জ্বীন ট্রিটমেন্ট মিডিয়া

জ্বীন ট্রিটমেন্ট মিডিয়া রুহানী আমল এবং জ্বীন ও যাদুর চিকিৎসার বিভিন্ন পদ্ধতি নিয়ে আলোচনা এবং চিকিৎসা প্রদান করা হয়🌹🌹

কঠিন থেকে কঠিনতর জিন ও জাদুর প্রভাব থেকে বাঁচার জন্য এই কিতাবের তদবির গুলো ফলো করুন এবং আল্লাহর রহমে সুস্থ থাকুন 💙
23/06/2025

কঠিন থেকে কঠিনতর জিন ও জাদুর প্রভাব থেকে বাঁচার জন্য এই কিতাবের তদবির গুলো ফলো করুন এবং আল্লাহর রহমে সুস্থ থাকুন 💙

18/06/2025

জিন যাদুর রুগী তিন দিনে ভাল হবে গ্যারেন্টি

সুস্থ ব্যক্তি যেন কখনো জাদুতে আক্রান্ত না হয় তার জন্য তথা জাদু থেকে রক্ষা ও হিংসা থেকে রক্ষার আমল।যেহেতু স্বার্থপরতার য...
25/05/2025

সুস্থ ব্যক্তি যেন কখনো জাদুতে আক্রান্ত না হয় তার জন্য তথা জাদু থেকে রক্ষা ও হিংসা থেকে রক্ষার আমল।

যেহেতু স্বার্থপরতার যুগ চলছে, শত্রুতা, বিরোধিতা এবং হিংসা খুব সাধারণ হয়ে গেছে। তাই আগাম সুরক্ষার জন্য নিচের কুরআনের আয়াত এবং মাসনূন দোয়া নিজের দৈনন্দিন অভ্যাসে অন্তর্ভুক্ত করে নিন। ইনশাআল্লাহ, জাদুকরদের জাদু এবং হিংসুকদের হিংসা থেকে পূর্ণ সুরক্ষা হবে।

১)সূরা ফাতিহা ৩ বার
২)আয়াতুল কুরসি ৩ বার
৩)সূরা বাকারার শেষ ২ আয়াত ৩ বার
৪)সূরা ফাতিরের ৪৩ নং আয়াত এর অংশ ৩ বার

وَلَا يَحِيقُ الْمَكْرُ السَّيِّئُ إِلَّا بِأَهْلِهِ (সূরা ফাতির) — ৩বার
অর্থ: "মন্দ ষড়যন্ত্র নিজে ষড়যন্ত্রকারীর উপরই ফিরে আসে।"

৫)বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ — ৩ বার
(অর্থ: আল্লাহর নামে শুরু করছি, আল্লাহর উপর ভরসা করছি, শক্তি ও ক্ষমতা একমাত্র আল্লাহর পক্ষ থেকে।)
উপরোক্ত অজিফাটি ফজরের নামাজের পরে এবং মাগরিবের নামাজের পরে আদায় করবেন। ইনশাআল্লাহ মানুষের হিংসা ও জাদু থেকে রেহাই পাবেন।

11/05/2025

আমাদের কিতাব থেকে তদবির করে চাচার স্ত্রী মানসিক ভারসাম্যহীন রোগী আলহামদুলিল্লাহ সুস্থ হয়ে গেছেন

28/04/2025

বাড়ি বন্ধের গাজাল/ পেরেক। ইসিম কালাম খোদাই করা গজাল

20/04/2025
05/03/2025
একটি কাঠি ২৭ মিনিট জ্বলে আপনার রুমকে সুগন্ধিতে ভরে দিবে!
22/02/2025

একটি কাঠি ২৭ মিনিট জ্বলে আপনার রুমকে সুগন্ধিতে ভরে দিবে!

