বাংলাদেশ শিক্ষাবার্তা

বাংলাদেশ শিক্ষাবার্তা Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from বাংলাদেশ শিক্ষাবার্তা, News & Media Website, Fulbaria.
(1)

11/07/2025

"দল থেকে বহিষ্কার বা গ্রেফতারে জাতি সন্তুষ্ট নয়; কুলাঙ্গারদের প্রকাশ্যে, মিডিয়ার সামনে, মৃত্যুদণ্ড নিশ্চিত করা হোক।✊"

রাজধানীর অন্যতম সেরা শিক্ষাপ্রতিষ্ঠান ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ ‘নো ফেল স্কুল’ হিসেবেই পরিচিত। বছরের পর বছর ধরে...
11/07/2025

রাজধানীর অন্যতম সেরা শিক্ষাপ্রতিষ্ঠান ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ ‘নো ফেল স্কুল’ হিসেবেই পরিচিত। বছরের পর বছর ধরে এসএসসিতে স্কুলটির সাফল্য থাকে শীর্ষে। তবে এবারের চিত্র উল্টো। স্কুলটির ৫৫ জন শিক্ষার্থী এবারের এসএসসিতে ফেল করেছেন।

বৃহস্পতিবার (১০ জুলাই) ভিকারুননিসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাজেদা বেগম ফলাফলের বিস্তারিত তুলে ধরেন।

তিনি জানান, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ থেকে এবারের এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল ২ হাজার ১১৬ জন শিক্ষার্থী। এর মধ্যে পাস করেছে ২ হাজার ৬১ জন। পাসের হার ৯৭ দশমিক ৪০ শতাংশ। তবে ফেল করেছে ৫৫ জন।

তথ্য অনুযায়ী, বিজ্ঞান বিভাগে ফেল করেছে ৩৭ জন, মানবিকে ৮ জন এবং ব্যবসায় শিক্ষায় ফেল করেছে ১০ জন।

গত এক দশকে এই শিক্ষাপ্রতিষ্ঠানে ফেলের সংখ্যা গোনা যেত এক হাতে। সেই তুলনায় এবারের ফলাফল বিশ্লেষণে উদ্বেগ তৈরি করেছে অভিভাবক মহলে।

অন্যদিকে, ভিকারুননিসার পাস করা শিক্ষার্থীদের মধ্যে জিপিএ ফাইভ পেয়েছেন ১ হাজার ৩২৬ জন। এই সংখ্যা বেশ উল্লেখযোগ্য হলেও ৫৫ জন শিক্ষার্থীর অকৃতকার্য হওয়া একটি ব্যতিক্রমী চিত্র।

সারা দেশে এবার এসএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার ও জিপিএ ফাইভ উভয়ই কমেছে। মোট পাসের হার ৬৮ দশমিক ৪৫ শতাংশ, যেখানে গত বছর তা ছিল ৮৩ দশমিক শূন্য ৩ শতাংশ।

10/07/2025

***ব্রেকিং নিউজ***
৩২০ জনের মধ্যে ৩২০ জনই A+ সারাদেশে প্রথম স্থান অর্জন করেছে নাসিমা কাদির মোল্লা হাই স্কুল এন্ড হোমস (এনকেএম স্কুল)

10/07/2025

এসএসসি পরীক্ষায় ১৩৪টি শিক্ষা প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থী পাস করেনি!

10/07/2025

এসএসসি ও সমমানে পাসের হার ৬৮.৪৫ শতাংশ

10/07/2025

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ হবে আজ

09/07/2025

***ব্রেকিং নিউজ***
কুমিল্লা শিক্ষাবোর্ডের কালকের এইচএসসি পরীক্ষা স্থগিত!

26/06/2025

তিনটি যুদ্ধেই মুসলমানরা জয়ী হল।
১।এমে*রি*কার সাথে আ*ফ*গা*নি*স্তান।
২।ভারতের সাথে পা*কি*স্তা*ন।
৩।হিজ্রা*ই*লের সাথে ই*রা*ন।

24/06/2025

যারা পরীক্ষার্থী তাদের জন্য কিছু আমল:
১)আল্লাহর উপর বিশ্বাস রাখা
২)পরিশ্রম করা
৩)পরীক্ষা শুরুর পূর্বে ২ রাকাত সালাতুল হাযত এর নামাজ পড়ে যাওয়া
৪)বিসমিল্লাহ বলে লিখা শুরু করা
৫)পরীক্ষায় কিছু ভুলে গেলে বা প্রশ্ন বুঝতে সমস্যা হলে এই দোয়াটি পাঠ করবেন:
"রাব্বিস রাহলি সদরি ওয়া ইয়াসসিরলি আমরি"

অর্থঃ “ হে আমার প্রভু! আমার হৃদয় প্রশস্ত করে দিন, আমার কাজ সহজ করে দিন, আর আমার জিহ্বা থেকে জড়তা দূর করে দিন, যাতে লোক আমার কথা বুঝতে পারে এবং আমার জন্য একজন সহায়ক নিযুক্ত করে দিন।(সূরা-ত্বাহা, আয়াত-২৫-২৮)।

৬)বেশি বেশি দূরুদ শরীফ পাঠ করবেন।

ইনশাআল্লাহ আল্লাহ আপনার সহায় হবেন।দোয়া রাখবেন সকল পরীক্ষার্থীদের জন্য।

২০২৫ সালের এইচএসসি পরীক্ষার্থীদের জন্য -
23/06/2025

২০২৫ সালের এইচএসসি পরীক্ষার্থীদের জন্য -

11/06/2025

ইসলাম ধর্মে অনুসারী বাড়ছে, ১০ বছরে বেড়েছে ৩৫ কোটি!
ইসলাম বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ধর্ম।
আলহামদুলিল্লাহ

29/05/2025

২০ টাকার নোট নিয়ে আবারও এই সরকার জনগণের চোখের কাটা হয়ে যাবে !বাংলাদেশ মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ, যার মুদ্রায় ইসলামী ঐতিহ্য থাকাই স্বাভাবিক। সংখ্যাগরিষ্ঠের ধর্মীয় অনুভূতির প্রতি এমন অবহেলা দুঃখজনক।

Address

Fulbaria

Website

Alerts

Be the first to know and let us send you an email when বাংলাদেশ শিক্ষাবার্তা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share