মায়াবতী

মায়াবতী ���� তাহার মায়াবতী ����
(7)

এতদিন ফেসবুকে বিভিন্ন পোস্ট দেখেছি আর আজকে প্রত্যক্ষ সাক্ষী হলাম। রিকশাচালক ভাইয়া, যশোরের ছেলে। আমার কোচিং শেষ করে বাসা...
26/06/2025

এতদিন ফেসবুকে বিভিন্ন পোস্ট দেখেছি আর আজকে প্রত্যক্ষ সাক্ষী হলাম।

রিকশাচালক ভাইয়া, যশোরের ছেলে। আমার কোচিং শেষ করে বাসায় ফেরার সময় রিক্সা ঠিক করতেছি তখন কিছু কারণবশত (মার্জিত পরিপাটি এবং সুন্দর ব্যবহার) হঠাৎ মনে পড়লো আমি আগেও একদিন এই ভাইয়ার রিক্সায় করে বাসায় ফিরেছি। রিক্সাওয়ালা ভাইয়াকে এই কথা বলার পর উনারও মনে পড়ল যে আমাকে একদিন নিয়ে গেছিলেন উনি।

তারপর সেই হিসাবে ভাইয়া'টার সাথে কথা বলতে বলতে বাসার দিকে আসতেছিলাম। রিক্সায় ওঠার পর আমাকে বললেন "দড়াটানা" হয়ে যাবেন তাতে আমার কোন আপত্তি আছে কিনা?

আমি বললাম সমস্যা নাই চলেন। দড়াটানা এসে উনি ১কেজি লটকন ফল কিনলেন। তারপর আমি উনার বাসা কোথায় নাম কি এসব জিজ্ঞেস করি। তখন রিক্সাওয়ালা ভাইয়া উনার সম্পর্কে বলা শুরু করলেন।

উনার ইঞ্জিনিয়ারিং পড়া কমপ্লিট। এই কথা শোনার পর ভাবলাম হয়তো অন্য আর পাঁচ দশ জন ছেলের মত বাংলাদেশে চাকরির বাজার ভালো না থাকায় উনি হয়তো এই পথে এসেছেন বাধ্য হয়ে। কিন্তু আসল কাহিনীটা ভিন্ন।

ওনার মানিব্যাগ থেকে একটা ছবি বের করে আমাকে দেখালেন যেখানে উনার পাশে একটা মেয়ের ছবি ছিল। আমি বললাম এটা কি ভাবি নাকি? উনি বললেন হ্যাঁ। এই মেয়েকে ভালোবেসে বিয়ে করেছেন আর তাদের ভালবাসা ছেলের পরিবার মেনে নেয়নি কারণ কথার সুবাদে জানতে পারলাম ছেলের ফ্যামিলি যথেষ্ট সচ্ছল এবং শিক্ষিত ফ্যামিলি।

ইন্টার পাশ করার পর মেয়ের বিভিন্ন জায়গা থেকে বিয়ের প্রস্তাব আসতেছিল। ভাইয়া বাসায় জানিয়েছিল বিয়ের জন্য কিন্তু বাসায় রাজি হয়নি। যার কারনে তিনি উজ্জ্বল ভবিষ্যৎ ও আরাম আয়েশের জীবন ছেড়ে এখন রিকশা চালিয়ে সংসার চালাচ্ছেন। শুধু যে সংসার চালাচ্ছেন তাই নয় উনি উনার বউকে Law তে পড়াচ্ছেন।

সব কথার শেষে বললাম লটকন কি তাহলে ভাবীর জন্য কিনলেন? তার উত্তরে ভাইয়া বললেন, আজকে সকালে রিকশা নিয়ে বের হওয়ার সময় আপনার ভাবি আমার দিকে তাকিয়ে ছিল। আমি বললাম কিছু বলবা কিন্তু কিছু বলে না।

