
26/06/2025
এতদিন ফেসবুকে বিভিন্ন পোস্ট দেখেছি আর আজকে প্রত্যক্ষ সাক্ষী হলাম।
রিকশাচালক ভাইয়া, যশোরের ছেলে। আমার কোচিং শেষ করে বাসায় ফেরার সময় রিক্সা ঠিক করতেছি তখন কিছু কারণবশত (মার্জিত পরিপাটি এবং সুন্দর ব্যবহার) হঠাৎ মনে পড়লো আমি আগেও একদিন এই ভাইয়ার রিক্সায় করে বাসায় ফিরেছি। রিক্সাওয়ালা ভাইয়াকে এই কথা বলার পর উনারও মনে পড়ল যে আমাকে একদিন নিয়ে গেছিলেন উনি।
তারপর সেই হিসাবে ভাইয়া'টার সাথে কথা বলতে বলতে বাসার দিকে আসতেছিলাম। রিক্সায় ওঠার পর আমাকে বললেন "দড়াটানা" হয়ে যাবেন তাতে আমার কোন আপত্তি আছে কিনা?
আমি বললাম সমস্যা নাই চলেন। দড়াটানা এসে উনি ১কেজি লটকন ফল কিনলেন। তারপর আমি উনার বাসা কোথায় নাম কি এসব জিজ্ঞেস করি। তখন রিক্সাওয়ালা ভাইয়া উনার সম্পর্কে বলা শুরু করলেন।
উনার ইঞ্জিনিয়ারিং পড়া কমপ্লিট। এই কথা শোনার পর ভাবলাম হয়তো অন্য আর পাঁচ দশ জন ছেলের মত বাংলাদেশে চাকরির বাজার ভালো না থাকায় উনি হয়তো এই পথে এসেছেন বাধ্য হয়ে। কিন্তু আসল কাহিনীটা ভিন্ন।
ওনার মানিব্যাগ থেকে একটা ছবি বের করে আমাকে দেখালেন যেখানে উনার পাশে একটা মেয়ের ছবি ছিল। আমি বললাম এটা কি ভাবি নাকি? উনি বললেন হ্যাঁ। এই মেয়েকে ভালোবেসে বিয়ে করেছেন আর তাদের ভালবাসা ছেলের পরিবার মেনে নেয়নি কারণ কথার সুবাদে জানতে পারলাম ছেলের ফ্যামিলি যথেষ্ট সচ্ছল এবং শিক্ষিত ফ্যামিলি।
ইন্টার পাশ করার পর মেয়ের বিভিন্ন জায়গা থেকে বিয়ের প্রস্তাব আসতেছিল। ভাইয়া বাসায় জানিয়েছিল বিয়ের জন্য কিন্তু বাসায় রাজি হয়নি। যার কারনে তিনি উজ্জ্বল ভবিষ্যৎ ও আরাম আয়েশের জীবন ছেড়ে এখন রিকশা চালিয়ে সংসার চালাচ্ছেন। শুধু যে সংসার চালাচ্ছেন তাই নয় উনি উনার বউকে Law তে পড়াচ্ছেন।
সব কথার শেষে বললাম লটকন কি তাহলে ভাবীর জন্য কিনলেন? তার উত্তরে ভাইয়া বললেন, আজকে সকালে রিকশা নিয়ে বের হওয়ার সময় আপনার ভাবি আমার দিকে তাকিয়ে ছিল। আমি বললাম কিছু বলবা কিন্তু কিছু বলে না।
কয়েকবার জিজ্ঞেস করার পর বলল কিছু খাইতে মন চাচ্ছে কিন্তু কি তা জানি নাহ। পরে আমি ভাবলাম এখনকার সময় নতুন কোন জিনিসটা উঠছে যেটা এখনো খাওয়ানো হয় নাই কারণ ওরে আমি কোন কিছুরই অভাব রাখিনা।
পরে ভেবে দেখলাম এই সিজনাল সবকিছু খাওয়ানো হয়ে গেছে শুধু এই লটকন ফলটা বাদে। তাই কিনে নিলাম আপনার ভাবীর জন্য।
এসব কথা শুনে আমার মনের ভেতর যে কি একটা আত্মতৃপ্তি কাজ করছিল তা আর কি বলবো!
আসল মানুষ আর সত্যিকারের ভালোবাসা পেলে জীবন আসলেই সুন্দর 🖤
©