
20/07/2025
সেলিব্রেটিরা আর কোটিপতিরা বিয়া কইরাই বিদেশ ঘুরতে যায় এবং কাপল পিক আপলোড দিতে থাকে....😊
আর কম বাজেটের আমগো দেশি ভাই বোনদের বিয়ের পর বড়জোর আত্নীয়র বাড়ি.... খুব বেশি হলে কক্সবাজার অথবা বান্ধরবানে যাওয়ার প্লান থাকে...
এই প্লান এ ও আবার ফ্যামিলির পারমিশন পাওয়া নিয়ে নানা ঝা"মেলা চলে....!! 🥴
আর যদিও অনেক বলে তাদেরকক রাজি করা যায়.... তাও ঘরের কিছু মানুষ গাট্টি গোট্টা বাইন্ধা কয় আমরাও লগে যামু....!!😐এডিরে না নিলে রা*গ করে যু"দ্ধ বাঁধাই দিবে....!!!
কেউ এতো মানুষের বাজেট সামলাইতে পারবেনা দেখে প্লান বাদ কইরা দেয়.....
আর কেউ নিয়ে গেলেও এডিরে সামলাইতে সামলাইতে নিজেদের মতো ঘুরা আর হয়না...!😐
আরো একটা কমন দৃশ্য দেখা যায়... সেটা হলো নতুন বউ লগে কইরা সব খানে শালা শালিদের লেজের মতো বা"ই"ন্ধা নিয়ে যাওয়া......!
আসলে আত্নীয় আর পরিবার নিয়ে ঘুরার আনন্দ একরকম..... এটা বেঁচে থাকলে অনেক পাবেন.....!!
কিন্তু নিউকাপল নিজেদের জন্য মেমোরি তৈরি করার এই দিন গুলো বারবার পাবেন না...! ❤️ ゚
Collected