Sajid family

Sajid family Assalamualaikum...
Hello friends please like follow share me..�

Hena ........................................😅😅
14/05/2025

Hena ........................................😅😅

13/05/2025

যেসব শাশুড়ি ছেলেকে বিয়ে করানোর পর
ছেলে আর ছেলের বউয়ের
কাটানো মিষ্টি সম্পর্কগুলো
সহ্য করতে পারে না
তাদের ছেলেকে বিয়ে না করিয়ে
আচলের নিচে রাখাই ভালো।।

゚viralシ

আসসালামু আলাইকুম❤️🍂সহজ উপায়ে হেলদি চিকেন স্যুপ রান্নার রেসিপি শেয়ার করছি!😊উপকরণঃমুরগির বুকের মাংস - আধা কাপ (হালকা চর্...
23/10/2023

আসসালামু আলাইকুম❤️

🍂সহজ উপায়ে হেলদি চিকেন স্যুপ রান্নার রেসিপি শেয়ার করছি!😊

উপকরণঃ
মুরগির বুকের মাংস - আধা কাপ (হালকা চর্বি সহ)
আদা,রসুন বাটা একত্রে - এক চা চামচ
গাজর - তিন টেবিল চামচ (ছোট কিউব করে কাটা)
গোল মরিচ গুঁড়া - আধা চা চামচ
লবণ - আধা চা চামচ (স্বাদ মতো)
সয়া সস,চিলি সস, টমেটো সস -এক চা চামচ করে
কর্ণ ফ্লাওয়ার - এক টেবিল চামচ (তিন টেবিল চামচ পানির সাথে গুলিয়ে নিবেন)
টেস্টিং সল্ট - সামান্য (অপশনাল)
কাঁচা মরিচ (কুচি) - দুইটি
লেবুর রস - আধা চা চামচ

প্রণালীঃ
একটি হাঁড়িতে চিকেন এর সাথে আদা,রসুন বাটা , গোল মরিচ গুঁড়া ,গাজর কুচি,লবণ আর আড়াই কাপ পানি একসঙ্গে চুলায় জ্বাল দিয়ে বলক এলে ঢাকনা দিয়ে ঢেকে মাঝারি আঁচে সেদ্ধ করবেন। ১০-১২ মিনিট পর চুলার বন্ধ করে সেদ্ধ করা চিকেন তুলে নিয়ে কুচি করে নিবেন(হাত অথবা কাঁটা চামচের সাহায্যে)।এবার কুচি করা চিকেন হাঁড়িতে দিয়ে চুলায় লো আঁচে আবারো মিনিট খানেক জ্বাল দিয়ে একে একে সব ধরনের সস দিয়ে নেড়েচেড়ে পানিতে গুলিয়ে রাখা কর্ণ ফ্লাওয়ার আস্তে আস্তে ঢেলে অনবরত নেড়ে মিশিয়ে নিবেন। মিনিট খানেক পর কাঁচা টেস্টিং সল্ট আর মরিচ কুচি যোগ করে চুলা বন্ধ করে নামিয়ে নিবেন। সার্ভিং বোলো নিয়ে লেবুর রস ছড়িয়ে দিয়ে গরম গরম পরিবেশন করুন।

**চিলি সস না থাকলে শুধু টমেটো সস ব্যবহার করা যাবে, সেক্ষেত্রে দেড় থেকে দুই চা চামচ দিবেন।

#চিকেন_স্যুপ


কিছু সুখ মেয়েদের এখানে কিনতে পাওয়া যায়।?
08/06/2023

কিছু সুখ মেয়েদের এখানে কিনতে পাওয়া যায়।?



11/05/2023

কার সাথে আমাকে মানাচ্ছে?
এইটা বড় বিষয় নয়।
কে আমার থেকে বয়সে বড়?বা কার আগেও একবার বিয়ে হয়েছিলো🙂
এটাও বড় কথা নয়।

কার কাছে আমি মানসিক শান্তি পাচ্ছি, ভালোবাসা পাচ্ছি, সাপোর্ট পাচ্ছি, আমার পছন্দ,অপছন্দকে কে গুরুত্ব দেয়?
এটাই বড় কথা😊

কিছু কিছু ভালোবাসা আমার আপনার মতো নিন্দুকের নিন্দা,হাসি,মশকরা,ঠাট্টার জন্য কখনোই থেমে থাকেনা।

তারা ছুটে চলে তাদের ভালোবাসাকে শক্তিতে রূপান্তরিত করে তাদের নিজস্ব গতিতে।

তাদের নিয়ে ট্রল করার আগে আরেকটি বার অন্তত ভেবে নেই।তাদের ভালোবাসার বিশালতার মাঝে আমরা নিন্দুকেরা নিশ্চিন্হ😊

এরকম ভালোবাসা গুলো আরও পূর্ণতা পাক।
সবাই সুখী হোক তার ভালোবাসার মানুষটির সাথে এটাই কামনা❤️❤️❤️❤️



Amer ...🖤🤍
08/05/2023

Amer ...🖤🤍

04/03/2023

"প্রত্যেক জিনিসের যাকাত রয়েছে, আর শরীরের যাকাত হলো রোজা,,
__হযরত মোহাম্মদ (সাঃ)
🌺“আলহামদুলিল্লাহ”🌺

02/03/2023

চা পাগলীরা কই ।💓 আমি তো আছি ।😊

#চা #চা recipe

27/02/2023

"*সরষে ইলিশ মাছ একবার এইভাবে বানিয়ে ফেলুন যার সাধ হবে দুর্দান্ত*"।‌‌।

**Shorshe Ilis Fish perfect Bangla recipe"**

😊😊
26/02/2023

😊😊

18/02/2023

Songs nice 💖🥰

16/02/2023

রাসুল ﷺ বলেন,
“জঘন্য পাপগুলোর একটি হলো একজন মুমিন মানুষ তার অপর ভাইকে
যখন বলে, “আল্লাহকে ভয় করো” তখন সে তার জবাবে বলে, আপনি নিজেকে নিয়ে চিন্তা করেন,, 🙂

-(সুনানে নাসায়ী: ১০৬৮৫; বায়হাকী: ৬৩০)

Address

Fulbaria

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sajid family posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category