Dipika Rai Rumi

Dipika Rai Rumi ডুবন্ত সূর্য মানেই দিন শেষ নয়🌸
নতুন দিনের সূচনাও হতে পারে💜🙂

26/07/2025

মানসিক ভাবে কেমন আছো তুমি?😊

hmmm
26/07/2025

hmmm

24/07/2025

সেফুদা কি আসলেই মরে গেছে?

উনি মরে গেলে ওনার গালি
খুব মিস করবো😉

Right👍👍👍
24/07/2025

Right👍👍👍

কাল থেকে আর বাড়ির কাজ নাই 🥺🥺
24/07/2025

কাল থেকে আর বাড়ির কাজ নাই 🥺🥺

পাশের বাসার আন্টি আম্মার সাথে দেখা হইলে প্রায় বলে, ভাবি আপনার ছেলে দিন দিন মোটা হয়ে যাইতেছে। ওরে খাওয়া কনট্রোল করান, রাত...
24/07/2025

পাশের বাসার আন্টি আম্মার সাথে দেখা হইলে প্রায় বলে, ভাবি আপনার ছেলে দিন দিন মোটা হয়ে যাইতেছে। ওরে খাওয়া কনট্রোল করান, রাতে ভাত খাইতে দিয়েন না, একটা রুটি খাইতে দিবেন রাতে , বিকালে ছাদে ব্যায়াম করতে বলবেন, খাওয়া শেষ হইলেই শুইতে যাইতে দিবে না হাঁটাহাঁটি করতে বলবেন, কোক খাওয়া একদম হারাম কইরা দেন, গরুর গোশ দুইটার বেশির দিবেন না। এই হা/%তির মতো ছেলের সাথে কেউ মেয়ে বিয়ে দিবে না।

আম্মা তার কথা সিরিয়াসলি নিয়ে আমার উপর রীতিমত ট/ র্চা/ র শুরু করে দিছে।

গতকাল বিকালে ছাদে হাঁটতে গিয়ে দেখি আন্টি আর আম্মা গল্প করতেছে। আমারে দেখে আন্টি বলে, সাগর, খাওয়া কনট্রোল করো বুঝছ। রেগুলার ওয়েট মাপবা।

আমি আর নিজেকে শেষ পর্যন্ত ধরে রাখতে পারলাম না। তার মুখের উপর বলেই বসলাম, আপনিও তো মোটা হইতেছেন আন্টি। আপনিও একটু খাওয়াদাওয়া কন্ট্রোল করেন।

বলা শেষ করতে না করতেই দেখি চারিদিকে পুরা হিন্দি সিরিয়ালের মতো ধুম তা না না ধুম তা না না অবস্থা। তারপর আম্মা আমার দিকে চোখ বড় করে তাকিয়ে উত্তর দিলো, আন্টির পেটে বাচ্চা, জা/ নো/ য়া/ র।

মানব সভ্যতা যে উল্টো পথে যাত্রা শুরু করেছে, তার একটি অকাট্য প্রমাণ হলো এলজিবিটি তথা সমকামিতাবাদকে বৈশ্বিক এজেন্ডা হিসেবে...
24/07/2025

মানব সভ্যতা যে উল্টো পথে যাত্রা শুরু করেছে, তার একটি অকাট্য প্রমাণ হলো এলজিবিটি তথা সমকামিতাবাদকে বৈশ্বিক এজেন্ডা হিসেবে অগ্রাধিকার দেওয়া। বিশ্বব্যাপী নীতি-নির্ধারণী পর্যায়ে আমূল পরিবর্তন ঘটলেও আমরা এর গভীরতা সঠিকভাবে অনুধাবন করতে পারছি না, এমনকি স্পষ্ট ধারণাও গড়ে ওঠেনি।

এলজিবিটি সম্পর্কে কিছু বিচ্ছিন্ন ও আংশিক তথ্য-উপাত্ত কেউ কেউ জানেন, তবে তা অনেকটাই “অন্ধের হাতি দেখা” গল্পের মতো। একজন অন্ধ ব্যক্তি হাতির শুঁড় ধরে সেটিকে মোটা দড়ি বলে মনে করতে পারেন, আবার আরেকজন পা ধরে সেটিকে গাছের কাণ্ড বলে ভাবতে পারেন। এলজিবিটি মতবাদের পুরো বিষয়টিকে সুনিপুণভাবে বিশ্লেষণ করা হয়েছে এই শক্তিশালী রেফারেন্সসমৃদ্ধ বইটিতে।

বইটিতে কিছু সাধারণ প্রশ্নের উত্তর পাওয়া যাবে, যেমন: সমকামী আচরণ কি আসলেই অধিকারের বিষয়? যদি সমকামিতাকে অধিকার হিসেবে স্বীকৃতি দেওয়া হয়, তবে দেশের সিস্টেম (পলিসি, আইন, শিক্ষা, স্বাস্থ্য) কীভাবে পরিবর্তিত হয়? সমকামী আচরণের কোনো বৈজ্ঞানিক ভিত্তি কি রয়েছে? কেন এবং কীভাবে বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, এনজিও এবং জাতিসংঘের মাধ্যমে এটি বৈশ্বিক এজেন্ডায় পরিণত হলো? সমকামিতা-বান্ধব বিশ্ব গড়তে কারা অর্থায়ন করছে? পরিবার ও সমাজবিরোধী এবং স্বাস্থ্যগত ক্ষতিকর প্রভাব সত্ত্বেও এই আন্দোলন প্রচারের পেছনের মূল অনুপ্রেরণা কী? বাংলাদেশে সমকামী অধিকার আন্দোলনের সূচনা কবে, কারা এর নেতৃত্ব দিচ্ছে এবং এ পর্যন্ত এর কতটুকু অগ্রগতি হয়েছে?

