হোম লোন

হোম লোন আবেদন করুন এখানে 👇
amarghor.mobileseba.com/ Motion Vlogs By habib

মাসে মাসে কিস্তি, তবু সুদ নয় — বাড়ি নির্মাণে নতুন সুযোগ! সুদ বিহীন সহজ কিস্তিতে বাড়ি নির্মান করার সুযোগ।  বিস্তারিত দেখু...
22/06/2025

মাসে মাসে কিস্তি, তবু সুদ নয় — বাড়ি নির্মাণে নতুন সুযোগ!
সুদ বিহীন সহজ কিস্তিতে বাড়ি নির্মান করার সুযোগ।

বিস্তারিত দেখুন: amarghor.mobileseba.com/

বাংলাদেশের যেকোনো জেলায়, সুদ ছাড়াই মাসিক কিস্তিতে ঘর নির্মাণ!আপনার নামে জমি আছে?তাহলে এবার সময় আপনার স্বপ্নপূরণের!আমার...
21/06/2025

বাংলাদেশের যেকোনো জেলায়, সুদ ছাড়াই মাসিক কিস্তিতে ঘর নির্মাণ!

আপনার নামে জমি আছে?
তাহলে এবার সময় আপনার স্বপ্নপূরণের!

আমার ঘর প্রজেক্ট দিচ্ছে আপনার স্বপ্নের ঘর।

আমরা যা দিচ্ছি:

একদম সুদমুক্ত কিস্তি সুবিধা

আপনার জমিতে আপনার পছন্দমতো ডিজাইনে বাড়ী।

ঢাকা, চট্টগ্রাম, সিলেট, রাজশাহী, খুলনা, বরিশাল, রংপুর—সকল জেলায় কার্যক্রম চলমান

শুধু জমি থাকলেই যথেষ্ট, টাকা দেবেন মাসে মাসে কিস্তিতে।

যোগাযোগ করুন আজই:
লোন পেতে আবেদন করুন নিচের লিংকে ক্লিক করে:
amarghor.mobileseba.com/

নিজের বা পরিচিত কারও জমি থাকলে ইনবক্স করুন বা ট্যাগ করুন।
একটি শেয়ারই কারও স্বপ্নের পাকা ঘর তৈরি করে দিতে পারে!

#সুদছাড়া_বাড়ি
#জমি_থাকলেই_ঘর
#মাসিক_কিস্তি
#বাংলাদেশে_যেকোনো_জেলায়
#স্বপ্নের_বাড়ি

🏠 ৫ বছর মেয়াদে ঋণ নিয়ে নিজের বাড়ি নির্মাণ করুন — সহজ পরিকল্পনায় স্বপ্নপূরণনিজের নামে একটি পাকা বাড়ি — এটি শুধু একটি আশ্র...
20/06/2025

🏠 ৫ বছর মেয়াদে ঋণ নিয়ে নিজের বাড়ি নির্মাণ করুন — সহজ পরিকল্পনায় স্বপ্নপূরণ

নিজের নামে একটি পাকা বাড়ি — এটি শুধু একটি আশ্রয় নয়, বরং ভবিষ্যতের স্থিতি ও সম্মানের প্রতীক। কিন্তু বাড়ি নির্মাণের জন্য এককালীন অর্থ জোগাড় অনেকের পক্ষেই সম্ভব হয় না। ঠিক এমন পরিস্থিতিতে ৫ বছর মেয়াদি হোম লোন হতে পারে আপনার স্বপ্ন পূরণের কার্যকর মাধ্যম।

এই লেখায় থাকছে— ৫ বছরের ঋণ কেন উপযোগী
পরিকল্পনা, বাজেট ও নির্মাণ ধাপ
ঋণের প্রক্রিয়া ও সুবিধা
বাস্তবিক কিছু পরামর্শ

কেন ৫ বছরের ঋণ বেছে নেবেন?