আমার অনুরোধে আমার উস্তাদের পক্ষ থেকে উপহার!ইলমে আমালিয়াতের মহা যাত্রার প্রথম ধাপ ও ইলমে আমালিয়াতের সমস্ত শাখা প্রশাখার...
02/02/2025

আমার অনুরোধে আমার উস্তাদের পক্ষ থেকে উপহার!

ইলমে আমালিয়াতের মহা যাত্রার প্রথম ধাপ ও ইলমে আমালিয়াতের সমস্ত শাখা প্রশাখার মূল, আধ্যাত্মিক শক্তি সম্পন্ন রহস্যময় রূহানী বিদ্যা,

Arcanum Numberism
&
Spiritual Momentum

(আর্কানাম নাম্বারিজম এন্ড স্পিরিচুয়াল মোমেন্টাম)

যা ইলমে আমালিয়াতের সর্ব ক্ষেত্রে মৌলিক ভূমিকা পালনকারী এক অভূতপূর্ব বিপ্লব সাধনকারী বিদ্যা। যা ছাড়া ইলমে আমালিয়াত অচল, যা হলো ইলমে আমালিয়াতের মূল চালিকাশক্তি, আমেলে কামেল হওয়ার পথে প্রথম ঘাঁটি!

ইলমুল আদাদের উপর ব্যাপক ও বিস্তৃত পরিসরে রচিত সর্বপ্রথম-

*মেগা ক্লাসঃ*

*"রহস্যময় সংখ্যাতত্ত্ব ও আধ্যাত্মিক মহা যাত্রা"*

ক্লাসের আলোচ্য বিষয় সূচী নিম্নরুপঃ

✓ ইলমুল আদাদের মাধ্যমে রোগ নির্ণয় করা। জ্বিন যাদু/বাণের সমস্যা, না কি শারীরিক রোগ।

✓ যদি শারীরিক রোগ হয়, কী রোগ, কী সমস্যা।

✓ যদি যাদু হয়, তাহলে কী যাদু, কোন প্রকার যাদু।

✓ যাদু কীভাবে করা হয়েছে, কোথায় রাখা আছে।

✓ আগুনে পুড়ে, পানিতে ডুবিয়ে বা গাছে ঝুলিয়ে কিংবা কবরস্থানে দাফন করে, কীভাবে যাদু করা হয়েছে, কোথায় রাখা আছে, বর্তমানে সেই বস্তু সেখানে আছে কি না বা কী অবস্থা।

✓ যাদু কোন দিক থেকে এসেছে।

✓ যাদু করার সাথে কতজন জড়িত। তার মধ্যে পুরুষ কতজন আর মহিলা কতজন।

✓ মেইন যাদুকর কি পুরুষ না কি মহিলা।

✓ যাদুকরের হুলিয়া কেমন তথা সে দেখতে কেমন। লম্বা, খাটো, দাঁড়ি আছে নাকি নাই, কালো নাকি ফর্সা নাকি শ্যামলা, চেনার বিশেষ লক্ষণ কী।

✓ যাদু কোন প্রকৃতির যাদু। সিফলী, উলুঈ, কালা যাদু নাকি জিন্নাতী যাদু।

✓ কোনো জায়গায় যাদুর তাবীজ আছে, জেনে নিন তার হাল-হাকীকত।

✓ রোগীর বর্তমান অবস্থা কেমন। রোগের গভীরতা/স্থায়িত্ব কতটুকু। রোগীর জীবনের ভয় আছে কি না বা আদৌ সুস্থ হবে কি না বা সুস্থ হতে কতদিন সময় লাগতে পারে, এখন কী করণীয় ইত্যাদি।

✓ যেকোনো কাজ, সম্পর্ক বা যেকোনো বিষয়ে ভালো মন্দ ফলাফল জানার একাধিক হাজীরা।

✓ মামলা মোকদ্দমা বিষয়ক যত সমস্যা , খেলাধুলা তথা যেকোনো প্রতিযোগিতায় কে জিতবে, কে হারবে, তা জানার পরীক্ষিত পদ্ধতি।

