Live Bangla News

Live Bangla News সমাজের যে কোন অন্যায়,অবিচার,দুর্নীতি, ভূমিদস্য,ও চাঁদা বাজদের তথ্য দিয়ে আমাদের সহযোগিতা করুন। Live bangla news
(2)

বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতিরঢাকা জেলা কমিটি সভাপতি আসাদুজ্জামান🌹সম্পাদক মনিরুজ্জামান🌹রিপোর্ট- সালমান শুভ বাংলা ন...
26/07/2025

বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতির
ঢাকা জেলা কমিটি সভাপতি আসাদুজ্জামান🌹
সম্পাদক মনিরুজ্জামান🌹

রিপোর্ট- সালমান শুভ
বাংলা নিউজ ২৬ জুলাই ২০২৫ ইং

বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতির ঢাকা জেলা কমিটি ঘঠন কারা হয়েছে, গত ১১ জুলাই সমিতির নিজস্ব কার্যলয়ে বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতির ঢাকা জেলার কমিটি গঠন করা হয় ৷

বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতির ঢাকা জেলা কমিটির নব নির্বাচিত কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন মোঃ আসাদুজ্জামান সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মোঃ মনিরুজ্জামান অন্যান্য পদে নির্বাচিত হয়েছেন সিনিয়র সহ সভাপতি আবুল কালাম, সহ সভাপতি জয়দুল হোসেন, ওমর ফারুক বাচ্চু, যুগ্ম সাধারন সম্পাদক মোঃ আনোয়ার হোসেন, সফদার আলী, আবু জাফর মোঃ তারেক, সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন খান, সহ সাংগঠনিক মোহসেন আরা, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম, সহপ্রচার ও প্রকাশনা সম্পাদক মিনারুল ইসলাম, দপ্তর সম্পাদক মোঃ আজগর আলী, অর্থ সম্পাদক মোঃ হামিদ খান, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক সঞ্জিব সেন, মহিলা বিষয়ক সম্পাদক আফরোজা খাতুন, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক রাইসুল ইসলাম, ধর্ম বিষয়ক সম্পাদক গরীব শাহ, নির্বাহী কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন সদস্য দীপঙ্কর চন্দ্র চন্দ, মনির হোসেন মিয়াজি, হাবিবুর রহমান, মহব্বত হোসেন, মোঃ আসাদুজ্জামান, মোহাম্মদ হোসেন, রুহুল আমিন, সফিকুল ইসলাম, রনজিৎ চন্দ্র নাথ, মাকসুদ আলম, মেহেদী হাসান সুজনসহ ২৯ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে ৷

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতির কেন্দ্রীয় কমিটির সভাপতি মোতাহার হোসেন খান, আরো উপস্থিত ছিলেন প্রধান পৃষ্ঠপোষক আলহাজ্ব জাহাঙ্গীর আলম সরকার, প্রধান উপদেষ্টা ফারুক খান, বীর মুক্তিযোদ্ধা জামাল উদ্দিন, আব্দুল হালিম , জুনায়েদ হোসেন, দৌলত উল্লাহ, নজরুল ইসলাম, আবুল হোসেন, হেলাল উদ্দিন বিশ্বাস প্রমুখ ৷ নবনির্বাচিত কমিটিকে গত শুক্রবার শপথ বাক্য পাঠ করান বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতির কেন্দ্রীয় কমিটির সভাপতি মোতাহার হোসেন খান ৷

বাচ্চা মেয়ে নাজিয়াকে দেখতে তার বাবা-মা যখন হাসপাতালে গিয়েছিল তখন ডাক্তাররা এসে বল দোয়া করেন যেন আপনাদের বাচ্চাটা তাড়াতাড়...
25/07/2025

বাচ্চা মেয়ে নাজিয়াকে দেখতে তার বাবা-মা যখন হাসপাতালে গিয়েছিল তখন ডাক্তাররা এসে বল দোয়া করেন যেন আপনাদের বাচ্চাটা তাড়াতাড়ি মা'রা যায় 😥

ডাক্তারদের মুখে এ কথা শুনে নাজিয়ার মা আশ্চর্য হয়ে কাঁদতে কাঁদতে বলেছিল- আমার মেয়ের মৃত্যুর জন্যে আমি দোয়া করব.? মা হয়ে এ কাজ কিভাবে করব আমি. 😓

