MoonApu

MoonApu In a mission to entertain you all by creating funny content. Content will be relatable with you.
(1)

যারা বড় হয়ে গরীবের পাশে দাঁড়াতে চেয়েছিলেন তারা সরকারের পাশে গিয়ে দাঁড়ান,! 💁‍♀️
22/07/2025

যারা বড় হয়ে গরীবের পাশে দাঁড়াতে চেয়েছিলেন তারা সরকারের পাশে গিয়ে দাঁড়ান,! 💁‍♀️

অনেক মা তার আদরের সন্তান কে পাবে না কারন ধামাচাপা দেয়ার জন্য
22/07/2025

অনেক মা তার আদরের সন্তান কে পাবে না কারন ধামাচাপা দেয়ার জন্য

একটা ভিডিও দেখলাম বাচ্চাটার পুরো শরির পুড়ে গেছে জামাকাপড় পুরে গেছে শরিরে থেকেই। যন্ত্রণায় ছটফট করতেছে একদল সাংবাদিক ওরে ...
21/07/2025

একটা ভিডিও দেখলাম বাচ্চাটার পুরো শরির পুড়ে গেছে জামাকাপড় পুরে গেছে শরিরে থেকেই। যন্ত্রণায় ছটফট করতেছে একদল সাংবাদিক ওরে জিজ্ঞেসা করতেছে ভিতরে কি হয়েছে। এইগুলা কি আসলে মানুষ?

19/07/2025

আমার নাম বল্লে ডিসকাউন্ট থাকবে সবার জন্য 🙆‍♀️

04/07/2025

Let’s get ready with me 🪞💄 !!!!!!!!!!!!

কি করলাম জীবনে? LLB ,LLM করলাম হুদাই 🫠গুলশানের এ ফুচকার দোকানের প্রতিদিনে না হলেও ২ লাখ টাকার সেল আছে, -২০ মিনিট দাঁড়ানো...
19/06/2025

কি করলাম জীবনে? LLB ,LLM করলাম হুদাই 🫠
গুলশানের এ ফুচকার দোকানের প্রতিদিনে না হলেও ২ লাখ টাকার সেল আছে,

-২০ মিনিট দাঁড়ানোর পরে ফুচকা পাইসি।
আমাকে আবার বলে স্যার আপনার ফুচকা নেন, আমি মনে মনে বলি আরে ব্যাটা তোরেই না আমার স্যার ডাকা উচিৎ!🙂

"One Moon behind, one in front — both shining their way." 🕊️✨
09/06/2025

"One Moon behind, one in front — both shining their way." 🕊️✨

04/06/2025

আপনারা যারা রোজার ঈদে শ্বশুরবাড়ি গিয়ে শরবত বানাতে চেয়েছিলেন, তারা এই ঈদে ভুঁড়ি পরিষ্কার করতে যেতে চাচ্ছেন না কেনো?

‘প্রায়োরিটি'💫 জিনিস টা 'ভিক্ষা' করে চেয়ে নেওয়ার মতো জিনিস না! 'তুমি আমাকে প্রায়োরিটি দাও না কেনো?' টাইপের অভিযোগ করে লাভ...
03/06/2025

‘প্রায়োরিটি'💫 জিনিস টা 'ভিক্ষা' করে চেয়ে নেওয়ার মতো জিনিস না! 'তুমি আমাকে প্রায়োরিটি দাও না কেনো?' টাইপের অভিযোগ করে লাভ নাই! অভিযোগ করে কেউ কোনোদিন প্রায়োরিটি পায় নাই! প্রায়োরিটি জিনিস টা মন থেকে আসে! আপনাকে যে প্রায়োরিটি দিবে, সে আপনাকে মাথায় তুলে রাখবে! আপনি দেখবেন আপনি না চাইতেই সে গোটা দুনিয়া আপনার পায়ের কাছে এনে হাজির করে রাখছে! ❤️

ক্যান্সারের বিরুদ্ধে আমার বোন নওরিনের ২য় যুদ্ধে জীবন বাঁচাতে এগিয়ে আসুন । আমার বোন, আফরোজ জাহান নওরিন, একজন ক্যান্সার যো...
04/03/2025

ক্যান্সারের বিরুদ্ধে আমার বোন নওরিনের ২য় যুদ্ধে জীবন বাঁচাতে এগিয়ে আসুন ।

আমার বোন, আফরোজ জাহান নওরিন, একজন ক্যান্সার যোদ্ধা। মাত্র ১৯ বছর বয়সে, সে সাইনোভিয়াল সারকোমা নামক একটি বিরল এবং আক্রমণাত্মক ক্যান্সারের বিরুদ্ধে লড়াই করেছিল। দীর্ঘ সময়ের যন্ত্রণাময় চিকিৎসার মধ্যে দিয়ে, সে যখন বেঁচে থাকার যুদ্ধ করছিল ঠিক সেই সময় আমাদের পরিবার এক গভীর শোকের মধ্য ডুবে যায় — আমাদের প্রিয় বাবা কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে মারা যান। এর আগে, ২০১৬ সালে, আমরা আমাদের মাকেও হারিয়েছি। বাবা-মা দুজনকেই হারিয়ে, আমাদের পরিবার সম্পূর্ণ অভিভাবকহীন হয়ে পড়েছে।