কয়েকবার জিজ্ঞেস করার পর বলল কিছু খাইতে মন চাচ্ছে কিন্তু কি তা জানি নাহ। পরে আমি ভাবলাম এখনকার সময় নতুন কোন জিনিসটা উঠছে যেটা এখনো খাওয়ানো হয় নাই কারণ ওরে আমি কোন কিছুরই অভাব রাখিনা।

পরে ভেবে দেখলাম এই সিজনাল সবকিছু খাওয়ানো হয়ে গেছে শুধু এই লটকন ফলটা বাদে। তাই কিনে নিলাম আপনার ভাবীর জন্য।

এসব কথা শুনে আমার মনের ভেতর যে কি একটা আত্মতৃপ্তি কাজ করছিল তা আর কি বলবো!
আসল মানুষ আর সত্যিকারের ভালোবাসা পেলে জীবন আসলেই সুন্দর 🖤

©

😎😎😎 ゚
17/06/2025

😎😎😎

27/05/2025

📍আত্মহত্যা এবং পোস্ট মর্টেম

থার্ড ইয়ার থেকে মেডিকেল স্টুডেন্টদের ফরেনসিক ক্লাস শুরু হয়।
ক্লাসের একটা পার্ট হচ্ছে পোস্ট মর্টেমে উপস্থিত থাকা; কীভাবে করা হয় দেখা ও শেখা ।
আমরা একদম প্রথম যে দুইটা কেস পেয়েছিলাম-
দুইটাই মেয়ে,অল্প বয়সী।
দুইটাই সুইসাইডাল কেইস।
একজন গলায় ফাঁস,আরেকজন বিষ খেয়ে মরা।
প্রথমেই ডেড বডির শরীর থেকে কাপড় সব খুলে ফেলা
হয়। ডাক্তার , স্টুডেন্ট ,পুলিশ এবং ডোম ( যারা কমনলি লাশ কাটে,
হ্যান্ডেল করে ) সবাই উপস্থিত থাকে সেখানে। এরপর গলা
থেকে নাভির নিচ পর্যন্ত ছুরি দিয়ে চামড়া
কাটা হয়। এরপর গরুর যেভাবে চামড়া ছাড়ায় সেভাবে চামড়া ছাড়ায়।
তারপর বুকের পাঁজর যেভাবে যেভাবে কাটে সেটাকে ঠিক
কাটা বলা যায় না; ভাঙে বললেই ভালো! গরুর হাড় যেভাবে কশাইরা
কাটে অনেকটা সেরকম।
কন্ঠনালী অনেকটা টেনে হিঁচড়ে বের করে জিহ্বা সহ।
এরপর হার্ট, লিভার, পাকস্থলি কেটে প্রিজার্ভ করা হয় ।
বেশি খারাপ লাগে যখন মগজ বের করে। আমাদের দেশে
'ইলেক্ট্রিক স' নাই, মাথার খুলি কাটার জন্য। ওরা যেটা করে-
কাঠমিস্ত্রির দোকানে হাতুড়ি বাটাল হয়ত দেখে থাকবেন, ওই হাতুড়ি
বাটাল দিয়ে বাড়ি দিয়ে দিয়ে খুলি ফাটায়; খুলি ভাঙার শব্দটা খুব অদ্ভুত!
তার আগে মাথার মাথার চামড়া সহ চুল মোটামুটি বলা যায় হ্যাঁচকা টানে
খুলে ফেলা হয়। তখন মানুষটাকে আর মানুষ মনে হয় না ।
এক্সামিন শেষে ব্রেইনটাকে পেটের ভেতর পুরে দিয়ে
সেলাই করে দেয়।
সত্যি বলতে কোরবানির সময় গরু ছাগল জবাই থেকে মাংস কাটা
সবই দেখেছি, করেছি।
আমার কাছে মনে হয়েছে গরু ছাগলও অনেক যত্ন নিয়ে
কাটে মানুষ! কারণ ওটার চামড়া দামী, মাংস দামী। চামড়াটা যেন অক্ষত
থাকে, চামড়া যেন থেতলে না যায়; এমন অনেক কিছু
মেইনটেইন করা লাগে। শুধু পোস্ট মর্টেমের সময়
যেভাবে ডেড বডির সাথে বিহেভ করা হয়, সেটা দেখে প্রত্যেক ডাক্তার আর মেডিকেল স্টুডেন্ট মনে মনে এই