ডাক্তাররা বলল- এ দোয়াই করুন প্লিজ, বাচ্চাটা এত য"ন্ত্রণা নিতে পারছে না 😰

মা এবং পরিবারের বাকি লোকজন তখন জানালার কাচ দিয়ে দেখতে পায় নাজিয়া হাত-পা ছোড়াছুড়ি করছে, চিৎকার করছে।😥

পুরো শরীরটাই পুরে গিয়েছিল নাজিয়ার। ফুসফুস, পাকস্থলী, হৃৎপিণ্ড সবকিছু।

এ দৃশ্য দেখার পর সবার চোখগুলো ছলছল করছিল শুধু। নাজিয়ার মা না জানি কি দোয়া করছিল সে সময়

#বিমান_দুর্ঘটনা #মাইলস্টোনকলেজ ゚viralfbreelsfypシ゚viral

নবাবগঞ্জ, মাঝিকান্দা চানলাই পাওয়ারহাউজের সামনে মর্মান্তিক এক্সিডেন্টে ঝরে গেল আরেকটি প্রান। ছেলেটির বাড়ি নবাবগঞ্জের চুড়া...
24/07/2025

নবাবগঞ্জ, মাঝিকান্দা চানলাই পাওয়ারহাউজের সামনে মর্মান্তিক এক্সিডেন্টে ঝরে গেল আরেকটি প্রান।

ছেলেটির বাড়ি নবাবগঞ্জের চুড়াইন, বর্তমানে আছে দোহার সরকারি হাসপাতালে।
কেউ চিনে থাকলে পরিবারকে খবর দিন।
゚viralfbreelsfypシ゚viral *k

রোড পারাপার করার সময় চলে গেলে এক ভাই, না ফেরার দেশে,,সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক বেশি, তাই কখনো তাড়াহুড়া করে রোড পা...
24/07/2025

রোড পারাপার করার সময় চলে গেলে
এক ভাই, না ফেরার দেশে,,
সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক বেশি, তাই কখনো তাড়াহুড়া করে রোড পার হবেন না। 😥😓😥

゚viralfbreelsfypシ゚viral

দেশবা/সীর কাছে ক্ষমা চেয়েছেন পাইলট তৌকির আহমেদের স্ত্রী 🤲🤲তিনি আরো বলেন আমাদের বিয়ের মাত্র ছয় মাস হয়েছে সংসার কি তা ...
24/07/2025

দেশবা/সীর কাছে ক্ষমা চেয়েছেন পাইলট তৌকির আহমেদের স্ত্রী 🤲🤲

তিনি আরো বলেন আমাদের বিয়ের মাত্র ছয় মাস হয়েছে সংসার কি তা বুঝে ওঠার আগেই সে চলে গেছে, আমিও তাকে ক্ষমা করে দিয়েছি। আপনারা ক্ষমা করলে হয়তো সে বেহেস্ত চলে যেতে পারবে।

বিমানের আসল রহস্য খুজে পেলাম 😆😆😜😆😆
23/07/2025

বিমানের আসল রহস্য খুজে পেলাম 😆😆😜😆😆


😭চারদিকে শুদু মৃত্যু আর মৃত্যু 😪😪দেশ যেন আজ মৃত্যুপুরীতে পরিণত ঢাকা টু সিলেট মহাসড়কে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে ...
23/07/2025

😭চারদিকে শুদু মৃত্যু আর মৃত্যু 😪😪
দেশ যেন আজ মৃত্যুপুরীতে পরিণত
ঢাকা টু সিলেট মহাসড়কে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পরে যায়। এতে অনেক মানুষের মৃত্যু ঘটে।
বাংলাদেশে এখন লাশের মিছিল চলছে😭😭

ছেলের গায়ে ঠান্ডা জাতে না লাগে তাই রাতে ৫/১০ বার কাঁথা গায়ে জড়িয়ে দেওয়া মা আজ ঐ ছেলেকে বরপে ডুবিয়ে রেখেছে… কারণ 😭😭পরিব...
22/07/2025

