Bangladesh 24

Bangladesh 24 বন্ধুরা সবাই ফলো ও লাইক দিয়ে পাশে থাকুন। সাপোর্ট করলে ১০০% সাপোর্ট পাবেন। সবাই সুস্থ থাকুন।

এসআই হওয়ার খবর জেনে নদী সাঁতরে চলে আসেন মা।সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজ মা-বাবাকে নিয়ে আবেগঘন এক স্ট্যাটাস দিয়েছেন...
23/07/2025

এসআই হওয়ার খবর জেনে নদী সাঁতরে চলে আসেন মা।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজ মা-বাবাকে নিয়ে আবেগঘন এক স্ট্যাটাস দিয়েছেন সাব-ইন্সপেক্টর (এসআই) পদে নিয়োগ পাওয়া নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) কৃষি বিভাগের সাবেক শিক্ষার্থী মিটুল কুমার কুণ্ডু। যা আবেগতাড়িত করেছে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী এবং পুলিশের অন্য সাব-ইন্সপেক্টরদেরও।

মিটুল কুমার কুণ্ডু তাঁর ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টের এক স্ট্যাটাসে লিখেছেন, যেদিন ৩৯তম সাব-ইন্সপেক্টর নিয়োগের ভাইভার পরীক্ষার চূড়ান্ত ফলাফল দেয় আমি তখন বাড়িতে টিউবওয়েলের মোটরের লাইন ঠিক করছি। হঠাৎ বন্ধু পাভেল ফোন দিয়ে জানাল, ভাইভার ফলাফল দিয়েছে এবং সে টিকেছে।

আমাকে ফলাফল দেখতে বলল। বাবা পাশেই লাউয়ের মাচা ঠিক করছিলেন। আমার কথা বলা শুনে এগিয়ে এলেন। আমি ফলাফল দেখছি।
একটা করে পেজ স্ক্রল করছি। বুকটা ধড়ফড় করছে। রোলের ক্রমানুসারে আমার রোলের পেজে চলে আসছি। বাবা বারবার বলছেন, ‘কী হলো? চিন্তা করিস না।

ঠাকুর ভরসা।’ একটু পরেই আমার রোলটা পেয়ে গেলাম। বাবাকে বললাম, ‘বাবা, আমি ভাইভায় টিকে গেছি।’ বাবা এরপর একটা কথাও বলেননি। শুধু কাঁদতেছিলেন।

চোখ মুছতে মুছতে কালীবাড়ি চলে গেলেন। মন্দিরে প্রণাম করে আবার কাঁদতে কাঁদতে ফিরেছেন।
এদিকে মা গিয়েছেন শবদাহে শ্মশানে। সঙ্গে মোবাইল নিয়ে যাননি। শ্মশান যাত্রীদের কেউ একজন মোবাইল নিয়ে গিয়েছিলেন। কিভাবে জানি চাকরির সংবাদটা সেখানে চলে গেছে। মা সুখরবটা শুনেই শ্মশান থেকে দৌড় পায়ে রওনা দিলেন।

আমাদের বাড়ি থেকে শ্মশান প্রায় তিন কিলোমিটার দূরে। মাঝখানে একটা নদী আছে। ব্রিজ দিয়ে আসতে গেলে প্রায় এক কিলোমিটার রাস্তা বেশি হাঁটা লাগে। আর নদীতে নেমে সরাসরি পার হলে এক কিলোমিটার রাস্তা কম ঘোরা লাগে। মা ব্রিজ দিয়ে না এসে সরাসরি নদীতে নেমে গেলেন। সাঁতার কেটে নদী পার হলেন। পথিমধ্যে অনেকেই আবার মাকে সুখবরটা দিলেন। ভেজা কাপড়ে একপ্রকার দৌড়ে কালীবাড়ি এসে পৌঁছলেন। মন্দিরে প্রণাম করে বাড়ি আসলেন মা। আমি তখনো কলের পাম্প ঠিক করছি। হাতের কাজটা ফেলে রাখি কী করে! মাকে বললাম, ‘নাও ছেলে দারোগা হয়ে যাচ্ছে।’ মা আমার কাছে এসে কপালে চুমু এঁকে দিলেন, আমাকে জড়িয়ে ধরে কাঁদা শুরু করলেন।

মা-বাবা দুজনেই কাঁদছেন। আমি কাঁদছিলাম কি না মনে নেই। শুধু মা কয়েকবার আঁচল দিয়ে আমার চোখ-মুখ মুছে দিলেন। দুজনেই কাঁদছেন, কাঁদুক। মাঝে মধ্যে আনন্দে একটু কান্নাকাটির।

পোস্ট দিয়ে ডিলিট করলো কেন? 😂
22/07/2025

পোস্ট দিয়ে ডিলিট করলো কেন? 😂

আপনি শিক্ষক জাতির অহং'কার! প্রমাণ করলেন শিক্ষকরা শুধু পাঠদানই করেন না, শিক্ষার্থীদের জীবন বাঁচাতে নিজের জীবনকে উৎ'সর্গও ...
22/07/2025

আপনি শিক্ষক জাতির অহং'কার!
প্রমাণ করলেন শিক্ষকরা শুধু পাঠদানই করেন না, শিক্ষার্থীদের জীবন বাঁচাতে নিজের জীবনকে উৎ'সর্গও করতে পারেন! আপনাকে স্যালুট।

মাইলস্টোন ট্রা'জে'ডি'তে  একসঙ্গে কে'ড়ে নিয়েছে তিন কলিজার টু'করা (সন্তান)।। কি করে সান্ত্বনা দিবেন নিজেকে এ  হ'ত'ভা'গ্য  ...
22/07/2025

