Sagor Hossain

Sagor Hossain Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Sagor Hossain, Media/News Company, Pabna.

26/06/2025

ইরান-ঈসরায়েল যুদ্ধের বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প:

“কখনও কখনও যখন দুটি বাচ্চা ঝগড়া করে, তখন তুমি তাদের আলাদা করতে পারবে না।
তখন তাদেরকে একটু ঝগড়া করতে দাও, তাহলে তাদের আলাদা করা সহজ হবে”

ফোর্দো ধ্বংস নিয়ে মার্কিন বাজি বাজারে সন্দেহযুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় অনলাইন রাজনৈতিক বাজির প্ল্যাটফর্ম Polymarket-এ এখন ...
26/06/2025

ফোর্দো ধ্বংস নিয়ে মার্কিন বাজি বাজারে সন্দেহ

যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় অনলাইন রাজনৈতিক বাজির প্ল্যাটফর্ম Polymarket-এ এখন পর্যন্ত ৪৩% বাজি ধরা হয়েছে যে, জুলাইয়ের আগে ফোর্দো পারমাণবিক স্থাপনাটি ধ্বংস হবে—যদিও সেটি ইতোমধ্যেই মার্কিন বাহিনী বোমা হামলায় লক্ষ্যবস্তু করেছে।

বিশ্লেষকদের মতে, এর মানে হল ‘বড় টাকা ওয়ালারা’ এখনো মার্কিন দাবির ওপর আস্থা রাখতে পারছে না যে ফোর্দো আসলেই ধ্বংস হয়েছে।

26/06/2025
26/06/2025

ইসরায়েলের বন্ধুদেরকে পুরস্কার, ইরানকে শায়েস্তার বার্তা—মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের দোধারি কূটনীতি

মার্কিন দূত উইটকফ বলেছেন, ইরানের সঙ্গে বড় একটি শান্তিচুক্তি হওয়ার সম্ভাবনা আছে, কারণ তেহরান এবার শান্তির জন্য প্রস্তুত মনে হচ্ছে।

তবে সাথেসাথেই তিনি হুঁশিয়ার করেন—ইরান যদি আবার পারমাণবিক সমৃদ্ধিকরণ শুরু করে, তবে সেটা “রেড লাইন” হবে।

অন্যদিকে তিনি জানান, শিগগিরই আরও কয়েকটি দেশ ইসরায়েলকেন্দ্রিক আব্রাহাম চুক্তিতে যোগ দিচ্ছে। তাদের জন্য আমাদের বড় ধরণের ঘোষণা আসছে।

25/06/2025

পশ্চিম তীরের নাবলুসের আকরাবা শহরে এক ফিলিস্তিনির উপর ইসরাইলের সেনাবাহিনীর আক্রমণ

25/06/2025

ইসরাইলের হামলায় ইরানে ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে সেগুলোর পূন: নির্মাণে আর্থিক সহায়তা দিবে ইরানের সরকার।

- বলেছেন দেশটির এমপি মোহাম্মদ রেজা কৌচি

25/06/2025

ফিলিস্তিনিদের বাড়িঘরে ইসরাইলের ইহুদি দখলদারদের হামলা। রামাল্লার কাফর মালিক এলাকায় প্রায় শ খানেক দখলদার অস্ত্রশস্ত্র নিয়ে এই হামলা চালায়। এতে কমপক্ষে তিন জন ফিলিস্তিনি নিহত হয়। হামলার সময় ইসরাইলের সেনাবাহিনী হামলাকারীদের সহায়তা করে। তারা ফিলিস্তিনিদের বাড়িঘর, দোকনপাট ও গাড়ি ভাঙচুর করে।

25/06/2025

ইরান তার আকাশসীমা আংশিক খুলে দিয়েছে। দেশটির পূর্বের অর্ধেক জাতীয় ও আন্তর্জাতিক বিমান চলাচলের জন্য উন্মুক্ত করে দেয়া হয়েছে।

25/06/2025

সবকিছু করেও ইরানে রেজিম চেঞ্জে ব্যর্থ ইসরায়েল: মন্ত্রিসভায় স্বীকারোক্তি নেতানিয়াহুর

যুদ্ধবিরতির পর প্রথম মন্ত্রিসভা বৈঠকে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলে, ইরানের বিরুদ্ধে “একটি বড় জয়” অর্জন করেছে ইসরায়েল, কারণ তারা “যে শত্রু আমাদের ধ্বংস করতে এসেছিল, তাকে রুখে দিয়েছে।”

তবে একই সঙ্গে সে স্বীকার করে, ইরানে রেজিম চেঞ্জের লক্ষ্য পূরণ হয়নি।

নেতানিয়াহু জানায়,
আমরা এই স্বল্প সময়ে ইরানি শাসনব্যবস্থাকে দুর্বল করতে চেয়েছিলাম। যদি মনে হতো আরও কিছু করা সম্ভব, তাহলে অভিযান চালিয়ে যেতাম।

সে স্পষ্ট করে বলে,
এ ধরনের পরিবর্তন মূলত ভেতর থেকেই আসতে হয়।

25/06/2025

গাজার খান ইউনিসে ইসরায়েলি সাঁজোয়া যানের মধ্যে বোমা ফেলে তা ধ্বংস করে দেবার দুর্দান্ত ফুটেজ প্রকাশ করেছে কাসসাম ব্রিগেড!

পারমাণবিক স্থাপনায় হামলার পর পরমাণু চুক্তি থেকে সরে আসার ইঙ্গিত ইরানেরইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, “আমা...
25/06/2025

পারমাণবিক স্থাপনায় হামলার পর পরমাণু চুক্তি থেকে সরে আসার ইঙ্গিত ইরানের

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, “আমাদের পারমাণবিক স্থাপনাগুলোর ওপর হামলার ফলে ইরানের ভবিষ্যৎ নীতিতে গভীর প্রভাব পড়বে—এটা অনিবার্য।”

সাম্প্রতিক যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর, ইরান এখন পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি (NPT) নিয়ে নিজেদের অবস্থান পুনর্বিবেচনা করতে পারে বলে জানিয়েছে।

মজার বিষয় : যাজককে নিজের লিঙ্গ দেখাতে চাইলেন আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকোল পাশিনইয়ানআর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকোল পাশি...
25/06/2025

মজার বিষয় : যাজককে নিজের লিঙ্গ দেখাতে চাইলেন আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকোল পাশিনইয়ান

আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকোল পাশিনিয়ান গির্জার প্রধান ক্যাথলিকোস কারেকিন দ্বিতীয়ের সঙ্গে তীব্র বাকবিতণ্ডায় জড়িয়েছেন।

এক যাজক পাশিনিয়ানের বিরুদ্ধে দাবি করেন, তিনি খৎনা করা—যা প্রমাণ করে তিনি “আসলে খ্রিষ্টান নন।”

এর জবাবে পাশিনিয়ান বলেন, “প্রয়োজনে আমি প্রমাণ দেখাতে প্রস্তুত”—ইঙ্গিতে বোঝান তিনি খৎনা করেননি।

পাশিনিয়ান পাল্টা অভিযোগ করেন, ক্যাথলিকোস কারেকিন দ্বিতীয় নিজেই গোপনে এক সন্তানের পিতা হয়েছেন—যা গির্জার চিরকুমার থাকার প্রতিজ্ঞা ভঙ্গের সামিল।

Address

Pabna

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sagor Hossain posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Sagor Hossain:

Share