Cake Delights By Sumi

Cake Delights By Sumi Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Cake Delights By Sumi, Digital creator, Chandrima model town Dhaka 1207, Fulbaria.
(1)

আসসালামু আলাইকুম মোহাম্মদপুর বাসী🤝
আমাদের পেজে আপনাদের স্বাগতম 🤗💐
আমাদের কাছে পেয়ে যাবেন কেক, পেস্ট্রি,
পুডিং পিজ্জা বার্গার, পরোটা, সিঙ্গাড়া, সমুচা,ইত্যাদি ডেলিভারি দিয়ে থাকি আলহামদুলিল্লাহ 🤲
আমাদের ঠিকানা : চন্দ্রিমা মডেল টাউন, মোহাম্মদপুর🤗🤝💐

কোটি টাকার হীরা  খুঁজতে এক টাকার মোমবাতিটা কাজে লাগে। সুতরাং জীবনে কোনদিন কাউকে ছোট মনে করো না।😑
27/11/2025

কোটি টাকার হীরা খুঁজতে
এক টাকার মোমবাতিটা কাজে লাগে।
সুতরাং জীবনে কোনদিন কাউকে ছোট মনে করো না।😑

আসসালামু আলাইকুম আবারো করলাম আলহামদুলিল্লাহ 🥰হাফ পাউন্ড এর উপর তেমন ভালো হয়নি🥹নতুন ভোরের আলোতে উজ্জ্বল হোক  সারাদিন 🥰   ...
27/11/2025

আসসালামু আলাইকুম
আবারো করলাম আলহামদুলিল্লাহ 🥰
হাফ পাউন্ড এর উপর তেমন ভালো হয়নি🥹
নতুন ভোরের আলোতে উজ্জ্বল হোক সারাদিন 🥰
Cake Delights By Sumi

"ইয়াহইয়া ইবন সাঈদ হতে বর্ণিত। তিনি বলেছেন, আমার নিকট এই রেওয়াত পৌছিয়েছে যে,أَنَّ الْمَرْءَ لَيُدْرِكُ بِحُسْنِ خُلُق...
25/11/2025

"ইয়াহইয়া ইবন সাঈদ হতে বর্ণিত। তিনি বলেছেন, আমার নিকট এই রেওয়াত পৌছিয়েছে যে,

أَنَّ الْمَرْءَ لَيُدْرِكُ بِحُسْنِ خُلُقِهِ دَرَجَةَ الْقَائِمِ بِاللَّيْلِ الظَّامِي بِالْهَوَاجِرِ

মানুষ তার সৎ চরিত্রের জন্য সারা রাত্রি ইবাদতকারী ও সর্বদা রোযা রাখে, এমন ব্যক্তির মর্যাদা লাভ করে থাকে।

মুয়াত্তা মালিক: ১৬৭৪"
゚viralシfypシ゚viralシalシ

✍️শক্তিশালী হতে চাও?রবের সামনে দূর্বল হয়ে যাও।তুমি কতটা সাহসী পরখ করতে চাও?ব্যাস, গুনাহ ছেড়ে দেখাও।জেনে রাখো-নূরে ভরপুর ...
25/11/2025

✍️
শক্তিশালী হতে চাও?
রবের সামনে দূর্বল হয়ে যাও।
তুমি কতটা সাহসী পরখ করতে চাও?
ব্যাস, গুনাহ ছেড়ে দেখাও।

জেনে রাখো-
নূরে ভরপুর থাকে তাকওয়াপূর্ণ চোখ,
কদমে কদমে আত্মবিশ্বাস,
শত জনতার, কোটি যোগ্যতার ভীড়েও ভিন্ন,অনন্য তাকওয়াবানদের প্রভাব।
বে-পরওয়া সে মাখলুকের দানে,
চূড়ান্ত অক্ষম মনিবের সামনে।
আর রবের সামনে অক্ষম হওয়া বান্দা মাখলুকের সামনে শক্তিশালী হয়ে যায়।

وَاللّٰہُ یُؤَیِّدُ بِنَصۡرِہٖ مَنۡ یَّشَآءُ
゚viralシfypシ゚viralシalシ

আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন 😪আমি এখনো ভুমিকম্পের আতঙ্ক থেকে বের হতে পারিনি সারাক্ষণ মাথা ঘোরাচ্ছে 🥹🥹ডক্টর কাছে গেলাম...
24/11/2025

আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন 😪
আমি এখনো ভুমিকম্পের আতঙ্ক থেকে বের হতে পারিনি সারাক্ষণ মাথা ঘোরাচ্ছে 🥹🥹
ডক্টর কাছে গেলাম ঔষধ দিলো খাচ্ছি তাও মাথা ঘোরানো কমে না🥹
কাজেও মন দিতে পারছি না🥹

good evening everyone ❤️         ゚viralシfypシ゚viralシalシ
22/11/2025

good evening everyone ❤️
゚viralシfypシ゚viralシalシ

আল্লাহ বলেন “আমি পৃথিবীকে কাঁপিয়ে তুলবো… মানুষের দুষ্টতার কারণে।”(যিশাইয় ১৩:১৩) রাসুলুল্লাহ ﷺ বলেন, "যখন কেউ অশ্লী'লতা...
22/11/2025

আল্লাহ বলেন “আমি পৃথিবীকে কাঁপিয়ে তুলবো… মানুষের দুষ্টতার কারণে।”(যিশাইয় ১৩:১৩)
রাসুলুল্লাহ ﷺ বলেন, "যখন কেউ অশ্লী'লতা ও পা'প কাজে লিপ্ত হয়, তখন আল্লাহ যমীনকে কাঁপিয়ে দেন।" আল্লাহ তায়ালা আমাদের ভূমিকম্পের মত গজব থেকে হেফাজত করুন।( আমিন)
#মনে রাখবেন আল্লাহ্ তায়ালা ছাড় দেয়ন তবে ছেড়ে দেন না!

good morning
22/11/2025

good morning

আল্লাহ পাক কোরআনে ইরশাদ করেন। ঈমানদার নারীদের বলে দিন, তারা যেন তাদের দৃষ্টিকে নিম্নগামী রাখে এবং তাদের লজ্জাস্থানের হেফ...
21/11/2025

আল্লাহ পাক কোরআনে ইরশাদ করেন। ঈমানদার নারীদের বলে দিন, তারা যেন তাদের দৃষ্টিকে নিম্নগামী রাখে এবং তাদের লজ্জাস্থানের হেফাজত করে। এবং তাদের বক্ষদেশ আবৃত রাখে।
(সূরা:নুর)

🌟জুমআ রিমাইন্ডার :      ১, সুরা কাহাফ পাঠ করা       ২,বেশি বেশি  ইস্তেগফার পাঠ করা।          ৩,বেশি বেশি দরুদ পাঠ করা ( ...
20/11/2025

🌟জুমআ রিমাইন্ডার :
১, সুরা কাহাফ পাঠ করা
২,বেশি বেশি ইস্তেগফার পাঠ করা।
৩,বেশি বেশি দরুদ পাঠ করা ( টার্গেট নিয়ে)।
৪,আসরের পর মাগরিবের পূর্বে দোআ করা।
অসুস্থতাও আল্লাহর নেয়ামত, 🤲
সুস্থতাও আল্লাহর নেয়ামত 🤲

20/11/2025

রাসূল সাঃ বলেছেন
প্রত্যেক ধর্মের একটি বৈশিষ্ট্য বা চরিত্র থাকে।
আমাদের ধর্মের বৈশিষ্ট পূর্ণ চরিত্র হচ্ছে লজ্জা শরম।
[মালেক , মা' আরেফ]
যার লজ্জা নেই তার ঈমান ও নেই।
আল্লাহুম্মাগফিরলি

রাসূল সাঃ বলেছেন!বান্দা ও কুফরীর মধ্যে যোগ সূত্র হলো 👉(নামাজ)👈 পরিত্যাগ করা।(মুসলিম)আল্লাহ সবাইকে যথাযথ নামাজ আদায় করার...
20/11/2025

রাসূল সাঃ বলেছেন!

বান্দা ও কুফরীর মধ্যে যোগ সূত্র হলো
👉(নামাজ)👈
পরিত্যাগ করা।
(মুসলিম)
আল্লাহ সবাইকে যথাযথ নামাজ আদায় করার তৌফিক দান করুন আমীন।

Address

Chandrima Model Town Dhaka 1207
Fulbaria

Telephone

+8801963590794

Alerts

Be the first to know and let us send you an email when Cake Delights By Sumi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Cake Delights By Sumi:

Share