
16/07/2025
ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া সম্প্রতি এক পোস্টে জানিয়েছেন, সত্য কখনো দেরি করে, হার মানে না।
‘সময় নিজেই সব বলে দেয়। সত্য কখনো দেরি করে, হার মানে না। মহাবিশ্ব দেখছে, আমি ছেড়ে দিলাম’- বলেন নুসরাত।
এই স্ট্যাটাসের পর কমেন্ট বক্সে নেটিজেনরা অভিনেত্রীর সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন।
আরিয়ার নামে একজন লিখেছেন, ‘ঠিক বলেছেন নুসরাত ফারিয়া। আপু সময় সবসময় তার যোগ্য জবাব দেয়।’ আরেকজনের কথায়, ‘দারুণ কথা। একটু ধৈর্য ধরলে সব পাওয়া যায়।’
নিজের অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন এই অভিনেত্রী। অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ সরব তিনি।
ফারিয়া প্রথমে রেডিও জকি (আরজে) হিসেবে তার কর্মজীবন শুরু করেন। এরপর মডেলিং এবং বিজ্ঞাপনের মাধ্যমে শোবিজে প্রবেশ করেন। ২০১৫ সালে তিনি তার প্রথম চলচ্চিত্র “আশিকী” দিয়ে চলচ্চিত্রে আত্মপ্রকাশ করেন।
এটি একটি ভারতীয়-বাংলাদেশি যৌথ প্রযোজনার ছবি, যেখানে তার বিপরীতে ছিলেন অংকুশ হাজরা। এই চলচ্চিত্রটি বাণিজ্যিকভাবে সফল হয় এবং নুসরাত ফারিয়াকে জনপ্রিয় করে তোলে।