Project Queen

Project Queen সালাম,আদাব নমস্কার।
আমি ইসমাম জাহান, সব সময় চেষ্টা করি আমার পড়া বই গুলো নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে! টুকটাক লিখালিখির সাথেও যুক্ত আছি আপাতত!

19/07/2025

তুমি চলে গেছো—
শহরটা এখন অন্য রকম শ্বাস ফেলে।
চায়ের দোকানে আগের মতো জটলা নেই,
রাস্তাঘাটে আর কেউ প্রেম নিয়ে স্লোগান দেয় না।

তবু আজও তুমি আমার বিপ্লব।
তোমার চলে যাওয়া
আমার ভিতর এমন একটা আগুন ধরিয়েছে,
যেটা নিভিয়ে দিতে পারেনি
সময়, সমাজ, সাহস— কেউই।

তুমি ছিলে আমার স্বাধীনতা ঘোষণা,
আমি তোমার প্রেমে পতাকা উড়িয়েছিলাম—
যে পতাকা এখন বুকের ভিতর কবর দেয়া,
তবু মাঝে মাঝে বাতাসে উড়ে ওঠে!

তুমি বিশ্বাসঘাতক হতে পারো,
কিন্তু আমি আজও
তোমাকে ভালোবাসা বলতে পারি না,
তুমি যে আমার যুদ্ধ ছিলে—
আজও তোমাকে মনে পড়লে
আমার রক্তে জেগে ওঠে বিদ্রোহ।

তুমি নেই,
তবু তুমি আছো—
আমার প্রতিটি কবিতার গোপন সংবিধানে।

~আজও তুমি আমার বিপ্লব
©ইসমাম জাহান

18/07/2025

আপনার জীবনের অনেক প্রশ্নের উত্তর হয়তো এই বইতেই ছিল—কিন্তু আপনি জানতেন না!
এই ভিডিওতে আমি রিভিউ করেছি আরিফ আজাদের দারুণ বই "কোরআন থেকে নেওয়া জীবনের পাঠ"*—যা শুধু একটা বই না, বরং জীবনের এক এক্স-রে রিপোর্ট।
কি ছিল বইয়ের ভিতরে?
কেন এত মানুষ এই বই পড়ে কাঁদে বা বদলে যায়?
আর এই বই আপনার জীবনে কীভাবে প্রভাব ফেলতে পারে?

👉 ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন—হয়তো আপনি নতুন করে বাঁচার এক অনুপ্রেরণা পেয়ে যাবেন!

🔔 সাবস্ক্রাইব করুন এমন আরও ইসলামিক ও অনুপ্রেরণামূলক রিভিউ পেতে।
📚 বই: কোরআন থেকে নেওয়া জীবনের পাঠ
✍️ লেখক: আরিফ আজাদ

\ #আরিফআজাদ #জীবনের\_পাঠ #ইসলামিকবই

হ্যালো, হ্যালো! জুম্মা মোবারক সবাইকে!!
18/07/2025

হ্যালো, হ্যালো! জুম্মা মোবারক সবাইকে!!

আমার ইউটিউবে গিয়ে বই রিভিউ টা দেখতে পারেন!
17/07/2025

আমার ইউটিউবে গিয়ে বই রিভিউ টা দেখতে পারেন!

আপনার জীবনের অনেক প্রশ্নের উত্তর হয়তো এই বইতেই ছিল—কিন্তু আপনি জানতেন না!এই ভিডিওতে আমি রিভিউ করেছি আরিফ আজাদের .....

17/07/2025

তুমি যদি থেকেও যেতে,
তবে কি আমি এতো শব্দ খুঁজতাম প্রতিদিন?
তোমার অভাবেই বুঝি
আমার কলমের নিবে জলে উঠে কবিতা,
যেমন শূন্য ক্যানভাসে ছড়িয়ে পড়ে রঙ—
যে রঙে তুমি নেই,
তবু সর্বত্র তুমি।

তুমি থাকলে হয়তো
ভালোবাসা বলেই ডাকতাম,
তোমার অভাবেই আমি তাকে বলি—
নির্জনতা, অথবা শিল্প।
একটি দীর্ঘশ্বাসে গেঁথে রাখি তোমার নাম,
তারপর কবিতার মতো ছুঁড়ে দিই আকাশে।

তুমি বলেছিলে,
“তুমি তো এমন, সবকিছুকে কবিতা বানিয়ে ফেলো।”
আমি হেসে বলেছিলাম—
“তোমাকেও পারবো কিনা জানি না!”
সেই না-পারার মধ্যেই
তোমার অভাব হয়ে উঠল আমার শ্রেষ্ঠ কবিতা।