দোয়া করতে কখনও ভুলে না- খোদা , আমাকে এমন মৃত্যু দিও না যে আমার মৃতদেহের পোস্ট মর্টেম করার প্রয়োজন
পড়ে ।
!
এইগুলো সাধারণত পাবলিকলি না বলাই ভালো। কিন্তু এতকিছু আজকে
বললাম শুধু নিউজ ফিডে একটা সুইসাইডাল মৃত্যুর খবর বেশ ঘুরপাক
খাচ্ছে দেখে। সেই পুরাতন প্রেম, প্রেমে ব্যর্থতা, হতাশায় ডুবে যাওয়া
এরপর মেয়েটার/ছেলেটার সুইসাইড; মরার আগে ছেলেটাকে/মেয়েটাকে দায়ী করে যাওয়া।
একবার আমার ফ্রেন্ড লিস্টের একটা মেয়ে স্ট্যাটাস দিয়েছিল
'এই দেশে যতটুকু শালীনতা এখনও আছে ধর্মীয়
মূল্যবোধের কারণেই'।
মেয়েটা হিন্দু; এইরকম স্ট্যাটাস সাধারণত মুসলমানেরাও খুব একটা
ওপেনলি দেয় না।
যাই হোক, সেই সুইসাইডের দোষ কাকে দেব?
মেয়েটাকে?
ছেলেটাকে? নাকি বাবা- মাকে?
আজকাল এইসব ধর্মীয় মূল্যবোধের কথা বলাও
তো মুশকিল। আর কে কাকে শেখাবে! এই জেনারেশনের কাছে এইসব রিলেশন প্রেম-প্রীতিই মূখ্য বিষয়। ব্রেইনের
কর্টেক্স জুড়ে এছাড়া আর কিছু আছে বলেও মনে হয় না।
টাইমলাইন জুড়ে এইসবই দেখি প্রতিদিন । ফেইসবুকে এই রকম
ফ্লার্টিং এর কাহিনী সবাই পড়ে, জানে। তবুও কেন যেন 'আমার ও এইরকম না' এমন অ্যটিচ্যুড প্রত্যেকটা মেয়েই ধারণ করে।
মেয়েদের বলে রাখি- দুনিয়ার সব ছেলেকেই দেহ দান করার পর ফ্লার্ট বলার আগে শুরু থেকেই ফ্লার্ট ভাবাটা সেইফ।
আমি ছেলে হলেও এই কথাই বলব।
নিজের নিপাট ভদ্র কলেজ ফ্রেন্ডটাও যখন এক মেয়ের জীবন নষ্ট করে বলে 'এই
মুহূর্তে আমার বিয়ে করা সম্ভব না', এরপর আরেক মেয়েকে
পারিবারিক ভাবে বিয়ের প্রস্তাব পাঠায় তখন পুরুষ জাতির কাউকে
বিশ্বাস করতে বলার মুখ থাকে না ।
আর যে তোর জীবন নষ্ট করল তার জন্য নিজের জীবন
শেষ না করে দিয়ে প্রতিশোধ নেওয়ার জন্য বেঁচে থাক!
নারে , বাপ মায়ের এতদিনের জমানো ভালোবাসা এত সস্তা করে
দেওয়ার অধিকার কেউ তোকে দেয় নাই। আর একদল আছে
এদের প্রতি সিম্প্যাথি দেখিয়ে আহা-উহু করে এই ওয়েকে উৎসাহিত করে ৷
মনে রেখ, তোমার বোনটা বা ভাইটা তোমার ওই আহা উহু
দেখে মনের মধ্যেগেঁথে নেয়-
'Su***de is a noble way to get public sympathy.'
আর হ্যাঁ, যাদের মন এখনও বলে সুইসাইড জিনিসটা মন্দ না;
তাদের বলছি- এই স্ট্যাটাসের প্রথম অংশটা আবার একটু পড়ে নাও।
মনে রেখ , তুমি মরে মনে করছ হিরো হয়ে যাচ্ছ! অথচ
ডোমের ছুরি আর হাতুড়ি বাটালের নিচে তোমার মূল্য কোরবানির
গরুর সমানও থাকে না ।
If you still think su***de is a good way, then get ready for
Jahannam.