স্বল্প সময়ের মধ্যেই ঘর নির্মাণ শেষ করা যায়

দীর্ঘমেয়াদি সুদের চাপ কম

ভাড়া দিয়ে থাকা থেকে মুক্তি পাওয়া সম্ভব

স্বল্প কিস্তিতে পুরো কাজ ধাপে ধাপে সম্পন্ন হয়

বাড়ির মূল্য বাড়ে সময়ের সাথে

ঋণের পরিমাণ ও কিস্তি পরিকল্পনা

ঋণ: ১৫ লাখ টাকা

সময়কাল: ৫ বছর (৬০ কিস্তি)

সুদের হার: গড় ৯% (প্রতিষ্ঠানভেদে ভিন্ন হতে পারে)

মাসিক কিস্তি: প্রায় ৩১,০০০ টাকা

ঋণ প্রদানকারী কিছু প্রতিষ্ঠান:

বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইনান্স কর্পোরেশন (BHBFC)

ইসলামী ব্যাংক, ব্র্যাক ব্যাংক, ডাচ্-বাংলা ব্যাংক

IDLC, IPDC, LankaBangla Finance ইত্যাদি

যা যা লাগবে ঋণের জন্য:

জাতীয় পরিচয়পত্র

জমির কাগজ

আয়ের প্রমাণ (চাকরির বেতন স্লিপ বা ব্যবসার কাগজ)

ছবি ও ঠিকানা যাচাই

নির্মাণের অনুমোদিত ডিজাইন

৫ বছরের নির্মাণ পরিকল্পনা

১ম বছর:
ভিত্তি ও প্রথমতলার ছাদ — খরচ আনুমানিক ৫ লাখ টাকা

২য় বছর:
দেয়াল, দরজা, বাথরুম ও সংযোগ — খরচ প্রায় ৪ লাখ টাকা

৩য় বছর:
দ্বিতীয় তলার ছাদ ও সিঁড়ি — খরচ ৩ লাখ টাকা

৪র্থ বছর:
রং, টাইলস ও ইন্টেরিয়র — খরচ ২ লাখ টাকা

৫ম বছর:
গেট, বাউন্ডারি ও সাজসজ্জা — খরচ ১ লাখ টাকা

বাস্তব পরামর্শ:

ঋণ নেওয়ার আগে মাসিক বাজেট তৈরি করুন

কম খরচের টেকসই ডিজাইন বেছে নিন

গৃহঋণ গ্রহণের শর্ত ভালোভাবে পড়ুন

মাঝে মাঝে আগাম কিস্তি পরিশোধ করুন

কাজ ধাপে ধাপে করলে মান বজায় রেখে খরচ নিয়ন্ত্রণে রাখা সম্ভব

মাসিক খরচের ভারসাম্য:

EMI: ৩১,০০০ টাকা

পরিবার খরচ: ২০,০০০ টাকা

সঞ্চয়: ৫,০০০ টাকা

মোট আয় থাকলে ৬০,০০০ টাকা বা তার বেশি, এটি ম্যানেজযোগ্য

উপকারিতা:

৫ বছরের মধ্যে নিজস্ব স্থায়ী বাড়ি

বাড়িভাড়া থেকে সম্পূর্ণ মুক্তি

সম্পদের মূল্য বাড়ে

সন্তানের জন্য স্থায়ী আশ্রয় তৈরি হয়

ভবিষ্যতের জন্য নিশ্চিন্ত নিরাপত্তা

শেষ কথা:

৫ বছরের গৃহঋণ পরিকল্পনা আপনার জন্য হতে পারে একটি সফল বিনিয়োগ। নিয়মিত কিস্তি ও সুসংগঠিত নির্মাণ পরিকল্পনার মাধ্যমে আপনি তৈরি করতে পারেন নিজের স্বপ্নের আশ্রয় — যা আপনার পরিবার ও ভবিষ্যতের জন্য এক স্থায়ী সম্পদ হয়ে থাকবে।

যোগাযোগ: আবেদন করলে আমরা আপনাদের সাথে যোগাযোগ করবো।
লোন পেতে আবেদন করুন নিচের লিংকে ক্লিক করে
amarghor.mobileseba.com/

সহজ শর্তেসুদ মুক্ত কিস্তিতে বাড়িতৈরি করতে চাইলে জানাতে পারেন!আপনার নামে জমি থাকলে আর দেরি কেন?এবার নিজের স্বপ্নের পাকা ...
19/06/2025

সহজ শর্তেসুদ মুক্ত কিস্তিতে বাড়িতৈরি করতে চাইলে জানাতে পারেন!

