MD RUBEL RANA

MD RUBEL RANA অন্যের পরিচয়ে নয়
নিজের যোগ্যতার
একটু দেরিতে হলেও
পরিচিত হতে চাই
(7)

 # # ঢাকায় বিধ্বস্ত হওয়া বিমানের পাইলট সাগর নিহত হয়েছেন। তিনি পাবনা ক্যাডেট কলেজের শিক্ষার্থী ছিলেন।উওরার বিমান দুর্ঘটন...
21/07/2025

# # ঢাকায় বিধ্বস্ত হওয়া বিমানের পাইলট সাগর নিহত হয়েছেন। তিনি পাবনা ক্যাডেট কলেজের শিক্ষার্থী ছিলেন।

উওরার বিমান দুর্ঘটনায় মাইলস্টোন স্কুলের ক্লাস রুমে এসে বিমান ব্লাস্ট হয়।
১০০+ ছাত্রছাএীর পুরো শরীর পুড়ে গেছে। যার যার ছোট ভাই বোন ওই খানে পড়ালেখা করে খবর নিন।
উওরার সকল হসপিটালে ব্লাড প্রয়োজন শতশত ব্যাগ রক্ত লাগবে।
সবাই এগিয়ে আসেন প্লিজ
রক্ত দিতে চাইলে বা লাগলে
যোগাযোগ ০১৭৫৩৮৪৭৮০৮
০১৯৫৬৫৮৫৯৩৯
০১৬১৯৩৮৬১৮৪ # #
Dhaka Tuition

Plz
21/07/2025

Plz

এই চোরকে সবাই চিনে রাখেন নাম মিথুন চোর বাড়ি বরিশাল এই চোর এর বাচ্চা অনেক বাসা থেকে আর অনেক অফিস থেকে টাকা চুরি করে জুতার...
11/07/2025

এই চোরকে সবাই চিনে রাখেন
নাম মিথুন চোর বাড়ি বরিশাল এই চোর এর বাচ্চা অনেক বাসা থেকে আর অনেক অফিস থেকে টাকা চুরি করে জুতার বাড়ি খেয়েছে এখন লুকিয়ে আছে

08/07/2025

সবাই কেমন আছেন

03/07/2025
"রাজনৈতিক দলের কর্মী হলে এতক্ষনে দেশ উত্তাল হয়ে যেত, মিডিয়া ভিড় করতো' আরোও কত কি হতো। কিন্তু আজ একজন গরীব গার্মেন্টস শ্...
01/07/2025

"রাজনৈতিক দলের কর্মী হলে এতক্ষনে দেশ উত্তাল হয়ে যেত, মিডিয়া ভিড় করতো' আরোও কত কি হতো। কিন্তু আজ একজন গরীব গার্মেন্টস শ্রমীক বলে কোন বিচার নেই

কি অপরাধ ছিল তার যেকারণে এভাবে তাকে পিটিয়ে হ*ত্যা করতে হবে?
হৃদয় একটা নাম।একটা ছেলে।
বয়স উনিশ।গাজীপুরের গ্রিনল্যান্ড পোশাক কারখানায় কাজ করত ইলেকট্রিক মেকানিক হিসেবে।
বহুত দিনের স্বপ্ন ছিল—একটা মোটরসাইকেল কিনবে, ঈদের দিন মা-বোনকে উঠিয়ে ঘুরাবে।

তবে সেই স্বপ্নের আগে মালিকের চোখে তার পরিচয় ছিল—“গরিব মিস্ত্রি,অশিক্ষিত মজুর”।

শনিবার সকাল। কারখানায় কিছু গোলমাল হয়। হৃদয় নাকি ‘অফিশিয়াল নির্দেশনা না মেনে’ সার্ভিস দিয়েছিল।
বাকি কর্মীরা বলে— সে শুধু যা খারাপ হয়েছিল ঠিক করছিল।
কিন্তু মালিকপক্ষের কেউ কেউ বলে— "অর্ডার অমান্য।"

তাদের মনে হলো—“একটা গরিব ছেলে এত সাহস দেখায়?”
তাকে ডেকে আনা হয় অফিসে।
তারপর... দরজা বন্ধ।
লোহার রড, পাইপ, বুট, ঘুষি...
পিটিয়ে... থেঁতলে... নিস্তেজ করে ফেলে তাকে।

একজন সহকর্মী দরজার বাইরে দাঁড়িয়ে কাঁপা কাঁপা গলায় বলেছিল,
— “ভাই, বাঁচান, ওরে মারতেছে।”
জবাব আসে,
— “তোদেরও উচিত শিক্ষা দিতে হবে।”