বইটিতে রেফারেন্স হিসেবে প্রকাশিত জার্নাল নিবন্ধগুলোকে প্রাধান্য দেওয়া হয়েছে। প্রতিটি রেফারেন্সের স্ক্রিনশট ও প্রতিবেদনের শিরোনাম (বাংলা ও ইংরেজি) দেওয়া হয়েছে, যা গুগল সার্চের মাধ্যমে খুঁজে পাওয়া সম্ভব। ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম ইংরেজিতে উল্লেখ করা হয়েছে যাতে চ্যাটজিপিটি বা গুগল সার্চের মাধ্যমে আরও বিস্তারিত জানা যায়। প্রমাণের ক্ষেত্রে কিছু গুরুত্বপূর্ণ ভিডিও QR কোডের মাধ্যমে বইয়ে যুক্ত করা হয়েছে, যা স্মার্টফোন দিয়ে স্ক্যান করে সরাসরি ইউটিউব লিংকে ভিজিট করা যাবে। এছাড়াও, কিছু গুরুত্বপূর্ণ রেফারেন্সের (পিডিএফ কপি) QR কোড যুক্ত গুগল ড্রাইভ লিংক দেওয়া রয়েছে।

বই: সমতার আড়ালে সমকামিতা মিশন
লেখক : ড. মোহাম্মদ সরোয়ার হোসেন
প্রকাশনী : সিয়ান পাবলিকেশন
পৃষ্ঠা : ৫৫০
কভার : হার্ড কভার
মুদ্রিত মূল্য: ৭৫০
অফারে বিক্রয়মূল্য: ৪৯০ (সীমিত সময়ের জন্য)
আজই অর্ডার করতে আমাদেরকে ম্য

😦😦😦😦
23/07/2025

😦😦😦😦

23/07/2025

hi

মূর্খের সাথে কখনো তর্ক করতে যাবেন না।একদিন গাধা শিয়ালকে বলল, ঘাসের রং নীল।শিয়াল সাথে সাথে জবাব দিল, না, ঘাসের রং সবুজ।...
21/07/2025

মূর্খের সাথে কখনো তর্ক করতে যাবেন না।

একদিন গাধা শিয়ালকে বলল, ঘাসের রং নীল।
শিয়াল সাথে সাথে জবাব দিল, না, ঘাসের রং সবুজ।
কিছুক্ষণের মধ্যেই দুজনের আলোচনা তুমুল তর্কে পরিণত হল। শেষে তারা জঙ্গলের রাজা সিংহের কাছে উপস্থিত হল মীমাংসার জন্য।
রাজদরবারে পৌঁছেই গাধা ডাক ছাড়তে শুরু করে দিল, মহারাজ, আপনিই বলুন ঘাসের রং নীল কিনা?"
সিংহ উত্তর দিল, হ্যাঁ, ঘাসের রং নীল।
গাধা তখন সিংহের সামনে গিয়ে নেচে কুঁদে নালিশের সুরে বলতে থাকল, শিয়াল আমার কথা মানছে না; তর্ক করছে। ওকে শাস্তি দিন।
সিংহ তৎক্ষণাৎ ঘোষণা করল, শিয়ালকে ১ সপ্তাহের জন্য মুখ বন্ধ রাখার শাস্তি দেওয়া হল।
গাধা খুশিতে লাফাতে লাগল এবং বলতে বলতে চলে গেল, ঘাসের রং নীল! ঘাসের রং নীল!
শিয়াল শাস্তি মেনে নিয়ে অনুযোগের সুরে বলল, মহারাজ, আপনি আমাকে শাস্তি দিলেন কেন, যখন ঘাসের রং সত্যিই সবুজ।
সিংহ উত্তর দিল, তোমাকে শাস্তি দেওয়ার সাথে ঘাসের রং সবুজ নাকি নীল সেই প্রশ্নের কোনো সম্পর্ক নেই। তোমাকে শাস্তি দিয়েছি কারণ তোমার মত একটা বুদ্ধিমান ও সাহসী প্রাণী গাধার সাথে তর্ক করে নিজের মেধার অপচয় করেছে এবং এরকম একটা বাজে কারণে আমার কাছে এসে আমার মূল্যবান সময় নষ্ট করেছো।

শিক্ষা: মূর্খের সাথে কখনো তর্ক করতে যাবেন না।

21/07/2025

hiiiiii

!! সময় যেখানে সীমিত.. ☘︎☻                .. ভাগ্য সেখানে দূর্বল!!☻☹ভালো থাকতে হলে রাজপ্রাসাদের প্রয়োজন নেই ভরসা পাওয়ার...
20/07/2025

!! সময় যেখানে সীমিত.. ☘︎☻
.. ভাগ্য সেখানে দূর্বল!!☻☹ভালো থাকতে হলে রাজপ্রাসাদের প্রয়োজন নেই ভরসা পাওয়ার মতো একটা মানুষই যথেষ্ট!!💔🥀
🥀sad status দুঃখের স্ট্যাটাস🥀 Bangla Caption - বাংলা ক্যাপশন

#ক্যাপশন

Address

Fulbaria

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dipika Rai Rumi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share