আপনার নামে জমি থাকলে আর দেরি কেন?
এবার নিজের স্বপ্নের পাকা ঘর বানান খুব সহজ কিস্তিতে, তাও একদম সুদ ছাড়া!

মীর সিটি ল্যান্ডমার্কস লিমিটেড দিচ্ছে—

সুদমুক্ত দীর্ঘমেয়াদি কিস্তি সুবিধা

একতলা, দোতলা বা আপনার প্রয়োজন অনুযায়ী ডিজাইন

অনুমোদন থেকে নির্মাণ পর্যন্ত পুরো দায়িত্ব আমাদের

বাংলাদেশের যেকোনো জেলায় সেবা

ব্যাংক ঋণ বা ঝামেলা নয়, নির্ভরযোগ্য কোম্পানির নির্মাণ সেবা!

শর্ত? কেবল জমি থাকতে হবে আপনার নামে।
বাকি সব দায়িত্ব আমাদের, টাকা দেবেন মাসে মাসে কিস্তিতে।

যোগাযোগ করুন এখনই—
লোন পেতে আবেদন করুন নিচের লিংকে ক্লিক করে- amarghor.mobileseba.com/

নিজের জন্য না হলেও পরিচিত কাউকে ট্যাগ করে দিন।
একটি শেয়ারই কারো স্বপ্নপূরণের পথ হতে পারে!

#সুদমুক্ত_বাড়ি
িস্তি
#জমি_থাকলেই_বাড়ি
#স্বপ্নের_নির্মাণ
#মীর_সিটি_ল্যান্ডমার্কস

আবেদন করুন এখানে 👇amarghor.mobileseba.com/
19/06/2025

আবেদন করুন এখানে 👇
amarghor.mobileseba.com/

আবেদন করুন এখানে 👇amarghor.mobileseba.com/
19/06/2025

আবেদন করুন এখানে 👇
amarghor.mobileseba.com/

মাসে মাত্র ২,৫০০ টাকায় স্বপ্নের বাড়ি তৈরি! 🏡💰

আপনি কি নিজের স্বপ্নের বাড়ি তৈরি করতে চান, কিন্তু বাজেট নিয়ে দুশ্চিন্তায় আছেন? এখন আর চিন্তা নেই! মাত্র ২,৫০০ টাকা মাসিক কিস্তিতে ধীরে ধীরে আপনার স্বপ্নের বাড়ি তৈরি করুন!

কেন এটি একটি চমৎকার সুযোগ?

বর্তমানে বাড়ি নির্মাণ একটি ব্যয়সাপেক্ষ প্রক্রিয়া। জমি, নির্মাণ সামগ্রী, শ্রমিক—সব মিলিয়ে ব্যয় অনেক বেশি। তবে পরিকল্পিত বিনিয়োগের মাধ্যমে ধাপে ধাপে বাড়ি তৈরি করা সম্ভব!

কিভাবে কাজ করবে?

আপনি প্রতি মাসে ২,৫০০ টাকা করে জমা দিয়ে ধাপে ধাপে বাড়ি তৈরি করতে পারবেন। বাড়ির কাঠামো, দেয়াল, ছাদ, ও ফিনিশিং পর্যায়ক্রমে সম্পন্ন হবে।

নির্মাণের ধাপসমূহ:

1️⃣ জমি ক্রয় – প্রথমে একটি উপযুক্ত স্থানে ছোট পরিসরের জমি কেনা হবে।
2️⃣ পরিকল্পনা প্রণয়ন – বাড়ির নকশা ও নির্মাণ পরিকল্পনা তৈরি।
3️⃣ প্রথম পর্যায় – ভিত্তিপ্রস্তর স্থাপন ও প্রাথমিক কাঠামো তৈরি।
4️⃣ দ্বিতীয় পর্যায় – দেয়াল, ছাদ, দরজা-জানালা স্থাপন।
5️⃣ ফিনিশিং কাজ – রং, টাইলস, ইলেকট্রিক ও পানির সংযোগ।

কেন এই প্রকল্প বেছে নেবেন?