তুমি নেই,
তাই চায়ের কাপ খালি রেখে দিই আজও,
তুমি নেই বলেই কাগজের পাশে
একটা অপ্রেরিত চিঠি পড়ে থাকে—
যেটা আমি কখনো তোমাকে পাঠাবো না।

তোমার অভাবই আমাকে লিখিয়ে নেয়,
কখনো প্রেম, কখনো দহন,
আর কখনো নীরবতায় গাঁথা এক জীবনের প্রতিচ্ছবি।

তুমি নেই,
তবু আমি আছি—
তোমার অভাব নিয়ে,
আর প্রতিটি পংক্তিতে লুকিয়ে থাকা
তোমারই কোনো অলিখিত প্রার্থনায়।

~তোমার অভাবেই কবিতা
©ইসমাম জাহান

16/07/2025

তোমার জন্যই বুঝি প্রতিটি ভোর নামে—
আকাশ যখন ঘুম ভেঙে
ধীরে ধীরে রঙে ভরে ওঠে,
তখন মনে হয়,
তুমি আমার চোখের উপর রেখে যাচ্ছো
একটা নরম স্পর্শের সকাল।

পাখির ডাকেও শুনি তোমার নিঃশ্বাস,
জানালায় আসা প্রথম আলোতে
মিশে থাকে তোমার হাতের উষ্ণতা।
আমি চায়ের কাপ হাতে নিয়ে বসে থাকি—
যেমন তুমি পাশে না থেকেও পাশে ছিলে সবসময়।

ভালোবাসা বুঝি এমনই—
যেখানে মানুষটা থাকে না,
তবু তার উপস্থিতি হয়
প্রতিটি দিনে, প্রতিটি সকালে।
সেই ভালোবাসা শব্দে বলা যায় না,
তাকে শুধু অনুভব করা যায়
ভোরের বাতাসে, কুয়াশার গন্ধে,
একটা একান্ত চিঠির অপেক্ষায়।

তোমার জন্যই আমার দিন শুরু হয়,
যদিও তুমি কোনো ক্যালেন্ডারে নেই এখন।
তবু মনে হয়,
প্রতিটি সূর্যোদয়ে আমি তোমাকে নতুন করে খুঁজি—
কবিতার ভিতর, হৃদয়ের গভীরে,
ভোরের সবচেয়ে কোমল আলোটায়।
~তোমার জন্য ভোর নামে

©ইসমাম জাহান

15/07/2025

তোমার জন্যই বুঝি সন্ধ্যারা নামে,
আকাশ তার কপালে জোছনার টিপ পরায়,
আর আমি জানালার কাছে দাঁড়িয়ে
হৃদয়ের একান্ত কবিতা গুনে ফেলি চুপিচুপি।

তুমি নেই—
তবু সব কিছুতেই তুমি।
এই কাশফুলের মাঠে হাওয়ার কাঁপুনি,
চায়ের কাপের ধোঁয়ায় তুমুল ছোঁয়া,
রাতের তারা ভরা ছাদে চুপচাপ বসে থাকা—
সবই যেন তোমারই অনুপস্থিতি!

তুমি থাকলে বলতাম,
“দেখো, আজ সন্ধ্যার চোখে কাজল বেশি…
আমারও আজ একটু বেশি ভালোবাসতে ইচ্ছে করছে।”
তুমি থাকলে, হয়তো বলতে—
“ভালোবাসা কি কেবল আজকের?
তোমাকে তো প্রতিদিনই ভালোবাসি,
নিঃশব্দে, নিঃশর্তে।”

এখন, কেবল কল্পনায় কথা হয়,
তোমার কণ্ঠ শুনি বাতাসে—
জানালার পর্দা যখন নড়ে ওঠে হালকা হাওয়ায়,
আমার গাল ছুঁয়ে যায় তোমার ছোঁয়ার মত—
কবিতার চেয়ে মধুর আর কিছু কি আছে, বলো?

তোমার জন্যই বুঝি এখনও লিখি—
প্রতিটি পঙক্তিতে গোপনে রাখি
একটা ‘তুমি’—
যে জানে না, সে-ই আমার জীবনের সবচেয়ে সুন্দর শব্দ।

~তোমার জন্য সন্ধ্যা নামে
©ইসমাম জাহান

বইটি উইশলিস্টে রেখে দিলাম!!!!!  ゚viralシfypシ゚selamat  ゚viralシfypシ゚  #পান্ডুলিপির_বাহিরে  েরিয়ালা          #ইসমাম_জাহান  ...
13/07/2025