©️

আপনি যদি একজন নির্দিষ্ট মানুষের সাথে সারাজীবন থাকতে চান...তাহলে আপনি তাঁর প্রেমে না পড়ে মায়ায় পড়ুন।"কারন"মানুষ চাইলে...
19/05/2025

আপনি যদি একজন নির্দিষ্ট মানুষের সাথে সারাজীবন থাকতে চান...
তাহলে আপনি তাঁর প্রেমে না পড়ে মায়ায় পড়ুন।
"কারন"
মানুষ চাইলেই যখন তখন যার-তাঁর প্রেমে পড়ে যেতে পারে।
এই যেমন ধরেন,,
*আপনি কারো কথার প্রেমে পড়তে পারেন,,
*আপনি কারো চেহারার প্রেমে পড়তে পারেন,,
*আপনি কারো সুন্দর ব্যবহারের প্রেমে পড়তে পারেন,,
*আপনি কারো টাকার প্রেমে পড়তে পারেন,,
*আপনি কারো চোখের চাহনির প্রেমে পড়তে পারেন,,
এরকম আরো কিছু বিষয়কে ঘিরে খুব সহজেই প্রেমে পড়া যায়....!
কিন্তু সময়ের সাথে সাথে প্রেমে পড়ার এই কারণগুলো মলীন হয়ে যাবে,,যার ফলে আপনার প্রেমও হাওয়ার উড়ে যাবে।
এবং খুব সহজেই এই প্রেমকে ত্যাগ করা যায়, ভুলে যাওয়া যায়,এমনও হতে পারে আপনি একদিন যার প্রেমে পড়েছিলেন সময়ের ব্যবধানে একদিন তাকে একেবারেই ভুলে যাবেন।
কিন্তু আপনি একবার কারো মায়ায় পড়ে দেখুন,,
আপনি একটা মূহুর্তও তাকে ছাড়া থাকতে পারবেন না।
হাজার মানুষের ভীড়েও আপনি তার অনুপস্থিতি অনুভব করবেন, একাকীত্ব বোধ করবেন।
নির্দিষ্ট একজনের মায়ায় পড়ে গেলে আপনি সারাজীবন ওই একজনের সাথেই থেকে যেতে পারবেন।
যদি কখনও কোনো কারনে মায়ায় জড়ানো মানুষটার সাথে বিচ্ছেদও হয়ে যায়, এবং কোনো কারনে যদি আপনি তাকে চিরতরে ভুলে যেতে চান, তাকে ঘৃণা করতে চান, তাহলে আপনি তাকে ভুলে যাওয়ার চেষ্টায় নিশ্চিত ব্যর্থ হবেন।
কারন,,একবার কারো মায়ায় জড়িয়ে গেলে আমৃত্যু সে আপনার হৃদয়ে স্মৃতি হয়ে গেথে রইবে।
ক্ষণিকের জন্য আপনি হয়তো তাকে আপনার ভাবনা থেকে সরাতে পাড়বেন,,
কিন্তু কখনোই আপনি তাঁকে আপনার মন থেকে চিরকালের জন্য মুছে ফেলতে পারবেন না।
আজ থেকে পঞ্চাশ বছর পরেও হয়তো আপনি একদিন জোরে একটা দীর্ঘশ্বাস ফেলে বলে উঠবেন,,
আমি আজও খুব বাজেভাবে একজন মানুষের মায়ায় আসক্ত।
তাই বলছি মায়ায় জড়ানো মানুষকে হাজার চেষ্টা করলেও ভুলে যাওয়া সম্ভব না।
আর, এটাই হলো প্রেম এবং মায়ার মধ্যে বিস্তর পার্থক্য।

