Masud Rana 22

Masud Rana 22 আসুন আমরা সবাই একে অপরকে ভালোবাসা দিয়ে সফলতার দিকে এগিয়ে যায়, ইনশাআল্লাহ।
(16)

বৃষ্টি আসার আগে প্রকৃতির রুদ্রমূর্তি।   #গ্রামীণ_প্রকৃতি  #গ্রামীণ_জীবন
25/07/2025

বৃষ্টি আসার আগে প্রকৃতির রুদ্রমূর্তি।

#গ্রামীণ_প্রকৃতি
#গ্রামীণ_জীবন


সবুজে ঘেরা বাংলার প্রকৃতি,যেখানে ভোরের আলো ফোটে ধীরে ধীরে।পাখির কিচিরমিচিরে মুখরিত গাছের ডালপালা,ধান ক্ষেতের বুক চিরে চল...
24/07/2025

সবুজে ঘেরা বাংলার প্রকৃতি,
যেখানে ভোরের আলো ফোটে ধীরে ধীরে।
পাখির কিচিরমিচিরে মুখরিত গাছের ডালপালা,
ধান ক্ষেতের বুক চিরে চলে আঁকাবাঁকা মেঠোপথ।
নিরিবিলি এক শান্ত ভালোবাসার নাম গ্রামীন প্রকৃতি।

#গ্রামীণ_প্রকৃতি
#গ্রামীণ_জীবন



সবুজ ধানের মাঠের মাঝখানে উঁচু একটি ভিটেতে দাঁড়িয়ে আছে টিন ও বাঁশের তৈরি একটি গ্রাম্য ঘর। ঘরের পেছনে সারি ধরে দাঁড়িয়ে থাক...
23/07/2025

সবুজ ধানের মাঠের মাঝখানে উঁচু একটি ভিটেতে দাঁড়িয়ে আছে টিন ও বাঁশের তৈরি একটি গ্রাম্য ঘর। ঘরের পেছনে সারি ধরে দাঁড়িয়ে থাকা নারকেল গাছগুলো যেন আকাশ ছুঁতে চায়। আকাশজুড়ে রুদ্রজ্জল নীল রং, মাঝে মাঝে ভেসে বেড়াচ্ছে তুলোর মতো সাদা মেঘ।
যা মনে দাগ কেটে যায়।

#গ্রামীণ_প্রকৃতি
#গ্রামীণ_জীবন



সত্যিই তুমি যদি শান্তি চাও, প্রকৃতির মাঝে নিজেকে উজাড় করে দিতে চাও, যদি বুক ভরে নিশ্বাস নিতে চাও, তবে গ্রামে আসো..........
23/07/2025

সত্যিই তুমি যদি শান্তি চাও,
প্রকৃতির মাঝে নিজেকে উজাড় করে দিতে চাও,
যদি বুক ভরে নিশ্বাস নিতে চাও,
তবে গ্রামে আসো...........
রইল নিমন্ত্রণ।

#গ্রামীণ_প্রকৃতি
#গ্রামীণ_জীবন





নদীপাড়ের এক শান্ত গ্রামের দৃশ্য। মাঝখানে টিনের ছাউনির একটি সাদামাটা ঘর। ঘরের আশপাশে সবুজ গাছপালা ও কাঁঠাল গাছ, পাশে খড়ের...
22/07/2025

নদীপাড়ের এক শান্ত গ্রামের দৃশ্য।
মাঝখানে টিনের ছাউনির একটি সাদামাটা ঘর।
ঘরের আশপাশে সবুজ গাছপালা ও কাঁঠাল গাছ, পাশে খড়ের ঘর।
সামনে নদীতে ডিঙি নৌকা, গ্রামের মানুষজন নৌকায় করে আসা-যাওয়ায় ব্যস্ত।
নীল আকাশ আর সবুজ ক্ষেত মিলিয়ে পুরোটা যেন এক টুকরো জীবন্ত বাংলাদেশ।

#গ্রামীণ_প্রকৃতি
#গ্রামীণ_জীবন



এক অদ্ভুত সুন্দর গ্রামীণ প্রাকৃতিক দৃশ্য। পুরনো টিনের তৈরি একটি ঘর শান্তভাবে দাঁড়িয়ে আছে নদীর ঘাটে। পাশে বাঁধা আছে একটি ...
22/07/2025

এক অদ্ভুত সুন্দর গ্রামীণ প্রাকৃতিক দৃশ্য।
পুরনো টিনের তৈরি একটি ঘর শান্তভাবে
দাঁড়িয়ে আছে নদীর ঘাটে।
পাশে বাঁধা আছে একটি কাঠের নৌকা,
যেন ভোরের প্রথম আলোয় ভেসে চলার অপেক্ষায়। চারপাশজুড়ে সবুজ ধানক্ষেত, কলাগাছ আর আঁকাবাঁকা নদী এক মনমুগ্ধকর পরিবেশ।
রুদ্রজ্জল নীল আকাশে সাদা মেঘের উপস্থিতি প্রকৃতির কোলে লুকিয়ে থাকা এক নিখুঁত প্রশান্তির গল্প বলে।

