
20/07/2025
জুতা চুরি করার অপরাধে বাচ্চাটিকে গলায় জুতার মালা পরিয়ে ঘুরিয়েছে পাংশা বাজারের কিছু ব্যবসায়ী!
কিন্তু একবারও কি ভেবে দেখেছেন, এই বাচ্চাটি কেন চুরির মতো খারাপ জিনিসে নিজেকে জড়ালো?
এখনকার বেশিরভাগ পরিবার, সমাজ ব্যবস্থা আর নির্দিষ্ট কিছু মানুষের স্বার্থ উদ্ধারের জন্য তারা এই বাচ্চা শিশুদের দিয়ে এই অপকর্মগুলো চালিয়ে থাকে। তারা ছোটো থেকেই এইগুলো তাদের শিক্ষা দিয়ে থাকে। মনে রাখবেন, একটা শিশু কিন্তু জন্মের পর থেকে চোর হয়ে জন্মায় না, তাদের কে এইভাবে বানানো হয়!
এই বাচ্চাদের শাস্তি দিয়ে কোনো লাভ নেই, কারণ তাদের যেমন বলা হয়েছে তারা সেইভাবেই কর্ম করছে। আমাদের সবার উচিত এই বাচ্চাদের কাছ থেকে ওইসব খারাপ ব্যক্তিদের তথ্য বের করা, তারপর তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া!
যদি ভুল কিছু বলে থাকি, মাফ করবেন।
ঘটনাটি ঘটেছে পাংশা বাজার, পাংশা-রাজবাড়ী।