লেখক: এস.বি.সেলি

"শাশুড়িদের উদ্দেশ্যে কিছু কথা আপনারা যদি ছেলেকে এতই ভালোবাসেন ছেলে ,ছেলের বউয়ের সাথে  ছেলে একটু খুনসুটি ভালোবাসা করবে ...
10/05/2025

"শাশুড়িদের উদ্দেশ্যে কিছু কথা আপনারা যদি ছেলেকে এতই ভালোবাসেন ছেলে ,ছেলের বউয়ের সাথে ছেলে একটু খুনসুটি ভালোবাসা করবে এগুলো আপনারা যদি মেনে না নিতে পারেন, তাহলে আপনার ছেলেদের কে প্লিজ বিয়ে করাবেন না,না মানে না।"
ছবিতে মামা ও মামী ASP Palash Saha সম্পর্কে মামা হয়। কোন দূর সম্পর্কের নয় একদমই আপন। আমার মায়ের আপন মামাতো ভাই।
এবার আসল ঘটনায় আসি মামা-মামিকে অনেক ভালোবাসতেন যেটা নানুর ভালো লাগতোনা।এ থেকেই সমস্যার উৎপত্তি।এই সমাজে বউকে ভালোবাসলে আপনজনদের সহ্য হয়না।নজরটা লাগে বেশি। আজকে ওনার মৃত্যুর জন্য ওনার পরিবারের মানুষের দোষ সব থেকে বেশি। দুই বছর হইছে বিয়ে করছিলো। মানলাম বউ খারাপ। ভালো না। কিন্তু যখন তার মা দেখলো তারে নিয়ে এতো অশান্তি তার মা কি পারতো না অন্য দুই ছেলের কাছে পাঁচটা মাস থাকতে? বাড়িতে তাদের বিশাল বিল্ডিং। কোন অভাব নাই।তিন ছেলেই জীবনে সফল।টাকা পয়সার কমতি নেই। কিন্তু না উনি তো উনিই।সব শেষ হয়ে যাবে তবুও ছেলেকে ছাড়বে না। ছেলে সারাদিন পর অফিস থেকে ফিরলে মা ছেলে কে ছাড়ে না। মায়ের ব্যাথার গল্প, ছোট বেলার গল্প তো শেষ হয় না এদিকে তার বউয়ের সাথে ঘরে যাইতে যাইতে তার রাত্রি একটা বাজে। তার বউও তো এক্সপেক্ট করে, সে স্বামীর সাথে একটু কথা বলবে। যখনই ঘুরতে যাবে, সব জায়গায় তার মার জোর করে যাওয়া লাগবে।অন্য ছেলেদের কাছে এসব গুলো করে পাত্তা পেত না এজন্য সে সবসময় ছোট ছেলের কাছে থাকতো। অন্য ছেলে ও তার বো দের সাথে ও সম্পর্ক ভালো ছিল না। অন্য ছেলেরা মা অন্যায় আবদারের বিরুদ্ধে কথা বললেও, পলাশ মামা সত্যি বলতে মা বলতে অন্ধ ছিল। আরো অনেক সংসারের কথা আছে থাক না হয় এখন।
আজকে তার ভাই ইন্টারভিউ দিচ্ছে যে তারা ভাইয়ের বউ কে বোঝাইছে শাশুড়িরা এমনই হয় তাদের সাথে মানিয়ে চলতে হয় তাহলে নিজের বউ কে এই কথা বলে নি কেনো?