ঘণ্টা খানেক পর হৃদয়ের নিথর দেহ পড়ে থাকে কারখানার পেছনের ঘরে।হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার বলেন—
“ডেড অন অ্যারাইভাল।”
চোখদুটো অর্ধ খোলা, এক হাত মুঠো করা। যেন কিছু বলতে চেয়েও পারেনি।

এই খবর যেন কেউ না জানে—এমন চেষ্টায় উঠে পড়ে লাগে মালিকপক্ষ।
পুলিশ আসে, ফাইল তৈরি হয়,
“অসুস্থ হয়ে মৃত্যু”
বলা হয়—“হৃদয়ের পরিবার শান্ত আছে।”
তবে হৃদয়ের মা তখন পাগলের মতো দৌড়াচ্ছে হাসপাতালের বারান্দায়,
চিৎকার করে বলছে—
“আমার ছেলে অসুস্থ ছিল না! ওরে পিটিয়ে মারছে… ওর মুখের ওপর পা দিছে!”

কিছু শ্রমিক জানে, দেখে—রাস্তায় নামতে চায়।
তাদের জবাব দেয় রাষ্ট্র।
পুলিশ, র‌্যাব, জলকামান।
বলা হয়,
— “তথ্য বিভ্রান্তিমূলক।”
আর সাহসী সাংবাদিকতা বলে—
“গুজব ছড়িয়ে বিশৃঙ্খলা।”

একটা জাতীয় দৈনিক এমন শিরোনাম করে,“একটি মহল বেতন না বাড়ানোর ইস্যুতে কারখানায় উত্তেজনা ছড়াতে চায়”
হৃদয়ের নাম একটিও নেই সেই খবরে।

তাকে কবর দেওয়া হয় সন্ধ্যাবেলা।
চারজন শ্রমিক কাঁধ দেয়, এক ভাই ফোনে কান্না চেপে রাখে—
কারণ সে মালয়েশিয়ায়।
মা শুধু একবার জিজ্ঞেস করে—
— “ওরে মারলো ক্যান গো? উনি কি মানুষ আছিল না?”
কেউ উত্তর দেয় না।

এই জুলাই ছিল শ্রমিকের জন্য। ব্যানারে লেখা ছিল “মজুরের অধিকার, দেশের অগ্রগতি।”
কিন্তু হৃদয়ের জন্য এই জুলাই হলো শুধু একটা কাফনের মাস।

হৃদয়ের গায়ে সার্টিফিকেট ছিল না, ডিগ্রি ছিল না কিন্তু গায়ে রক্ত ছিল,
হৃদয়ে স্বপ্ন ছিল।
আর এখন, শুধু কবরের মাটিতে তার নাম—“হৃদয়, পিতাঃ আব্দুল মালেক, মৃত্যুঃ ২০২৫, কারণ: পেটানো।”

রাষ্ট্র চুপ।
মিডিয়া ব্যস্ত “গুজব প্রতিরোধে”।
আর আমাদের বিবেক?
সেটা হয়তো বিক্রি হয়ে গেছে সেই কারখানার আগুনপ্রতিরোধী হেলমেটের টেন্ডারে।

হৃদয়ের নামে কোনো দিবস হবে না।
কিন্তু তার রক্ত লেগে থাকবে আমাদের নীরবতায়

MD RUBEL RANA

01/07/2025

স্কুলে থাকতে Sir কাউকে অফিস রুম থেকে চক আনতে পাঠালে,সে এমন ভাব ধরতো,যেনে তাকে নোবেল আনতে পাঠিয়েছে Sir

29/06/2025

কিছু কি বুঝা যায়

হাবিবউল্লাহ বাহার কলেজের মূখ্য সমন্বয়ক ২৪ এর

লাল যোদ্ধা রোকেয়া মিস্টি কট

"গাজীপুরের গ্রীনল্যানড গার্মেন্টস এর  ইলেকট্রিক্যাল মেকানিক হৃদয় কে পি-টি-য়ে  হ-ত্যা-র ভিডিও ফুটেজ"
29/06/2025

"গাজীপুরের গ্রীনল্যানড গার্মেন্টস এর ইলেকট্রিক্যাল মেকানিক হৃদয় কে পি-টি-য়ে হ-ত্যা-র ভিডিও ফুটেজ"

18/06/2025

কিভাবে তুলবেন

18/06/2025

Samzone এর হাত ধরতে পেরে কতটা খুশিতে পাগল হয়ে যাচ্ছে মেয়েটা

18/06/2025

Samzone এর সাথে মেয়েটা কে

Address

Fulbaria

Alerts

Be the first to know and let us send you an email when MD RUBEL RANA posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share