Jabed officel

Jabed officel Is the page created especially for tech lovers. Here you will find the latest tach videos.

12/07/2025

একটি হরিণ, একটি বাঘ, আর আমাদের বাস্তবতা…

একটা বাঘ যখন একটা হরিণকে আক্রমণ করে, আমরা মানুষ সহজাতভাবেই হরিণের পক্ষে থাকি—কারণ সে **মজলুম**। ঠিক তেমনি, শেখ হাসিনার দমন-পীড়নের সময়ে আমরা বিএনপিকে কিছুটা সহানুভূতির চোখে দেখেছিলাম। তারা তখন নিপীড়িত ছিল। কিন্তু আমাদের সেই সহানুভূতিকে **বিপুল সমর্থন মনে করে** আজকের বিএনপি যেন এক **দানবে** রূপ নিয়েছে।

গতকাল মিটফোর্ড হাসপাতালে সামনে ঘটে যাওয়া **নৃশংস হত্যাকাণ্ডের ভিডিও** দেখে আমি সারারাত ঘুমাতে পারিনি। একটা মানুষ কীভাবে আরেকটা মানুষকে এমন অমানবিকভাবে হত্যা করতে পারে? এরা যদি এখনই এমন হয়, তাহলে ক্ষমতায় গিয়ে কী হবে?

বলছে, হত্যাকারীকে বরখাস্ত করা হয়েছে! এটাই কি সমাধান? বিগত এক বছরে বিএনপির **অন্তর্দলীয় কোন্দলে শতাধিক মৃত্যু**, আর আপনি শুধু বরখাস্ত করে দায় শেষ?
তারা বলেছে তারা ক্ষমতায় গেলে ৩ কোটি বেকারকে কর্মসংস্থানের ব্যবস্থা করে দিবেন দিবেন , অথচ নিজের দলের কর্মীর জন্য একটা নিরাপদ অবস্থানও তৈরি করতে পারেননি। তাদের আয়ের উৎস হল চাঁদাবাজি আর দখলদারি।

এদিকে আওয়ামী লীগও খুব খুশি, কারণ প্রতিপক্ষ আজ ভুলের জালে জর্জরিত। কিন্তু তারাও কি অতীত ভুলে গেছে?
তারা কি জনসম্মুখে বিশ্বজিত খুন হয় নাই? হোস্টেলে আবরার ফাহাদ খুন হয় নাই? তারা কি শাপলা চত্তরে নারকিয় হত্যাকান্ড করে নাই? তারা কি বিরোধী দলে নেতাদের পেট কেটে পেটে পাথর ডুকিয়ে সাগরের পানিতে ডুবিয়ে দেয় নাই? তারা কি নিরাপদ সড়ক আন্দেলনে টিন এইজ বাচ্চাদের নির্যাতন করে নাই? তারা কি ২৪ এর আন্দোলনে হাজার ছাত্র ও সাধারন মানুষের জীবন নেই নি?

মিটফোর্ড হসপিটালের সামনের ঘটনার দ্বায় বর্তমান সরকার ও এড়াতে পারে না, এটা কোন একদিনের ঘটনা নয়। কোন দল চাদাবাজি করবে মানুষ খুন করবে সরকার দর্শকের মত দেখবে? আপনাদের কাজ কি শুধু আওমীলিগ এর বিচার আর নির্বাচন দিয়ে বিদায় হওয়া? জনগন আপনাদের উপর অনেক প্রত্যাশা করেছিল আপনারা কি প্রত্যাশা পুরন করতে পেরেছেন?

সত্যি আমরা সাধারন মানুষ হলাম রাজনীতিবিধ দের কাছে হস্টোজ । তারা বলে আমরাই তাদের ক্ষমতার উৎস, কিন্ত তা ঠিক নয় আমরা হলাম রাজনীতিবিধদের পাপেট শো এর পাপেট। আমরা এক পরনির্ভরশীল জাতি আমরা শুধু আশায় থাকি, কেউ আসবে, কিছু দিবে, আর আমরা ভোগ করবো।এইভাবে আমরা জাতি হিসেবে গোলামিতে অভ্যস্ত হয়ে গেছি।

আজকের এই সহিংস সমাজ, এই পৈশাচিক রাজনীতি—এর দায় শুধু একটি দলের না। এর দায় আমাদের সবাইকে নিতে হবে।

Shout out to my newest followers! Excited to have you onboard! Md. Rahat Hasan, Angel Fariya
25/06/2025

Shout out to my newest followers! Excited to have you onboard! Md. Rahat Hasan, Angel Fariya

যুদ্ধবিরতি শুরু হয়েছে: ইসরায়েল ও ইরানের গণমাধ্যমইরানের প্রেস টিভি বলেছে, ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি শুরু হয়েছে।...
24/06/2025

যুদ্ধবিরতি শুরু হয়েছে: ইসরায়েল ও ইরানের গণমাধ্যম
ইরানের প্রেস টিভি বলেছে, ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি শুরু হয়েছে। দুই দেশের ভূখণ্ডে একাধিক হামলা ও পাল্টা হামলার পর ইরানের পক্ষ থেকে একথা জানানো হয়েছে। খবর আল জাজিরার।
এদিকে ইসরায়েলের চ্যানেল টুয়েলভ ও ওয়াইনেট সংবাদ চ্যানেল বলেছে, যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। খবর সিএনএনের।
এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেন, ‘ইসরায়েল ও ইরান পুরোপুরি ও সর্বাত্মক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে।’ নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল তিনি এই ঘোষণা দেন।
যদিও ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানিয়েছেন, এখন পর্যন্ত যুদ্ধবিরতি বা সামরিক অভিযান বন্ধের বিষয়ে কোনো চুক্তি হয়নি। তিনি আরও বলেন, ‘তবে ইসরায়েল যদি তেহরানের স্থানীয় সময় অনুযায়ী ভোর ৪টার মধ্যে ইরানি জনগণের বিরুদ্ধে তাদের অবৈধ হামলা বন্ধ করে, তাহলে আমরা আর পাল্টা হামলা চালিয়ে যাওয়ার কোনো ইচ্ছা রাখি না।’

09/10/2023
26/09/2023

Address

Fulbaria

Telephone

+8801795025506

Website

Alerts

Be the first to know and let us send you an email when Jabed officel posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Jabed officel:

Share