ভালো সাজতে আসছে। আজকে তাদের কাছে এই মা রে রাখবে কিনা সন্দেহ। মহিলা এতোটাই ভয়ংকর।মা এর এইসব কিছুর শিকার হয়ে হয় ছেলেটা আত্মহত্যা করে, তা না হলে বউটা আত্মহত্যা করে, আর না হয় স্বামী স্ত্রী ডিভোর্স হয়ে যায়, আর সাফার করে তার বাচ্চাগুলা আর জিতে যায় মা রা।
বউ মরলে বউ পাওয়া যাবে, মা মরলে তোর পাওয়া যাবে না একটা ডাইলক আছে না।
বাংলাদেশের অভিনেত্রি দিঘী র একটি নাটক আছে।" শেষ চিঠি"। সেম কাহিনী, মার জন্য ছেলেটা শেষ পর্যন্ত তার বউকে নিয়ে এবং তার গর্ভে সন্তান থাকা অবস্থায় বিষ খায়।
প্লিজ একবার দেখবেন আপনাদের কাছে অনুরোধ রইলো.
একটা শোক কাটাইয়া উঠতে পারলাম না😭। সকাল থেকে দেখতেছি সবাই বউটার দোষ দিয়ে যাচ্ছে।আরে যার স্বামী লাখ লাখ টাকা মাসে আয় করে তার কোন জিনিসটা অপূর্ণ ছিলো বলেন?
অনেক বার ভাবছি পোস্ট করবো না। মানসিক ভাবে আমরা কেউই ভালো নেই। কিন্তু মানুষের এতো এতো পোস্ট আর ভুল ধারণার জন্য বাধ্য হইলাম🙏
Copy From পলাশ সাহার ভাগ্নী
@প্রিয়তা পূজা সাহা।
"মা ভক্ত ছেলের ফায়দা নিয়ে মা ছেলের সংসার জীবনটা শেষ করল।ছেলেকে আঁচলে বেঁধে রাখতে চেয়েছিল।এই মায়ের নিউজ ইন্টারভিউটা দেখে বুঝার বাকি রইলো না কতটা ঝগড়াটে।ছেলেটার মৃ*ত্যু হয়েছে আর সে এখনো আছে ঝগড়ার টপিক নিয়ে।কিন্তু যে বউকে সবাই দোষ দিচ্ছে বিধবা হলো সে, সংসার হারালো আর শ্বাশুড়ির জন্য সংসারেও শান্তি পেলো না দিনশেষে দোষ এই অভাগী বউটার ঘাড়ে চাপানো হয়েছে।আর এই মায়ের ২ ছেলে ও মেয়ে আছে ছেলের শোক সে অন্য সন্তান দ্বারা কাটিয়ে নিবে।অথচ চার দেয়ালে কি ঘটেছে তা কেবল এই মেয়েটিই সহ্য করেছে।কোন মেয়েই খারাপ বউ হতে আসেনা তাকে খারাপ করে শ্বাশুড়ি নামক মহিলাই। এজন্যই বলে মা ভক্ত পুরুষের বউ কখনো সুখী হয়না।বোকা ছেলেরা এত অন্ধভক্ত হয় যে ভুলে যায় মা তার স্ত্রীর না। আড়ালে মায়ের কূটনীতিক ষড়যন্ত্র তারা বুঝতে যায়না।শ্বাশুড়ি নামক নারীর হিংসার মুখোমুখি যারা হয়েছে তারাই বুঝবে এটা কেমন মানসিক যন্ত্রণা!একটা মেয়ে কত স্বপ্ন নিয়ে বিয়ে করে স্বামী সন্তান নিয়ে সুন্দর একটা সংসার করবে আর নিমিষেই শেষ হয়ে যায় সব যখন এরকম অবস্থা হয় ৩য় পক্ষের জন্য। "

খুবই দুঃখ জনক ! একটু মানসিক শান্তির আশায় এভাবে ঝরে গেলো একটি জীবন। পলাশ সাহা ৩৭ BCS পুলিশ ক্যাডারে কর্মরত ছিলেন ।নিজেকে ...
07/05/2025

