Daily Azker Songbad

Daily Azker Songbad Daily Asker songbad

10/12/2024

সকলের কাছে দোয়া চাই।

03/07/2024
মঠবাড়িয়া ২ দিন ব্যাপি স্বেচ্ছাসেবী মেলা ২০২৪ উৎযাপন। স্টাফ রিপোর্টার : মোস্তাফিজুর রহমান ফিরোজ। শনিবার ও রবিবার দুই দি...
14/04/2024

মঠবাড়িয়া ২ দিন ব্যাপি স্বেচ্ছাসেবী মেলা ২০২৪ উৎযাপন।

স্টাফ রিপোর্টার : মোস্তাফিজুর রহমান ফিরোজ।
শনিবার ও রবিবার দুই দিন ব্যাপি আয়োজন করা হয় সেচ্ছাসেবী মেলা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। মঠবাড়িয়া উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান জননেতা জনাব রিয়াজ উদ্দিন আহমেদ। সভাপতিত্ব করেন, বীর মুক্তিযোদ্ধা জনাব এমদাদুল হক খান। অনুস্ঠান উদ্বোধন করেন, জনাব আবদুল কাইয়ুম। উপজেলা নির্বাহী কর্মকর্তা মঠবাড়ীয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের সুযোগ্য ভাইস চেয়ারম্যান জনাব আরিফুর রহমান সিফাত।এবং স্পন্সার ও মিডিয়া পার্টনার হিসাবে সংযুক্ত ছিলেন, বিশিষ্ট ব্যবসায়ীও সমাজ সেবক এম,এ,রেজাউল করিম মিরাজ । মঠবাড়ীয়া প্রবাসী মানব কল্যাণ ফোরামের প্রতিষ্ঠতা সভাপতি।বাংলা ৫২ নিউজ ডটকমের পরিচলনা পর্ষদ ও উপদেষ্টা মন্ডলীর সদস্য। তার সৌজন্যে বাংলা ৫২ নিউজ ডটকম মিডিয়া পার্টনার। ও স্পন্সর হিসাবে ছিলেন, মঠবাড়ীয়া প্রবাসী মানব কল্যাণ ফোরাম। মনিরুল ইসলাম ফকির, প্রধান উপদেষ্টা মঠবাড়িয়া প্রবাসী মানব কল্যাণ ফোরাম, জনাব স্বপন হাওলাদার সিনিয়র সহ -সভাপতি কার্যনির্বাহী পরিষদ। মঠবাড়িয়া প্রবাসী মানব কল্যাণ ফোরাম, মোহাম্মদ নাসির জমাদ্দার সহ-সভাপতি, কার্যনির্বাহী পরিষদ। সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম আব্বাসী ও সাংগঠনিক সম্পাদক এম,এ, বাবু আকন মোঃ মাউসুদ আহমেদ সহ - সাংগঠনিক মঠবাড়ীয়া প্রবাসী মাবব কল্যাণ ফোরাম।
মঠবাড়ীয়া উপজেলা স্বেচ্ছাসেবী মেলা ২০২৪ আয়জনে যারা ছিলেন
মাসুম বিল্লাহ অভি,সোহেল,রাসেল,জান্নাতি,রেজাউল,সাইফুল, রাজিব শাহ।

পিরোজপুর জেলার মঠবাড়িয়া  উপজেলাতে সংক্ষিপ্ত সফর করেন জানিপপ'র  চেয়ারম্যান  ও  বাংলা ৫২ নিউজ ডট কম''র উপদেষ্টা মন্ডলীর...
29/03/2024

পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলাতে সংক্ষিপ্ত সফর করেন জানিপপ'র চেয়ারম্যান ও বাংলা ৫২ নিউজ ডট কম''র উপদেষ্টা মন্ডলীর সভাপতি প্রফেসর ডক্টর নাজমুল আহসান কলিমুল্লাহ ও বাংলা ৫২ নিউজ ডটকম এর সম্পাদক ও প্রকাশক কাজী আওলাদ হোসেন স্যার এর শুভ আগমন উপলক্ষে শুভেচ্ছা বিনিময়ে আমি পিরোজপুর, মঠবাড়ীয়া প্রতিনিধি মোস্তাফিজুর রহমান ফিরোজ।

Address

Fulbaria

Alerts

Be the first to know and let us send you an email when Daily Azker Songbad posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share