বইটি উইশলিস্টে রেখে দিলাম!!!!! ゚viralシfypシ゚selamat ゚viralシfypシ゚ #পান্ডুলিপির_বাহিরে েরিয়ালা #ইসমাম_জাহান োচনা

বিকেলটা আজ একটু বেশিই নরম,আকাশে কুয়াশা নয়, তোমার নিঃশ্বাস ভেসে বেড়ায়।এইতো সেদিন,শিমুল গাছটার নিচে দাঁড়িয়ে বলেছিলে—“তুমি ...
13/07/2025

বিকেলটা আজ একটু বেশিই নরম,
আকাশে কুয়াশা নয়, তোমার নিঃশ্বাস ভেসে বেড়ায়।
এইতো সেদিন,
শিমুল গাছটার নিচে দাঁড়িয়ে বলেছিলে—
“তুমি হাঁটলে বসন্ত নামে...”

হায়, আমি কি জানতাম
তোমার চোখে এমন করে ফোটে কৃষ্ণচূড়া?

তুমি যেদিন আমার কপালের পাশে উঁকি দিয়ে বললে,
"চুলে লেগেছে পলাশের গন্ধ,"
আমি সে গন্ধ সরাতে পারিনি আজও।

সেই বিকেলের আলোর মতোই তুমি,
নরম, অথচ চোখে কাঁটা হয়ে বিঁধো—
বসন্ত আসলেই, বালিশের নিচে খুঁজে ফিরি তোমার চিঠি,
যেখানে লিখেছিলে—
"তোমার ঠোঁটটা দারুণ বসন্তময়!"

আজ জানালার পাশে বসে
তোমার জন্য এক কাপ চা রাখি,
পেয়ালাটা খালি থাকে—
তবু আমার ঠোঁট ভিজে, যেমন ভিজেছিলে তুমি,
আমার প্রথম ছোঁয়ায়।

তুমি চলে গেলে—
আর বসন্তগুলো রয়ে গেল আমার ফ্রক-পরা দিনের আয়নায়,
যেখানে আমি এখনো তোমার জন্য খোঁপা বাঁধি,
লাল ওড়নায় পলাশ সাজাই,
আর বলি নিজেকেই—
"এই বসন্তে, তুমিই ছিলে আমার একমাত্র কবিতা..."

~বসন্তের দিনগুলোতে......

@ইসমাম জাহান

বইমেলা ২০২৬ শুরু হতে আর মাত্র ছয় মাস বাকি। ইতিমধ্যে অনেক লেখক ও প্রকাশক প্রস্তুতির কাজে ব্যস্ত হয়ে পড়েছেন। এই সময়ে অনেকে...
13/07/2025

বইমেলা ২০২৬ শুরু হতে আর মাত্র ছয় মাস বাকি। ইতিমধ্যে অনেক লেখক ও প্রকাশক প্রস্তুতির কাজে ব্যস্ত হয়ে পড়েছেন। এই সময়ে অনেকেই Project Queen পেজে এবং ইমেইলের মাধ্যমে বই প্রমোশন বিষয়ে যোগাযোগ করছেন।

তবে অত্যধিক মেইলের কারণে কিছু গুরুত্বপূর্ণ বার্তা হয়তো চোখ এড়িয়ে গেছে বা হারিয়ে গেছে, এজন্য দুঃখ প্রকাশ করছি।

এই প্রেক্ষাপটে একটি সিদ্ধান্ত নিয়েছি—আগামী বইমেলাকে কেন্দ্র করে কিছু নতুন লেখকের বই সম্পূর্ণ বিনামূল্যে প্রমোট করা হবে। তবে অবশ্যই নির্বাচনের ক্ষেত্রে লেখার মানকে গুরুত্ব দেওয়া হবে। কেবলমাত্র মেধাসম্পন্ন, পাঠকের কাছে পৌঁছাতে সক্ষম বইগুলোই প্রমোশনের জন্য নির্বাচিত হবে।

যাঁরা বই প্রমোশন বিষয়ে বিস্তারিত আলোচনা করতে চান, তারা সরাসরি Project Queen পেজে ইনবক্স করতে পারেন। ইমেইলের পাশাপাশি পেইজে একটি সংক্ষিপ্ত ফলোআপ মেসেজ দিলে দ্রুত সাড়া দেওয়া সম্ভব হবে।

আমাদের লক্ষ্য, নতুন প্রতিভাবান লেখকদের পাশে থাকা এবং তাঁদের লেখা পাঠকের কাছে পৌঁছাতে সহায়তা করা।

ধন্যবাদান্তে,
স্বত্বাধিকারী
Project Queen

Address

Fulbaria

Alerts

Be the first to know and let us send you an email when Project Queen posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Project Queen:

Share

Category