ছেলের গায়ে ঠান্ডা জাতে না লাগে তাই রাতে ৫/১০ বার কাঁথা গায়ে জড়িয়ে দেওয়া মা আজ ঐ ছেলেকে বরপে ডুবিয়ে রেখেছে… কারণ
😭😭পরিবারের একটি মাত্র ছেলে, দিয়াবাড়ি মাইলস্টোন স্কুলে পড়াশোনা করতো, বাবা বিদেশে ছেলের মৃ**ত্যুর সংবাদ শুনে আত্মহারা, বাবা না আসলে ছেলের দা ফ ন হবে না, বরফ দিয়ে ঢেকে রাখছেন আত্মীয়-স্বজন !'🤲🤲এই বাচ্চার মা বাবাকে আল্লাহ তুমি শোক সইবার ধৈর্য দাও😰😰😢😰😰

একটি পোশাক, এ তো কেবল এক টুকরো কাপড় নয়-এ যেন পুরো জাতির সম্মান ।দৃশ্যটি মাইলস্টোনের ভয়াবহ বিমান দুর্ঘটনার । যেখানে একজন ...
22/07/2025

একটি পোশাক, এ তো কেবল এক টুকরো কাপড় নয়-এ যেন পুরো জাতির সম্মান ।

দৃশ্যটি মাইলস্টোনের ভয়াবহ বিমান দুর্ঘটনার । যেখানে একজন সেনা সদস্য নিজের ইউনিফর্ম খুলে ঢেকে দিয়েছেন একজন মৃত নারীর অগোছালো দেহকে। আসলে তিনি শুধু একটি নারীর মরদেহ ঢাকেননি, তিনি যেন নিজ হাতে পর্দায় ঢেকে দিয়েছেন সমগ্র বাংলাদেশের সম্মান, মা-বোনের মর্যাদা ।

চারপাশে ভিড়, আতঙ্ক, বিশৃঙ্খলা —তবু এই একজন সৈনিক, নিঃশব্দে দাঁড়িয়ে যান পুরূষত্বের দৃঢ় দেয়াল হয়ে । যার শরীরে হতো অবশিষ্ট নেই কোনো অতিরিক্ত শক্তি, নেই নাটকীয়তা —ছিলো শুধু দায়িত্ব, মূল্যবোধ, আর অসম্ভব মমতা ।

এটাই বাংলাদেশ সেনাবাহিনী💖
জীবিত অবস্থায় যেমন গর্ব, মৃত্যুর পরও তেমনই গৌরব ।
এইটা শুধু ইউনিফর্ম নয়, এটা একটা মূল্যবোধের প্রতীক । এটা একটা দেশের মাটি, মা, মমতা, মর্যাদার প্রতিচ্ছবি ।

ধন্যবাদ বাংলাদেশ সেনাবাহিনী......
Ad Aria Imam ভাইয়ের ওয়াল থেকে নেয়া।
#ভাঙ্গারি_বিমান_বন্দ_করো #বিমান_দুর্ঘটনা
#রাষ্ট্রীয়_হত্যা

মৃত্যুর সংখ্যা ১২০+ (প্রতক্ষ্যদর্শী)২ তালা ভবন — ১ম তলায় ৩য়,৪র্থ,৫ম শ্রেণি — ২য় তলায় ৬ষ্ঠ,৭ম,৮ম শ্রেণি "আমি কোন ক্লাসরুম...
22/07/2025

মৃত্যুর সংখ্যা ১২০+ (প্রতক্ষ্যদর্শী)

২ তালা ভবন
— ১ম তলায় ৩য়,৪র্থ,৫ম শ্রেণি
— ২য় তলায় ৬ষ্ঠ,৭ম,৮ম শ্রেণি

"আমি কোন ক্লাসরুমে ঢুকিনি যেন এক উত্তপ্ত কয়লার বাগারে ঢুকেছিলাম... ক্লাসের ঢুকার রাস্তায় বিমানের ধংসাবশেষ পড়ে বন্ধ... জানালা একটি— ভিতরে ৩০+ শিক্ষার্থী বেঞ্চে বসে...দেহ অর্ধ গলিত অবস্থায়...কেউ হাত নাড়ায় আর কেউ মাথা... এক সেনা সদস্য বাহিরে দিয়ে গ্রিল ভাঙ্গবার কথা বলা মাত্র ফায়ার সার্ভিসের কয়েকজন মিলে গ্রিল ভাঙ্গা শুরু করি.... কয়েকজনের হাত জানালার গ্রিলে ছিল (কারণ তারা বের হবার জন্য প্রাণপণ চেষ্টা চালিয়ে ছিল) কিন্তু আগুনের উত্তপ্তার কাছে জীবন দিতে হল তাদের...

