Nasrin's Life Style

Nasrin's Life Style আমার শখের সব কিছু নিয়েই আমার পেইজ।
(18)

18/07/2025

আমার মত, আমার কিচেন কে ও আমি পরিপাটি রাখতে চেষ্টা করি,,,

゚viralシfypシ゚viralシalシ

যাদের শ্বশুর বাড়িতে কষ্ট নেই  দেখা যায় বাবার বাড়ির দিক থেকে তারা কষ্ট পায়।। 🥲আবার যারা বাবার বাড়িতে আদর ভালোবাসা পা...
17/07/2025

যাদের শ্বশুর বাড়িতে কষ্ট নেই দেখা যায় বাবার বাড়ির দিক থেকে তারা কষ্ট পায়।। 🥲

আবার যারা বাবার বাড়িতে আদর ভালোবাসা পায় তারা উল্টো শ্বশুরবাড়িতে অবহেলিত।। 🥲

আবার যারা দুই দিক থেকে ভালোবাসা পায় দেখা যায় তাদের বরগুলো হয় বদমাশ। 🥲
আবার দুদিক থেকে অবহেলা পেলেও কারো কারো বর বট বৃক্ষের মতো বউকে আগলে রাখে।❤️

কেউ সবদিক থেকে সব পায় অথচ দেখা যায় তার কোলটা এখনো খালি।।🥲

কেউ সুখের অপেক্ষা করতে করতেই না ফেরার দেশে চলে যায়।।
কেউ স্বেচ্ছায় যেতে চায়।।🥲

এভাবে হাজার নারীর জীবনে দেখা যায় একটা না একটা দুঃখ, কষ্ট, অভাব কিছু না কিছু আছেই। কেউ প্রকাশ করে আবার কেউ দিনে গাল ভরা হাসি রেখে রাতে বালিশ চেপে কাঁদে।। 🥲

খুব কমই আছে যে সব দিক দিয়ে কপাল দিয়ে দুনিয়ায় বেঁচে আছে।।

দুনিয়া আসলে পরীক্ষার জায়গা।।। 🤔🤔🤔

゚viralシfypシ゚viralシalシ

16/07/2025

স্মৃতি,,,
২০২২ সালের কথা,,,
আমার বানানো প্রথম বার্থডে কেক,,,
এই ছোট ছোট বাচ্চাগুলো এখন অনেক বড় হয়ে গেছে।

゚viralシfypシ゚viralシalシ

15/07/2025

ইনশাল্লাহ এবার ফুল ধরবেই,,,

゚viralシfypシ゚viralシalシ

স্বামীর অবহেলা একজন নারীর জীবনে কঠিন সময় বয়ে আনলেও সেটাই জীবনের শেষ কথা নয়। পরিস্থিতিকে সঠিকভাবে বিশ্লেষণ করে ধৈর্য ও...
15/07/2025

স্বামীর অবহেলা একজন নারীর জীবনে কঠিন সময় বয়ে আনলেও সেটাই জীবনের শেষ কথা নয়।

পরিস্থিতিকে সঠিকভাবে বিশ্লেষণ করে ধৈর্য ও বুদ্ধিমত্তার সাথে এগিয়ে গেলে অনেক সম্পর্ক আবারো প্রাণ ফিরে পায়।

আর যদি সম্পর্ক রক্ষা করা সম্ভব নাও হয়, তাহলে যে আত্মমর্যাদা রক্ষা করে সামনে এগিয়ে যাওয়াই শ্রেয়।

একজন নারী কেবল স্ত্রী হিসেবেই নয়, একজন ব্যক্তি-- একজন মা --একজন সৃষ্টিশীল মানুষ হিসেবে অসীম সম্ভাবনার ধারক।

সেই সম্ভাবনাকে সম্মান করুন। নিজেকে ভালোবাসুন,,,❤️❤️❤️

゚viralシfypシ゚viralシalシ #

সুখ মানুষের জীবনে অহংকারের পরীক্ষা নেয়।❤️ আল্লাহ সুখ দিয়ে আপনাকে পরীক্ষা করে আপনি কতটা অহংকারী হয়েছেন।❤️আর দুঃখ মানুষ...
12/07/2025

সুখ মানুষের জীবনে অহংকারের পরীক্ষা নেয়।❤️

আল্লাহ সুখ দিয়ে আপনাকে পরীক্ষা করে আপনি কতটা অহংকারী হয়েছেন।❤️

আর দুঃখ মানুষের জীবনে ধৈর্যের পরীক্ষা নেয়।❤️

দুঃখ দিয়ে আল্লাহ আপনাকে পরীক্ষা করে আপনি কতটুকু সময় আল্লাহকে ডাকেন। ❤️

゚viralシfypシ゚viralシalシ

10/07/2025

কলেজে অভ্যন্তরীণ(year final) পরীক্ষার অংশবিশেষ,,,
শান্তশিষ্ট পরিবেশে পরীক্ষা চলছে,,,

゚viralシfypシ゚viralシalシ

দাম্পত্য জীবনে সুখে থাকতে চাইলে আপনার স্মৃতি শক্তি দুর্বল হতে হবে। ভুলে যাওয়া রোগ থাকতে হবে, আর কখনো কখনো কানে কম শুনতে...
10/07/2025

দাম্পত্য জীবনে সুখে থাকতে চাইলে আপনার স্মৃতি শক্তি দুর্বল হতে হবে। ভুলে যাওয়া রোগ থাকতে হবে, আর কখনো কখনো কানে কম শুনতে হবে।

সুখী দাম্পত্যের জন্য কিছু জিনিস ভুলে যাওয়া এবং ছেড়ে দেওয়াই আসল রহস্য।

゚viralシfypシ゚viralシalシ

আমার বাগান আমার নিজস্ব। নিজের সাথে থাকার একটা জায়গা। বাগানে আসলে আমার এলোমেলো ভাবনা গুছিয়ে আসে। মনের ভার হালকা হয়। অন...
09/07/2025

আমার বাগান আমার নিজস্ব। নিজের সাথে থাকার একটা জায়গা। বাগানে আসলে আমার এলোমেলো ভাবনা গুছিয়ে আসে। মনের ভার হালকা হয়।
অনেক সময় বাগানে বসেই জীবনের অনেক কঠিন প্রশ্নের উত্তর মিলে যায়।।
তাই বেশি বেশি বাগান করুন।।। ❤️❤️

゚viralシfypシ゚viralシalシ

07/07/2025

কি ক্যাপশন দেই বলুন তো??????

゚viralシfypシ゚viralシalシ

দুঃখ হলে বিরাট  এক সম্পদ,দুঃখ হলে এবাদতের স্বাদ বাড়ে। আল্লাহর কাছাকাছি যাওয়া যায়।    ゚viralシfypシ゚viralシalシ
07/07/2025

দুঃখ হলে বিরাট এক সম্পদ,দুঃখ হলে এবাদতের স্বাদ বাড়ে। আল্লাহর কাছাকাছি যাওয়া যায়।

゚viralシfypシ゚viralシalシ

05/07/2025

নিজের হাতে লাগানো গাছের ফল মিষ্টি একটু বেশিই হয়।।

゚viralシfypシ゚viralシalシ

Address

Fulbaria

Alerts

Be the first to know and let us send you an email when Nasrin's Life Style posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share