খুবই দুঃখ জনক ! একটু মানসিক শান্তির আশায় এভাবে ঝরে গেলো একটি জীবন। পলাশ সাহা ৩৭ BCS পুলিশ ক্যাডারে কর্মরত ছিলেন ।নিজেকে নিজেই গুলিবিদ্ধ করেন
এটা খুন নাকি আত্মহত্যা এখনো তদন্ত মিলে নি। তবে একটি চিরকুট লিখে গেছেন !
এই শহরে মানসিক শান্তির বরই অভাব 🥹

ঘটনা কি সত্য? নাকি হিন্দি সিরিয়াল এর মতন হটাৎ করে বেচে ফিরবে 🙂‍↕️
07/05/2025

ঘটনা কি সত্য? নাকি হিন্দি সিরিয়াল এর মতন হটাৎ করে বেচে ফিরবে 🙂‍↕️

আমি চাইলেই আমার আম্মাকে যা ইচ্ছে কিনে দিতে পারি। যেটা আমার স্ত্রী তার বাবা মাকে দিতে পারে না। কারণ সে জব করে না।একজন মাস...
04/05/2025

আমি চাইলেই আমার আম্মাকে যা ইচ্ছে কিনে দিতে পারি। যেটা আমার স্ত্রী তার বাবা মাকে দিতে পারে না। কারণ সে জব করে না।

একজন মাস্টার্স করা নারী হওয়ার পরও সে তার সবটুকু ঢেলে দিয়েছে আমার সংসারে। এটা অনেক বড় জব, অথচ স্যালারি নেই।

আমি তাকে বলেছি, তোমাকে আমি কতটুকু কি দিতে পারব জানি না, কিন্তু তোমার বাবা মাকে যদি কিছু দিতে ইচ্ছে করে, সেটা যত দামীই হোক আমার মানিব্যাগ থেকে নিয়ে নিবা। এর জন্য আমার পারমিশনও নিতে হবে না। সেই সময়ের জন্য আমার মানিব্যাগটা হয়ে যাবে তোমার স্যালারি একাউন্ট।

একটা মেয়ে তার বাবা মাকে কতটা ভালবাসে তা আমার চেয়ে ভালো কেউ জানে না। কারণ আমারও দুটো মেয়ে আছে।

আমি আমার স্ত্রীকে সেভাবেই রাখার চেষ্টা করি যেভাবে আমার মেয়েদের দেখতে চাই ❤️

তুমি বরং আমার মানসিক শান্তি হও,আমার ভরসার হাত হও,বিশ্বস্ত একটা মানুষ হও।আমার পাশে থাকো যুগের পর যুগ।মান-অভিমান ভাঙ্গানোর...
30/04/2025

তুমি বরং আমার মানসিক শান্তি হও,
আমার ভরসার হাত হও,বিশ্বস্ত একটা মানুষ হও।

আমার পাশে থাকো যুগের পর যুগ।

মান-অভিমান ভাঙ্গানোর একটা মানুষ হও,ভুল বুঝার থেকে নিখুঁত ভাবে বুঝার একজন সঙ্গী হও।

প্রচন্ড মন খারাপের দিনে,পাশে থাকার একমাত্র মানুষ শুধু তুমিই হও....

আমার আদরের বায়না রাখার একটা নির্ভরযোগ্য মানুষ হও,সারাজীবন পাশে থাকার একটা উপলক্ষ্য হও।

ভালো ভাবে বেঁচে থাকার একমাত্র অবলম্বন হও।

মানুষ বলে;
খুব কাছাকাছি এলে নাকি আগ্রহ কমে যায়!তাই আমি না হয় ঠিক ততটাই দূরত্বে থাকি,যতটা দূরত্বে থাকলে আগ্রহ কমে না বরং আরো দ্বিগুণ বাড়ে!

©️

26/04/2025

দুইদিনের দুনিয়ায় একদিন মন খারাপ থাকে তো আরেকদিন মেজাজ খারাপ 🤷‍♀️🤦‍♀️😒

Some promises last forever….♥️
22/04/2025

Some promises last forever….♥️

Address

Fulbaria

Website

Alerts

Be the first to know and let us send you an email when মায়াবতী posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share