10/05/2020
কে কি ভাবলো তাতে আমার কিচ্ছু যায় আসে না। এই বাক্যটা প্রিয় করে ফেলো। দেখবে তুমি জিতে যাবে নিজের কাছে। আমি হয়তো বিল গেটস বা মহান ব্যক্তিত্বসম্পন্ন মানুষের দলের কেউ না। কিন্তু নিজেকে নিয়ে মহান কিছু ভাবতে দোষ কিসের।
হাউএভার, প্রত্যেকটা মানুশের জীবনে একটা সময় আসে যেটা বাস্তবতার সাথে হ্যান্ডশেক করিয়ে দিয়ে যায়। ভাবাতে বাধ্য করে ছোট্টবেলাটা ভীষণ ভালো ছিলো। কিন্তু অপ্রিয় হলেও সত্য, এটা সবার জীবনেই উকি দেয়। সে যেই হোক না কেনো।
সমাজ পরিবেশ পরিবার আমাদের এই টাইমে পর্যাপ্ত স্পেস দেয় না। যার দরুন আমরা উঠে দাঁড়াতে পারি না। নিজের ইচ্ছে টাকে মাটি দিয়ে তাদের সাথে তালমিল দিতে হয়। কিন্তু কথায় আছে, জোর করে কিছু গিললে সেটা বমি হয়ে বেরিয়ে আসে।
সমাজ পরিবেশ পরিবার কেউই তোমার ভুলের দায় নিবে না। কিন্তু তোমার ভালো কিছুর ক্রেডিট তারা ছিনিয়ে নিতে চাইবে। সবাই যার যার অবস্থান থেকে সেলফিস। খুব বড় রকমের সেলফিস।
আজ থেকে নিজেকে শোনো। কে কি বললো মাথা ঘামাইয়ো না। হতে পারে সে নিজের জন্মদাতা পিতা। তার ইচ্ছে অনুযায়ী তুমি তোমার তুমিত্বটা হারাবে। একটা সময়ে নিজেকে হারাবে।
যেটায় নিজের আগ্রহ অটুট, সেইটার ব্যাসিক নিয়ে চিন্তা করো। প্লান করো এডভান্স লেভেলে যাওয়ার। মনে রাখবে, তোমার চেয়ে ভালো তোমাকে কেউ বুঝবে না। হয়তো আম্মাও না।
- আহসান শেখ