Sohel Ahmad

Sohel Ahmad If the goal of life is right, success will come

পৃথিবীতে প্রায় ১৭০ মিলিয়ন লোকেরা নিয়মিত ভিত্তিতে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে থাকে, প্রতি শ্রমজীবী ​​পেশাদার কম...
01/11/2022

পৃথিবীতে প্রায় ১৭০ মিলিয়ন লোকেরা নিয়মিত ভিত্তিতে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে থাকে, প্রতি শ্রমজীবী ​​পেশাদার কমপক্ষে ডিজিটাল মার্কেটিং মূল শিক্ষাগুলির সাথে পরিচিত হতে হবে বলে আশা করা হচ্ছে। সহজ কথায়, ডিজিটাল মার্কেটিং হ'ল ইন্টারনেট বা কোনও ধরণের বৈদ্যুতিন মিডিয়াতে পণ্য প্রচার। ডিজিটাল মার্কেটিং ইনস্টিটিউট অনুসারে, "ডিজিটাল মার্কেটিং হল ডিজিটাল চ্যানেলগুলির ব্যবহার এবং লক্ষ্যযুক্ত ভোক্তা এবং ব্যবসায়ের পণ্য ও পরিষেবাদি প্রচারে ডিজিটাল চ্যানেলগুলির ব্যবহার" "
লোকেরা প্রতিদিনের ভিত্তিতে ডিজিটাল সামগ্রী গ্রহণ করছে। খুব শীঘ্রই, ঐতিহ্যবাহী বিপণন প্ল্যাটফর্মগুলি অদৃশ্য হয়ে যাবে, এবং ডিজিটাল বাজার পুরোপুরি গ্রহণ করবে। ডিজিটাল মার্কেটিং এর অনেকগুলি সুবিধা রয়েছে। ঐতিহ্যবাহী বিপণনের বিপরীতে, ডিজিটাল মার্কেটিং বেশি সাশ্রয়ী।

আপনি স্বল্প সময়ের মধ্যে বৃহত্তর দর্শকদের কাছে পৌঁছে যেতে পারেন। প্রযুক্তিগত অগ্রগতির ফলে ঐতিহ্যবাহী মার্কেটিং সংস্থা ও বিভাগগুলির গ্রাহক-বেস যথেষ্ট পরিমাণে হতাশ হয়েছে। লোকেরা ট্যাবলেট, ফোন এবং কম্পিউটারে চলে গেছে, এটি সেই অঞ্চল যেখানে ডিজিটাল মার্কেটিং সবচেয়ে বেশি জায়গা পেয়েছে।
তাই বিশ্বব্যাপী এখন সবচেয়ে জনপ্রিয় সেক্টর হলো ডিজিটাল মার্কেটিং।

মাছ ধরতে অনেক অনেক মজা.....
30/10/2022

মাছ ধরতে অনেক অনেক মজা.....

21/10/2022

বাংলাদেশ কী পারবে,ওদের সাথে লড়তে?

নিজেকে নিজেই প্রতিষ্ঠিত করতে হবে নিজের সপ্ন পূরণ করার লক্ষে - অন্যরা শুধু  ছায়ার মতো  - কখনো পাশে থাকবে আবার মেঘাচ্ছন্ন ...
20/10/2022

নিজেকে নিজেই প্রতিষ্ঠিত করতে হবে নিজের সপ্ন পূরণ করার লক্ষে - অন্যরা শুধু ছায়ার মতো - কখনো পাশে থাকবে আবার মেঘাচ্ছন্ন দিন হলে তাকে খুঁজে পাওয়া যাবে না - 🙂

ছবি টা একটি উদাহরণ মাত্র 😊

16/10/2022
29/09/2022

"কিয়ামতের দিন যাদেরকে প্রথমে জান্নাতের দিকে ডাকা হবে তারা হলেন ঐসব ব্যক্তি যারা সুখে দুঃখে সব সময় আল্লাহর প্রশংসা করনে!
[মিশকাতুল ২৩০৮]

23/09/2022

❝ফর্সা আর সৌন্দর্য কখনোই এক কথা নয়। ফর্সা কেবল চামড়ার মধ্যে ফুটে উঠলেও সৌন্দর্য ফুটে উঠতে প্রয়োজন আল্লাহর আনুগত্য ও উত্তম চরিত্র। কাউকে মডেল বলার আগে দু'বার ভাবুন ❞

ড.বিলাল ফিলিপ্সের মূল ভাবের সাথে সংযুক্ত উক্তি।

21/09/2022

আল্লাহ্ দিয়েও পরিক্ষা করেন। আবার কে'ড়েও পরিক্ষা করেন। আল্লাহ্ যেটা দেন সেটা নেয়ামত! যেটা দেন না সেটা হি'কমত। যেটা দিয়ে আবার নিয়ে নেন সেটা পরীক্ষা! ধৈর্যের পর যেটা দেন সেটা কু'দরত।
সমস্ত কিছুর জন্য আলহামদুলিল্লাহ্!'

14/09/2022

১. "সুবহান-আল্লাহ
২. "আলহামদুলিল্লাহ
৩. "লা-ইলাহা ইল্লাল্লাহ
৪. "আল্লাহু আকবার
৫. "হাসবুনাল্লাহু ওয়ানি মাল ওয়াকিল
৬. "আস্তাগফিরুল্লাহ
৭. "আল্লাহুম্মাগ-ফিরলি
৮. "লা হাওলা ওয়ালা কুয়াতা ইল্লা বিল্লাহ্
৯. "আল্লাহুম্মা ইন্নি আস আলুকাল আফিয়াহ্
১০."আল্লাহুম্মা আজিরনি মিনান-নার
১১. " লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুন্তুু মিনায-যালিমীন

--পরা হলে আলহামদুলিল্লাহ

Address

Fulbaria

Telephone

+8801733041794

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sohel Ahmad posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share