
12/06/2025
মৃত্যু থেকে বাঁচতে শহর ছেড়ে চলে যাবেন? শহরে থেকে যাবেন? শহর বদল করবেন?
শহর নয় গ্রামে থাকবেন? গ্রাম থেকে শহরে নিরাপদে থাকবেন বলে চলে আসবেন?
এত দৌড় দিয়েও মৃত্যু যদি চায় মৃত্যু মুখে যাবেন।
প্রতীক জোশী গত ছয় বছর ধরে লন্ডনে বসবাস করছিলেন একজন সফটওয়্যার পেশাদার হিসেবে।
দীর্ঘদিন ধরে স্বপ্ন দেখে আসছিলেন ভারতে থাকা তার স্ত্রী এবং তাদের তিনটি ছোট সন্তানের জন্য বিদেশে একটি মায়াবী ভবিষ্যৎ গড়ার।
বছরের পর বছর কাঠ খড় পুড়িয়ে সেই স্বপ্ন অবশেষে সত্যি হতে চলেছিল। মাত্র দুদিন আগে তার স্ত্রী ডাঃ কমি ব্যাস ভারতে তার চাকরি থেকে ইস্তফা দিয়েছিলেন।
ব্যাগ গোছানো হয়েছিল, বিদায় জানানো হয়েছিল, ভবিষ্যৎ অপেক্ষা করছিল।
আজ সকালে পাঁচজনেই লন্ডনের উদ্দেশে এয়ার ইন্ডিয়া ফ্লাইট ১৭১-এ উঠেছিলেন। এই সেলফিটি তুলে আত্মীয়দের পাঠিয়েছিলেন।
শেষ সেলফি। ওদের কেউ বেঁচে নেই।
কয়েক মুহূর্তের মধ্যে, একটা পরিবার, অনেকগুলো ইচ্ছে পুড়ে ছাই হয়ে গেল।
আবার বলছি। জীবন ভয়াবহভাবে ভঙ্গুর। আপনি যা গড়েন, যা আশা করেন, যা ভালোবাসেন, সবকিছু একটি সূক্ষ্ম সুতোয় ঝুলে আছে।
তাই যতদিন পারেন, বাঁচুন, ভালোবাসুন এবং সুখের জন্য আগামীকালের অপেক্ষা করবেন না।
আজই বাঁচুন।