
21/12/2022
স্বাধীন পেশা হওয়ায় বাংলাদেশে দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে তথ্যপ্রযুক্তি খাতে✨ ফ্রিল্যান্সিং✨। দেশের লাখো তরুণের জীবন বদলে দিয়েছে ফ্রিল্যান্সিং । নারীরাও কাজের ক্ষেত্র হিসেবে বেছে নিচ্ছেন এ পেশাকেI
সব ধরনের ব্যাকগ্রাউন্ড থেকে এসেই তথ্য ও প্রযুক্তি খাতে উদ্যোক্তা হওয়া যায় বলেই এ খাতে নারীদের উদ্যোক্তা হওয়ার প্রবণতা অত্যন্ত প্রশংসনীয় হারে বাড়ছে। পুরুষের পাশাপাশি এখন সমান তালেই তারা এগিয়ে যাচ্ছেন। দেশের তথ্যপ্রযুক্তিতে অন্যতম একটি খাত বিজনেস প্রসেস ফ্রিল্যান্সিং। এ শিল্পে বর্তমানে কাজ করছে ৭ লাখ তরুণ-তরুণী, যার শতকরা ৪০ শতাংশই নারীI😇