Obelar Golpo

Obelar Golpo Your Favourite One!

18/09/2020
10/05/2020

কে কি ভাবলো তাতে আমার কিচ্ছু যায় আসে না। এই বাক্যটা প্রিয় করে ফেলো। দেখবে তুমি জিতে যাবে নিজের কাছে। আমি হয়তো বিল গেটস বা মহান ব্যক্তিত্বসম্পন্ন মানুষের দলের কেউ না। কিন্তু নিজেকে নিয়ে মহান কিছু ভাবতে দোষ কিসের।
হাউএভার, প্রত্যেকটা মানুশের জীবনে একটা সময় আসে যেটা বাস্তবতার সাথে হ্যান্ডশেক করিয়ে দিয়ে যায়। ভাবাতে বাধ্য করে ছোট্টবেলাটা ভীষণ ভালো ছিলো। কিন্তু অপ্রিয় হলেও সত্য, এটা সবার জীবনেই উকি দেয়। সে যেই হোক না কেনো।
সমাজ পরিবেশ পরিবার আমাদের এই টাইমে পর্যাপ্ত স্পেস দেয় না। যার দরুন আমরা উঠে দাঁড়াতে পারি না। নিজের ইচ্ছে টাকে মাটি দিয়ে তাদের সাথে তালমিল দিতে হয়। কিন্তু কথায় আছে, জোর করে কিছু গিললে সেটা বমি হয়ে বেরিয়ে আসে।
সমাজ পরিবেশ পরিবার কেউই তোমার ভুলের দায় নিবে না। কিন্তু তোমার ভালো কিছুর ক্রেডিট তারা ছিনিয়ে নিতে চাইবে। সবাই যার যার অবস্থান থেকে সেলফিস। খুব বড় রকমের সেলফিস।
আজ থেকে নিজেকে শোনো। কে কি বললো মাথা ঘামাইয়ো না। হতে পারে সে নিজের জন্মদাতা পিতা। তার ইচ্ছে অনুযায়ী তুমি তোমার তুমিত্বটা হারাবে। একটা সময়ে নিজেকে হারাবে।
যেটায় নিজের আগ্রহ অটুট, সেইটার ব্যাসিক নিয়ে চিন্তা করো। প্লান করো এডভান্স লেভেলে যাওয়ার। মনে রাখবে, তোমার চেয়ে ভালো তোমাকে কেউ বুঝবে না। হয়তো আম্মাও না।
- আহসান শেখ

06/05/2020

অবেলার গল্পে ২০০০ মেম্বার সেলিব্রেশন উপলক্ষে #পিডিএফ আকারে বই বের করতে চাচ্ছি। আপনারা যারা লেখক/লেখিকা আছেন তারা, ১০ লাইনের ৪'টা কবিতা লিখবেন। তার মধ্যে ৩ টা কবিতা সিলেক্ট করা হবে।

কবিতা যেকোনো বিষয়ের উপর লিখতে পারেন। এবং বানানে যেন চোখ থাকে।

আপনারা ইচ্ছে পোষণ করলে ডেইট ঠিক করবো, কবে থেকে লিখা দিতে হবে।

#অবেলার_গল্প

We are now!
06/05/2020

We are now!

জয়েন আস
28/04/2020

জয়েন আস

🙂
27/04/2020

🙂

জোরাজুরি করে খুব বেশি হলে কেবল সিমপ্যাথি পাওয়া যায়। কিন্তু আসল যে মূল্য সেটা পাওয়া যায় না। সমীকরণটা খুব সহজ, আ...