✓ ইলমুল আদাদের মাধ্যমে একাধিক ইস্তেখারা পদ্ধতি।

✓ কোনো আমল শুরু করবেন ভাবছেন? জেনে নিন উক্ত আমল/অজিফা আপনার জন্য উপকারী হবে না কি ক্ষতির কারণ হতে পারে। তাতে সফল হবেন কি না, সেটা আপনার জন্য অনুকূল কি না। কেননা সব আমল সব মানুষের জন্য প্রযোজ্য নয়। এই বিষয়ে ইলমুল হুরূফে বিস্তারিত জানতে পারবেন ইনশাল্লাহ।

✓ ইলমুল আদাদের মাধ্যমে স্বপ্নের তাবীর।

✓ আগামী মাস আপনার কেমন যাবে, তা জানা।

✓ নতুন কাজ শুরু করতে চাচ্ছেন, কোনদিন শুরু করবেন, বুঝতে পারছেন না? জেনে নিন আপনার কোন কাজের জন্য কোন দিন উপযোগী হবে ইনশাল্লাহ।

✓ কোনো উদ্দেশ্যে সফর করতে চাচ্ছেন? জেনে নিন উক্ত উদ্দেশ্যে উক্ত স্থানে সফর/ভ্রমণ করা বা যাওয়া কেমন হবে। আপনার জন্য কোনো বিপদ অপেক্ষা করছে না তো?

✓ কোনো বিশেষ সংবাদ পেয়েছেন বা কেউ আপনাকে একটা নতুন কথা বললো ইলমুল আদাদের মাধ্যমে জেনে নিন উক্ত সংবাদ সত্য না কি মিথ্যা।

✓ বিয়ে করেছেন অনেক বছর হলো। কিন্তু বাচ্চা হচ্ছে না। তাহলে জেনে নিন আপনার বাচ্চা কেন হচ্ছে না? কারণটা কী? কী সমস্যা?

✓ বাচ্চা না হওয়ার জন্য দায়ী কে? স্বামী না কি স্ত্রী, কার সমস্যা ও কী সমস্যার কারণে বাচ্চা হচ্ছে না, জেনে নিন ইলমুল আদাদের মাধ্যমে।

✓ বাচ্চা হয়ে মারা যাচ্ছে? বারবার গর্ভপাত হচ্ছে? জেনে নিন কেন এরকম হচ্ছে, কারণ কী।

✓ জানতে চাচ্ছেন যে, আপনার স্ত্রী বা কোনো মহিলা অন্তঃসত্ত্বা কি না? কনসিভ করেছে কি না? তাহলে ইলমুল আদাদের মাধ্যমে অতি সহজেই জেনে নিন। ইহা আমার কয়েক বছর যাবৎ বহুবার পরীক্ষিত। পরীক্ষিত দুটি পদ্ধতি।

✓ গর্ভে কী সন্তান আছে?ছেলে হবে না কি মেয়ে? জেনে নিন ইলমুল আদাদের মাধ্যমে। এটিও আমার অসংখ্যবার পরীক্ষিত।

✓ নবজাতকের জন্য উপযুক্ত সুন্দর একটি নাম রাখতে চাচ্ছেন? তার মেজাজ, বুরূজ ও তাছীর ভেদে তার জন্য পারফেক্ট ও ইতিবাচক প্রভাব বিস্তারকারী একটি সুন্দর নাম বাছাই করুন ইলমুল আদাদের মাধ্যমে।

✓ ছেলে মেয়ের বা নিজের বিয়ের দিন তারিখ নির্ধারণ করার চিন্তা করছেন? ইলমুল আদাদের মাধ্যমে জেনে নিন, উক্ত বিবাহের জন্য উপযুক্ত উত্তম দিন তারিখ কোনটি।

✓ ওষুধ খাচ্ছেন? কিছুতেই কিছু হচ্ছে না? জেনে নিন আপনার ঔষধে বন্দিশ নেই তো? ওষুধ কাজ করছে না কেন বা কাজ করবে কি না?

