
12/08/2025
তুমি নাকি সব
দিলরুবা খানম সাথী
তুমি স্মার্ট, তুমি সুদর্শন
আমি আনস্মার্ট, কুৎসিত
তুমি লম্বা, তুমি ধবধবে সাদা
আমি খাটো, আমি কুচকুচে কালো
তুমি জ্ঞানী, তুমি গুনী
আমি মূর্খ, আমি গুণহীন
তুমি চালাকচতুর
আমি বোকাসোকা
তুমি নিজেই সব
শুধু মুখে বলো ধর্মের কথা।
আমি খোদার দাস
মেনে চলি আল্লাহ রাসুলের কথা।
তুমি যোগ্য, আমি অযোগ্য
লটালে যে কথা
মিথ্যা অপবাদে গায়ে ছুঁড়লে কাঁদা।