12/07/2025
একটি হরিণ, একটি বাঘ, আর আমাদের বাস্তবতা…
একটা বাঘ যখন একটা হরিণকে আক্রমণ করে, আমরা মানুষ সহজাতভাবেই হরিণের পক্ষে থাকি—কারণ সে **মজলুম**। ঠিক তেমনি, শেখ হাসিনার দমন-পীড়নের সময়ে আমরা বিএনপিকে কিছুটা সহানুভূতির চোখে দেখেছিলাম। তারা তখন নিপীড়িত ছিল। কিন্তু আমাদের সেই সহানুভূতিকে **বিপুল সমর্থন মনে করে** আজকের বিএনপি যেন এক **দানবে** রূপ নিয়েছে।
গতকাল মিটফোর্ড হাসপাতালে সামনে ঘটে যাওয়া **নৃশংস হত্যাকাণ্ডের ভিডিও** দেখে আমি সারারাত ঘুমাতে পারিনি। একটা মানুষ কীভাবে আরেকটা মানুষকে এমন অমানবিকভাবে হত্যা করতে পারে? এরা যদি এখনই এমন হয়, তাহলে ক্ষমতায় গিয়ে কী হবে?
বলছে, হত্যাকারীকে বরখাস্ত করা হয়েছে! এটাই কি সমাধান? বিগত এক বছরে বিএনপির **অন্তর্দলীয় কোন্দলে শতাধিক মৃত্যু**, আর আপনি শুধু বরখাস্ত করে দায় শেষ?
তারা বলেছে তারা ক্ষমতায় গেলে ৩ কোটি বেকারকে কর্মসংস্থানের ব্যবস্থা করে দিবেন দিবেন , অথচ নিজের দলের কর্মীর জন্য একটা নিরাপদ অবস্থানও তৈরি করতে পারেননি। তাদের আয়ের উৎস হল চাঁদাবাজি আর দখলদারি।
এদিকে আওয়ামী লীগও খুব খুশি, কারণ প্রতিপক্ষ আজ ভুলের জালে জর্জরিত। কিন্তু তারাও কি অতীত ভুলে গেছে?
তারা কি জনসম্মুখে বিশ্বজিত খুন হয় নাই? হোস্টেলে আবরার ফাহাদ খুন হয় নাই? তারা কি শাপলা চত্তরে নারকিয় হত্যাকান্ড করে নাই? তারা কি বিরোধী দলে নেতাদের পেট কেটে পেটে পাথর ডুকিয়ে সাগরের পানিতে ডুবিয়ে দেয় নাই? তারা কি নিরাপদ সড়ক আন্দেলনে টিন এইজ বাচ্চাদের নির্যাতন করে নাই? তারা কি ২৪ এর আন্দোলনে হাজার ছাত্র ও সাধারন মানুষের জীবন নেই নি?
মিটফোর্ড হসপিটালের সামনের ঘটনার দ্বায় বর্তমান সরকার ও এড়াতে পারে না, এটা কোন একদিনের ঘটনা নয়। কোন দল চাদাবাজি করবে মানুষ খুন করবে সরকার দর্শকের মত দেখবে? আপনাদের কাজ কি শুধু আওমীলিগ এর বিচার আর নির্বাচন দিয়ে বিদায় হওয়া? জনগন আপনাদের উপর অনেক প্রত্যাশা করেছিল আপনারা কি প্রত্যাশা পুরন করতে পেরেছেন?
সত্যি আমরা সাধারন মানুষ হলাম রাজনীতিবিধ দের কাছে হস্টোজ । তারা বলে আমরাই তাদের ক্ষমতার উৎস, কিন্ত তা ঠিক নয় আমরা হলাম রাজনীতিবিধদের পাপেট শো এর পাপেট। আমরা এক পরনির্ভরশীল জাতি আমরা শুধু আশায় থাকি, কেউ আসবে, কিছু দিবে, আর আমরা ভোগ করবো।এইভাবে আমরা জাতি হিসেবে গোলামিতে অভ্যস্ত হয়ে গেছি।
আজকের এই সহিংস সমাজ, এই পৈশাচিক রাজনীতি—এর দায় শুধু একটি দলের না। এর দায় আমাদের সবাইকে নিতে হবে।