✔ কম খরচে বাড়ি নির্মাণ – মাসে মাত্র ২,৫০০ টাকা!
✔ সহজ কিস্তি সুবিধা – একসাথে বড় অঙ্কের টাকা খরচের ঝামেলা নেই।
✔ বিশ্বস্ত নির্মাণ ব্যবস্থাপনা – অভিজ্ঞ ইঞ্জিনিয়ার ও শ্রমিকদের তত্ত্বাবধানে কাজ।
✔ নিরাপত্তার নিশ্চয়তা – সরকারি অনুমোদন ও প্রয়োজনীয় নথিপত্রসহ।

কারা যোগ্য?

যেকোনো ব্যক্তি, যারা মাসিক কিস্তির মাধ্যমে বাড়ি তৈরি করতে চান, এই প্রকল্পে অংশ নিতে পারবেন। যারা জমি কিনেছেন বা জমি কেনার পরিকল্পনা করছেন, তারাও উপকৃত হতে পারেন।

📞 আবেদন করুন:
লোন পেতে আবেদন করুন নিচের লিংকে ক্লিক করে:
amarghor.mobileseba.com/

স্বপ্নের বাড়ি এখন আর কল্পনা নয়—বাস্তবে রূপ দিন মাত্র ২,৫০০ টাকা মাসিক কিস্তিতে!

টাইমলাইনে রাখুন মসলা ছাড়া ১ টি ইটের মাপ = (৯ ১/২” x ৪ ১/২” x ২ ৩/৪”)মসলাসহ = (১০” x ৫” x ৩”)খোয়ার হিসাবঃ-১ টি ইটে = ০.১১...
18/06/2025

টাইমলাইনে রাখুন
মসলা ছাড়া ১ টি ইটের মাপ = (৯ ১/২” x ৪ ১/২” x ২ ৩/৪”)
মসলাসহ = (১০” x ৫” x ৩”)
খোয়ার হিসাবঃ-
১ টি ইটে = ০.১১ cft খোয়া হয়।
১০০ টি ইটে = ১১ cft খোয়া হয়।
১০০০ টি ইটে = ১১১.১১ cft খোয়া হয়।
১m3 ছোট সাইজের খোয়ার জন্য ইটের প্রয়োজন 320 টি এবং বড় সাইজের খোয়ার জন্য 300 টি।
১ ঘনমিটার ইটের গাথুনীর ওজন ১৯২০ কেজি।
ছলিং এর জন্য প্রতি 1sft এর জন্য 3 টি ইট প্রয়োজন।
1cft খোজার জন্য 9টি ইট লাগে। পিকেট ইট দিয়ে খোয়া করতে হয়।
10” ওয়াল গাথুনীতে প্রতি 1sft গাথুনীতে 10 টি ইট লাগে।
5” ওয়াল গাথুনীতে প্রতি 1sft গাথুনীতে 5 টি ইট লাগে।
1m3 ইটের গাঁথুনীর কাজে প্রচলিত ইটের প্রয়োজন 410 টি।
1cft ইটের গাঁথুনীর কাজে প্রচলিত ইটের প্রয়োজন 11.76 = 12 টি
1m3 ইটের গাঁথুনীর কাজে মেট্রিক ইটের প্রয়োজন 500 টি।
1cft ইটের গাঁথুনীর কাজে মেট্রিক ইটের প্রয়োজন 14.28 টি।
1m2 জায়গায় একস্তর ইটের ফ্লাট সোলিং এর জন্য ইটের প্রয়োজন 31 টি।
1m2 সোলিং এ চিকন বালির প্রয়োজন 0.015m3
1m2 জায়গায় একস্তর ইটের হেরিং বোন বন্ডের জন্য ইটের প্রয়োজন 52 টি।
1m2 হেরিং বোন বন্ডের জন্য চিকন বালির প্রয়োজন 0.03m3
1 Reining miter দৈর্ঘে এন্ড এজিং এ ইটের পরিমাণ=1/.127=8 টি।
ইটের গাঁথুনীর কাজে শুকনা মসল্লা এর পরিমাণ 35%
বালি
বালির হিসাবঃ-
109 f = 12.25cft
100sft 5” গাথুনীতে 1:5 অনুপাতে সিমেন্ট লাগে 2 ব্যাগ।
* 100 sft 10” গাথুনীতে 1:5 অনুপাতে সিমেন্ট লাগে 4 ব্যাগ। বালু লাগে 24 cft।
গাথুনী এবং প্লাস্টারে 1 বস্তা সিমেন্টে 04 বস্তা বালি (সিমেন্টর বস্তায় হিসাব করতে হবে), তবে 05 বস্তাও দেওয়া যায়।
নির্মান কাজে বালির হিসাব cft ধরে করা হয়। গারি থেকে বালি নামানোর পূর্বে গাড়ির ডালা অর্থাৎ যেখানে বালি রাখাহয় তার চার পাশে ফিতা দিয়ে মাপ দিতে হবে। সে সময় ডালার উপরি অংশের বালি সমান করতে হবে।
কোন বালি দিয়ে কাজ করতে হবে সে বিষয় প্লানে উল্লেখ থাকবে।
সিমেন্ট
1m3 সিমেন্ট 30 ব্যাগ
1m2 নীট সিমেন্ট ফিনিশিং এর জন্য(NCF) সিমেন্টের প্রয়োজন= 2.7 – 3 kg
DPC এ পাডলোর পরিমাণ সিমেন্টের ওজনের 5% অর্থাৎ প্রতি ব্যাগ সিমেন্টের জন্য 2.5 কেজি।
1 ব্যাগ হোয়াইট সিমেন্টের ওজন 40kg
এক ব্যাগ সিমেন্টের ওজন 50kg এবং আয়তন= 0.034 m3
1 ব্যাগ সিমেন্টে পানি লাগে 21 L.
100sft প্লাষ্টারে 1:4 অনুপাতে সিমেন্ট লাগে 2 ব্যাগ।
গাথুনীর প্লাষ্টারে 1:5 অনুপাত

