Shamim with new topics

Shamim with new topics অজানাকে জানতে চাই।

বন্ধুত্বহিন জীবন হল লবন ছাড়া তরকারির মত ।বন্ধুত্ব তৈরি হয় মনের মিল থেক। বন্ধু হল মানুষের এক হৃদয়ের অনুভূতিমূলক সম্পর্ক...
08/09/2023

বন্ধুত্বহিন জীবন হল লবন ছাড়া তরকারির মত ।বন্ধুত্ব তৈরি হয় মনের মিল থেক। বন্ধু হল মানুষের এক হৃদয়ের অনুভূতিমূলক সম্পর্ক ।আমাদের বেঁচে থাকার জন্য যেমন অক্সিজেন প্রয়োজন তেমনি আমাদের জীবনে বন্ধুত্বেরও প্রয়োজন রয়েছে। বন্ধুত্ব মানে হল বিশ্বাস ,ভালোবাসা যত্ন জীবনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা। আমাদের জীবনে বন্ধুদের কতটা গুরুত্ব রয়েছে তা বলে বোঝানো সহজ নয়। একজন প্রকৃত বন্ধু দশ হাজার আত্মীয়র সমান হয়ে থাকে। আমাদের জীবনের শ্রেষ্ঠ পুরস্কার এর মধ্যে একটি হলো বন্ধু। একজন প্রকৃত বন্ধু পাওয়া ভাগ্যের বিষয়। কিছু হয়নি”শোনার পরেও,“আরে বল না কি হয়েছে”বলার মতো একজন বন্ধু প্রত্যেকের প্রয়োজন।ভালোবাসার জন্য কখনো নিজের বন্ধুত্বকে মরতে দিও না…কারণ জীবনের শেষে দেখবে বন্ধুরাই সাথে রয়ে গেছে,ভালোবাসা নয়…

05/09/2023

আস্তে আস্তে পড়ুন তো,🌸🏵️🖤🤍

আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ,
আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ,📿📿

এবার পডুন,

আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ,📿📿

এবার,
আল্লাহুম্মাগফিরলী আল্লাহুম্মাগফিরলী আল্লাহুম্মাগফিরলী আল্লাহুম্মাগফিরলী আল্লাহুম্মাগফিরলী আল্লাহুম্মাগফিরলী আল্লাহুম্মাগফিরলী📿📿

এবার,
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ,📿📿

এবার আরও কিছু পড়ুন দেখি একবার করে 🌸

আস্তাগফিরুল্লাহ্ 📿

আল্লাহুম্মাগফিরলী📿

আলহামদুলিল্লাহ📿

আল্লাহু আকবার📿

সুবহানাল্লাহ 📿

আল্লাহুম্মা আজীরনি মিনান নার📿

আল্লাহুমা সাল্লি আলা সায়্যিদিনা মুহাম্মদ 📿

লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ সাঃ📿

কি হলো ভালো লাগছে তো??🌸

লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম 📿

রব্বীর হামহুমা কামা রব্বা ইয়ানী ছগীরা📿

সুবহানাল্লাহি ওয়া বিহামদিহী সুবহানাল্লাহি আযীম 📿

লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নী কুনতু মিনায যোলীমিন।📿

কেমন লাগলো জিকির করে? আলহামদুলিল্লাহ নিশ্চয়ই খুব ভালো।🌸

আলহামদুলিল্লাহ।🤍🖤

05/09/2023

হিংস্র বাঘের ওপর দয়া করা নিরীহ হরিণের ওপর জুলুম করার নামান্তর

05/09/2023

মানুষ এমনভাবে জীবনযাপন করে যেন কখনো মরতে হবে না, আবার এমনভাবে মরে যায় যেন কখনো বেঁচেই ছিল না।

05/09/2023

>আমি আল্লাহকে সবচেয়ে বেশি ভয় পাই। তার পরেই ভয় পাই যে আল্লাহকে মোটেই ভয় পায় না।

05/09/2023

যে সৎ, নিন্দা তার কোনো অনিষ্ট করতে পারে না।

05/09/2023

লে ঠেলা সামলা।😫👉😐😑

আগামী বছরের (২০২৪ সাল) এসএসসি ও এইচএসসি পরীক্ষার সম্ভাব্য সময় ঘোষণা করেছে শিক্ষা বোর্ডগুলো। এর মধ্যে এসএসসি পরীক্ষা হবে আগামী বছরের ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে এবং এইচএসসি পরীক্ষা হবে জুনের দ্বিতীয় সপ্তাহে।

সূত্র শিক্ষা বোর্ড

05/09/2023

👉👉💁‍♂️

অপরের ভুল থেকে নিজে শিক্ষা নাও। কারণ, সবকিছু নিজের উপর প্রয়োগ করে শিখতে চাইলে তোমার আয়ু কম পড়বে।

05/09/2023

মুর্খের সঙ্গে বন্ধুত্ব করো না, সে তোমার উপকারের চেষ্টা করতে গিয়ে তোমার ক্ষতি করবে ।
--হযরত আলী (রাঃ)।

05/09/2023

কৃতজ্ঞ কুকুর অকৃতজ্ঞ মানুষের চেয়ে শ্রেয়।
--শেখ সাদী (রাঃ)।

কোরিয়ান আরো কিছু গুরুত্বপূর্ণ গ্রামার
04/09/2023

কোরিয়ান আরো কিছু গুরুত্বপূর্ণ গ্রামার

Address

Fulbaria

Website

Alerts

Be the first to know and let us send you an email when Shamim with new topics posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Shamim with new topics:

Share