✓ কোনো ব্যক্তি বিদেশে আছে বা অনুপস্থিত আছে, নিখোঁজ আছে, আপনি তার সম্পর্কে জানতে চাচ্ছেন? সে কোথায় কী অবস্থায় আছে? অথবা কেউ আপনাকে প্রশ্ন করলো যে, অমুকে এখন কোথায় কী অবস্থায় কেমন আছে? আপনি ইলমুল আদাদের মাধ্যমে অল্প কিছুক্ষণের মধ্যেই উত্তর দিয়ে দেন।

✓ ব্যবসায় পার্টনারশিপ গড়তে চাচ্ছেন জেনে নিন সে কেমন হতে পারে, শত্রু না কি সুবিধাবাদী তথা আপনার জন্য উপকারী নাকি ক্ষতিকর নাকি মধ্যম ভালোমন্দ কোনোটাই হবে না, জেনে নিন ইলমুল আদাদের মাধ্যমে।

✓ ব্যবসায় লসের পর লস খাচ্ছেন? অথবা ব্যবসায়িক কাজে কোনো সফর/ভ্রমণ করতে চাচ্ছেন? অন্য কোনো জায়গায় ব্যবসা স্থানান্তর করতে চাচ্ছেন? জেনে নিন তা আপনার জন্য লাভজনক হবে কি না।

✓ প্রতিদিন সকালে জেনে নিন আপনার আজকের দিনটা কেমন যাবে ইনশাল্লাহ।

✓ জেনে নিন আপনার জন্য কোন কাজের মধ্যে ফায়েদাহ রয়েছে, রিযিক রয়েছে। কোন কাজ করলে আপনি লাভবান হবেন, কোন কাজে টাকা আসবে ইনশাল্লাহ বা যে কাজ করতে চাচ্ছেন, তা আপনার জন্য কেমন হবে, জেনে নিন।

✓ কারো সাথে ব্যবসা শুরু করার চিন্তা করছেন? জেনে নিন আপনার পার্টনারশিপ কেমন হবে।

✓ কোনো জিনিস/ফ্লাট/কার/ বাইক কেনার কথা ভাবছেন? আগেই দেখে নিন যে, অমুক বস্তু কিনলে বা কিনতে গিয়ে আপনি লাভবান হবেন না কি ক্ষতিগ্রস্থ হবেন। বিশেষ করে অনলাইনে কেনাকাটা, লেনদেনের ক্ষেত্রে এটা অবশ্যই দেখে নিবেন।

✓ জেনে নিন আপনার উদ্দিষ্ট কাজ কবে কখন সফল হবে বা আদৌ সফল হবে কি না।

✓ ঘর নির্মাণ করার চিন্তা করছেন? জেনে নিন কবে থেকে শুরু করলে আপনার জন্য উত্তম হবে।

✓ কেউ পালিয়ে গেছে বা হারিয়ে গেছে? জেনে নিন সে কবে নাগাদ ফিরে আসবে বা আসবে কি না অথবা কোন দিকে গেছে।

✓ আপনার জীবনসঙ্গী কেমন জেনে নিন আপনার পার্টনার আপনাকে আসলেই মহব্বত করে কি না। আপনাদের মধ্যে মনের মিল কেমন এবং যে কারো সম্পর্কে বন্ধুত্ব শত্রুতা নির্ণয় করা ইত্যাদি।

✓ বিবাহের জন্য পাত্র পাত্রী দেখছেন? বিয়ে ঠিক করবেন ভাবছেন? চিন্তায় আছেন, এই পাত্র/পাত্রী কেমন হবে? জেনে নিন ইলমুল আদাদের মাধ্যমে।