এই অপূরণীয় ক্ষতি সত্ত্বেও, নওরিন হার মানেনি। ২০২১ সালে, সে ৯ মাস ধরে দিল্লিতে চিকিৎসা নিয়েছে, অস্ত্রোপচার এবং ৩৩টি রেডিওথেরাপি সেশন সম্পন্ন করেছে। অনেক কষ্ট সহ্য করে সে সুস্থ হয়ে দেশে ফিরেছিল, নতুন করে বেঁচে থাকার স্বপ্ন নিয়ে।

⚠ কিন্তু দুর্ভাগ্যজনকভাবে, ২০২৪ সালে ক্যান্সার আবার ফিরে এসেছে...

২০২৪ সালের ডিসেম্বর মাসে, ডাক্তাররা তার ফুসফুসে দুটি টিউমার শনাক্ত করেছেন—একটি বাম ফুসফুসে ৬.৮ সেমি এবং অন্যটি ডান ফুসফুসে ২.২ সেমি। নওরিন বর্তমানে ভারতের দিল্লিতে চিকিৎসাধীন রয়েছে। ডাক্তাররা Ifosfamide + Doxorubicin নামক অত্যন্ত তীব্র ৬টি কেমোথেরাপি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন, যা সম্পন্ন করতে ৫ মাসেরও বেশি সময় লাগবে এবং পুরো চিকিৎসার জন্য দিল্লিতেই থাকতে হবে।
এই কেমোথেরাপীর কারনে নওরিনের হৃৎপিণ্ড এবং লিভার মারাত্মক রকম ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে।

🔹 প্রথম কেমোথেরাপি সেশন ইতোমধ্যে ২৮ ফেব্রুয়ারি থেকে ২ মার্চ পর্যন্ত ৩ দিন ধরে সম্পন্ন হয়েছে
🔹 ২টি সেশন সম্পন্ন হওয়ার পর তার শারীরিক অবস্থা পরীক্ষা করা হবে, এবং অস্ত্রোপচার করার সুযোগ আছে কিনা তা নির্ধারণ করা হবে

আনুমানিক চিকিৎসার খরচ:
➡ প্রতিটি কেমোথেরাপি সেশনের খরচ: বাংলাদেশি টাকায় ২ লাখ+
➡ ৬টি সেশন সম্পন্ন করতে প্রয়োজন: প্রায় ১২ লাখ টাকা
➡ ২টি কেমোথেরাপীর পর অস্ত্রোপচার করতে আরও: ৮-১০ লাখ টাকা
➡ অন্যান্য খরচ: Cardio Toxicity Injection, Immune Booster Injection, হাসপাতালে ভর্তি, পরীক্ষা (PET-CT, MRI, Blood Profim), চিকিৎসকের পরামর্শ, ওষুধ, এবং যাতায়াত ব্যয়
➡ মোট আনুমানিক খরচ: প্রায় ২৫-৩০ লাখ টাকা

আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করছি, কিন্তু বাবা-মাকে হারানোর পর এত বড় আর্থিক বোঝা আমাদের পরিবারের জন্য বহন করা অত্যন্ত কঠিন হয়ে পড়েছে।

🙏 আপনার সাহায্যই আমাদের শেষ আশার আলো

আমি বিনীতভাবে আপনাদের সাহায্য চাইছি। একটি অনুদান, এই পোস্টটি শেয়ার করা, অথবা আল্লাহ্‌র কাছে দোয়া করা—যেকোন সহায়তাই নওরিনের জীবন বাঁচাতে পারে। আপনার সহানুভূতি ও উদারতার জন্য চিরকৃতজ্ঞ থাকব।

📌 অনুদান পাঠানোর তথ্য:
📌 BKash (Personal): 01601022565
-Nagad (Personal): 01711185572

👉 শেয়ার করুন এবং আমাদের সাহায্য করুন!
আল্লাহ্‌ আমাদের সকলকে উত্তম প্রতিদান দিন।

😭😭
04/03/2025

😭😭

08/08/2023

Today was the last class in our university life💔
See you again
Gonna miss you guys 💔

Address

Fulbaria

Website

Alerts

Be the first to know and let us send you an email when MoonApu posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to MoonApu:

Share

Category