জানালার গ্রিল ভাঙ্গবার সময় পাশে থাকার ২ জন সেনাসদস্য কাদঁছিল আর বলছিল, "এইযে মা !!! এইযে মা হয়ে গেসে আরেকটু এরপরই বের হতে পারবা " বলে বলে অজস্র কান্নায় ভেঙ্গে পড়তে দেখছি... হাত কাপছিল বাচ্চাগুলার মুখ দেখা মাত্র... বালতি দিয়ে নিচ থেকে পানি আনতে গেলে উপরে শব্দ পাই গ্রিল ভাঙ্গসে... ফায়ার সার্ভিসের সদস্যরা এক এক করে ঢুকে গেল আমাদের মাক্স ছিল না তাই মানা করসে আমরাও মানা শুনে ঢুকার সাহস করিনি... মাথা ঝিম খাওয়া ছিল, হাত কাপছিল আর হার্টবিট প্রচুর ফাস্ট হয়েগিয়েছিল... শুধু দেখলাম ফায়ার সার্ভিসের সদস্যরা বাচ্চা গুলোর হাত ধরে তুলতে গিয়ে হাত সাথে এসে পরতেসে আহহহহহহহহ.... নিজেকে ঐ সময় কিভাবে ঠিক রাখতে পেরেছিলাম তাই ভাবছি...

সমাজের কিছু শু'য়ো'রের বাচ্চার সাথেও দেখা হইসে যারা আহত কিন্তু সুস্থ অবস্থায় হেটে হেটে প্রথম ধাপে বের হইসে
তাদের ভিডিও করছিল আর "আল্লাহ" "ইসসস" "আল্লাহ" করছিল...
মূলত এদের সাথে ই
★সেনা সদস্যদের হাতাহাতিই দেখতে পেরেছেন হয়তো... এদের এইসব কর্মকান্ডের জন্য আর সারাক্ষ বিভিন্ন পয়েন্টে মারামারি দেখতে পাইসি এবং আমার মতে উচিত হয়েছে....

🙏 হে আল্লাহ!!!, " তুমি এরকম পরিস্থিতি আর বাংলাদেশের বুকেঁ না নামাও...আজ যত নিরীহ প্রাণ গুলো নিহত হয়েছে তারা শহীদ...জান্নাতের সর্বোচ্চ মকামে ওদের রেখো আর এই "বাংলাদেশ"কে এরকম আপদকালীন সমস্যাগুলো থেকে বের করার জন্য যা যা প্রয়োজন তা দিয়ে সমৃদ্ধশালী কর আর যারা এই দেশকে সমৃদ্ধশালী হওয়ায় বাধা হয়ে দাঁড়ায় তাদের উপর গজব নাযিল কর... আমিন "

কপি পোষ্ট :

উত্তরা মাইলেস্টন কলেজ বিমান বিধ্বস্ত দূর্ঘটনা
২১/০৭/২০২৫ ; দেশের পাতার এক নির্মম কালো অধ্যায়।
Collected
#ভাঙ্গারি_বিমান_বন্দ_করো #অবহেলার_বিচার_চাই #বিমান_দুর্ঘটনা #রাষ্ট্রীয়_হত্যা

এখন মানুষের জীবনের চাইতে Facebook এ ভাইরাল হওয়াটা বেশি জরুরী। 😓
21/07/2025

এখন মানুষের জীবনের চাইতে Facebook এ ভাইরাল হওয়াটা বেশি জরুরী। 😓

কাল থেকে আর স্কুলে যাবো না আমরা 😥😰😥
21/07/2025

কাল থেকে আর স্কুলে যাবো না আমরা 😥😰😥

Address

Fulbaria

Alerts

Be the first to know and let us send you an email when Live Bangla News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Live Bangla News:

Share