যতদ্রুত সম্ভব হাসিনাকে দেশে ফেরৎ এনে তার হাতে ক্ষমতা হস্তান্তর করা হোক। তার করা সকল নির্বাচন গতকাল হাইকোর্ট থেকে বৈধতা প...
23/05/2025

যতদ্রুত সম্ভব হাসিনাকে দেশে ফেরৎ এনে তার হাতে ক্ষমতা হস্তান্তর করা হোক। তার করা সকল নির্বাচন গতকাল হাইকোর্ট থেকে বৈধতা পেয়েছে।

এসব ক্ষমতা লোভি চাঁদাবাজদের চেয়ে হাসিনা আরো ভালো!

ভবিষ্যতের কৃষক 🥰
22/05/2025

ভবিষ্যতের কৃষক 🥰

সবাই অটোরিকশার বিরুদ্ধে বলে। কিন্তু আমার খুব জানতে ইচ্ছে করে "তাহলে অটোরিকশায় উঠে কারা? শুধু ঢাকা শহরেই ১০-১২ লাখ অটো ইউ...
22/05/2025

সবাই অটোরিকশার বিরুদ্ধে বলে। কিন্তু আমার খুব জানতে ইচ্ছে করে "তাহলে অটোরিকশায় উঠে কারা? শুধু ঢাকা শহরেই ১০-১২ লাখ অটো ইউজ করে কোন হিপোক্রেট-রা!

আমি বুঝিনা প্যাডেল রিক্সা নিয়ে কেউ কথা বলেনা। এটা নিষিদ্ধ না করলে অটো রিক্সাও নিষিদ্ধ করা পসিবল হবেনা। পৃথিবীর কোন দেশে এই মন্দাতা আমলের বাহন নেই।

রিক্সাকে নাকি ঢাকার ঐতিহ্য। রিক্সা কখনো আমাদের ঐতিহ্য নয়। ঢাকায় রিক্সা এসেছে লন্ডন থেকে। লন্ডনে আরো ৫০ বছর আগে রিক্সা নিষিদ্ধ হইছে। অথচ আমাদের আধুনিক দেশে এই মন্দাতা আমলের প্যাডেল রিক্সা আর অটো রিক্সা চলছে। দ্রুত এই দুই ধরণের বাহন নিষিদ্ধ করা হোক। সাথে চালকদের বিকল্প কর্ম সংস্থানের ব্যবস্থা করা হোক।

Address

Fulbaria

Alerts

Be the first to know and let us send you an email when হোম লোন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to হোম লোন:

Share

Category