#গ্রামীণ_প্রকৃতি
#গ্রামীণ_জীবন



উঁচু ভিটার ওপর বাঁশের কুটির বেড়ায় ঘেরা একটি পুরনো দিনের বারান্দাওয়ালা মাটির ঘর দাঁড়িয়ে আছে। পাশে রান্নাঘর, টয়লেট ও টিউবও...
21/07/2025

উঁচু ভিটার ওপর বাঁশের কুটির বেড়ায় ঘেরা একটি পুরনো দিনের বারান্দাওয়ালা মাটির ঘর দাঁড়িয়ে আছে। পাশে রান্নাঘর, টয়লেট ও টিউবওয়েল।
উঠোনের পেছনে পেঁপে গাছে ঝুলছে কাঁচা-পাকা পেঁপে, পাশে ছায়া দিচ্ছে দুটি নারিকেল গাছ।
ছোট ছোট গাছপালা সাজানো উঠোনে প্রাণ আনছে। চারপাশে সবুজ ধানক্ষেত, মোটা পাড়ের বয়ে চলা নদী আর টলমলে জলের মধ্যে বাঁধা নৌকা
সব মিলিয়ে যেন জীবন্ত এক গ্রামীণ গল্প।
রুদ্রজ্জল আকাশে ভাসছে দু-এক টুকরো সাদা মেঘ।

#গ্রামীণ_প্রকৃতি
#গ্রামীণ_জীবন




শান্ত দুপুরে পুকুরের  ধারে এক টুকরো গ্রাম্য জীবন। উঠানে ধান শুকাচ্ছে, তাতে হাত লাগিয়েছে মা ও সন্তান। ছায়ায় জাবর কাটছে গর...
21/07/2025

শান্ত দুপুরে পুকুরের ধারে এক টুকরো গ্রাম্য জীবন। উঠানে ধান শুকাচ্ছে, তাতে হাত লাগিয়েছে মা ও সন্তান। ছায়ায় জাবর কাটছে গরু, আর ছোট মেয়েটি কলস ভরে ফিরছে পুকুর থেকে। নারকেল গাছের ছায়া মাটিতে স্পষ্ট, দূরে নারকেল গাছের সারি মিলিয়ে এক স্নিগ্ধ পরিবেশ।

#গ্রামীণ_প্রকৃতি
#গ্রামীণ_জীবন


গ্রাম বাংলার অপরূপ দৃশ্য। যা মন কেড়ে নেয় প্রতিবারই.......   #গ্রামীণ_প্রকৃতি  #গ্রামীণ_জীবন
20/07/2025

গ্রাম বাংলার অপরূপ দৃশ্য।
যা মন কেড়ে নেয় প্রতিবারই.......

#গ্রামীণ_প্রকৃতি
#গ্রামীণ_জীবন



20/07/2025

আসসালামু আলাইকুম। শুভ সকাল কলিজার বন্ধুরা।

সবুজ টিনের ছাউনির ঘরটি যেন গ্রামবাংলার হৃদয়ে বসে আছে।পেছনে ছড়িয়ে আছে সোনালি ধানের মাঠ আর আঁকাবাঁকা খাল।রুদ্রজ্জ্বল নীল আ...
19/07/2025

সবুজ টিনের ছাউনির ঘরটি যেন গ্রামবাংলার হৃদয়ে বসে আছে।

পেছনে ছড়িয়ে আছে সোনালি ধানের মাঠ আর আঁকাবাঁকা খাল।

রুদ্রজ্জ্বল নীল আকাশে ভেসে বেড়ায় সাদা মেঘের দল।

নৌকায় করে চলছে চলাফেরা, মাঠে ব্যস্ত কৃষকেরা।

#গ্রামীণ_প্রকৃতি
#গ্রামীণ_জীবন




সবুজ টিনের ছাউনির ঘর, পাশে খড়ের কুঁড়ে, জীবন চলে আপন ছন্দে গ্রামীন পল্লীর দৃশ্যপটে। ধানক্ষেতের মাঝে শ্রমে-ঘামে হাসিমুখে ...
19/07/2025

সবুজ টিনের ছাউনির ঘর, পাশে খড়ের কুঁড়ে,
জীবন চলে আপন ছন্দে গ্রামীন পল্লীর দৃশ্যপটে।

ধানক্ষেতের মাঝে শ্রমে-ঘামে হাসিমুখে মানুষজন, পাখির ডাক আর হালকা মেঘে পূর্ণ রৌদ্রোজ্জ্বল সকাল।

প্রকৃতি যেন এখানে কথা বলে শান্তি আর সৌন্দর্যের ভাষায়।

#গ্রামীণ_প্রকৃতি
#গ্রামীণ_জীবন




Address

Fulbaria

Telephone

+8801816377665

Website

Alerts

Be the first to know and let us send you an email when Masud Rana 22 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Masud Rana 22:

Share