✓ পাত্রী অনুগত, আমানতদার হবে কি না বা সে কেমন হবে, আপনার সাথে যাবে তো? উচ্ছৃঙ্খল নয় তো? জেনে নিন ইলমুল আদাদের মাধ্যমে।

✓ ভাবছেন, তার সাথে বিয়ে করবো কি না? তাহলে জেনে নিন সমাধান ইলমুল আদাদের মাধ্যমে।

✓ কারো কাছে টাকা পান? ধার দিয়ে ঠকেছেন? জেনে নিন সে টাকা দিবে কি না বা আপনার ঋণ শোধ হবে কি না।

✓ কারো মধ্যে ঝগড়া বিবাদ হয়েছে। আপনি মিল মীমাংসা করাতে চাচ্ছেন? আগেই জেনে নিন যে, আপনার এই মিল করানোর মাধ্যমে তাদের মধ্যে মিল হবে কি না।

✓ সর্ব সিদ্ধি দায়ক, যেকোনো প্রশ্নের সঠিক উত্তর ইলমুল আদাদের মাধ্যমে জানার এক আকর্ষণীয় পদ্ধতি।

এছাড়াও রয়েছে,
✓ চোর ও চুরিকৃত মাল সম্পর্কে জানার নিয়ম।
✓ চোর কোন থেকে এসেছে বা কোন দিকে গিয়েছে?
✓ চোরের নাম কী?
✓ চোর পুরুষ নাকি মহিলা?
✓ চুরিকৃত মাল কোথায় আছে?
✓ চোরের বয়স কত?
✓ চুরি কৃত মাল ফিরে পাওয়া সম্ভব কি না বা আয়ত্তের বাইরে চলে গেছে কি না কিংবা নষ্ট হয়ে গেছে কি না?
✓ চোর ঘরের কেউ না কি বাহিরের কেউ?
✓ চোরের গায়ের রং কেমন?

✓ এছাড়াও রয়েছে, নতুন বছরের জন্য নতুন উপহার- এই বছর আপনার আয়-ব্যয়, উন্নতি অবনতি কেমন হবে, দেখে নেন ইনশাল্লাহ।

✓ এছাড়াও কোন রঙ আপনার জন্য উপযুক্ত, সেটা নির্ণয় করার নিয়ম। হ্যাঁ, রঙের কারণেও আমাদের জীবনে ভাল মন্দ বিভিন্ন রকম প্রতিক্রিয়া সৃষ্টি হয়, রঙ বিভিন্ন রকম প্রভাব বিস্তার করে আমাদের জীবনে। ইহা বৈজ্ঞানিক ভাবেও প্রমাণিত। তবে দেখে নিন আপনার জন্য কোন রঙ ধারণ তথা কোন রঙের বস্তু সাথে রাখা উপযোগী হবে ইনশাল্লাহ।

✓ আপনার কোনো বিশেষ ইচ্ছা বা চাওয়া পাওয়া আছে, উদ্দেশ্য আছে, যা আপনি জানতে চাচ্ছেন যে, আজকে আমার অমুক কাজটি সফল হবে কি না, আজকে আমার অমুক উদ্দেশ্য পূরণ হবে কি না। তাহলে জেনে নিন ইলমুল আদাদের মাধ্যমে ইনশাল্লাহ।

✓ জেনে নিন আপনার বিবাহ কবে হবে অথবা আদৌও হবে কি না।

✓ আপনি সন্তানের মা বা বাবা হতে পারবেন কি না, সন্তান হবে কি না। তাহলে জেনে নিন ইলমুল আদাদের মাধ্যমে ইনশাল্লাহ।

✓✓✓ এছাড়াও ইলমে আমালিয়াত জগতের খুবই গুরুত্বপূর্ণ বিষয়- আপনার নামের মেজাজ, বুরূজ বা রাশি এবং ছেতারা নির্ণয় করা।