মাইলস্টোন ট্রা'জে'ডি'তে একসঙ্গে কে'ড়ে নিয়েছে তিন কলিজার টু'করা (সন্তান)।। কি করে সান্ত্বনা দিবেন নিজেকে এ হ'ত'ভা'গ্য পিতা মাতা😭
আল্লাহ আপনি ওনাদের ধৈর্য ধরার তৌফিক দান করুন !! আমিন।

কুমিল্লা বোর্ডের সেরা অনামিকা।
14/07/2025

কুমিল্লা বোর্ডের সেরা অনামিকা।

সারাদেশে প্রথম স্থান অর্জন করেছে নরসিংদীর নাছিমা কাদির মোল্লা হাই স্কুল এন্ড হোমস।৩২০ জনের মধ্যে ৩২০ জনই A+❤
11/07/2025

সারাদেশে প্রথম স্থান অর্জন করেছে নরসিংদীর নাছিমা কাদির মোল্লা হাই স্কুল এন্ড হোমস।
৩২০ জনের মধ্যে ৩২০ জনই A+❤

শুভ দুপুর।
08/07/2025

শুভ দুপুর।

র‍্যাব পরিচয়ে রোহিঙ্গা ক্যাম্প হতে চা*ঞ্চ*ল্য*ক*র অ/প/হ/র/ণ ও মু/ক্তি/প/ণ দাবীর ঘটনায় গ্রেফতারকৃত আ/সা/মী মোঃ জায়েদ হোসে...
30/06/2025

র‍্যাব পরিচয়ে রোহিঙ্গা ক্যাম্প হতে চা*ঞ্চ*ল্য*ক*র অ/প/হ/র/ণ ও মু/ক্তি/প/ণ দাবীর ঘটনায় গ্রেফতারকৃত আ/সা/মী মোঃ জায়েদ হোসেন ফারুক (২২)কে অদ্য ৩০ জুন ২০২৫ তারিখে র‍্যাব পরিচয়ে রোহিঙ্গা ক্যাম্প হতে চাঞ্চল্যকর অ/প/হ/র/ণ ও মু/ক্তি/প/ণ দাবী ঘটনার অন্যতম মূলহোতা মোঃ জায়েদ হোসেন ফারুক (২২) কে কক্সবাজারের উখিয়া থানাধীন হলুদিয়াপালং ইউপির পশ্চিম মরিচ্যা এলাকা হতে ০৪ টি র‍্যাবের কালো কটি, ০১টি বিদেশী পি/স্ত/ল, ০১টি ম্যাগাজিন, ০৫ রা/উ/ন্ড গু/লি, ০২ টি মোবাইল, ০১ টি চা/কু, ০১টি নকল র‍্যাব আইডি কার্ড, ০১টি হ্যা/ন্ড/কাপ উদ্ধারসহ গ্রে/ফ/তা/র করে র‍্যাব-১৫।

শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব💖🌸 আজ শুভ রথযাত্রা ২৭ ই জুন ২০২৫🌸🙏🌼উল্টা রথযাত্রা - ৫ ই জুলাই🏵️🙏সবাইকে রথযাত্রা অ...
27/06/2025

শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব💖

🌸 আজ শুভ রথযাত্রা ২৭ ই জুন ২০২৫🌸
🙏🌼উল্টা রথযাত্রা - ৫ ই জুলাই🏵️🙏
সবাইকে রথযাত্রা অগ্রীম শুভেচ্ছা ও অভিনন্দন রইলো 🙏🪷জয় জগন্নাথের জয়🪷🙏

#রথযাত্রা
#রথযাত্রা2025 Highlights

পুরষ্কৃত হলেন সেই পুলিশ সদস্য.. 💚মানবতা, পেশাগত দক্ষতা ও দায়িত্ববোধের অনন্য দৃষ্টান্ত স্থাপন করায় সেই পুলিশ সদস্য মো সোহ...
18/06/2025

পুরষ্কৃত হলেন সেই পুলিশ সদস্য.. 💚
মানবতা, পেশাগত দক্ষতা ও দায়িত্ববোধের অনন্য দৃষ্টান্ত স্থাপন করায় সেই পুলিশ সদস্য মো সোহানুর রহমান বাপ্পি কে ডিএমপি কমিশনার মহোদয় আনুষ্ঠানিকভাবে পুরস্কৃত করেছেন। তাঁর এই উদ্যোগ নিঃসন্দেহে পুলিশ বাহিনীর ভাবমূর্তি উজ্জ্বল করেছে এবং সমাজে ইতিবাচক বার্তা ছড়িয়েছে।

শ্রদ্ধা ও শুভকামনা রইলো এই নিবেদিতপ্রাণ সদস্যের জন্য।

©এস এম আকবর
#বাংলাদেশ_পুলিশ_বাহিনী

‘ওঁর শ'রী'রে'র একটা টু'ক'রো অন্তত পাওয়া গেলে শেষ কাজ করাতে পারতাম’, আক্ষেপ বছর ২০-র বিমানসেবিকার বাবার।
15/06/2025

‘ওঁর শ'রী'রে'র একটা টু'ক'রো অন্তত পাওয়া গেলে শেষ কাজ করাতে পারতাম’, আক্ষেপ বছর ২০-র বিমানসেবিকার বাবার।

Address

Fulbaria

Telephone

+8801984400274

Website

Alerts

Be the first to know and let us send you an email when Bangladesh 24 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Bangladesh 24:

Share