখি দেখার জন্য চিড়িয়াখানায় যাবার কোন প্রয়োজন নাই... শুধুমাত্র আপনাদের বিনোদনের জন্য বন্যপ্রাণীকে ধরে খাঁচায় ভরে রাখার কোন দরকার নাই... খাঁচায় বন্দী মানুষ যেরকম বিনোদনের উৎস না, খাঁচায় বন্দি পশুপাখিও কোন বিনোদনের উৎস না।

বিবেকবান মানুষ হয়ে থাকলে চিড়িয়াখানাকে "না" বলবেন। চিড়িয়াখানা একটা ন্যাক্কারজনক প্রতিষ্ঠান। কোন সুস্থ মস্তিষ্কের মানুষের কাছে চিড়িয়াখানাকে বিনোদনের উৎস মনে হতেই পারেনা!

কিছু দিন আগে আমি নিজেও টিকিট কেটে চিড়িয়াখানায় গিয়েছি কিন্তু দুমড়ে মুচড়ে চুরমার হয়ে ফিরে এসেছি, একজন পশুপ্রেমির অনুভূতি এমনটাই তো হওয়া উচিৎ,,! তা নয় কি ??

#চিড়িয়াখানাকে_না_বলুন

উপরের তলা (৫ম, ৬ষ্ঠ, ৭ম) থাকলে মানুষ প্রায়ই সিঁড়ি ধরে নেমে আসার চেষ্টা করে। কিন্তু বাস্তবতা নিচের তলা ভেঙে উপরের তলা পড...
21/11/2025

উপরের তলা (৫ম, ৬ষ্ঠ, ৭ম) থাকলে মানুষ প্রায়ই সিঁড়ি ধরে নেমে আসার চেষ্টা করে। কিন্তু বাস্তবতা নিচের তলা ভেঙে উপরের তলা পড়তে পারে। কম্পন শুরু হলে সিঁড়ি বা বারান্দায় যাওয়া বিপজ্জনক। বের হওয়ার চেষ্টা করবেন না! সিঁড়িতে লোকের ভীড়, ধাক্কাধাক্কি, অন্ধকার – ৯০% মানুষ সিঁড়িতেই মারা যায় বা আহত হয়। Think Fast!

Drop–Cover–Hold On:
বেডরুমে থাকলে খাটের নিচে, ড্রয়িং বা ডাইনিং-এ থাকলে মজবুত টেবিলের নিচে, কোনো আশ্রয় না পেলে দেয়ালের কোণে বসে মাথা ও ঘাড় ঢেকে রাখুন! বারান্দায় যাবেন না—রেলিং ভেঙে পড়তে পারে
বাথরুম নিরাপদ হতে পারে; বালতি উল্টো করে মাথার ওপর দিয়ে বসে থাকলে অনেকে বেঁচেছে! হেলমেট, বালতি, ঝুড়ি, ব্যাগ—যা খুঁজে পাবেন মাথার ওপর রাখুন।

যদি আপনি ১ম/২য় তলায় থাকেন (এটাই সবচেয়ে ভাগ্যবান):
কম্পন শুরু হলেই দরজা খুলে রাখুন (দরজা জ্যাম হলে বের হতে পারবেন না) ১৫-২০ সেকেন্ডের মধ্যে সিঁড়ি দিয়ে নেমে রাস্তায় চলে আসুন কিন্তু রাস্তায় এসে বিল্ডিং-এর গা ঘেঁষে দাঁড়াবেন না – ১০০ ফুট দূরে সরে যান! ভবন ছেড়ে খোলা মাঠে চলে যান!

ধ্বংসস্তূপের নিচে আটকে গেলে চিৎকার করবেন না—ধুলো ঢোকে, গলা শুকায়, হুইসেল থাকলে বাজান, না থাকলে দেয়ালে বা পাইপে ৩ বার টোকা দিন (আন্তর্জাতিক রেসকিউ সিগন্যাল) মোবাইল টর্চ অন রাখুন, কথা বলবেন না—ব্যাটারি বাঁচান,মুখে কাপড় চেপে ধরুন, ধুলো ঢোকা কমবে!

আজ থেকেই যা করবেন, বিছানার পাশে জুতা রাখুন, বেডের পাশে হেলমেট ও হুইসেল রাখুন, ভারী আলমারি, টিভি বা ফ্রিজের অবস্থান এমন রাখুন যাতে পড়ে গেলে আঘাত না হয়,গ্যাস সিলিন্ডার চেইন দিয়ে বেঁধে রাখুন, দরজা কখনো অটো-লক হবে না, চাবি কাছে রাখুন!

ঢাকা, একটি ঘনবসতিপূর্ণ শহর, যেখানে ৫ থেকে ৭ তলার অ্যাপার্টমেন্টগুলো শহরের প্রধান আবাসন। একটি লাইন মনে রাখুন:

আমি ৪র্থ তলার উপরে – তাই আমি দৌড়াবো না, শুধু টেবিল বা বিছানার নিচে ঢুকবো। আমি যদি ১ম-২য় তলায় থাকি — প্রথম ২০ সেকেন্ডে বের হয়ে যাবো।

প্রস্তুতি ছাড়া ঢাকায় ভূমিকম্প হলে বেঁচে থাকা ভাগ্যের উপর। প্রস্তুতি থাকলে বেঁচে থাকা ভাগ্যের হাতে।

জীবনকে কখনও কখনও খুব কঠিনভাবে মনে করিয়ে দেয়—প্রকৃতি কত শক্তিশালী, আর মানুষ কত সহজেই ভেঙে যেতে পারে। প্রাকৃতিক দুর্যোগে মানুষের কিছু করার থাকে না, কিন্তু একটু সচেতনতা, একটু প্রস্তুতি!

দুর্যোগ দেখলে বোঝা যায়!
জীবন মানে শুধু শ্বাস নেওয়া না,
জীবন মানে সচেতন থাকা,
আর প্রতিটি মুহূর্তকে সম্মান করা, যেন এটা শেষ সুযোগ।

তাই শেষ কথা জীবন অনিশ্চিত, কিন্তু কৃতজ্ঞতা নিশ্চিত। যা আছে, যতটুকু আছে—সেটাই আমাদের শক্তি। এবং সেই শক্তির নামই—Alhamdulillah.

#ভূমিকম্প

শুভ সকাল সবাইকে ❤️
24/10/2025

শুভ সকাল সবাইকে ❤️

21/10/2025

wedding ❤️

18/10/2025

Celebrating my 5th year on Facebook. Thank you for your continuing support. I could never have made it without you. 🙏🤗🎉

16/10/2025

চুরি ❤️

07/10/2025

MR DIY এখন মোহাম্মদপুরে 💙

Plants from ঘরোয়া ঐশ্বর্য  🥰       fans
28/09/2025

Plants from ঘরোয়া ঐশ্বর্য 🥰

fans

26/09/2025

Indoor Plant ❤️

24/09/2025

Boka Baksho অনেক ধন্যবাদ 💙

Address

Fulbaria

Website

Alerts

Be the first to know and let us send you an email when Shippy Khan Vlog posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Shippy Khan Vlog:

Share