উপরে উল্লেখিত বিষয় সমূহ ইলমুল আদাদের মূল আলোচ্য বিষয়।

♨️ এই কোর্সে উপস্থিত শিক্ষার্থীদের জন্য রয়েছে বিশেষ তোহফাঃ

খাসুল খাস উপহারঃ
✓পবিত্র শবে বরাতের জন্য খাস আমল যার বরকতে আপনি পুরো এক বছর পর্যন্ত সমস্ত প্রকার জ্বিন যাদু বাণ বন্দিশ ও বদ নজর ইত্যাদি অশুভ শক্তির প্রভাব থেকে হিফাজত থাকবেন ইনশাল্লাহ এবং চাইলে আপনি আপনার পরিবারের সদস্যদের জন্যেও আমল করতে পারবেন। অর্থাৎ এক আমলে পরিবারের সবাই পুরো এক বছর পর্যন্ত সমস্ত প্রকার জ্বিন যাদুর প্রভাব থেকে মুক্ত থাকতে পারবেন ইনশাআল্লাহ।
✓ তিলিসমে শেফা বা যেকোনো রোগ নিরাময়ের জন্য তিলিসমাত তৈরি করে জাগ্রত করে ফ্রী দেয়া হবে ইনশাল্লাহ।
✓ আর কিছু pdf বুকস।

"বিশেষ ঘোষণা"

যদি আপনি আমাদের বিদ্যা শিখে আপনার ছাত্রদের শেখাতে চান, তাহলে শেখাতে পারবেন ইনশাল্লাহ। তবে আমাদের অনুমতিক্রমে। আমাদেরকে অবগত করে এজাজত নিয়ে বৈধ পন্থায় নিজে উপকৃত হন এবং অপরকে উপকৃত করুন। অবৈধ ভাবে বিনা অনুমতিতে নিজের খেয়াল খুশি মতো এই বিদ্যা ইউজ করা থেকে বিরত থাকুন। কেননা কারো হক নষ্ট করে ধূর্তামি ও ধৃষ্টতা প্রদর্শন করে কেউ কখনোই সফল হতে পারেনি ও পারবেও না। তাই অবাধ্য, অকৃতজ্ঞ আদব নম্রতা ভদ্রতা হীন স্বার্থবাদী লোভী অসৎ ব্যক্তিদের জন্য ব্যর্থতা আর আফসোস ছাড়া আর কিছুই অপেক্ষা করে না এবং সেই প্রতিফলের জন্য আমরা দায়ী থাকবো না। আল্লাহ তায়ালা সবকিছু দেখছেন ও ফেরেশতারা সবকিছু রেকর্ড করছেন। তাই মনে রাখবেন, আমানতের খিয়ানত করে পাড় পাওয়া যাবে না। বরং জবাবদিহিতার মুখোমুখি হতে হবে। তাই সচেতন থাকুন। নিশ্চয়ই জ্ঞানী ও চিন্তাশীলদের জন্য রয়েছে নিদর্শন।

✓ এজাজত নিতে টাকা পয়সা লাগে না।

✓আমাদের কোনো ভিডিও বা তার শিক্ষা কেউই আমাদের নাম ছাড়া অন্য কোনো নামে, অন্য কোনো চ্যানেলের মাধ্যমে প্রচার করতে পারবেন না। এটা নিষেধ।

অতি শীঘ্রই আমাদের কোর্স টি অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ, যারা এই কোর্স করতে আগ্রহী তারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে গ্রুপে এডমিশন নিন।

কোর্সের হাদিয়া ১১১১ টাকা মাত্র।
হোয়াটসঅ্যাপ: 01812-876503
বিকাশ/নগদ 👉01812-876503
জাযাকাল্লাহু খাইরান 💐

29/01/2025

Address

Fulbaria

Alerts

Be the first to know and let us send you an email when জ্বীন ট্রিটমেন্ট মিডিয়া posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share