27/04/2020

জোরাজুরি করে খুব বেশি হলে কেবল সিমপ্যাথি পাওয়া যায়। কিন্তু আসল যে মূল্য সেটা পাওয়া যায় না। সমীকরণটা খুব সহজ, আপনাকে আদতে যে মূল্য দিবে সে আপনাকে এমনিতেই দিবে তার কাছে জোরাজুরি করতে হবে না।
আপনি মুক্ত করতে শিখুন। বেঁধে রাখা মানুষকে কখনো বন্দি করা যায় না। বরং সবকিছু শেষ করে দেওয়ার পরে যদি আবার সে ফিরে আসে তাহলে সেটাকে ভালোবাসা বলে। সেই মানুষটাই আপনার। যে আপনার কাছে থাকবে সে আপনার কাছে এমনিতেই থাকবে. তাকে আলাদা করে বেঁধে রাখতে হবে না।
ধরে নিলাম আপনি সহজ-সরল ছিলেন খুব বোকা ছিলেন বলেই হয়তো কেউ আপনাকে ছেড়ে চলে গিয়েছিল। কিন্তু সেই মানুষটা যদি আবার ব্যাক করতে চায় তবে তাকে গ্রহণ করিয়েন না। কারণ সে মানুষটা অন্য কোথাও পাত্তা না পেয়ে আবার আপনার কাছে ব্যাক করেছে এবং আপনি নিজেকে আবার নতুন করে বুঝিয়ে দিলেন আপনি বোকা বোকাই আছেন।
আমরা একটু কথা বলি না যে, আমি সিরিয়াসলি ওকে খুব ভালোবাসি। আসলে সিরিয়াসলি কাউকে ভালোবাসা যায় না। সিরিয়াসলি প্রেম করা যায়। ভালোবাসায় সিরিয়াস ব্যাপারটা থাকে না কারন একটা রিলেশনশিপে যে যত বেশি সিরিয়াস দেখায় সে ততটাই ঠকে যায় এবং এটাই বাস্তব।
তাই আজ থেকে ভালোবাসার মানুষগুলোকে মুক্ত করে দিন। যে আপনার, সে আপনারই থাকবে।

~ আহসান শেখ

24/04/2020

পকেট খালি ব্যাপারটা একটা বিচ্ছিরি রকম অভিশাপ! 💔

17/04/2020

একটা বয়সের শেষে আমাদের বলার মতো
প্রিয় রঙ কিংবা প্রিয়জন থাকেনা।
একটা বয়সের শেষে আমাদের চাওয়া-পাওয়ার লিস্ট টা অপূর্ণ থাকলেও,
নতুন করে চাওয়ার কিছুই থাকেনা।

বয়সের একটা সময় শেষে আমরা রোজ রোজ
আয়নার সামনে দাঁড়িয়ে কারো কথা ভাবিনা।
বয়সের একটা সময় শেষে আয়না দেখে
নিজের চুলটাও ঠিক করার কথা মনে থাকে না।

বয়সের একটা সীমা শেষে আমরা
নিজেদের অল্প বয়সের অনুভূতি গুলোর কথা ভেবে,
নিজেরাই নিজেদের পাগল বলতে বাদ রাখি না।
বয়সের সেই পথে দাঁড়িয়ে নিজের উপর হাসতে হাসতে বলি,
"কতোই না পাগলামি করেছি"।

বয়সের একটা সময় শেষে আমরা নিজেরাই নিজেদের জন্য ভরসা হয়ে উঠি,
অসময়ে নিজেদের মিথ্যে ভরসা দিয়ে বলে ফেলি
''সব ঠিক হয়ে যাবে''।

একটা বয়সের শেষে আমাদের সময় কাটানোর জন্য স্পেশাল কোনো কিছুর দরকার হয় না।
একটা বয়সের শেষে আমাদের
স্পেশাল দিনগুলোও মনে থাকেনা।
এমনকি একটা বয়সে এসে ডায়েরিতে টুকে রাখা
স্পেশাল মুহুর্ত গুলোর খোঁজও আর নেওয়া হয়না।

একটা বয়সের শেষে আমরা মেনে নিতে নয়,
মানিয়ে নিতেই সাচ্ছন্দ্য বোধ করি।

বয়সের শেষ বেলাই এসে আমরা
ভালো থাকার চেয়ে
ভালো রাখতে ব্যস্ত হয়ে পড়ি।
বয়সের শেষ বেলাই
ভালো না থেকেও 'ভালো আছি' বলতে পারাটাকেই
আমরা জীবনের সেরা স্বাদ মনে করি ।
তারপর একদিন বয়সের বেলা শেষে
জীবনের ইতি টানি।

#বয়সের_শেষ_বেলা

#অবেলার_গল্প

17/04/2020

আগে ২০ টাকার একটি বল কেনার জন্য ১১জন বন্ধু মিলে টাকা সংগ্রহ করতাম।আর এখন একটা বল তো কিনে আনতে পারি কিন্তু ১১ জন বন্ধু এক সাথে পাই না।

#অবেলার_গল্প

Address

Fulbaria

Alerts

Be the first to know and let us send you an email when Obelar Golpo posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category