19/07/2025
তুমি চলে গেছো—
শহরটা এখন অন্য রকম শ্বাস ফেলে।
চায়ের দোকানে আগের মতো জটলা নেই,
রাস্তাঘাটে আর কেউ প্রেম নিয়ে স্লোগান দেয় না।
তবু আজও তুমি আমার বিপ্লব।
তোমার চলে যাওয়া
আমার ভিতর এমন একটা আগুন ধরিয়েছে,
যেটা নিভিয়ে দিতে পারেনি
সময়, সমাজ, সাহস— কেউই।
তুমি ছিলে আমার স্বাধীনতা ঘোষণা,
আমি তোমার প্রেমে পতাকা উড়িয়েছিলাম—
যে পতাকা এখন বুকের ভিতর কবর দেয়া,
তবু মাঝে মাঝে বাতাসে উড়ে ওঠে!
তুমি বিশ্বাসঘাতক হতে পারো,
কিন্তু আমি আজও
তোমাকে ভালোবাসা বলতে পারি না,
তুমি যে আমার যুদ্ধ ছিলে—
আজও তোমাকে মনে পড়লে
আমার রক্তে জেগে ওঠে বিদ্রোহ।
তুমি নেই,
তবু তুমি আছো—
আমার প্রতিটি কবিতার গোপন সংবিধানে।
~আজও তুমি আমার বিপ্লব
©ইসমাম জাহান