
23/07/2025
'ভালো স্টুডেন্ট' হওয়া চেয়ে যে 'ভালো মানুষ' হওয়া বেশি দরকার সেটা Ayman Sadiq আর Salman Mohammad Muqtadir আবার প্রমান করে দিলো!
সমাজের চোখে 'আয়মান' ভালো স্টুডেন্ট,ভালো টিচার! ব্যাস এইটুকুই! এর বাইরে আর কিছুই নাই! জুলাইতে সে সবার লাস্টে পোস্ট দিয়েছে, লুকিয়ে ছিলো। আর এই যে পরশু রাতে সে স্টোরি দিয়েছিলো যে তার লাইফ সে উপভোগ করতেছে! সমালোচনা সহ্য করতে না পেরে স্টোরি ডিলিট দিছে তারপর সমালোচনা থেকে মুক্তি পাওয়ার জন্য রাতের ১ টা ৪৫ এ স্ট্যাটাস দিয়েছে যাতে তাকে কেউ কিচ্ছু না বলে!
অপরদিকে সালমান অনেকের চোখেই ব্যাড বয়, সমালোচনা করার মতো লোকের অভাব নাই কিন্তু দেশের ব্যাপারে সালমান ই সবচেয়ে বেশি কথা বলে! কাউকে 'ভয়' পাওয়ার কিচ্ছু নাই, সালমান ভয় ও পায় না। নিজের 'ভালো ইমেজ' বাঁচানোর চেষ্টাও নাই আয়মানের মতো! সে অলোয়েজ যেইটা যৌক্তিক সেইটাই বলে।
একটা সত্যি কথা কি জানেন? অনেকেই মানতে চাইবেনা, দেশের ব্যাপারে 'লাস্ট বেঞ্চার' রাই এগিয়ে আসে, 'ফাস্ট বেঞ্চার' গুলা নিজেদের 'ইমেজ' বাঁচানোর চিন্তায় থাকে! বিপদে 'ব্যাড বয়' গুলাই সবার আগে এগিয়ে আসে! ❤️